বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ০৭:০২ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমে মত্ত বুবলী-তাপস, মুন্নি-অপুর ফোনালাপ ভাইরাল

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে কৌশিক হোসেন তাপসের খবর রটেছিল গত ৪ নভেম্বর। বিষয়টি ছড়ায় তাপসের স্ত্রী ফারজানা মুন্নির ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি স্ট্যাটাস থেকে। পরে মুন্নী ফেসবুকে জানান তার আইডি হ্যাকড হয়েছিল। এ নিয়ে তাপস কিছু না বললেও বুবলী বিষয়টি অস্বীকার করেন।

ঘটনার সপ্তাহ না পেরোতেই ফের আলোচনায় তাপস-বুবলীর প্রেমের সম্পর্ক। এবার বেরিয়ে এলো থলের বিড়াল। চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে তাপস-বুবলীর উদ্দাম প্রেমের গল্প করছিলেন মুন্নী। এই ফোনালাপে মুন্নী জানান, তার আইডি হ্যাক হয়নি, তাপস-বুবলীর প্রেম নিয়ে স্ট্যাটাস তিনিই দিয়েছেন।

ফারজানা মুন্নী বলেন, ‘আমি ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর তাপসের সঙ্গে আমার পরিবারের সবাই বসেছিল। দেখো অপু, আমি তো এখনো সংসার করি। তাপস তো এখনো আমার জামাই (স্বামী)। তারপর যখন আমাকে বলল, এটা দাও (ফেসবুক আইডি হ্যাকের স্ট্যাটাস), তখন আমি এটা দিলাম। আমার কোনো কিছু হ্যাক হয়নি, শুধু স্ট্যাটাসটা হ্যাক হইছে না, তাই না?’

যে রাতে ফেসবুকে স্ট্যাটাসটি দিয়েছিলেন তখন তাপসের সঙ্গে গানবাংলা টেলিভিশনের অফিসে একান্তে সময় কাটাচ্ছিলেন বুবলী বলে জানালেন মুন্নী। তিনি বলেন, ‘শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে তাপসকে ভিডিও কল করে বলছি, বুবলীকে দাও। আমি জানি, ওখানে বুবলী আছে। বাথরুমে লুকিয়ে ছিল সে। সে বাথরুম থেকে বের হলো। তারপর আমি বললাম, বুবলী তোমার লজ্জা লাগে না? তুমি একটা মেয়ে না? তোমার খারাপ লাগে না? ও (বুবলী) আমার কথা শুনে হাসল। ওই হাসিটা দেখে আমি সহ্য করতে পারিনি। তখনই তো আমি ফেসবুকে পোস্ট দিয়েছি।’

অপুর সঙ্গে কথায় কথায় শাকিব খানের প্রসঙ্গ তোলেন মুন্নী। তার দাবি, শাকিবের ওপর প্রতিশোধ নিতে তাপসকে ঢাল হিসেবে ব্যবহার করছেন বুবলী। তার কথায়, ‘বুবলী শাকিবকে ধ্বংস করবে। ও (বুবলী) তাকে কন্ট্রোল করতে পারছে না। রিভেঞ্জ নিতে চায়। এ জন্য তাপসকে ব্যবহার করছে। তাপস এটা বুঝতে পারছে না। তবে ও একদিন বুঝবে।’

বুবলীর মতো খারাপ মেয়ে কখনো দেখেননি এবং সে দিন-রাত গানবাংলা টেলিভিশনের অফিসে পড়ে থাকেন বলে জানান মুন্নী। চ্যানেলটির নিজস্ব গাড়িতে তাকে আনা-নেওয়া করা হয়। মুন্নী দাবি করেন, বুবলী এখন তাপসের নির্দেশনায় চলছেন। সম্প্রতি শাকিব-অপুর সন্তান আব্রাম খান জয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছিলেন বুবলী। সেটাও নাকি তার পরামর্শে করেছিলেন।

এ প্রসঙ্গে অবশেষে মুখ খুলেছেন চিত্রনায়িকা বুবলী। এই নায়িকা বলেন, ‘আমাকে নিয়ে যদি কারও এত সমস্যা থাকে তাহলে অফিসিয়ালি কথা বলুক, প্রমাণসহ কথা বলুক, তখন আমিও আমার কাজের সব প্রমাণসহ ডেট নিয়ে অফিসিয়ালি কথা বলব সংবাদ সম্মেলন করে এবং আইনানুগ ব্যবস্থা নিব। এত লুকোচুরি করছে কেন?

‘একবার জানানো হচ্ছে আইডি হ্যাক করা হয়েছে, আরেকবার সেই আইডি স্ট্যাটাস ডিলিট করা হয়েছে, আবার কীসের কী লিক নামক অডিও ফাঁস বলা হচ্ছে, সেই অডিও আবার একজনের কথা দিয়ে এক তরফা এডিট করা। অপর পাশ কারা কী কথা বলছে কিংবা কারও দ্বারা ম্যানিপুলেট করা কিনা তাও বোঝা যাচ্ছে না।’

বুবলী আরও বলেন, ‘কোনো কনভারসেশনে শুধু একজনের কথা যেখানে রাখা হয়, সেখানে কী উদ্দেশ্য থাকে? আপনারাই বলুন। এমনকি অডিওতে মিম, পরী, মাহি কারও সঙ্গে কথা হলো না, শুধু অপু বিশ্বাসের সঙ্গেই কথা হলো, ব্যাপারগুলো এত পরিকল্পিত যে আমার বুঝতে বাকি নেই কী নোংরামো হচ্ছে।

‘আমার সন্তান শেহজাদকে সামনে আনার পর থেকে আমার সঙ্গে যা যা হচ্ছে সব আর্কাইভে আপনাদের দেখার অনুরোধ থাকল। আমি শুধু অফিসিয়াল স্টেটমেন্টের জন্য অপেক্ষা করছি, তখন এ সবকিছুর উত্তর দিব প্রমাণসহ। যারা এসব মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে প্রত্যেকবার তাদের প্রত্যেককে আমি চিহ্নিত করছি।’

দীর্ঘ ফোনালাপটি কে বা কারা প্রকাশ করেছেন, তা জানা যায়নি। তবে কথোপকথনে অপু বিশ্বাসের প্রতিউত্তরগুলো কেটে দেওয়া হয়েছে। শুধু ফারজানা মুন্নীর কণ্ঠ শোনা গেছে। তিনি যে অপুর সঙ্গেই কথা বলছিলেন, সেটার প্রমাণ মিলেছে কথার মাঝখানে তার নাম ধরে ডাকা থেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধান শুকানোকে কেন্দ্র করে ভাইকে খুন

ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান বিলাওয়াল ভুট্টোর

‘নিজেরাই ফ্যাসিস্ট হয়ে উঠছি কিনা, খেয়াল রাখতে হবে’

সাবেক এমপি শেখ সুজাতের ওপর হামলা

পাগলিটা মা হয়েছে, বাবা হয়নি কেউ

৩৬৩ জনকে নিয়োগ দেবে ইসলামিক ফাউন্ডেশন

বগুড়ায় সাংবাদিককে বেধড়ক মারধর

সবার আগে বাংলাদেশ, এটিই হবে আমাদের একমাত্র লক্ষ্য : তারেক রহমান 

ইসরায়েলে দাবানল নিয়ন্ত্রণে ফায়ারফাইটারদের লড়াই, দেখুন ছবিতে

জ্বলছে ইসরায়েল, সহায়তার প্রস্তাব ফিলিস্তিনি কর্তৃপক্ষের

১০

লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা

১১

ভারতে পাকিস্তানি শিল্পীদের এখন আর খুঁজে পাওয়া যাবে না

১২

নারীদের কাজ নিয়ে যে প্রতিশ্রুতি দিলেন জামায়াত আমির

১৩

হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৪

নুসরাতের কঠিন জবাব 

১৫

‘ভারতের সাত রাজ্য দখল’ নিয়ে ফজলুর রহমানের মন্তব্যে সরকার একমত না

১৬

চলমান উত্তেজনা নিয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ভারত-পাকিস্তানের আলাপ

১৭

চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মৃত্যু

১৮

৫ ভারতীয় নাগরিককে অপহরণ

১৯

ঢাকাসহ ৮ জেলায় বজ্রপাতের শঙ্কা, সতর্কতা জারি

২০
X