গত কয়েক মৌসুমে ফুটবলের দলবদলের বাজারে যাকে নিয়ে সবচেয়ে বেশি গুঞ্জন শোনা গেছে সেই এমবাপ্পে অবশেষে নিজেই জানালেন তার পিএসজি ছাড়ার কথা। পরবর্তী ক্লাব কোনটি হবে তা না জানালেও মোটামুটি নিশ্চিত সেটি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ।
শুক্রবার (১০ মে) সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে এমবাপ্পে জানান রোববারে টুলুসের বিপক্ষে ম্যাচটিতে তার পার্ক দ্যু প্রিন্সেসে পিএসজির জার্সি গায়ে সর্বশেষ ম্যাচ হতে যাচ্ছে। দলের সবচেয়ে বড় তারকার বিদায়ে অবশ্য পিএসজি সমর্থকদের মধ্যে দুই রকমের অনুভূতি দেখা যাচ্ছে।
MERCI. @PSG_inside pic.twitter.com/t0cL2wPpjX
— Kylian Mbappé (@KMbappe) May 10, 2024ফরাসি ক্লাবটির কিছু সমর্থক এমবাপ্পের বিদায়ী পোস্টের পর স্যোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পিএসজিতে তার অবদানের জন্য প্রশংসা করেছেন, তবে অন্যরা পিএসজিতে সাত বছর থাকার পরেও প্যারিসিয়ানদের পরম আরাধ্য চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি এনে দিতে না পারায় এমবাপ্পের প্রতি হতাশা প্রকাশ করেছেন। এমবাপ্পের ঘোষণার পরপরই সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়ার ঝড় শুরু হয়ে গেছে। এমবাপ্পের বন্দনা থেকে সমালোচনা সব অনুভূতিই নিগড়ে আসছে পিএসজি সমর্থকদের কাছ থেকে।
ভক্তদের প্রতিক্রিয়াগুলোর মধ্যে, ম্যাচের সময় তার ভবিষ্যৎ খেলোয়াড়দের পছন্দ সম্পর্কে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন পিএসজির এক সমর্থক। আরেক সমর্থক ভরা স্টেডিয়ামে ব্যক্তিগতভাবে তার প্রস্থান ঘোষণা না করার এমবাপ্পের সাহস নিয়ে প্রশ্ন তুলেন। অবশ্য অনেক সমর্থকই এমবাপ্পেকে পিএসজির সাম্প্রতিক সাফল্যে যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাকে ক্লাবের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতিও দেন তারা।
উল্লেখযোগ্যভাবে, এক সমর্থক ভিডিও বার্তায় তার ধন্যবাদ তালিকায় এমবাপ্পেকে ক্লাব সভাপতি নাসের আল খেলাইফির বাদ দেওয়ার কথা উল্লেখ করেছেন। বাদ দেওয়ার পেছনে কারণ কী তা জানতে চেয়েছেন। এদিকে ২০২০ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এমবাপ্পের একটি মিসের ছবি শেয়ার করে লিখেছেন ‘চ্যাম্পিয়নস লিগ না জেতানোর জন্য তোমাকে ধন্যবাদ।’
এদিকে এমবাপ্পে যখন রিয়াল মাদ্রিদে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তখন পিএসজি সমর্থকরা এমবাপ্পে-পরবর্তী যুগের জন্য প্রস্তুত হচ্ছে। ক্লাবটি অবশ্য বিশ্বকাপজয়ী এই ফুটবলারের বিকল্প হিসেবে নাপোলির ভিক্টর ওসিমেনকে দেখছে বলে জানা গেছে। অবশ্য তাকে পিএসজি দলে ভেরাতে পারবে কি না তা দেখার বিষয়।
এদিকে এমবাপ্পে পিএসজি ছাড়ার ঘোষণা দেওয়ার পর তার ভাই ইথান যিনি নিজেও পিএসজির খেলোয়াড় তার সঙ্গে পিএসজির মাঠ পার্ক দ্যু প্রিন্সেসে পিএসজির কট্টর সমর্থকদের সঙ্গে একটি বারবিকিউ পার্টিতে অংশ নেয়। শোনা যাচ্ছে টুলুসের সঙ্গে ম্যাচের আগে একটি গ্র্যান্ড টিফো (অত্যন্ত বড় পোস্টার) উন্মোচন করবে পিএসজির সমর্থকরা যাতে এমবাপ্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হবে।
মন্তব্য করুন