নোয়াখালী ব্যুরো
প্রকাশ : ১৬ মে ২০২৪, ০৪:১৮ পিএম
আপডেট : ১৬ মে ২০২৪, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

জেলায় জেলায় ডাকাতি করাই তাদের নেশা

ডাকাতির প্রস্তুতিকালে নোয়াখালী থেকে আন্তঃজেলা ডাকাত দলকে গ্রেপ্তার করে র‌্যাব। ছবি : কালবেলা
ডাকাতির প্রস্তুতিকালে নোয়াখালী থেকে আন্তঃজেলা ডাকাত দলকে গ্রেপ্তার করে র‌্যাব। ছবি : কালবেলা

নোয়াখালীর সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।

গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (১৬ মে) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠান। এর আগে বুধবার (১৫ মে) ভোরে সোনাপুর জিরো পয়েন্ট ও ধর্মপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মালেক মাঝির বাড়ির মোবারকের টিনশেড ঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ধর্মপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভাটির টেক গ্রামের আজাদের বাড়ির মো. ইসমাইলের ছেলে ডাকাত সর্দার মো. ইব্রাহিম (৩৫), মোবারক হোসেনের ছেলে মো. সোহাগ (২৬), ধর্মপুর গ্রামের মৃত জাফর হোসেনের ছেলে আমির হোসেন (৩০), মানিকের ছেলে নবীর হোসেন (২২), মৃত আব্দুল রশিদের ছেলে মোবারক হোসেন (৪৫) ও চট্টগ্রামের মিরসরাইয়ের মজিবুল হকের ছেলে মোহাম্মদ সেলিম (৩৫)।

র‌্যাব-১১ সূত্রে জানা যায়, আসামিরা দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ডাকাত চক্রের সঙ্গে যুক্ত। তারা বিভিন্ন জায়গা থেকে একটি নির্দিষ্ট জায়গায় দেশীয় অস্ত্রসহ একত্রিত হয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় ডাকাতি করে আসছে। এর আগে তারা চট্টগ্রাম, কুমিল্লা ও নোয়াখালীতে ডাকাতির ঘটনা ঘটায়। বুধবার ভোরে ডাকাতি করার উদ্দেশ্যে তারা আবার নোয়াখালীতে আসে।

বুধবার ভোরে সোনাপুর জিরো পয়েন্ট ও ধর্মপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মালেক মাঝির বাড়ির মোবারকের টিনশেড ঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি কিরিচ, একটি রামদা, একটি তালা কাটার যন্ত্র ও একটি মোবাইল উদ্ধার করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জেলায় জেলায় ডাকাতি করা তাদের নেশা। আমরা তাদের পরিকল্পনা ভেস্তে দিয়েছি। আসামিরা স্বীকার করেছে, তারা ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। তাদের নামে বিভিন্ন জেলায় একাধিক মামলা আছে। সুধারাম থানার মাধ্যমে তাদের বৃহস্পতিবার (১৬ মে) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে : তারেক রহমান

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা প্রণয়নে গঠিত টাস্কফোর্স নিয়ে হাইকোর্টের রুল

পাতা না ঠোঁট কোনটি আগে দেখলেন, উত্তর মিলিয়ে জেনে নিন আপনার ব্যক্তিত্ব

চোখের নিচের কালো দাগ কখন ভয়াবহ রোগের লক্ষণ? যা বলছে গবেষণা

সরকারের একটি মহল কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে : মির্জা আব্বাস 

সুপার সিক্সে বাংলাদেশ

রাজধানীর মিরপুরে বিজিবি মোতায়েন

ঘুমের মধ্যে পায়ের রগে টান কেন পড়ে, এটি কীসের লক্ষণ?

এসএমইদের আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন কার্ড চালু করল ব্র্যাক ব্যাংক

দেশীয় সুতার কারখানা বন্ধ হলে আমদানি নির্ভর হয়ে পড়বে পোশাক খাত : বিটিএমএ

১০

রমজানে মসজিদের বাইরে মাইক ব্যবহার নিষিদ্ধ করল সৌদি

১১

এটি শুধু একটি শিরোনাম নয়; সময়ের দাবি

১২

ফুসফুস ক্যানসারের এই ৫ উপসর্গ সাধারণ অসুখ ভেবে এড়িয়ে যাচ্ছেন না তো?

১৩

এনআইডি সংশোধন কবে থেকে চালু, জানাল ইসি

১৪

টানা ৩ দফা বৃদ্ধির পর দাম কমলো স্বর্ণের

১৫

জঙ্গল সলিমপুরে র‍্যাব হত্যাকাণ্ডে গ্রেপ্তার ২

১৬

২০ কোটি মানুষের দেশকে এভাবে উপেক্ষা করা হতাশাজনক : আমিনুল ইসলাম

১৭

ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, দিল্লিকে পররাষ্ট্র উপদেষ্টার বার্তা

১৮

নির্বাচনী প্রচারের প্রথম দিনেই প্রার্থীর গাড়িতে হামলা

১৯

আইসিসি আমাদের সাথে সুবিচার করেনি : আসিফ নজরুল

২০
X