মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
পাবিপ্রবিতে ফ্রি শরবত বিতরণ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের (১৪তম ব্যাচ) শিক্ষার্থীদের ব্যক্তিগত উদ্যোগে ফ্রিতে সুপেয় শরবত বিতরণ করা হয়েছে। চলমান তীব্র দাবদাহে পিপাসার্ত মানুষের তৃষ্ণার্ত হৃদয়ে শীতলতা ফেরাতে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মঙ্গলবার ( ৩০ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কার্যক্রম শুরু হয়। যা দিনব্যাপী চলমান থাকে। যেখানে ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ পথচারী, রিকশাচালক, বাসচালকের মাঝে লেবু, ট্যাং, চিনি ও বরফের মিশ্রিত সুপেয় শরবত বিতরণ করে। এদিকে তীব্র গরমে শরবত পান করতে পেরে খুশি হয়েছেন সাধারণ মানুষ। সবুর নামের এক রিকশাচালক বলেন, এ গরমের মধ্যে আমরা গাড়ি চালাই, এমন পানি খুব কম পান করি। রোদের মধ্যে শিক্ষার্থীরা আমাদের কথা ভেবে ঠান্ডা পানি খাওয়াইছে তাতে আমরা খুব খুশি হয়েছি। হানিফ নামের এক শিক্ষার্থী বলেন, আমি খুবই খুশি এ উদ্যোগের জন্য। ক্লাস শেষ করে রোদের মধ্যে গেটে আসতে তৃষ্ণা লেগেছে। এখন এক গ্লাস শরবত খেয়ে ভালো লাগছে। তৃষ্ণার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে খুশি আয়োজকেরাও। তারা জানান, উষ্ণ তাপমাত্রার কারণে জনজীবন দুর্বিষহ। আমরা দেখেছি, এ তাপমাত্রায় অনেকের মুখ শুকিয়ে গেছে। আমরা মূলত সেসব শুকিয়ে যাওয়া তৃষ্ণার্ত হৃদয়ে শীতলতা দেখার জন্য এমন ব্যতিক্রমী আয়োজন করেছি। তারা আরও জানান, আশা করি, আমাদের দেখে ক্যাম্পাসের অন্যান্য শিক্ষার্থীরা ও সামাজিক-সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনগুলোও একইভাবে মানুষের পাশে দাঁড়াবে।
৩০ এপ্রিল, ২০২৪

গরমে স্বপ্ন-তে পথচারীদের জন্য ফ্রি শরবত বিতরণ
চলমান তীব্র দাবদাহে পিপাসার্ত মানুষের মাঝে সুপেয় শরবত (লেবু, ট্যাং, চিনি ও পুদিনা পাতা মিশ্রিত)  বিতরণ করছে বাংলাদেশের শীর্ষ রিটেইল চেইনশপ ‘স্বপ্ন’। শনিবার (২৭ এপ্রিল) থেকে সারা দেশে স্বপ্ন আউটলেটের সামনে নেওয়া হয়েছে এমন উদ্যোগ। এ বিষয়ে স্বপ্ন-এর নির্বাহী পরিচালক সাব্বির নাসির বলেন, ঢাকাবাসীসহ সমগ্র দেশবাসী এখন প্রচণ্ড তাপদাহের মধ্যে অবস্থান করছেন। এমন সময় স্বপ্ন থেকে আজ উদ্যোগ নেওয়া হয়েছে। তীব্র গরম পরিস্থিতিতে আমাদের আশপাশে অবস্থান করা শ্রমজীবী মেহনতি মানুষদের ভুলে গেলে চলবে না। তাই তাদের উদ্দেশ্যে মূলত এ উদ্যোগ নেওয়া হয়েছে। স্বপ্ন কর্তৃপক্ষ জানিয়েছে, গরমের তীব্রতা বেশি থাকলে সামনে আরও কিছু দিন এ কার্যক্রম চলমান থাকবে। ২০২২-২৩ অর্থবছরে ১৩ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে দেশের অন্যতম রিটেইল চেইনশপ ‘স্বপ্ন’। এর আগে ২০২১-২২ অর্থবছরে প্রায় ২০ লাখ টাকা পরিচালন মুনাফা করে প্রতিষ্ঠানটি এবং অবচয় খরচ ব্যতীত গত ৫ বছর টানা পরিচালন মুনাফা করে স্বপ্ন। সুপারমার্কেট ক্যাটাগরিতে টানা ৮ বছর টানা বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছে স্বপ্ন। এ বছর সমস্ত ক্যাটাগরির মধ্যে ষষ্ঠ ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে স্বপ্ন। ব্র্যান্ড লেভেলে বাংলাদেশের গ্রাহকদের কাছে স্বপ্ন এখন একটি গ্রহণযোগ্য নাম।  
২৭ এপ্রিল, ২০২৪
X