নড়াইলে জমে উঠেছে নির্বাচনী উৎসব, প্রচারে ব্যস্ত প্রার্থীরা। ভোটারদের মাঝেও চরম উত্তেজনা, কে হতে যাচ্ছে নড়াইল- ১ আসনের সংসদ সদস্য। নড়াইল- ১ আসনে (কালিয়া উপজেলা ও নড়াইল সদরের একাংশ) আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বি এম কবিরুল হক মুক্তির প্রতিদ্বন্দ্বী জি এম কাদের সমর্থিত জাতীয় পার্টি থেকে মনোনীত প্রার্থী মো. মিল্টন মোল্যাসহ ৬ প্রার্থী।
নড়াইল - ১ (৯৩) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত যাচাইবাছাই শেষে ৭ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। চূড়ান্ত এই প্রার্থী তালিকার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আশফাকুল হক চৌধুরী।
প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বি এম কবিরুল হক মুক্তি (নৌকা), তার স্ত্রী স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক (ঈগল), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. মিল্টন মোল্যা (লাঙ্গল), ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নজরুল ইসলাম (হাতুড়ি), তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী শ্যামল চৌধুরী (সোনালি আঁশ) ও জাতীয় পার্টি (মঞ্জু) মনোনীত প্রার্থী শামীম আরা পারভীন (বাইসাইকেল), স্বতন্ত্র প্রার্থী সিকদার মো. শাহাদাত হোসেন (দুলু) (মাথাল)।
এদিকে, আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বি এম কবিরুল হক মুক্তির স্ত্রী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক গত ১৯ ডিসেম্বর সাংবাদিক সম্মেলন করে স্বামীকে (নৌকা) সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
জেলা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনের মধ্যে নড়াইল- ১ (কালিয়া- নড়াইল সদরের একাংশ) আসনে একটি পৌরসভা ও ১৯টি ইউনিয়নের মোট ভোটার ২,৭৫,৪০৩ জন। এর মধ্যে ১,৩৯,০১০ পুরুষ এবং ১,৩৬,৩৯৩ জন নারী ভোটার রয়েছেন।
মন্তব্য করুন