ঢাবি কুইজ সোসাইটির নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 
বৃক্ষরোপণ, নাচ, গান ও কুইজের মতো নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির (ডিইউকিউএস) নবম প্রতিষ্ঠাবার্ষিকী। ‘প্রজ্ঞায় উৎকর্ষে নবমবর্ষে কুইজ সোসাইটি’ প্রতিপাদ্য নিয়ে রোববার (৫ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানটি সকল সদস্যের অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিহির লাল সাহা। বিশেষ অতিথি ছিলেন ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং সহযোগী অধ্যাপক ড. রায়হান সরকার।  এছাড়া, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির সভাপতি ইনজামামুল হক খান আলভী এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহতাসিন বিল্লাহ ইমন। উল্লেখ্য, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার পর পরিবেশ রক্ষায় সংগঠনটি টিএসসি প্রাঙ্গণে বিশেষ অতিথিদের উপস্থিতিতে নয়টি দেশীয় গাছের চারা রোপণ করে।
০৫ মে, ২০২৪

কর্মজীবী নারীর ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
‘সকল ক্ষেত্রে অধিকার মর্যাদায়, নারী থাকবে পৃথিবীর বৃহৎ আঙিনা’- এই স্লোগানকে সামনে রেখে এবং ‘সকল শ্রমিকের জন্য সামাজিক ন্যায়বিচার ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করো’- এই প্রতিপাদ্য নিয়ে মহান মে দিবস ও কর্মজীবী নারীর ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব চত্বরে শ্রমিক সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।  কর্মজীবী নারীর সহসভাপতি উম্মে হাসান ঝলমলের সভাপতিত্বে এবং অতিরিক্ত নির্বাহী পরিচালন সানজিদা সুলতানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কর্মজীবী নারীর প্রতিষ্ঠাতা সভাপতি শিরীন আখতার।  আরও বক্তব্য দেন দক্ষিণ এশিয়াভিত্তিক নারীবাদী সংগঠন এশিয়া প্যাসিফিক ফোরাম অন উইমেন, ল অ্যান্ড ডেভেলপমেন্ট (এপিডব্লিউএলডি) এর ৮টি দেশ (ভারত, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়শিয়া, দক্ষিণ কোরিয়া,  ফিলিপাইন এবং বাংলাদেশ) এর প্রতিনিধিরা, কর্মজীবী নারীর সহসভাপতি ও ট্রেড ইউনিয়ন নেত্রী শাহীন আক্তার পারভীন, শ্রমিক নেত্রী রাবেয়া আক্তার, শেখ শাহনাজ, নার্গিস আক্তার এবং জাকিয়া সুলতানা প্রমুখ। সমাবেশের প্রধান অতিথি শিরীন আখতার বলেন, আমাদের সবাইকে মনে-প্রাণে বিশ্বাস করতে হবে, শ্রম কখনো সস্তা নয়, শ্রমিক দয়ার পাত্র নয়। আমরা নারীরা এখনো কর্মক্ষেত্রে সমমজুরি, সমমর্যাদা এবং কর্তৃত্ব তৈরি করতে পারিনি। এজন্য আমাদের এখনো বহুদূর যেতে হবে। নারীশ্রমিকদের অর্থনৈতিক ক্ষমতায়নে তাদের কর্মের ধারাবাহিকতা রক্ষায় কর্মক্ষেত্রে মানসম্মত এবং কার্যকর শিশু দিবাযত্ন কেন্দ্র প্রতিষ্ঠা করতে হবে। দক্ষিণ এশিয়াভিত্তিক নারীবাদী সংগঠন এশিয়া প্যাসিফিক ফোরাম অন উইমেন, ল অ্যান্ড ডেভেলপমেন্ট (এপিডব্লিউএলডি)-এর প্রোগ্রাম অফিসার অ্যান্ডি কিপ্টা, ইন্দোনেশিয়ান ট্রেড ইউনিয়ন নেতা এ্মিলিয়া ইয়ান্তি, কর্মজীবী নারীর শ্রমিক সমাবেশের উত্থাপিত দাবিসমূহের সঙ্গে সংহতি প্রকাশ করে বলেন, সব বৈষম্য দূর করে নারী শ্রমিকের জন্য সামাজিক ন্যয়বিচার ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।  মিরপুর অঞ্চলের গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা আঞ্চলিক ফোরাম এর নেত্রী জাকিয়া সুলতানা, গৃহশ্রমিকদের কাজের কোনো নির্দিষ্ট কর্মঘণ্টা এবং মাতৃত্বকালীন ছুটি শ্রম আইনে অন্তর্ভুক্ত করার দাবি জানান।  সভাপতিরর বক্তব্যে উম্মে হাসান ঝলমল বলেন, কর্মক্ষেত্রে নারী শ্রমিকরা প্রতিনিয়ত বৈষম্যের শিকার হয়ে থাকে। এসব বৈষম্য দূরীকরণে আইনের সঠিক প্রয়োগ করতে হবে। যেখানে শ্রমিকের ন্যায্য অধিকার নিয়ে কার্পণ্য করা হবে, সেখানেই সংগঠিত হয়ে অধিকার আদায় করতে হবে।  সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য লাল পতাকা মিছিল প্রেস ক্লাব থেকে পল্টন মোড় প্রদক্ষিণ করেন।
০১ মে, ২০২৪

ছাত্র ইউনিয়নের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
লড়াই-সংগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। শুক্রবার (২৬ এপ্রিল) বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে পুনর্মিলনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।  জাতীয় সংগীত এবং দলীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি দীপক শীল এবং দলীয় পতাকা উত্তোলন করেন সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার রেজা। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি দীপক শীলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার রেজার সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আসাদুল্লাহ তারেক, সাবেক সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল, মেহেদী হাসান নোবেল, মো: ফয়েজ উল্লাহ,  সাবেক সাধারণ সম্পাদক নূর আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, সাবেক ছাত্রনেতা ও প্রখ্যাত সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জু, চুয়েট সংসদের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রিপন, গাইবান্ধা জেলার সাবেক সভাপতি মিহির ঘোষ, নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি হাফিজুল ইসলাম ও পাহাড়ি ছাত্র পরিষদ, ঢাকা মহানগরের সভাপতি জগদীশ চাকমা। এ ছাড়াও পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি রুহিন হোসেন প্রিন্স, সাজ্জাদ জহির চন্দন, হাসান তারিক চৌধুরী সোহেল, লূনা নূর, সামসুল আলম সজ্জন, খান আসাদুজ্জামান মাসুম, মানবেন্দ্র দেব, সাবেক সাংগঠনিক সম্পাদক সাজেদুল হক রুবেল, জলি তালুকদার, মনীষী রায়, চট্টগ্রাম জেলা সংসদের সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম, ঢাকা মহানগর সংসদের সাবেক সভাপতি মোসলেহ উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সভাপতি কল্যাণ সাহা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সভাপতি মনিরুল ইসলাম। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা শংকর আচার্য, মুরশিকুল ইসলাম শিমুল, মনীষা মজুমদার, মৃত্যুঞ্জয় দাস, তারিক আমিন সঙ্গী, প্রকাশ ঘোষ, শাহারিয়ার পারভীন কাকলী, দীপায়ন খীসা, মোস্তাফিজ সুলতান, অনন্ত মজুমদার, নিখিল চন্দ্র ভদ্র, নাসরিন আক্তার, রুহুল আমিন, উত্তম রায়, সঞ্জীত রায়, চন্দন লাহিড়ী, হাফিজ আদনান রিয়াদ, ঝর্ণা খানম, ম. ইব্রাহীম, মোতালেব হোসেন, রাসেল ইসলাম সুজন, নজরুল কবীর, জয় বনিক, স্বপণ দাস, আশিকুল ইসলাম জুয়েলসহ প্রমুখ।  সাংস্কৃতিক আয়োজনে সঙ্গীত পরিবেশন করে সাংস্কৃতিক ইউনিয়ন ও উদীচী শিল্পীগোষ্ঠী। 
২৭ এপ্রিল, ২০২৪

৭৩ বছরে ছাত্র ইউনিয়ন  
দেশের প্রাচীন ও প্রথম অসাম্প্রদায়িক ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (২৬ এপ্রিল)। লড়াই-সংগ্রামের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ছাত্র ইউনিয়নের এ প্রতিষ্ঠাবাষির্কীতে ঢাকায় দিনভর সমাবেশ-র‌্যালি ও পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠাবাষির্কীর এই কর্মসূচিতে মিলিত হবেন ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠনের সাবেক ও বর্তমান নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা।  বাংলাদেশ পূর্ব পাকিস্তানের প্রথম অসাম্প্রদায়িক ও প্রগতিশীল ছাত্র সংগঠন ‘বাংলাদেশ ছাত্র ইউনিয়ন’ (তৎকালীন নাম পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন)। শত লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে ৭১টি বসন্ত পাড় করেছে ছাত্র ইউনিয়ন। শিক্ষার অধিকার আদায়ে, সমাজ-প্রগতির লড়াইয়ে, মানুষের জীবন-জীবিকার সংগ্রামে, দেশের মানুষের অধিকার আদায়, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্র ইউনিয়ন তার জন্মলগ্ন থেকেই সাম্যের আদর্শকে ধারণ করে আপসহীনভাবে রাজপথে লড়ছে। ১৯৫২ সালের ২৬ এপ্রিল ভাষা আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম লাভ করে তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম অসম্প্রদায়িক ও প্রগতিশীল ছাত্র সংগঠন ‘বাংলাদেশ ছাত্র ইউনিয়ন’ (তৎকালীন নাম পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন)। সাম্প্রদায়িকতা-মৌলবাদ-সাম্রাজ্যবাদ, শিক্ষাঙ্গনে সন্ত্রাস-দখলদারিত্ব, চাঁদাবাজি, টেন্ডারবাজি, প্রশ্নফাঁস, নিয়োগ-বাণিজ্যের বিরুদ্ধে ছাত্র ইউনিয়ন সর্বদাই ছিল সোচ্চার। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তার জন্ম থেকেই দেশের মানুষের মুক্তির প্রশ্নে, শিক্ষার অধিকার আদায়ের প্রশ্নে বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করেছে কিন্তু কখনো আদর্শের প্রশ্নে আপসনামা লেখেনি। সমাজ পরিবর্তনকামী লাখো লাখো স্বপ্নবাজ বিপ্লবীর সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এ দেশের মানুষের মুক্তি-সংগ্রামে, অধিকার আদায়ের লড়াইয়ে তার জন্মলগ্ন থেকেই নিবেদিতপ্রাণ ছিল, আছে। ১৯৬২ সালে আইয়ুব খান প্রণীত শরিফ কমিশনের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গড়ে তুলে বৃহৎ ছাত্র আন্দোলন। সেই আন্দোলনে পুলিশের গুলিতে তিনজন শহিদ হন। স্বৈরাচারী আইয়ুব খান সরকার বাধ্য হয় শিক্ষাকে পণ্য বানানোর সেই শিক্ষা কমিশন বাতিল করতে। গত শতকের ষাটের দশক ছিল এ দেশের মানুষের মুক্তি-সংগ্রামের দাবিতে উত্তাল সময়। সেই সময়ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তার ইতিহাস অর্পিত দায়িত্ব পালনে পিছপা হয়নি। বঙ্গবন্ধু কর্তৃক প্রণীত ৬ দফার সঙ্গে ছাত্রসমাজের ৫ দফা দাবিকে যুক্ত করে ১১ দফার ভিত্তিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গড়ে তুলে সর্বদলীয় বৃহৎ ছাত্র আন্দোলন। যেটা পরে রূপ নেয় গণ-অভ্যুত্থানে। উনসত্তরের গণ-অভ্যুত্থানের নায়ক আসাদ ছিল বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কর্মী। ২০ জানুয়ারি আসাদের হত্যাকাণ্ডের প্রতিবাদে ছাত্র জনতা ফুঁসে উঠে শুরু হয় গণঅভ্যুত্থান। সেই অভ্যুত্থানের তোড়ে ভেসে যায় পাকিস্তানের স্বৈরাচারী শাসকদের গদি। শুরু হয় চূড়ান্ত মুক্তির লড়াই। ১৯৭১ সাল ছিল বাংলার মানুষের মুক্তির বছর। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের পর বাংলাদেশ ছাত্র ইউনিয়ন প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে মুক্তিযুদ্ধের প্রস্তুতিস্বরূপ ডামি রাইফেল দিয়ে অস্ত্র চালানো শেখায়। বিভিন্ন শহিদের নামে ব্রিগেড গড়ে তোলে। এসব ব্রিগেডের আওতায় সামরিক কুচকাওয়াজের প্রশিক্ষণ দেওয়া হয়। এর আগে ফেব্রুয়ারি মাসে এক জরুরি কাউন্সিলে ঘোষণাপত্র সংশোধন করে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের বদলে নাম পাল্টে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন করা হয়। সে সময়ের কঠিন পরিস্থিতিতে এমন উদ্যোগ ছিল সময়ের সবচেয়ে সাহসী পদক্ষেপ। ২৬ মার্চের পর যখন চূড়ান্ত যুদ্ধ শুরু হয়ে যায় তখন এ দেশের মুক্তির সংগ্রামে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা আবারও তাদের ইতিহাস অর্পিত দায়িত্ব পালনের জন্য তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ নিজের জীবন বাজি ধরে গেরিলা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। মুক্তিযুদ্ধে ছাত্র ইউনিয়ন-ন্যাপ-কমিউনিস্ট পার্টির গেরিলা বাহিনী ছিল সবচেয়ে বড়। যার সদস্য সংখ্যা ছিল ১০ হাজারেরও বেশি। দীর্ঘ ৯ মাসের সংগ্রামে স্বাধীন হয় বাংলাদেশ। কিন্তু ছাত্র ইউনিয়ন থেমে থাকেনি তার ইতিহাস অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে। স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালের ২৬ এপ্রিল ছাত্র ইউনিয়নের প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় সোহরাওয়ার্দী উদ্যানে। সম্মেলনের শেষ দিন ৫০ হাজার কর্মী নিয়ে ঢাকায় র‌্যালি বের করা হয়। ১৯৭২ সালে স্বাধীনতার পর প্রথম ডাকসু নির্বাচনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জয়লাভ করে। কেবল ডাকসু নয়, পাকিস্তান আমলে এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও দেশের যেকোনো কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে অধিকাংশ জায়গায় ছাত্র ইউনিয়ন জয় লাভ করেছে। আদর্শিক ছাত্র রাজনীতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তার জন্মলগ্ন থেকেই শিক্ষার্থীদের পছন্দের তালিকায় শীর্ষ সংগঠন। এ বিষয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার রেজা বলেন, ১৯৫২ সালের ২৬ এপ্রিল ভাষা আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম লাভ করে শত শহিদের রক্তে রঞ্জিত সংগঠন। এই ভূখণ্ডের প্রথম অসাম্প্রদায়িক ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়ন। ২৬ এপ্রিল ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজন রয়েছে।     তিনি বলেন, ছাত্র ইউনিয়ন বরাবর সাধারণ শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষের পক্ষে কথা বলে। তাদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে আমাদের লড়াই চলছে। বর্তমান বাংলাদেশ সরকার একদলীয় স্বৈরাচার শাসন ব্যবস্থা কায়েম করেছে। আমাদের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশের সকল ছাত্র-জনতার প্রতি আহ্বান, স্বৈরাচারী অগণতান্ত্রিক সরকারকে পতনের মধ্য দিয়ে ছাত্র-জনতা আবার দেশের গনতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার সংগ্রামে লড়াই করবে।
২৫ এপ্রিল, ২০২৪

শহরে কৃষক লীগের প্রয়োজন আছে বলে মনে করি না : কাদের 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কৃষক লীগের ধানমন্ডি শাখা, বনানী শাখা, গুলশান শাখা, বারিধারা শাখা- এসবের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এক সময় এমনও ছিল যে, কুয়েতে, কাতারের, সৌদি আরবে, আমেরিকায় কৃষক লীগ ছিল। শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কৃষক লীগকে শহরের মধ্যে আটকে না রেখে গ্রামের দিকে নিয়ে যাওয়া ভালো। আজকে সারা বিশ্বের যে সংকট। আজকে এ অবস্থায় কৃষির অর্থনীতি হচ্ছে আমাদের দেশের অর্থনীতির প্রাণ এবং এটাই প্রমাণিত হয়েছে কৃষি বাঁচলে বাংলাদেশের অর্থনীতি বাঁচবে। বাংলাদেশের অর্থনীতিকে বাঁচাতে হলে কৃষককে বাঁচাতে হবে। কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটুর সঞ্চালনায় আলোচনা আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীসহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু। ১৯৭২ সালের ১৯ এপ্রিল কৃষক লীগ প্রতিষ্ঠার পর বঙ্গবন্ধু কৃষক নেতা শহিদ আব্দুর রব সেরনিয়াবাতকে কৃষক লীগের কমিটি গঠনের দায়িত্ব দেন। তিনি বঙ্গবন্ধুর দিকনির্দেশনায় ব্যারিস্টার বাদল রশিদকে সভাপতি ও আব্দুর রউফকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করেন। ১৯৮১ সালে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পর কৃষি ও কৃষকের কল্যাণে কৃষক লীগকে পুনর্গঠন করেন। সর্বশেষ ২০১৯ সালের ৬ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কৃষক লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে সমীর চন্দকে সভাপতি ও অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতিকে সাধারণ সম্পাদক করা হয়। দিনটি উপলক্ষে আজ সকাল সাড়ে ৬টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৭টায় মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ধানমন্ডির ৩২ পর্যন্ত আনন্দ শোভাযাত্রা, সকাল সাড়ে ৭টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ১০টায় গণভবনে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা বিনিময় এবং কেক কাটা হয়। এ ছাড়া বিকাল ৩টায় রাজধানীর কৃষি ইনস্টিটিউট অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৯ এপ্রিল, ২০২৪

ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সারা দেশে নানা আয়োজনে পালিত হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে রোববার এক আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহা. বশিরুল আলম। এদিন সকালে ফাউন্ডেশনের মহাপরিচালকের নেতৃত্বে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ ছাড়া ফাউন্ডেশনের প্রতিটি জেলা ও বিভাগীয় কার্যালয়, ৩০০ মডেল মসজিদ, চট্টগ্রামের আন্দরকিল্লা শাহে জামে মসজিদ, জমিয়তুল ফালাহ জামে মসজিদ ও রাজশাহীর হেতেম খাঁ মসজিদে আলোচনা সভা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।
২৫ মার্চ, ২০২৪

সিপিবির ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
দেশের অন্যতম প্রাচীন ও প্রধান বামপন্থি রাজনৈতিক দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার। ১৯৪৭ সালে ভারতবর্ষের বিভক্তির পর ১৯৪৮ সালের ৬ মার্চ কলকাতা সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের কমিউনিস্ট পার্টি গঠিত হয়। একই সম্মেলনে খোকা রায়কে সম্পাদক করে পার্টির পূর্ববাংলা আঞ্চলিক কমিটি তথা পূর্ব পাকিস্তান প্রাদেশিক কমিটি গঠন করা হয়। স্বাধীনতার পর দলটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সংক্ষেপে সিপিবি নামে পরিচিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটি ঢাকাসহ সারা দেশে নানা কর্মসূচি পালন করছে। তেভাগা, নানকার ও টঙ্কসহ কৃষক-শ্রমিকদের নানা আন্দোলন, ভাষার লড়াই থেকে মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী সংগ্রামসহ গণতান্ত্রিক বহু সংগ্রামে অনন্য ভূমিকা পালন করেছে সিপিবি। এসব আন্দোলন-সংগ্রামে দলের অনেক নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের শ্রমিক ও কৃষকসহ সর্বস্তরের সাধারণ মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। গতকাল এক বিবৃতিতে তারা বলেন, সিপিবি গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারসহ দেশকে মুক্তিযুদ্ধের ধারায় ফিরিয়ে আনার সংগ্রাম করে যাচ্ছে। আওয়ামী লীগ ও বিএনপিকেন্দ্রিক দ্বিদলীয় মেরুকরণের বাইরে বাম-গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার কঠিন ও জটিল পথ পরিক্রমায় সিপিবি তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার বিকেলে পুরানা পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হবে।
০৬ মার্চ, ২০২৪

যমুনা ফিউচার পার্কে হুরের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব
জাঁকজমকভাবে উদযাপিত হলো হুরের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী। জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণসহ অনেক খ্যাতনামা মিডিয়া ব্যক্তিত্বের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক প্রতিমন্ত্রী ও যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এবং তার মেয়ে যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম।  শুক্রবার (১ মার্চ) বিকালে যমুনা ফিউচার পার্কের লেভেল-১-এ হুরের ফ্ল্যাগশিপ আউটলেটে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের পরিচালক (মার্কেটিং, সেল্স অ্যান্ড অপারেশন্স) ডক্টর মোহাম্মদ আলমগীর আলম এবং হুরের হেড অব অপারেশন মোহাম্মাদ মেহমুদ গুঞ্জাল। বিদেশি লন কাপড়ের আগ্রাসনে যখন দেশীয় বস্ত্র খাত হুমকির মুখে পড়ছিল তখন দেশজ লন কাপড় ব্যবহারে বাঙালি নারীদের অনুপ্রাণিত করতে যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মো. নুরুল ইসলামের পরামর্শে তার যোগ্য উত্তরসূরি সুমাইয়া রোজালিন ইসলাম ২০২০ সালে ‘হুর’ ব্রান্ডের আত্মপ্রকাশ ঘটান।  শুরু থেকেই হুর ফ্যাশন প্রত্যেক সিজনে বাহারি রঙের কালেকশন নিয়ে আসে। দেশীয় জনপ্রিয় মডেলদের পাশাপাশি আন্তর্জাতিক মডেলদের মাধ্যমে হুরের বিজ্ঞাপন, ফ্যাশন শো, বিশেষ প্রদর্শনী ইত্যাদির মাধ্যমে মাত্র চার বছরের পরিক্রমায় এখন ‘হুর’ দেশের সীমানা ছাড়িয়ে প্রাচ্যের বাকি দেশগুলোর আকাশ ছুঁতে চলেছে।  বাঙালি নারীদের কাছে হুর এখন ব্যাপক পরিচিত ও সমাদৃত। বিদেশি পণ্যের চেয়ে গুণে ও মানে ভালো হওয়া সত্ত্বেও এর সাশ্রয়ী মূল্যের কারণে ‘হুর’ এখন উচ্চবিত্ত, মধ্যবিত্ত ছাড়িয়ে নিম্ন-মধ্যম আয়ের মানুষের নাগালেও ধরা দিয়েছে। সাশ্রয় হচ্ছে মানুষের পোশাকি ব্যয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে হুরে পাওয়া যাবে নিত্যনতুন চিত্তাকর্ষক ডিজাইন আর মনোলোভা কারুকাজের ডিজিটাল প্রিন্টের লন, চিকানকারি লন, থ্রি-পিস, কাফতান-কুর্তি, ট্রাউজার, ছেলেদের জন্য থাকছে ফরমাল-ক্যাজুয়াল শার্ট-প্যান্ট আর কাবুলি-পাঞ্জাবি। আরও আছে ছোটদের ট্র্যাডিশনাল জামা, বাবা-ছেলে, মা-মেয়ে ম্যাচিং কম্বো। সীমিত সময়ের জন্য থাকছে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা।
০২ মার্চ, ২০২৪

মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকী আজ
বিএনপির অন্যতম অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে সকাল সাড়ে ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এতে প্রধান অতিথি থাকবেন। এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হবে। সংগঠনটির সদস্য সচিব মো. আব্দুর রহিম কালবেলাকে বলেন, জিয়াউর রহমান ১৯৭৯ সালের ২৭ নভেম্বর প্রথমে ‘জেলে দল’ প্রতিষ্ঠা করেন। এরপর ১৯৯৩ সালের ১ সেপ্টেম্বর দলের চতুর্থ জাতীয় কাউন্সিলে নাম পরিবর্তন করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল করা হয়। পরে ২০০০ সালের ২৯ ফেব্রুয়ারি রফিকুল ইসলাম মাহতাবকে সভাপতি এবং নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে মৎস্যজীবী দলের প্রথম কমিটি অনুমোদন দেওয়া হয়। সেজন্য ২৯ ফেব্রুয়ারিকে প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ধরা হয়। তবে যে বছর ‘লিপ ইয়ার’ (বাংলায় যাকে বলা হয় অধিবর্ষ) নয়, সে বছর ২৮ ফেরুয়ারি দিবসটি পালন করে মৎস্যজীবী দল।
২৯ ফেব্রুয়ারি, ২০২৪

বিএসএমআরএএইউর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটির (বিএসএমআরএএইউ) পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান প্রধান অতিথি হিসেবে দিবসের অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। বিশেষায়িত এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। ‘পরিপ্রেক্ষিত পরিকল্পনা-২০৪১’-এর আলোকে বিশ্ববিদ্যালয়টিকে এভিয়েশন সংক্রান্ত গবেষণা কেন্দ্রে রূপান্তরে নিষ্ঠার সঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান। অনুষ্ঠানে বিএসএমআরএএইউর ভাইস চ্যান্সেলর বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে বিমান ও মহাকাশ গবেষণায় দক্ষ ও পেশাদার জনশক্তি তৈরিতে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় তিনি বিমানবাহিনী প্রধানকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। দিবসটি উপলক্ষে একটি জার্নাল ‘দ্য কোয়েস্ট ফর এক্সিলেন্স’ এবং একটি ব্রোশিওর প্রকাশিত হয় এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে বর্ণিল ব্যানার, ফেস্টুন ও নানা রঙের পতাকায় সাজানো প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিমানবাহিনী প্রধান বিশ্ববিদ্যালয়ে তৈরি কিউব স্যাটেলাইট উৎক্ষেপণ করেন।
২৯ ফেব্রুয়ারি, ২০২৪
X