মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
হবিগঞ্জে তালিকাভুক্ত সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড বিতরণে নানা অনিয়মের অভিযোগ
হবিগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বিরুদ্ধে সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড বিতরণে অনিয়ম হয়রানির অভিযোগ উঠেছে। দৈনিক কালবেলা, প্রতিদিনের বাণী, বাংলা টিভি, প্রতিদিনের সংবাদ, যুগান্তর, দৈনিক মানবজমিন, নয়া দিগন্ত, ইপ্রেসনিউজ ইত্যাদি পত্রিকার প্রতিনিধিদের নানা অজুহাতে তালিকায় নাম থাকা সত্ত্বেও পর্যবেক্ষক কার্ড প্রদান করছে না। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাদিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কিছু বিষয় বিবেচনা করে তালিকা প্রস্তুত হয়েছে। তাই অনেকে বাদ পড়ে গেছে। এ বিষয় কী, তা জানতে চাইলে তিনি কোনো উত্তর দিতে পারেননি। এ ঘটনায় সাংবাদিকরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতিবাদ করছেন। এ ব্যাপারে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জিলুফা সুলতানাকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি। সাংবাদিকদের সামনে উপস্থিতও হননি। এ ঘটনায় হবিগঞ্জ জেলার সাংবাদিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
০৬ জানুয়ারি, ২০২৪

১৬ জাপানি পাচ্ছেন ইসির পর্যবেক্ষক কার্ড
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৬ জনকে ‘পর্যবেক্ষক’ কার্ড দিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব জাপানি নাগরিক এর আগে নির্বাচনে পর্যবেক্ষক হতে আবেদন করেন।  শুক্রবার (২৯ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক চিঠিতে তাদের নির্বাচন পর্যবেক্ষক কার্ড দেওয়ার নির্দেশ দেওয়া হয়। চিঠিতে বলা হয়, দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকায় অবস্থিত জাপানি দূতাবাস থেকে আবেদন করা ১৬ জন নির্বাচন পর্যবেক্ষকের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর ও সদর দপ্তর প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর থেকে নিরাপত্তা ছাড়পত্র ও ভিসা ইস্যুকরণে অনাপত্তি জ্ঞাপন করেছে। এই অবস্থায়, নির্বাচন কমিশনকে পরবর্তী কার্যক্রমের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ১৬ জনের মধ্যে রয়েছেন মাসাতো ওয়াতানাবে, কাজুয়োশি পল কুরোদা, অ্যানরি উনো, কিমিনোরি ইওয়ামা, তাতসুয়া মাচিদা, শিম্মুরা কাতসুমি, তোমো মিনামি, কোবায়শি ইয়োশিয়াকি, কানা কোবায়াশি, তাইচি কুদো, হারুতা হিরোকি, কাওয়াই হিরোশি, আতসুশি কাতো, ওয়াতারু কাইয়া, ইয়াকুয়েমা, তাকুয়েমা।
২৯ ডিসেম্বর, ২০২৩
X