আগামী মৌসুমেই ফ্রান্সের বিখ্যাত ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) কিলিয়ান এমবাপ্পে থাকবেন কি না তার কোনো নিশ্চয়তা নেই। তবে তিনি সামনের মৌসুমে না থাকলেও পিএসজির জয়ে অবদান তিনি রেখেই চলছেন। তার গোলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসার দিনে ঘরের মাঠে অবশ্য ঠিক সেভাবে ভালো খেলতে পারেনি পিএসজি। বল দখলে বরং তাদেরকে হারিয়েছে সফরকারী সোসিয়েদাদ। আর এতে বিরতির ঠিক আগে গোলও প্রায় পেয়ে যাচ্ছিল সোসিয়েদাদ। তবে স্প্যানিশ মিডফিল্ডার মিকেল মেরিনোর শট জালে না ঢুকে লাগে ক্রসবারে।
দ্বিতীয়ার্ধে অবশ্য নিজেদের চেনারূপে ফেরে ফরাসি জায়ান্টরা। তাতে ৫৮তম মিনিটে গোলের দেখা পায় তারা। কর্নারে মার্কিনিয়োসের হেড পাসে দূরের পোস্টে ভলিতে বল জালে পাঠান অরক্ষিত এমবাপ্পে।
এই গোল দিয়ে অবশ্য রেকর্ডবুকে নাম লিখালেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা এই তারকা। সাবেক ক্লাব সতীর্থ নেইমারকেও ছাড়িয়ে গেলেন এতে। চ্যাম্পিয়ন্স লিগে এমবাপ্পের গোল এখন ৪৪টি। ইউরোপের মর্যাদার এই আসরে ৪৩ গোল নিয়েই তার পরেই আছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।
৬৪তম মিনিটে আরেকটি ভালো সুযোগ পেয়েছিলেন এমবাপ্পে। তবে তার ডান পায়ের জোরাল শটে বল গোলরক্ষকের হাত ছুঁয়ে ক্রসবারে লাগে। ৬ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন বারকোলা। ফাবিয়ান রুইসের পাস পেয়ে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের বাধা পেরিয়ে দারুণ শটে জাল খুঁজে নেন তরুণ ফরাসি ফরোয়ার্ড।
অবশ্য এখনই ঠিক নিশ্চিত নয় পিএসজির পরের রাউন্ডে যাওয়া। ফিরতি লেগে মার্চের পাঁচ তারিখ সোসিয়েদাদের মাঠে খেলতে নামবে আবার লুইস এনরিকের দল।
মন্তব্য করুন