হবিগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বিরুদ্ধে সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড বিতরণে অনিয়ম হয়রানির অভিযোগ উঠেছে। দৈনিক কালবেলা, প্রতিদিনের বাণী, বাংলা টিভি, প্রতিদিনের সংবাদ, যুগান্তর, দৈনিক মানবজমিন, নয়া দিগন্ত, ইপ্রেসনিউজ ইত্যাদি পত্রিকার প্রতিনিধিদের নানা অজুহাতে তালিকায় নাম থাকা সত্ত্বেও পর্যবেক্ষক কার্ড প্রদান করছে না।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাদিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কিছু বিষয় বিবেচনা করে তালিকা প্রস্তুত হয়েছে। তাই অনেকে বাদ পড়ে গেছে। এ বিষয় কী, তা জানতে চাইলে তিনি কোনো উত্তর দিতে পারেননি।
এ ঘটনায় সাংবাদিকরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতিবাদ করছেন।
এ ব্যাপারে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জিলুফা সুলতানাকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি। সাংবাদিকদের সামনে উপস্থিতও হননি। এ ঘটনায় হবিগঞ্জ জেলার সাংবাদিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন