হামলার পর বাইডেনের সঙ্গে ফোনালাপ নেতানিয়াহুর
দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। দেশটিতে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (১৪ এপ্রিল) আলজাজিরারর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রীর ফোনালাপ হয়েছে। ইরান ইসরায়েলে হামলা চালানোর পর এই দুই নেতার মধ্যে এটাই প্রথম ফোনালাপ। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।  ראש הממשלה בנימין נתניהו משוחח כעת עם נשיא ארה"ב ג'ו ביידן. השיחה מתקיימת בתום דיוני הקבינט המדיני-ביטחוני וקבינט ניהול המלחמה. pic.twitter.com/1K3G8sXGD6 — ראש ממשלת ישראל (@IsraeliPM_heb) April 14, 2024 উল্লেখ্য, গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলা চালায় ইসরায়েল। দেশটির এ হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক সিনিয়র কমান্ডারসহ ৭ সদস্য নিহত হন। এরপর হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দেয় ইরান।  ইরানের এ হুঁশিয়ারির পর মার্কিন কয়েকজন সামরিক কর্মকর্তা সিবিএস নিউজকে জানান, ইসরায়েলের হামলা চালাতে ইরান শতাধিক ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। এমন আশঙ্কার মধ্যে শনিবার গভীর রাতে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে প্রথম হামলায় ঠিক কতগুলো ড্রোন ছোড়া হয়েছে তা জানা যায়নি।    এদিকে ইরানের হামলা শুরুর কয়েক ঘণ্টা আগে নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় জর্ডান। এছাড়া এ সময়ে সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলগামী দুটি বিমান ও থাইল্যান্ড থেকে ইসরায়েলগামী আরও দুটি বিমানকে ঘুরিয়ে দেওয়া হয়।   
১৪ এপ্রিল, ২০২৪

ফাঁস হওয়া ফোনালাপ নিয়ে লাইভে আসছেন তামিম
আবারও আলোচনায় তামিম ইকবাল। এবার ফাঁস হয়েছে ফোনালাপ। আরেক ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের সঙ্গে কথা বলার একটি রেকর্ড প্রকাশ হয়েছে, যা নিয়ে চলছে নানা আলোচনা।  ফোনালাপে তামিম অনেক রকম ইঙ্গিত করেছেন সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিমকে নিয়ে। আর আলাপ শুনে মনে হচ্ছে, সেখানে কথা হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) প্রসঙ্গে।  এবারের বিপিএলে একই দলে খেলেছেন তামিম, মুশফিক ‍ও মিরাজ। কিন্তু তাদের হঠাৎ এমন আলোচনা কেন? এমন প্রশ্ন অসংখ্য ভক্তের।  হয়তো এসব বিষয় নিয়ে আলোচনা করতে বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় লাইভে আসছেন তামিম ইকবাল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এমনটাই জানিয়েছেন তিনি। তিনি লিখেছেন,  জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমাকে মনে রাখার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। গতকাল থেকে একটা ফোনকল নিয়ে অনেক কথা হচ্ছে। আজ সন্ধ্যা ৭টায় লাইভে আসছি।
২০ মার্চ, ২০২৪

গাজা নিয়ে মিসর ও ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ
প্রথমবারের মতো ফোনালাপ করেছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের মধ্যে এ দুই নেতা ফোনালাপ করেছেন। শনিবার (২৩ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  গাজায় ইসরায়েলে হামলার পর থেকে দেশটির পাশে রয়েছে ইরান ও মিসর। যুদ্ধবিরতি ও গাজার জন্য রাফাহ সীমান্ত দিয়ে ত্রাণ সরবরাহ অব্যাহত রেখেছে মিসর। অন্যদিকে ইসরায়েলের হামলার বিরুদ্ধে সোচ্চার রয়েছে ইরান।  ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, গাজার পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যকার সম্পর্কের উন্নয়ন হয়েছে। প্রথমবারের মতো মিসর ও ইরানের প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপ হয়েছে।  টেলিভিশনের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, রাইসি বলেন, ইহুদি সরকারের গণহত্যা বন্ধে ইরান তার সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার করতে প্রস্তুত রয়েছে। এমনকি ফিলিস্তিনি ত্রাণ পাঠানোর কথাও জানান তিনি।  চলতি বছরের নভেম্বরে জয়েন্ট আরব-ইসলামিক এক্সট্রাঅর্ডিনারি সামিটে রিয়াদে প্রথমবারের মতো সাক্ষাৎ করেন রাইসি ও সিসি।  দুই দেশের মধ্যকার সম্পর্ক নিয়ে এক দশক ধরে টানাপড়েন চলছে। তবে এর মধ্যেও তাদের মাঝে কূটনৈতিক যোগাযোগ রয়েছে।  এর আগে শনিবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এবার ভূমধ্যসাগর বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার এ হুমকি দেন। ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা গাজায় অপরাধ অব্যাহত রাখলে তারা ভূমধ্যসাগর বন্ধ করে দিবে। তবে দলটি কীভাবে বা কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে তার কোনো ব্যাখ্যা দেয়নি। গাজায় গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ফিলিস্তিনে এ হামলার পেছনে মার্কিন সমর্থন রয়েছে বলে অভিযোগ হামাসের। তাদের হামলায় অন্তত ২০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া গৃহহীন হয়েছেন অসংখ্য মানুষ। বার্তা সংস্থা তাসনিম ব্রিগেডিয়ার কো-অর্ডানেটিং কমান্ডার জেনারেল মোহাম্মদ রেজা নাকদির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, তারা খুব দ্রুতই ভূমধ্যসাগর, জিব্রাল্টার প্রণালি ও বিভিন্ন জলপথ বন্ধ করে দিতে চলেছে। এর আগে লোহিত সাগর দিয়ে চলালচলকারী বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীদের হামলার পরিকল্পনায় ইরান গভীরভাবে জড়িত বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এসব বাণিজ্যিক জাহাজকে টার্গেট পরিণত করতে হুথিদের তেহরান গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে বলে দাবি ওয়াশিংটনের। এদিকে গত মাস থেকে লোহিত সাগরে হুথিদের হামলার কারণে এ পথে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে বিভিন্ন বিখ্যাত কোম্পানি। এমনকি এ সব কোম্পানি আফ্রিকার হোপ অব কেপ ঘুরে অতিরিক্তি সাড়ে তিন হাজার ন্যাটিক্যাল মাইল পাড়ি দিচ্ছে।
২৩ ডিসেম্বর, ২০২৩

প্রেমে মত্ত বুবলী-তাপস, মুন্নী-অপুর ফোনালাপ ভাইরাল
চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে কৌশিক হোসেন তাপসের প্রেমের খবর রটেছিল গত ৪ নভেম্বর। বিষয়টি ছড়ায় তাপসের স্ত্রী ফারজানা মুন্নীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি স্ট্যাটাস থেকে। পরে মুন্নী ফেসবুকে জানান তার আইডি হ্যাকড হয়েছিল। এ নিয়ে তাপস কিছু না বললেও বুবলী বিষয়টি অস্বীকার করেন। ঘটনার সপ্তাহ না পেরোতেই ফের আলোচনায় তাপস-বুবলীর প্রেমের সম্পর্ক। এবার বেরিয়ে এলো থলের বেড়াল। চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে তাপস-বুবলীর উদ্দাম প্রেমের গল্প করছিলেন মুন্নী। এই ফোনালাপে মুন্নী জানান, তার আইডি হ্যাক হয়নি, তাপস-বুবলীর প্রেম নিয়ে স্ট্যাটাস তিনিই দিয়েছেন। ফারজানা মুন্নী বলেন, ‘আমি ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর তাপসের সঙ্গে আমার পরিবারের সবাই বসেছিল। দেখো অপু, আমি তো এখনো সংসার করি। তাপস তো এখনো আমার জামাই (স্বামী)। তারপর যখন আমাকে বলল, এটা দাও (ফেসবুক আইডি হ্যাকের স্ট্যাটাস), তখন আমি এটা দিলাম। আমার কোনো কিছু হ্যাক হয়নি, শুধু স্ট্যাটাসটা হ্যাক হইছে, তাই না?’ যে রাতে ফেসবুকে স্ট্যাটাসটি দিয়েছিলেন তখন তাপসের সঙ্গে গানবাংলা টেলিভিশনের অফিসে বুবলী সময় কাটাচ্ছিলেন বলে জানালেন মুন্নী। তিনি বলেন, ‘শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে তাপসকে ভিডিও কল করে বলছি, বুবলীকে দাও। আমি জানি ওখানে বুবলী আছে। বাথরুমে লুকিয়ে ছিল সে। সে বাথরুম থেকে বের হলো। তারপর আমি বললাম, বুবলী তোমার লজ্জা লাগে না? তুমি একটা মেয়ে না? তোমার খারাপ লাগে না? ও (বুবলী) আমার কথা শুনে হাসল। ওই হাসিটা দেখে আমি সহ্য করতে পারিনি। তখনই আমি ফেসবুকে পোস্ট দিয়েছি।’ অপুর সঙ্গে কথায় কথায় শাকিব খানের প্রসঙ্গ তোলেন মুন্নী। তার দাবি, শাকিবের ওপর প্রতিশোধ নিতে তাপসকে ঢাল হিসেবে ব্যবহার করছেন বুবলী। তার কথায়, ‘বুবলী শাকিবকে ধ্বংস করবে। ও (বুবলী) তাকে কন্ট্রোল করতে পারছে না। রিভেঞ্জ নিতে চায়। এ জন্য তাপসকে ব্যবহার করছে। তাপস এটা বুঝতে পারছে না। তবে ও এক দিন বুঝবে।’ বুবলীর মতো খারাপ মেয়ে কখনো দেখেননি এবং সে দিন-রাত গানবাংলা টেলিভিশনের অফিসে পড়ে থাকে বলে জানান মুন্নী। চ্যানেলটির নিজস্ব গাড়িতে তাকে আনা-নেওয়া করা হয়। মুন্নী দাবি করেন, বুবলী এখন তাপসের নির্দেশনায় চলছেন। সম্প্রতি শাকিব-অপুর সন্তান আব্রাম খান জয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছিলেন বুবলী। সেটাও নাকি তাপসের পরামর্শে করেছিলেন। দীর্ঘ ফোনালাপটি কে বা কারা প্রকাশ করেছেন, তা জানা যায়নি। তবে কথোপকথনে অপু বিশ্বাসের প্রতিউত্তরগুলো কেটে দেওয়া হয়েছে। শুধু ফারজানা মুন্নীর কণ্ঠ শোনা গেছে। তিনি যে অপুর সঙ্গেই কথা বলছিলেন, সেটার প্রমাণ মিলেছে কথার মাঝখানে তার নাম ধরে ডাকা থেকে। এ প্রসঙ্গে অবশেষে মুখ খুলেছেন চিত্রনায়িকা বুবলী। এই নায়িকা বলেন, ‘আমাকে নিয়ে যদি কারও এত সমস্যা থাকে, তাহলে অফিসিয়ালি কথা বলুক, প্রমাণসহ কথা বলুক, তখন আমিও আমার কাজের সমস্ত প্রমাণসহ ডেট নিয়ে অফিসিয়ালি কথা বলব সাংবাদিক সম্মেলন করে এবং আইনানুগ ব্যবস্থা নেব। এত লুকোচুরি করছে কেন? ‘একবার জানানো হচ্ছে আইডি হ্যাক করা হয়েছে, আরেকবার সেই আইডি স্ট্যাটাস ডিলিট করা হয়েছে, আবার কীসের কী লিক নামক অডিও ফাঁস বলা হচ্ছে, সেই অডিও আবার একজনের কথা দিয়ে এক তরফা এডিট করা। অপর পাশে কারা কী কথা বলছে কিংবা কারও দ্বারা ম্যানিপুলেট করা কি না, তাও বোঝা যাচ্ছে না।’ ‘আমার সন্তান শেহজাদকে সামনে আনার পর থেকে আমার সঙ্গে যা যা হচ্ছে, সব আর্কাইভে আপনাদের দেখার অনুরোধ থাকল। আমি শুধু অফিসিয়াল স্টেটমেন্টের জন্য অপেক্ষা করছি, তখন এই সমস্ত কিছুর উত্তর দেব প্রমাণসহ। যারা এসব মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে প্রতিবার, তাদের প্রত্যেককে আমি চিহ্নিত করছি।’ এ বিষয়ে জানতে তাপস মুন্নী ও অপুর সঙ্গে যোগাযোগ করা হলেও তা সম্ভব হয়নি।
১২ নভেম্বর, ২০২৩

প্রেমে মত্ত বুবলী-তাপস, মুন্নি-অপুর ফোনালাপ ভাইরাল
চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে কৌশিক হোসেন তাপসের খবর রটেছিল গত ৪ নভেম্বর। বিষয়টি ছড়ায় তাপসের স্ত্রী ফারজানা মুন্নির ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি স্ট্যাটাস থেকে। পরে মুন্নী ফেসবুকে জানান তার আইডি হ্যাকড হয়েছিল। এ নিয়ে তাপস কিছু না বললেও বুবলী বিষয়টি অস্বীকার করেন। ঘটনার সপ্তাহ না পেরোতেই ফের আলোচনায় তাপস-বুবলীর প্রেমের সম্পর্ক। এবার বেরিয়ে এলো থলের বিড়াল। চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে তাপস-বুবলীর উদ্দাম প্রেমের গল্প করছিলেন মুন্নী। এই ফোনালাপে মুন্নী জানান, তার আইডি হ্যাক হয়নি, তাপস-বুবলীর প্রেম নিয়ে স্ট্যাটাস তিনিই দিয়েছেন। ফারজানা মুন্নী বলেন, ‘আমি ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর তাপসের সঙ্গে আমার পরিবারের সবাই বসেছিল। দেখো অপু, আমি তো এখনো সংসার করি। তাপস তো এখনো আমার জামাই (স্বামী)। তারপর যখন আমাকে বলল, এটা দাও (ফেসবুক আইডি হ্যাকের স্ট্যাটাস), তখন আমি এটা দিলাম। আমার কোনো কিছু হ্যাক হয়নি, শুধু স্ট্যাটাসটা হ্যাক হইছে না, তাই না?’ যে রাতে ফেসবুকে স্ট্যাটাসটি দিয়েছিলেন তখন তাপসের সঙ্গে গানবাংলা টেলিভিশনের অফিসে একান্তে সময় কাটাচ্ছিলেন বুবলী বলে জানালেন মুন্নী। তিনি বলেন, ‘শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে তাপসকে ভিডিও কল করে বলছি, বুবলীকে দাও। আমি জানি, ওখানে বুবলী আছে। বাথরুমে লুকিয়ে ছিল সে। সে বাথরুম থেকে বের হলো। তারপর আমি বললাম, বুবলী তোমার লজ্জা লাগে না? তুমি একটা মেয়ে না? তোমার খারাপ লাগে না? ও (বুবলী) আমার কথা শুনে হাসল। ওই হাসিটা দেখে আমি সহ্য করতে পারিনি। তখনই তো আমি ফেসবুকে পোস্ট দিয়েছি।’ অপুর সঙ্গে কথায় কথায় শাকিব খানের প্রসঙ্গ তোলেন মুন্নী। তার দাবি, শাকিবের ওপর প্রতিশোধ নিতে তাপসকে ঢাল হিসেবে ব্যবহার করছেন বুবলী। তার কথায়, ‘বুবলী শাকিবকে ধ্বংস করবে। ও (বুবলী) তাকে কন্ট্রোল করতে পারছে না। রিভেঞ্জ নিতে চায়। এ জন্য তাপসকে ব্যবহার করছে। তাপস এটা বুঝতে পারছে না। তবে ও একদিন বুঝবে।’ বুবলীর মতো খারাপ মেয়ে কখনো দেখেননি এবং সে দিন-রাত গানবাংলা টেলিভিশনের অফিসে পড়ে থাকেন বলে জানান মুন্নী। চ্যানেলটির নিজস্ব গাড়িতে তাকে আনা-নেওয়া করা হয়। মুন্নী দাবি করেন, বুবলী এখন তাপসের নির্দেশনায় চলছেন। সম্প্রতি শাকিব-অপুর সন্তান আব্রাম খান জয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছিলেন বুবলী। সেটাও নাকি তার পরামর্শে করেছিলেন। এ প্রসঙ্গে অবশেষে মুখ খুলেছেন চিত্রনায়িকা বুবলী। এই নায়িকা বলেন, ‘আমাকে নিয়ে যদি কারও এত সমস্যা থাকে তাহলে অফিসিয়ালি কথা বলুক, প্রমাণসহ কথা বলুক, তখন আমিও আমার কাজের সব প্রমাণসহ ডেট নিয়ে অফিসিয়ালি কথা বলব সংবাদ সম্মেলন করে এবং আইনানুগ ব্যবস্থা নিব। এত লুকোচুরি করছে কেন? ‘একবার জানানো হচ্ছে আইডি হ্যাক করা হয়েছে, আরেকবার সেই আইডি স্ট্যাটাস ডিলিট করা হয়েছে, আবার কীসের কী লিক নামক অডিও ফাঁস বলা হচ্ছে, সেই অডিও আবার একজনের কথা দিয়ে এক তরফা এডিট করা। অপর পাশ কারা কী কথা বলছে কিংবা কারও দ্বারা ম্যানিপুলেট করা কিনা তাও বোঝা যাচ্ছে না।’ বুবলী আরও বলেন, ‘কোনো কনভারসেশনে শুধু একজনের কথা যেখানে রাখা হয়, সেখানে কী উদ্দেশ্য থাকে? আপনারাই বলুন। এমনকি অডিওতে মিম, পরী, মাহি কারও সঙ্গে কথা হলো না, শুধু অপু বিশ্বাসের সঙ্গেই কথা হলো, ব্যাপারগুলো এত পরিকল্পিত যে আমার বুঝতে বাকি নেই কী নোংরামো হচ্ছে। ‘আমার সন্তান শেহজাদকে সামনে আনার পর থেকে আমার সঙ্গে যা যা হচ্ছে সব আর্কাইভে আপনাদের দেখার অনুরোধ থাকল। আমি শুধু অফিসিয়াল স্টেটমেন্টের জন্য অপেক্ষা করছি, তখন এ সবকিছুর উত্তর দিব প্রমাণসহ। যারা এসব মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে প্রত্যেকবার তাদের প্রত্যেককে আমি চিহ্নিত করছি।’ দীর্ঘ ফোনালাপটি কে বা কারা প্রকাশ করেছেন, তা জানা যায়নি। তবে কথোপকথনে অপু বিশ্বাসের প্রতিউত্তরগুলো কেটে দেওয়া হয়েছে। শুধু ফারজানা মুন্নীর কণ্ঠ শোনা গেছে। তিনি যে অপুর সঙ্গেই কথা বলছিলেন, সেটার প্রমাণ মিলেছে কথার মাঝখানে তার নাম ধরে ডাকা থেকে।
১১ নভেম্বর, ২০২৩

এবার তরুণীর সঙ্গে এমপি এনামুলের ফোনালাপ ফাঁস
রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের ভিডিও ভাইরালের পর এবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সঙ্গে মোবাইল ফোনে অশ্লীল কথোপকথনের একটি অডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই অডিওতে যে শোনা যাওয়া পুরুষ কণ্ঠটি এমপি এনামুলের বলে দাবি করেছেন অনেকেই। একটি ভিডিও সাক্ষাৎকারে ওই তরুণী অভিযোগ করেন, সরকারি চাকরি দেওয়ার নামে এমপি এনামুল তাকে একাধিকবার ধর্ষণ করেছেন।  ভিডিওর পর অডিও ভাইরাল নিয়ে রাজশাহীজুড়ে সমালোচনা চলছে। ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরাও। গত সোমবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া অডিওতে এমপি এনামুলের কণ্ঠস্বরের মত এক ব্যক্তিকে ওই তরুণীর সঙ্গে আপত্তিকর কথাবার্তা বলতে শোনা গেছে। একইদিন ভুক্তভোগী তরুণীর একটি ভিডিও সাক্ষাৎকার ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই তরুণী সাক্ষাৎকারে দাবি করেন, এমপি এনামুলের সঙ্গে প্রথম সাক্ষাৎ হওয়ার পর তাদের ফোনে কথাবার্তা চলতে থাকে। এরপর প্রেম এবং এক পর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। এর আগে চলতি বছরের ৫ এপ্রিল পাঁচ মিনিট ১১ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে এক তরুণীর সঙ্গে এমপি এনামুলকে কথা বলতে দেখা গেছে। নিজের দামি দামি গাড়ি, হাজার কোটি টাকা ‍ঋণ, কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি নিয়েও তাকে কথা বলতে শোনা যায়। ভিডিওতে এমপি এনামুল ওই তরুণীকে বলতে শোনা যায়, ‘আমি যত টাকা লোন নিয়েছি তার ১০ গুণ টাকার তো গাড়িই আছে, সম্পত্তি আছে কয়েক হাজার কোটি টাকার। আমি যে গাড়িতে চড়ি সেই গাড়িটার দাম ছয় কোটি টাকা, চারটা গাড়ি আছে ছয় কোটি টাকা দামের। আমার বউ যে গাড়িতে চড়ে সেটাও সাড়ে ৪ থেকে ৫ কোটি টাকা দাম, আমার ছেলে চড়ে সেটাও অনেক দামি গাড়ি। আমার ঢাকায় একটা গাড়ি, রাজশাহীতেও একটা সেটআপ আছে। পাজেরো গাড়িই আছে ৭টা। কে বলছে তোমাকে এ রকম ফালতু কথাবার্তা।’ এ বিষয়ে বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাগমারার তাহেরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিয়াউদ্দিন টিপু কালবেলাকে বলেন, ‘এমপি এনামুলের এমন কর্মকাণ্ড ভাষায় প্রকাশ করতে পারছি না। এর আগেও এক নারীর সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলছেন, এমন একটি ভিডিও ভাইরাল হয়েছিল। এবার অডিও ভাইরাল হয়েছে। অডিওতে যে কণ্ঠ শোনা গেছে সেটি এনামুলের।’ তিনি আরও বলেন, তার এমন কর্মকাণ্ড কোনোভাবেই মানা যায় না। আমরা এ ঘটনার বিচার চাচ্ছি।’ নাম প্রকাশ না করার শর্তে রাজশাহী জেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন, নারী কেলেঙ্কারি ও নানা অনিয়ম-দুর্নীতির কারণে বাগমারার সর্বস্তরের জনগণ তাকে ঘৃণাভরে প্রত্যাখান করেছেন।   অডিও ভাইরালের বিষয়ে জানতে এমপি এনামুল হকের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।  তবে আগের ভিডিও ভাইরাল সম্পর্কে এমপি এনামুল হক বলেছিলেন, নিজেও সেই ভিডিওটি শুনেছেন। কিন্তু ওইটা বানোয়াট ও ভুয়া। এমনকি তার আইডি হ্যাক করে প্রতিপক্ষ এটা করেছে বলেও ওই সময় দাবি করেছিলেন তিনি।
৩০ নভেম্বর, ০০০১

পবিপ্রবিতে প্রমোশন দেওয়ার প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব, ফোনালাপ ফাঁস
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ডেপুটি রেজিস্ট্রারের বিরুদ্ধে জুনিয়র নারী সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ফোনালাপও ফাঁস হয়েছে।  অভিযুক্ত ওই কর্মকর্তার নাম মিজানুর রহমান টমাস। তিনি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তার সেল শাখার ডেপুটি রেজিস্ট্রার। ফোনালাপে তিনি শারীরিক সম্পর্কের বিনিময়ে অবৈধ ভাবে একজন নারী কর্মকর্তাকে প্রমোশন দেওয়ার কথা বলেন।  এ সংশ্লিষ্ট একটি ফোনালাপ এর অডিও রেকর্ড এই প্রতিবেদকের হাতে এসেছে।  ১৪ মিনিট ৩১ সেকেন্ডের ঐ ফোনালাপে মিজানুর রহমান টমাস কে বলতে শোনা যায়, বিশ্ববিদ্যালয়ের ডাটা এন্ট্রি পদে কর্মরত নারী কর্মকর্তাকে সেকশন অফিসার এবং পরবর্তীতে তাকে আরো উচ্চ পদে প্রমোশন করিয়ে দিবেন বলে ঐ নারী সহকর্মীকে বারবার অনৈতিক প্রস্তাব দেন। ঐ নারী কর্মকর্তা অনৈতিক প্রস্তাবে রাজি না হলে এক পর্যায়ে মিজানুর রহমান টমাস তাকে বলেন, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্যাডার লাইনে রাজনীতি করেছি, একমাত্র আমার সাথে নাইন এমএম (পিস্তল) থাকতো। ফোনালাপে ওই কর্মকর্তা বলেন, তিনি পবিপ্রবি কর্মকর্তা সমিতির দুই বার গুরুত্বপূর্ণ পদে ছিলেন। এ সময় তিনি তদবির করে অন্যান্য কর্মকর্তা বদলির উদাহারণ দেন। এরপরও নারী কর্মকর্তা অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তার প্রতি রাগ করেছেন এবং কষ্ট পেয়েছেন বলেও জানান ওই সিনিয়র কর্মকর্তা। অন্যদিকে, ফোনালাপ ফাঁস হওয়ার পর থেকে শিক্ষক- কর্মকর্তা ও কর্মচারী মধ্যে চলছে নানা আলোচনা- সমালোচনা। নাম প্রকাশ না করার শর্তে অন্তত চার জন ডেপুটি রেজিস্ট্রার বলেন, একজন জুনিয়র নারী সহকর্মীর প্রতি সিনিয়র কর্মকর্তার এমন দৃষ্টিভঙ্গি অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনার পর থেকে নারী সহকর্মীরা আতঙ্কে আছেন। অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা তাদের। ফোনালাপে অনৈতিক প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত কর্মকর্তা মিজানুর রহমান টমাস বলেন, আমার বিরুদ্ধে একটা অপশক্তি এটা সম্প্রচার করেছে। এটা মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, আমি তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি।  প্রশ্ন ফাঁস ও দূর্নীতির সাথে জড়িত। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও প্রক্টর সন্তোষ কুমার বসু বলেন, লোকমুখে শুনে এ বিষয়ে অবগত হয়েছি। যাচাই-বাছাইয়ের মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
২৮ আগস্ট, ২০২৩

নাইজার সংকট নিয়ে পুতিনের সঙ্গে ফোনালাপ মালির প্রেসিডেন্টের
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সেনা অভ্যুত্থানে সৃষ্ট সংকট নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ হয়েছে বলে জানিয়েছেন মালির প্রেসিডেন্ট আসিমি গোইতা। আজ মঙ্গলবার (১৫ আগস্ট) তিনি পুতিনের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। গত ২৬ জুলাই নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে তার বাসভবনে অবরোধ করে রাখেন প্রেসিডেন্সিয়াল গার্ডের বিদ্রোহী সদস্যরা। আটকের পরের দিন বৃহস্পতিবার সামরিক অভ্যুত্থানের ঘোষণা দেন তারা। এরপর থেকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম ও তার পরিবারের সদস্যদের বন্দি করে রেখেছে সামরিক সরকার। তাদের এ সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও প্রতিবেশী পশ্চিম আফ্রিকার দেশগুলো। এমনকি গত বৃহস্পতিবার (১০ আগস্ট) নাইজারে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকার পুনর্বহালে সামরিক হস্তক্ষেপের জন্য স্ট্যান্ডবাই সেনাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে পশ্চিম আফ্রিকার ১৫ দেশের জোট ইকোওয়াস। মঙ্গলবার এক টুইটবার্তায় মালির প্রেসিডেন্ট জানান, স্থিতিশীল সাহেল অঞ্চলের জন্য নাইজার সংকটের শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। এর আগে নাইজারে সামরিক হস্তক্ষেপের বিষয়ে ইকোওয়াসকে সতর্ক করে একই বার্তা দিয়েছিল রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। মস্কো বলছে, নাইজারে ইকোওয়াসের সামরিক হস্তক্ষেপ ‘সংঘাত দীর্ঘায়িত’ করতে পারে। তবে পশ্চিমারা বলছে, মালির মতো নাইজারেরও একই পরিণতি হতে পারে। তিন বছর আগে এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে মালির গণতান্ত্রিক সরকারকে উৎখাত করেছিল সামরিক বাহিনী। এরপর দেশের বিদ্রোহ দমনে রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার যোদ্ধাদের মোতায়েন করে জান্তা সরকার। এরই মধ্যে ইকোওয়াসের সামরিক হস্তক্ষেপের হুমকির মুখে ওয়াগনারের সহায়তা চেয়েছে নাইজারের জান্তা সরকার।
১৫ আগস্ট, ২০২৩
X