পিএসজি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা এমবাপ্পের
অবশেষে পিএসজি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন কিলিয়ান এমবাপ্পে। আজ তুলুজের বিপক্ষে পিএসজির জার্সি গায়ে শেষ ম্যাচ খেলতে মাঠে নামবেন ফরাসি তারকা। অনেক আগেই পিএসজি ছেড়ে এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়া নিয়ে গুঞ্জন ছিল। এ ব্যাপারে স্পেনের সেরা দৈনিকগুলো খবরও করে। শুক্রবার পিএসজি ছাড়ার অনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এমবাপ্পে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন তিনি। যেখানে তাকে বলতে শোনা যায়, ‘আমি আপনাদের জানাতে চাই, পিএসজির হয়ে এটাই আমার শেষ মৌসুম ছিল। চুক্তির মেয়াদ আমি আর বাড়াচ্ছি না। রোববার পার্ক দ্য প্রিন্সেসে আমি শেষ ম্যাচ খেলব।’ পিএসজিতে এমবাপ্পের ক্যারিয়ার শুরু হয়েছিল ২০১৭ সালে। তিনি মোনাকো ছেড়ে পিএসজিতে এসেছিলেন। এই ক্লাবের হয়ে টানা সাত বছর খেলেছেন। লিগ শিরোপা জিতলেও চ্যাম্পিয়ন্স লিগ কখনো জিততে পারেননি। মূলত চ্যাম্পিয়ন্স লিগ জিততেই রিয়ালে যাচ্ছে ফরাসি তারকা। পিএসজির হয়ে এমবাপ্পে খেলেছেন ৩০৬টি ম্যাচ। গোল করেছেন ২৫৫টি। অ্যাসিস্ট করেছেন ১০৮টি। তার আমলে পিএসজি লিগ ওয়ান শিরোপা জিতেছে ছয়বার। তবে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি ব্যর্থ। এবার বরুশিয়া ডর্টমুন্ডের কাছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পরাজিত হয় এমবাপ্পের পিএসজি।
১২ মে, ২০২৪

এমবাপ্পের বিদায়ে বিভক্ত পিএসজি সমর্থকরা
গত কয়েক মৌসুমে ফুটবলের দলবদলের বাজারে যাকে নিয়ে সবচেয়ে বেশি গুঞ্জন শোনা গেছে সেই এমবাপ্পে অবশেষে নিজেই জানালেন তার পিএসজি ছাড়ার কথা। পরবর্তী ক্লাব কোনটি হবে তা না জানালেও মোটামুটি নিশ্চিত সেটি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। শুক্রবার (১০ মে) সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে এমবাপ্পে জানান রোববারে টুলুসের বিপক্ষে ম্যাচটিতে তার পার্ক দ্যু প্রিন্সেসে পিএসজির জার্সি গায়ে সর্বশেষ ম্যাচ হতে যাচ্ছে। দলের সবচেয়ে বড় তারকার বিদায়ে অবশ্য পিএসজি সমর্থকদের মধ্যে দুই রকমের অনুভূতি দেখা যাচ্ছে।      MERCI. @PSG_inside pic.twitter.com/t0cL2wPpjX — Kylian Mbappé (@KMbappe) May 10, 2024 ফরাসি ক্লাবটির কিছু সমর্থক এমবাপ্পের বিদায়ী পোস্টের পর স্যোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পিএসজিতে তার অবদানের জন্য প্রশংসা করেছেন, তবে অন্যরা পিএসজিতে সাত বছর থাকার পরেও প্যারিসিয়ানদের পরম আরাধ্য চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি এনে দিতে না পারায় এমবাপ্পের প্রতি হতাশা প্রকাশ করেছেন। এমবাপ্পের ঘোষণার পরপরই সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়ার ঝড় শুরু হয়ে গেছে। এমবাপ্পের বন্দনা থেকে সমালোচনা সব অনুভূতিই নিগড়ে আসছে পিএসজি সমর্থকদের কাছ থেকে। ভক্তদের প্রতিক্রিয়াগুলোর মধ্যে, ম্যাচের সময় তার ভবিষ্যৎ খেলোয়াড়দের পছন্দ সম্পর্কে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন পিএসজির এক সমর্থক। আরেক সমর্থক ভরা স্টেডিয়ামে ব্যক্তিগতভাবে তার প্রস্থান ঘোষণা না করার এমবাপ্পের সাহস নিয়ে প্রশ্ন তুলেন। অবশ্য অনেক সমর্থকই এমবাপ্পেকে পিএসজির সাম্প্রতিক সাফল্যে যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাকে ক্লাবের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতিও দেন তারা। উল্লেখযোগ্যভাবে, এক সমর্থক ভিডিও বার্তায় তার ধন্যবাদ তালিকায় এমবাপ্পেকে ক্লাব সভাপতি নাসের আল খেলাইফির বাদ দেওয়ার কথা উল্লেখ করেছেন। বাদ দেওয়ার পেছনে কারণ কী তা জানতে চেয়েছেন। এদিকে ২০২০ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এমবাপ্পের একটি মিসের ছবি শেয়ার করে লিখেছেন ‘চ্যাম্পিয়নস লিগ না জেতানোর জন্য তোমাকে ধন্যবাদ।’ এদিকে এমবাপ্পে যখন রিয়াল মাদ্রিদে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তখন পিএসজি সমর্থকরা এমবাপ্পে-পরবর্তী যুগের জন্য প্রস্তুত হচ্ছে। ক্লাবটি অবশ্য বিশ্বকাপজয়ী এই ফুটবলারের বিকল্প হিসেবে নাপোলির ভিক্টর ওসিমেনকে দেখছে বলে জানা গেছে। অবশ্য তাকে পিএসজি দলে ভেরাতে পারবে কি না তা দেখার বিষয়। এদিকে এমবাপ্পে পিএসজি ছাড়ার ঘোষণা দেওয়ার পর তার ভাই ইথান যিনি নিজেও পিএসজির খেলোয়াড় তার সঙ্গে পিএসজির মাঠ পার্ক দ্যু প্রিন্সেসে পিএসজির কট্টর সমর্থকদের সঙ্গে একটি বারবিকিউ পার্টিতে অংশ নেয়। শোনা যাচ্ছে টুলুসের সঙ্গে ম্যাচের আগে একটি গ্র্যান্ড টিফো (অত্যন্ত বড় পোস্টার) উন্মোচন করবে পিএসজির সমর্থকরা যাতে এমবাপ্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হবে।
১১ মে, ২০২৪

এমবাপ্পের পিএসজি কি পারবে ডর্টমুন্ড বাধা পেরুতে!
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালে দুর্দান্ত খেলা উপহার দিয়েছে বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ। দুই জায়ান্টের ২-২ গোলে সমতায় শেষ হওয়া ম্যাচের পর এবার পালা দ্বিতীয় সেমিফাইনালের। উত্তেজনার সেই ম্যাচে বুধবার (১ মে) রাতে বরুশিয়া ডর্টমুন্ড আতিথ্য দিবে ফরাসি জায়ান্ট পিএসজিকে। যেখানে দুদলের লক্ষ্যই থাকবে ম্যাচ জিতে ফাইনালের পথে এক পা দিয়ে রাখা। ডর্টমুন্ডের ঘরের মাঠ সিগন্যাল ইদুনা পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। এবারের চ্যাম্পিয়ন্স লিগের আসরে গ্রুপ অব ডেথ ‘এফ’ গ্রুপ থেকে নকআউট পর্বে কোয়ালিফাই করেছে দুই ক্লাবই। গ্রুপ পর্বের এই দুই দেখায় অবশ্য দুই দলেরই জয় একটি একটি করে। এবার রোড টু ওয়েম্বলির রেসে আবারও দেখা দুই ইউরোপিয়ান ক্লাবের। সেমিফাইনালের প্রথম লেগে ডর্টমুন্ডের দুর্গ ইদুনা পার্কে জয় আনতে মরিয়া থাকবে কিলিয়ার এমবাপ্পের পিএসজি। এবারের চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত সময়ই পার করছে লুইস এনরিকের দল। কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে হারলেও ফিরতি লেগে বার্সেলোনাকে ৪-২ গোলে উড়িয়ে দিয়ে সেমির টিকিট কেটেছে প্যারিসিয়ানরা। তাই ম্যাচে অনেকটা নির্ভার হয়েই নামবে ফরাসিরা। সম্ভাব্য ৪-৩-৩ ফরমেশনে খেলার সম্ভাবনা পিএসজির। যেখানে ডিফেন্সে থাকছেন দুই সেন্টারব্যাক থিও হার্নান্দেজ ও মারকুইনহোস। লেফট ব্যাকে নুনো মেন্ডেজ ও রাইট ব্যাকে আশরাফ হাকিমি। মাঝমাঠে ভিতিনহার দুই সঙ্গী ফ্যাবিয়ান রুইজ ও জাহির এমেরি। তবে বরাবরের মতোই অপ্রতিরোধ্য আক্রমণভাগ নিয়েই মাঠে নামবে পিএসজি। দুই উইংয়ে বারকোলা ও উসমান ডেম্বেলে আর মাঝে ফর্মের তুঙ্গে থাকা কিলিয়ান এমবাপ্পে। প্রথম লেগে জয় ছাড়া কিছুই ভাবছে না পিএসজি। অন্যদিকে, চলতি মৌসুমে বুন্দেসলিগায় সময়টা ভালো না কাটলেও চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ছন্দে আছে বরুশিয়া ডর্টমুন্ড। গ্রুপসেরা হয়েই নকআউট পর্বে উঠেছিল জার্মান ক্লাবটি। প্রতিপক্ষ পিএসজির মতো তারাও কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ হেরে দ্বিতীয় লেগে কামব্যাক করে ১১ বছর পর সেমিফাইনালে উঠেছে ডর্টমুন্ড। পিএসজির বিপক্ষে ডর্টমুন্ডের বড় ভরসা তাদের ঘরের ছেলে মার্কো রয়েস। ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন জ্যাডোন সাঞ্চো। আর ইনজুরি খড়া কাটিয়ে মার্সেল সাবিৎজার ও ডোনিয়েল মালেনের ফেরা স্বস্তি দিচ্ছে ডর্টমুন্ড কোচকে। আর নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন এমরে কান ও ইয়ান ম্যাটসেন। আর এই ম্যাচে জয়ের সুযোগ হাতছাড়া করতে চান ডর্টমুন্ড কোচ। দুদলের শেষ ছয় দেখায় দুটিতে জিতেছে পিএসজি আর ডর্টমুন্ডের ঝুলিতে আছে একটি জয়। বাকি ৩টি ম্যাচ হয়েছে ড্র।
০১ মে, ২০২৪

দশজনের বার্সাকে উড়িয়ে সেমিতে পিএসজি
বাজে রেফারিংয়ে ক্ষুব্ধ বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ। কিন্তু ২৯ মিনিটের মাথায় রোনাল্ড আরাউহো লাল কার্ড দেখে উঠে যাওয়ায় বার্সা দশজনের দল হয়ে না গেলেই কি ম্যাচের ফল অন্যরকম হতো? মনে হয় না। ১২ মিনিটের মাথায় এগিয়ে যাওয়া বার্সেলোনা দশজনের দল হওয়ার আগেই নড়বড়ে ফুটবল খেলছিল। দশজনের দল হওয়ার পর খেই হারিয়ে ফেলে। ৪০ মিনিটে পিএসজির হয়ে সমতা ফেরান উসমান দেম্বেলে। দ্বিতীয়ার্ধে ২-১ করেন ভিতিনহা। ৫৮ মিনিটে কানসেলো ফাউল করেন দেম্বেলেকে। পেনাল্টি পায় পিএসজি। রেফারির পেনাল্টির নির্দেশকেও মেনে নিতে পারেননি জাভি। কিলিয়ান এমবাপ্পে ৩-১ করেন। ম্যাচের ৮৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। ৪-১-এ দ্বিতীয় লেগ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে পিএসজি। প্রথম পর্বের সাক্ষাতে ৩-২ গোলে জিতেছিল বার্সা। চ্যাম্পিয়ন্স লিগের দুই লেগ মিলিয়ে পিএসজির পক্ষে ফল ৬-৪। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি পর্বে ন্যু ক্যাম্পে শুরুতেই এগিয়ে যায় বার্সা। গোল করেন রাফিনহা। ১২ মিনিটে ডানদিক থেকে লামিনে ইয়ামালের সেন্টার আলতো পায়ের ছোঁয়ায় গোল করেন তিনি। এরপর ২৯ মিনিটে রোনাল্ড আরাউহো লাল কার্ড দেখে উঠে যান যা দেখে জাভি বলেন, ‘আমরা ক্ষুব্ধ। ওই লাল কার্ডই ম্যাচের ভাগ্য নির্ধারণ করেছে। ১১ জনের দল নিয়ে খেলার সময় আমরা খুবই গোছানো ফুটবল খেলছিলাম। লাল কার্ডটা হঠাৎ সবকিছুই বদলে দিয়েছে। আমার মতে, আরাউহোকে বের করে দেওয়া একটু বেশিই কঠোর সিদ্ধান্ত ছিল।’ রেফারির সিদ্ধান্তের সমালোচনা করে জাভি আরও বলেন, ‘রেফারিংটা খুবই বাজে ছিল। আমি তাকে বলেছি, সে ধ্বংসাত্মক রেফারিং করেছে। খেলাটাই শেষ করে দিয়েছে সে। সাধারণত রেফারিদের নিয়ে কথা বলতে পছন্দ করি না আমি; কিন্তু এটা না বলে উপায় নেই। আমার মাথায় ঢুকছে না, কীভাবে এমন সিদ্ধান্ত নিয়েছে সে। ১০ জনের দলে পরিণত হওয়া কখনো ভালো কিছু নয়। লাল কার্ডের সিদ্ধান্তের পর খেলাটাই বদলে যায়। এই ম্যাচ নিয়ে যত কথাই বলি, ঘুরেফিরে ওই লাল কার্ডই সবার আগে আসবে।’ এদিকে জোড়া গোল করে পিএসজিকে সেমিফাইনালে তোলার পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বপ্ন দেখছেন এমবাপ্পে। তিনি ম্যাচের পর বলেন, ‘আমি প্যারিসের জন্য চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বপ্ন দেখি। প্রথম দিন থেকেই আমি পিএসজির হয়ে খেলতে পেরে গর্বিত। এই ক্লাবের হয়ে খেলার গর্ব আমার জন্য বিশেষ। দেশের রাজধানীর ক্লাবকে প্রতিনিধিত্ব করাও আমার জন্য স্পেশাল।’ সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর ফাইনালের স্বপ্ন দেখছেন এমবাপ্পে। তিনি বলেন, ‘প্যারিসের লোক হিসেবে এমন একটি মুহূর্তের অভিজ্ঞতা লাভ করাটা দারুণ ব্যাপার। ওয়েম্বলির ফাইনালে পৌঁছানোর আগে আমাদের আরও একটি ধাপ পার করতে হবে। তাই আমাদের শান্ত থাকতে হবে। আজ আমরা অসাধারণ একটি দলকে হারিয়েছি। আমরা যদি আজ হেরেও যেতাম, তবু আমি প্যারিসের মানুষ হিসেবে গর্বিত হতাম। তবে এমন একটা সন্ধ্যা উপহার দিতে পেরে গর্বের মাত্রাটা বেড়ে গেছে। আমরা খুবই খুশি। আমরা এমন একটা দলকে হারিয়েছি, যাদের আমরা হারাতে চেয়েছি এবং ফাইনালের আরও কাছে যেতে চেয়েছি। এই জয় তাদের জন্য, যারা এখানে এসে এবং ঘরে বসে আমাদের সমর্থন দিয়েছে। এই রাতটা গর্ব করার মতো।’ চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার দিনে আরও একটা দুঃসংবাদ পেয়েছে বার্সা। হারের কারণে ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপেও তারা খেলতে পারবে না।
১৮ এপ্রিল, ২০২৪

সুপারসাব এমবাপ্পের গোল হার এড়াল পিএসজি
একদিন পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের লড়াইয়ে বার্সেলোনার বিপক্ষে খেলবে পিএসজি। ইউরো সেরার মঞ্চে প্রথম লেগের লড়াইয়ে আগে ক্লেরমন্তের বিপক্ষে জয়কে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন প্যারিসের ক্লাবটির কোচ লুইস এনরিকে। যদিও এ ম্যাচে নিয়মিত একাদশের বাইরে রাখা হয় কিলিয়ান এমবাপ্পেকে। এদিকে ১৭ বছর বয়সী দুই ফুটবলার ইয়ুরাম জাগুয়ে এবং সেনি মায়ুলুকে প্রথমবারের মতো একাদশে সুযোগ দেন স্প্যানিশ এ কোচ। গোল পোস্ট সামলান তৃতীয় গোলকিপার আরনাউ তেনাস। মূলত বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের তারকা ফুটবলারদের বিশ্রাম দেন এনরিকে। তবে একাদশ নিয়ে এমন পরীক্ষা-নিরীক্ষায় হারতে বসেছিল পিএসজি। কোনোমতে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে ফরাসি চ্যাম্পিয়নরা। এ ড্রতে মূল অবদান এমবাপ্পের। ম্যাচের ৩২ মিনিটে হাবিব কেইটার গোলে এগিয়ে যায় ক্লেরমন্ত। ম্যাচের ৬৭ মিনিটে বদলি হিসেবে নেমে গোলে অবদান রাখেন ফরাসি তারকা। ম্যাচের ৮৫ মিনিটে সমতাসূচক গোলটি করেন পর্তুগিজ তারকা গঞ্জালো রামোস। মূলত পিএসজি ছাড়ার ঘোষণা দেওয়ার পর থেকে এমবাপ্পেকে পুরো ৯০ মিনিট মাঠে রাখেন না দলের কোচ। সবশেষ লিগের ৮ ম্যাচে পুরো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এনরিকে জানিয়েছে, এমবাপ্পেবিহীন দলকে অভ্যস্ত করতে এ সিদ্ধান্ত তার। নিজের এ অবস্থান থেকে সরে আসেনি স্প্যানিশ এ কোচ। যদিও শনিবার রাতে ম্যাচের হার এড়াতে ফরাসি তারকাকে মাঠে নামান তিনি। গোল না পেলেও এমবাপ্পের অ্যাসিস্টে ম্যাচ ড্র করে পিএসজি। এ ম্যাচে এমবাপ্পেকে একাদশে না রাখা এবং দুই কিশোরের অভিষেক নিয়ে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একাদশ গড়াই তার মূল লক্ষ্য।
০৮ এপ্রিল, ২০২৪

পিএসজি ছাড়ার কথা জানালেন এমবাপ্পে
কিলিয়ান এমবাপ্পে আগামী গ্রীষ্মে পিএসজি ছাড়ছেন। ক্লাব সভাপতি নাসের আল খেলাইফিকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন ফরাসি সুপারস্টার। ফ্রান্সকে ২০১৮ সালের বিশ্বকাপ জেতানো তারকার সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টরা চুক্তির প্রস্তাবও দিয়ে রেখেছে। ইতালির বিখ্যাত সাংবাদিক ফ্র্যাবিজিও রোমানোর দেওয়া তথ্যমতে রিয়াল মাদ্রিদ যে অর্থ প্রস্তাব করেছে, তা পিএসজির দেওয়া নতুন প্রস্তাবের চেয়ে কম। এমনকি ২০২২ সালে এমবাপ্পেকে দলে ভেড়াতে যে অর্থ প্রস্তাব করা হয়েছিল, এবারের প্রস্তাবে তার চেয়ে কম অর্থ থাকছে। জুড বেলিংহামের উপস্থিতির কারণেই হয়তো রিয়াল মাদ্রিদ এমন প্রস্তাব দিয়েছে। কারণ বরুশিয়া ডর্টমুন্ড থেকে ইংলিশ তারকাকে দলে ভেড়ানোর পর রিয়ালের আক্রমণভাগে বৈচিত্র্য ফিরেছে। বর্তমানে ফরাসি লিগের দ্বিতীয় স্থানে থাকা নিস-এর চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে আছে পিএসজি। ডমেস্টিক কাপের কোয়ার্টার ফাইনালে পিএসজির প্রতিপক্ষ সেই নিস। বুধবার চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়ে প্যারিসের জায়ান্টরা। ম্যাচের প্রথম গোলটি করেছেন এমবাপ্পে। মৌসুমে ভালোকিছু অর্জনের পথে থাকা পিএসজি কোন প্রক্রিয়ায় এ ধাক্কা কাটিয়ে ওঠে—সেটা সময়ই বলবে। মেগাস্টারদের হারানোর ধাক্কা সামাল নেওয়ার অভিজ্ঞতা অবশ্য ফরাসি ক্লাবটির জন্য নতুন নয়। অর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারও পিএসজি ছেড়ে গেছেন। অবশ্য এমবাপ্পে ছিলেন বলে আগের দুই ধাক্কা সেভাবে অনুভূত হয়নি। পিএসজির হয়ে পাঁচ লিগ শিরোপার সঙ্গে অন্যান্য ট্রফি জয়ের পথে ২৯০ ম্যাচে ২৪৩ গোল ও ৯৩ অ্যাসিস্ট করেছেন এমবাপ্পে। প্যারিসের জায়ান্টদের তাঁবুতে আসার আগে ২০১৭ সালে মাত্র ১৮ বছর বয়সে মোনাকোর হয়ে ফরাসি লিগ শিরোপা জিতেছেন এ তারকা। ১৬৫ মিলিয়ন পাউন্ডের বেশি ট্রান্সফার ফি দিয়ে মোনাকো থেকে পিএসজিতে আসার আগে এক মৌসুম লোনে খেলেছেন এমবাপ্পে। প্যারিসে আসার আগে মোনাকোর হয়ে ৬০ ম্যাচে ২৭ গোল ও ১৩ অ্যাসিস্ট করেছেন ফ্রান্সকে টানা দুটি বিশ্বকাপ ফাইনালে তোলা তারকা। ২০২১-২২ মৌসুম শেষেও ফ্রি ট্রান্সফারে পিএসজি ছাড়ার প্রেক্ষাপট তৈরি হয়েছিল। নাসের আল খেলাইফি শেষ পর্যন্ত এ মেগাস্টারকে চুক্তি বৃদ্ধিতে সম্মত করেন। দুই বছর চুক্তি বর্ধিত করে সে যাত্রায় এমবাপ্পের ক্লাব ছাড়ার প্রচেষ্টা রুখে দেয় পিএসজি। সে সময় করা চুক্তিতে অতিরিক্ত এক বছর নবায়নের ধারাও ছিল। যদিও এমবাপ্পে আগেই জানিয়েছেন, ‘আমি সে ধারা সচল করতে আগ্রহী নই।’ মাঝে সৌদি প্রো-লিগের ক্লাবগুলো রীতিমতো অর্থের থলে নিয়ে এমবাপ্পের পেছনে ঘুরেছে। যদিও ক্লাবগুলোর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেন ফরাসি তারকা। গণমাধ্যমের খবর অনুযায়ী, বার্ষিক ২৫৯ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছিল সৌদির ক্লাব আল-হেলাল, যা যে কোনো ফুটবলারের জন্য আয়ের রেকর্ড প্রস্তাব। অতীতে রিয়াল মাদ্রিদ মরিয়া ছিল এমবাপ্পেকে পেতে। কিন্তু এ তারকা পিএসজির সঙ্গে সমঝোতায় পৌঁছানোয় বার্ষিক ৫০ মিলিয়ন ইউরো নেট আয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। গুঞ্জন আছে রিয়ালের সর্বশেষ প্রস্তাবে ৩০ মিলিয়ন পাউন্ড নেট আয়ের সুযোগ থাকছে।
১৭ ফেব্রুয়ারি, ২০২৪

এমবাপ্পের গোলে কোয়ার্টারের পথে পিএসজি
আগামী মৌসুমেই ফ্রান্সের বিখ্যাত ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) কিলিয়ান এমবাপ্পে থাকবেন কি না তার কোনো নিশ্চয়তা নেই। তবে তিনি সামনের মৌসুমে না থাকলেও পিএসজির জয়ে অবদান তিনি রেখেই চলছেন। তার গোলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি। বুধবার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসার দিনে ঘরের মাঠে অবশ্য ঠিক সেভাবে ভালো খেলতে পারেনি পিএসজি। বল দখলে বরং তাদেরকে হারিয়েছে সফরকারী সোসিয়েদাদ। আর এতে বিরতির ঠিক আগে গোলও প্রায় পেয়ে যাচ্ছিল সোসিয়েদাদ। তবে স্প্যানিশ মিডফিল্ডার মিকেল মেরিনোর শট জালে না ঢুকে লাগে ক্রসবারে। দ্বিতীয়ার্ধে অবশ্য নিজেদের চেনারূপে ফেরে ফরাসি জায়ান্টরা। তাতে ৫৮তম মিনিটে গোলের দেখা পায় তারা। কর্নারে মার্কিনিয়োসের হেড পাসে দূরের পোস্টে ভলিতে বল জালে পাঠান অরক্ষিত এমবাপ্পে। এই গোল দিয়ে অবশ্য রেকর্ডবুকে নাম লিখালেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা এই তারকা। সাবেক ক্লাব সতীর্থ নেইমারকেও ছাড়িয়ে গেলেন এতে। চ্যাম্পিয়ন্স লিগে এমবাপ্পের গোল এখন ৪৪টি। ইউরোপের মর্যাদার এই আসরে ৪৩ গোল নিয়েই তার পরেই আছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।  ৬৪তম মিনিটে আরেকটি ভালো সুযোগ পেয়েছিলেন এমবাপ্পে। তবে তার ডান পায়ের জোরাল শটে বল গোলরক্ষকের হাত ছুঁয়ে ক্রসবারে লাগে। ৬ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন বারকোলা। ফাবিয়ান রুইসের পাস পেয়ে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের বাধা পেরিয়ে দারুণ শটে জাল খুঁজে নেন তরুণ ফরাসি ফরোয়ার্ড। অবশ্য এখনই ঠিক নিশ্চিত নয় পিএসজির পরের রাউন্ডে যাওয়া। ফিরতি লেগে মার্চের পাঁচ তারিখ সোসিয়েদাদের মাঠে খেলতে নামবে আবার লুইস এনরিকের দল।
১৫ ফেব্রুয়ারি, ২০২৪

ব্রাজিলিয়ান বিস্ময়বালককে দলে নিল পিএসজি
ব্রাজিলিয়ান মিডফিল্ডার গাব্রিয়েল মোসকার্দোকে দলে ভিড়িয়েছে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। দেশটির সেরি-আ লিগের ক্লাব করিন্থিয়ান্স থেকে ২০ মিলিয়ন ইউরোতে ইউরোপে পাড়ি জমিয়েছেন ১৮ বছর বয়সী সেলেসাও তরুণ।  বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক আনুষ্ঠানিক বিবৃতিতে গাব্রিয়েল মোসকার্দোর সঙ্গে চুক্তির খবরটি নিশ্চিত করেছে পিএসজি। ২০২৮ সাল পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি করেছেন মোসকার্দো। অবশ্য এখনই পিএসজির জার্সিতে দেখা যাবে না এই তরুণ মিডফিল্ডারকে। চুক্তির শর্ত অনুযায়ী, চলতি মৌসুমের বাকি ম্যাচগুলো ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্সেই খেলবেন সেলেসাও তারকা।  ব্রাজিলিয়ান ঘরোয়া শীর্ষ লিগে ২০২২-২৩ মৌসুমে ১৮টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে করিন্থিয়ান্স মিডফিল্ডারের। মাত্র ২০ বছর বয়সেই বিশ্বের অন্যতম সেরা ক্লাবের অংশ হতে পেরে বেজায় খুশি মোসকার্দো। উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে এই তরুণ বলেন, ‘(পিএসজির) স্কোয়াডে যোগ দিতে এবং দল ও কোচিং স্টাফদের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি। আশা করি, দলটির হয়ে অনেক শিরোপা জিতব এবং ক্লাবের সমর্থকদের আনন্দ দিতে পারব।’ ফরাসি লিগ ওয়ানে চলতি মৌসুমে শীর্ষে রয়েছে লুইস এনরিকের পিএসজি। ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে তালিকার প্রথমে লা প্যারিসিয়ানরা। ৩৫ পয়েন্ট নিয়ে পিএসজির পরের স্থানে আছে নিসে।  
২৬ জানুয়ারি, ২০২৪

৮ পয়েন্টে এগিয়ে গেল পিএসজি
কিলিয়ান এমবাপ্পের গোল এবং জিয়ানলুইজি দোন্নারুমার পেনাল্টি সেভ পিএসজিকে আরেকটি জয় এনে দিল। গত মৌসুমের রানার্সআপ লেন্সকে ২-০ গোলে হারিয়ে লিগ ওয়ানে ৮ পয়েন্টে এগিয়ে রইল ফরাসি চ্যাম্পিয়নরা। গত মৌসুমের মতো খুনে মেজাজ নেই লেন্সের খেলায়। কিন্তু ঘরের মাঠে দলটি যে কোনো দলের জন্যই কঠিন প্রতিপক্ষ। শীতকালীন বিরতির আগে অবশ্য ঘরের মাঠে ১১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভেঙেছে। পিএসজির বিপক্ষে ম্যাচের ৩০ মিনিটে ব্র্যাডলি বারকোলার গোলে পিছিয়ে যায় লেন্স। ডিফেন্ডার জনাথন গ্র্যাডিটের লাল কার্ড বিরতির আগেই লেন্সকে ১০ জনের দলে পরিণত করে। এক গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা দলটির ম্যাচে ফেরার লড়াইটা কঠিন হয়ে যায়। বিরতির পর, ৮৯ মিনিটে কিলিয়ান এমবাপ্পে স্কোরলাইন দ্বিগুণ করেন। ম্যাচের শুরুর দিকেই অবশ্য এগিয়ে যাওয়ার মোক্ষম সুযোগ পেয়েছিল লেন্স। সপ্তম মিনিটে পাওয়া পেনাল্টি থেকে দনারুমাকে পরাস্ত করতে পারেননি জেমিস্লো ফ্রাঙ্কোভস্কি। ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা নিস সমান ম্যাচ থেকে ৩৫ পয়েন্ট সংগ্রহ করেছে। ১৮ ম্যাচ থেকে ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের অষ্টম স্থানে আছে লেন্স। ম্যাচের পর পিএসজি কোচ লুইস এনরিকের কণ্ঠে ছিল স্বস্তি, ‘এটা কঠিন ম্যাচ ছিল। আমরা জানতাম, এখানে জেতাটা কঠিন হবে। আমি মনে করি, দল হিসেবে আমরা খুবই সুশৃঙ্খল ছিলাম। শুরু থেকেই ফোকাসটা ম্যাচে ছিল। ম্যাচ নিয়ন্ত্রণ ও জয় দুটি লক্ষ্য ছিল। আমি মনে করি, উভয় লক্ষ্যই ম্যাচ থেকে অর্জিত হয়েছে।’
১৬ জানুয়ারি, ২০২৪

মেসিকে নিয়ে বোমা ফাটালেন পিএসজি সভাপতি
২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। ফরাসি জায়ান্টদের হয়ে টানা দুই মৌসুম কাটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন অষ্টম ব্যালন ডি’অর জয়ী তারকা। তবে আর্জেন্টাইন অধিনায়কের ক্লাব ছাড়ার ৭ মাস পর বোমা ফাটিয়েছেন পিএসজির মালিক নাসের আল খেলাইফি।    মঙ্গলবার (৯ জানুয়ারি) পিএসজি সভাপতি ফ্রান্সের জনপ্রিয় রেডিও আরএমসিকে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে আর্জেন্টাইন অধিনায়ককে নিয়ে নাসের আল খেলাইফি বলেন, ‘ইন্টার মায়ামিতে যাওয়ার পর পিএসজির প্রতি ‘যথার্থ সম্মান’ দেখাননি লিওনেল মেসি।’ ফরাসি রেডিও আরএমসিকে পিএসজি সভাপতি বলেন, ‘আমি মেসিকে অনেক সম্মান করি। কিন্তু পিএসজি ছাড়ার পর ক্লাবটি নিয়ে বাজে ইঙ্গিত করেছেন মেসি। যা ভালো দেখায় না। তাছাড়া তিনি নিজের সাবেক ক্লাবকেও সম্মান দেখাননি। সে মানুষ হিসেবে খারাপ নয়, কিন্তু তার এই ব্যাপারটা আমার কাছে ব্যাপারটা ভালো লাগেনি। আর এই কথাটা শুধু তার জন্য নয়, সবার জন্যই।’ পিএসজিতে থাকাকালীন সময়েও নিজের অসন্তোষের কথা জানান মেসি। ফ্রান্সে নিজের পরিবার ও খেলা নিয়ে কঠিন সময় পাড় করেছেন বলেও জানান কাতার বিশ্বকাপজয়ী তারকা। এমনকি গত বছর পিএসজি কর্তৃপক্ষের অনুমতি ছাড়ায় সৌদি আরব সফরে গিয়েছিলেন এই ফুটবল মহাতারকা। ফলে মেসিকে নিষিদ্ধও করেছিল ফরাসি জায়ান্টরা। সেই মৌসুমের শেষে মেজর লিগ সকারের (এমএলএস) ইন্টার মায়ামিতে পাড়ি দেন মেসি। গত আগস্টে মার্কিন সংবাদমাধ্যমে পিএসজিতে খেলা নিয়ে মুখ খুলেছিলেন মেসি। ইন্টার মায়ামি অধিনায়ক বলেছিলেন, ‘আমি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যেতে চাইনি। প্যারিসে আমাকে মানিয়ে নিতে অনেক কষ্ট হয়েছে। বার্সেলোনার চেয়ে সম্পূর্ণ আলাদা একটা শহর। খেলাধুলা এবং শহর সব মিলিয়ে বিপরীত অবস্থান। কিন্তু মায়ামিতে যা ঘটছে, তা প্যারিসের থেকে উল্টো।’ পিএসজির জার্সিতে দুই মৌসুমে ৭৫ ম্যাচে ৬৭ গোল করেন মেসি। ফরাসিদের হয়ে লিগ ওয়ানের শিরোপা জয়ের পাশাপাশি ফ্রেঞ্চ সুপার কাপও জেতেন আর্জেন্টাইন অধিনায়ক।   
১০ জানুয়ারি, ২০২৪
X