২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। ফরাসি জায়ান্টদের হয়ে টানা দুই মৌসুম কাটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন অষ্টম ব্যালন ডি’অর জয়ী তারকা। তবে আর্জেন্টাইন অধিনায়কের ক্লাব ছাড়ার ৭ মাস পর বোমা ফাটিয়েছেন পিএসজির মালিক নাসের আল খেলাইফি।
মঙ্গলবার (৯ জানুয়ারি) পিএসজি সভাপতি ফ্রান্সের জনপ্রিয় রেডিও আরএমসিকে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে আর্জেন্টাইন অধিনায়ককে নিয়ে নাসের আল খেলাইফি বলেন, ‘ইন্টার মায়ামিতে যাওয়ার পর পিএসজির প্রতি ‘যথার্থ সম্মান’ দেখাননি লিওনেল মেসি।’
ফরাসি রেডিও আরএমসিকে পিএসজি সভাপতি বলেন, ‘আমি মেসিকে অনেক সম্মান করি। কিন্তু পিএসজি ছাড়ার পর ক্লাবটি নিয়ে বাজে ইঙ্গিত করেছেন মেসি। যা ভালো দেখায় না। তাছাড়া তিনি নিজের সাবেক ক্লাবকেও সম্মান দেখাননি। সে মানুষ হিসেবে খারাপ নয়, কিন্তু তার এই ব্যাপারটা আমার কাছে ব্যাপারটা ভালো লাগেনি। আর এই কথাটা শুধু তার জন্য নয়, সবার জন্যই।’
পিএসজিতে থাকাকালীন সময়েও নিজের অসন্তোষের কথা জানান মেসি। ফ্রান্সে নিজের পরিবার ও খেলা নিয়ে কঠিন সময় পাড় করেছেন বলেও জানান কাতার বিশ্বকাপজয়ী তারকা। এমনকি গত বছর পিএসজি কর্তৃপক্ষের অনুমতি ছাড়ায় সৌদি আরব সফরে গিয়েছিলেন এই ফুটবল মহাতারকা। ফলে মেসিকে নিষিদ্ধও করেছিল ফরাসি জায়ান্টরা। সেই মৌসুমের শেষে মেজর লিগ সকারের (এমএলএস) ইন্টার মায়ামিতে পাড়ি দেন মেসি।
গত আগস্টে মার্কিন সংবাদমাধ্যমে পিএসজিতে খেলা নিয়ে মুখ খুলেছিলেন মেসি। ইন্টার মায়ামি অধিনায়ক বলেছিলেন, ‘আমি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যেতে চাইনি। প্যারিসে আমাকে মানিয়ে নিতে অনেক কষ্ট হয়েছে। বার্সেলোনার চেয়ে সম্পূর্ণ আলাদা একটা শহর। খেলাধুলা এবং শহর সব মিলিয়ে বিপরীত অবস্থান। কিন্তু মায়ামিতে যা ঘটছে, তা প্যারিসের থেকে উল্টো।’
পিএসজির জার্সিতে দুই মৌসুমে ৭৫ ম্যাচে ৬৭ গোল করেন মেসি। ফরাসিদের হয়ে লিগ ওয়ানের শিরোপা জয়ের পাশাপাশি ফ্রেঞ্চ সুপার কাপও জেতেন আর্জেন্টাইন অধিনায়ক।
মন্তব্য করুন