নড়াইল জেলা সাংবাদিক ইউনিটি-ঢাকার নতুন কমিটি
নড়াইল জেলা সাংবাদিক ইউনিটি-ঢাকার নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার মনিরুল ইসলাম রোহান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাইজিংবিডির সিনিয়র রিপোর্টার এসকে রেজা পারভেজ।   শনিবার (৩০ মার্চ) রাজধানীর তোপখানা রোডের ধানসিড়ি রেস্টুরেন্টে সংগঠনের ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ সদস্যের কার্যনির্বাহী সংসদ নির্বাচিত হন। গঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটির মেয়াদ ২ বছর।   নতুন কমিটির সহ-সভাপতি হাসান শাফিঈ (নয়া শতাব্দী), যুগ্ম সাধারণ সম্পাদক নূর আলম শেখ (সকালের সময়), কোষাধ্যক্ষ  আকাশ মনি (শুভ দিন), সাংগঠনিক সম্পাদক এস এম বদরুল আলম (সবুজ বিপ্লব), দপ্তর সম্পাদক রেজাউল করিম (বাংলা ভিশন) ও প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মহিদুল ইসলাম  বৈশাখী টিভি) নির্বাচিত হয়েছেন।   কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ৩ জন। তারা হলেন-  সিনিয়র সাংবাদিক শরিফুল ইসলাম বিলু , আমিনুর রহমান (এস এ টিভি) ও তৌহিদুল ইসলাম মিন্টু (দ্যা রিপোর্ট২৪.কম)।   এছাড়াও সংগঠনের ৪ জন উপদেষ্টা মনোনীত হয়েছেন। তারা হলেন- সৈয়দ জাফর (দিনকাল), মশিউর নেরু (করতোয়া), এস এম জাহাঙ্গীর হোসেন (ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস) ও বশির আহমেদ (আমার দেশ)।  
৩১ মার্চ, ২০২৪

সেনাপ্রধানের নড়াইল পরিদর্শন
নড়াইল পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। গতকাল নড়াইলের মধুমতি আর্মি ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় নড়াইল রেলওয়ে স্টেশনের কাজের অগ্রগতি ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন সেনাপ্রধান। আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সেনাপ্রধান ২৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের রোড প্রশস্তকরণসহ জনকল্যাণমূলক প্রকল্প পরিদর্শন করেন। পরে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ শেষে লোহাগড়ার করফায় ১০ শয্যা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সামনে নিজের দান করা জমিতে আল হুদা মসজিদ উদ্বোধন করেন। একই সঙ্গে মল্লিকপুর ইউনিয়ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্মিত অধ্যাপক শেখ মো. রোকন উদ্দিন আহমেদ মাল্টিপারপাস হল উদ্বোধন করেন। পরিদর্শনকালে ছিলেন জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া, চিফ কনসালট্যান্ট জেনারেল সেনা সদর, এডহক সিএসসি এবং চিফ কোঅর্ডিনেটর, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, জেলা প্রশাসক ছাড়াও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ছিলেন।
২১ ফেব্রুয়ারি, ২০২৪

নড়াইল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পঙ্কজ সম্পাদক বিশ্বনাথ
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নড়াইল জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আগামী দুই বছরের জন্য অ্যাডভোকেট পঙ্কজ বিহারী ঘোষ অন্ন সভাপতি এবং বিশ্বনাথ কুণ্ডু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এর আগে গত শনিবার নড়াইল জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে নড়াইল টাউন কালীবাড়ি মন্দিরে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। নড়াইল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার কুণ্ডুর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি জে এল ভৌমিক। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার। এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহসভাপতি অ্যাডভোকেট তাপস পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাগর হালদার, সদস্য সমীর রায় প্রমুখ।
১৯ ফেব্রুয়ারি, ২০২৪

নড়াইল- ১ আসনে নৌকার মূল প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থীসহ ৬
নড়াইলে জমে উঠেছে নির্বাচনী উৎসব, প্রচারে ব্যস্ত প্রার্থীরা। ভোটারদের মাঝেও চরম উত্তেজনা, কে হতে যাচ্ছে নড়াইল- ১ আসনের সংসদ সদস্য। নড়াইল- ১ আসনে (কালিয়া উপজেলা ও নড়াইল সদরের একাংশ) আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বি এম কবিরুল হক মুক্তির প্রতিদ্বন্দ্বী জি এম কাদের সমর্থিত জাতীয় পার্টি থেকে মনোনীত প্রার্থী মো. মিল্টন মোল্যাসহ ৬ প্রার্থী।  নড়াইল - ১ (৯৩) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত যাচাইবাছাই শেষে ৭ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। চূড়ান্ত এই প্রার্থী তালিকার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আশফাকুল হক চৌধুরী। প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বি এম কবিরুল হক মুক্তি (নৌকা), তার স্ত্রী স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক (ঈগল), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. মিল্টন মোল্যা (লাঙ্গল), ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নজরুল ইসলাম (হাতুড়ি), তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী শ্যামল চৌধুরী (সোনালি আঁশ) ও জাতীয় পার্টি (মঞ্জু) মনোনীত প্রার্থী শামীম আরা পারভীন (বাইসাইকেল), স্বতন্ত্র প্রার্থী সিকদার মো. শাহাদাত হোসেন (দুলু) (মাথাল)। এদিকে, আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বি এম কবিরুল হক মুক্তির স্ত্রী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক গত ১৯ ডিসেম্বর সাংবাদিক সম্মেলন করে স্বামীকে (নৌকা) সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। জেলা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনের মধ্যে নড়াইল- ১ (কালিয়া- নড়াইল সদরের একাংশ) আসনে একটি পৌরসভা ও ১৯টি ইউনিয়নের মোট ভোটার ২,৭৫,৪০৩ জন। এর মধ্যে ১,৩৯,০১০ পুরুষ এবং ১,৩৬,৩৯৩ জন নারী ভোটার রয়েছেন।  
০১ জানুয়ারি, ২০২৪

নড়াইল জেলা বিএনপির ১০ নেতাকর্মী ফরিদপুরে গ্রেপ্তার
ফরিদপুর আলফাডাঙ্গা থেকে নড়াইল জেলা বিএনপির শীর্ষ নেত্রীবৃন্দসহ ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ নভেম্বর) দুপুর ২টা ৩০ ঘটিকায় আটককৃতদের ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়। বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নের মালা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন- নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম (৪৯), জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার মঞ্জুরুল সাইদ বাবু (৩৬), লোহাগড়া উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহামুদ আলম (৪৮), জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান (২৮), জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহাদুল ইসলাম (৪৫), ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ পলাশ আলী (৪৫), ইতনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য আরমান শেখ (৩০), জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিরন মৃধা (৩০), মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খিজির আহম্মেদ (৫৮) ও ইতনা ইউনিয়নের ওয়ার্ড যুব দলের সভাপতি মাসুম শেখ (৩০)। আলফাডাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা যায়, নড়াইল জেলার সীমান্তবর্তী ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানা এলাকায় বৃহস্পতিবার রাতে নড়াইল জেলা বিএনপির একদল নেতাকর্মী নাশকতার পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে আলফাডাঙ্গা থানা পুলিশ উপস্থিত হলে তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে নড়াইল জেলা বিএনপির ১০ জন নেতাকর্মীকে আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যান। পরবর্তীতে আলফাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত দুটি ককটেলের আলামত উদ্ধার করার পাশাপাশি ৫টি মোটরসাইকেল জব্দ করে। পরে নাশকতার অভিযোগ, বেআইনি সমাবেশ, সরকারি কাজে সরকারি কর্মচারীকে বাধা প্রদান ও আঘাতসহ বিস্ফোরক আইনে মামলা করে আটককৃতদের ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়।  আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু তাহের দৈনিক কালবেলাকে বলেন, গোপনে সংবাদে নাশকতার অভিযোগ পাই এবং অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের আদালতে পাঠানো হয়েছে।
০১ জানুয়ারি, ১৯৭০

নড়াইল বিএনপির ১০ নেতাকর্মী ফরিদপুরে গ্রেপ্তার
ফরিদপুর আলফাডাঙ্গা থেকে নড়াইল জেলা বিএনপির শীর্ষ নেত্রীবৃন্দসহ ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ নভেম্বর) দুপুর ২টা ৩০ ঘটিকায় আটককৃতদের ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়। বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নের মালা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন- নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম (৪৯), জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার মঞ্জুরুল সাইদ বাবু (৩৬), লোহাগড়া উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহামুদ আলম (৪৮), জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান (২৮), জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহাদুল ইসলাম (৪৫), ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ পলাশ আলী (৪৫), ইতনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য আরমান শেখ (৩০), জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিরন মৃধা (৩০), মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খিজির আহম্মেদ (৫৮) ও ইতনা ইউনিয়নের ওয়ার্ড যুব দলের সভাপতি মাসুম শেখ (৩০)। আলফাডাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা যায়, নড়াইল জেলার সীমান্তবর্তী ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানা এলাকায় বৃহস্পতিবার রাতে নড়াইল জেলা বিএনপির একদল নেতাকর্মী নাশকতার পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে আলফাডাঙ্গা থানা পুলিশ উপস্থিত হলে তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে নড়াইল জেলা বিএনপির ১০ জন নেতাকর্মীকে আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যান। পরবর্তীতে আলফাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত দুটি ককটেলের আলামত উদ্ধার করার পাশাপাশি ৫টি মোটরসাইকেল জব্দ করে। পরে নাশকতার অভিযোগ, বেআইনি সমাবেশ, সরকারি কাজে সরকারি কর্মচারীকে বাধা প্রদান ও আঘাতসহ বিস্ফোরক আইনে মামলা করে আটককৃতদের ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়।  আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু তাহের দৈনিক কালবেলাকে বলেন, গোপনে সংবাদে নাশকতার অভিযোগ পাই এবং অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের আদালতে পাঠানো হয়েছে।
০৩ নভেম্বর, ২০২৩
X