বগুড়া জার্নালিস্ট ফোরামের সভাপতি তুহিন সম্পাদক হাবিব
ঢাকায় কর্মরত বগুড়ার সাংবাদিকদের সংগঠন বগুড়া জার্নালিস্ট ফোরামের দুই বছরের জন্য নতুন কমিটি (২০২৪-২০২৬) গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে সংগঠনের সাবেক সভাপতি ফেরদৌস মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কমিটি গঠন করা হয়। এতে স্বাগত বক্তব্য দেন ফোরামের উপদেষ্টা রানা হাসান (কালবেলা) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাইফুল ইসলাম (বৈশাখী টিভি)। আরও বক্তব্য দেন উপদেষ্টা উত্তম চক্রবর্তী (জনকণ্ঠ)। অনুষ্ঠানের শুরুতেই সিনিয়র উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ অটলের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন রানা হাসান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক সুমন প্রামাণিক। নবগঠিত কমিটির সদস্যরা হলেন সভাপতি এহসান পারভেজ তুহিন (সংবাদ প্রতিদিন), সহসভাপতি প্রতীক এজাজ (দেশ রূপান্তর), সুমন প্রমাণিক (দৈনিক নাগরিক সংবাদ), সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান (৭১ টিভি), যুগ্ম সম্পাদক শাওন মাহফুজ (এনটিএন নিউজ), শামীমা আক্তার (দীপ্ত টিভি), সাংগঠনিক সম্পাদক ফয়সাল তিতুমীর (বিবিসি বাংলা), অর্থ সম্পাদক বেলাল হোসেন (আমার সংবাদ), শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক অপূর্ব রুবেল (কালের কণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ জুয়েল (বাংলা নিউজ), নারীবিষয়ক সম্পাদক বাবলী ইয়াসমিন (এটিএন নিউজ), দপ্তর সম্পাদক মামুনুর রশীদ (জনকণ্ঠ), স্পোর্টস সম্পাদক হুমায়ন কবীর রোজ (এখন টিভি), সমাজকল্যাণ সম্পাদক রেজাউল করিম (বিজনেস স্ট্যান্ডার্ড)। নির্বাহী সদস্যরা হলেন ফেরদৌস মামুন (গ্লোবাল টিভি), রাশেদ মেহেদী, আসিফ ইকবাল (মানবকণ্ঠ), মাহমুদ শাওন (দীপ্ত টিভি), সাদিয়া কানিজ লিজা (আর টিভি), সাকিবুর রহমান (আর টিভি) ও মাজহারুল মিঠু (ইনডিপেন্ডেন্ট টিভি)।
২৭ এপ্রিল, ২০২৪

বগুড়া জার্নালিস্ট ফোরামের সভাপতি তুহিন, সাধারণ সম্পাদক হাবিব
ঢাকায় কর্মরত বগুড়ার সাংবাদিকদের সংগঠন বগুড়া জার্নালিস্ট ফোরামের দুই বছরের জন্য নতুন কমিটি (২০২৪-২৬) গঠন করা হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি হোটেলে সংগঠনের সাবেক সভাপতি ফেরদৌস মামুনের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে এ কমিটি গঠন করা হয়েছে। এতে স্বাগত বক্তব্য দেন ফোরামের উপদেষ্টা রানা হাসান (কালবেলা) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাইফুল ইসলাম (বৈশাখী টিভি)। আরও বক্তব্য রাখেন উপদেষ্টা উত্তম চক্রবর্তী (জনকণ্ঠ) । অনুষ্ঠানের শুরুতেই সিনিয়র উপদেষ্টা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ অটলের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন রানা হাসান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক সুমন প্রামাণিক।  নবগঠিত কমিটির সদস্যরা হলেন- সভাপতি এহসান পারভেজ তুহিন (সংবাদ প্রতিদিন), সহসভাপতি প্রতীক এজাজ (দেশ রূপান্তর), সুমন প্রামাণিক (দৈনিক নাগরিক সংবাদ)। সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান (৭১ টিভি), যুগ্ম সম্পাদক শাওন মাহফুজ (এনটিএন নিউজ), শামীমা আক্তার (দীপ্ত টিভি)। সাংগঠনিক সম্পাদক ফয়সাল তিতুমীর (বিবিসি বাংলা), অর্থ সম্পাদক বেলাল হোসেন (আমার সংবাদ), শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক অপূর্ব রুবেল (কালের কণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ জুয়েল (বাংলা নিউজ), নারীবিষয়ক সম্পাদক বাবলী ইয়াসমিন (এটিএন নিউজ), দপ্তর সম্পাদক মামুনুর রশীদ (জনকণ্ঠ), স্পোর্টস সম্পাদক হুমায়ন কবীর রোজ (এখন টিভি), সমাজ কল্যাণ সম্পাদক রেজাউল করিম (বিজনেস স্ট্যান্ডার্ড)। নির্বাহী সদস্য- ফেরদৌস মামুন (গ্লোবাল টিভি), রাশেদ মেহেদী, আসিফ ইকবাল (মানবকণ্ঠ), মাহমুদ শাওন (দীপ্ত টিভি), সাদিয়া কানিজ লিজা (আরটিভি), সাকিবুর রহমান (আরটিভি), মাজহারুল মিঠু (ইনডিপেন্ডেন্ট টিভি)।
২৬ এপ্রিল, ২০২৪

নিয়োগ দেবে বাংলালিংক, কর্মস্থল বগুড়া
বেসরকারি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বাংলালিংকে ‘ক্লাস্টার ট্রেড মার্কেটিং ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১৬ এপ্রিল পর্যন্ত। প্রতিষ্ঠানের নাম : বাংলালিংক পদের নাম : ক্লাস্টার ট্রেড মার্কেটিং ম্যানেজার আবেদনের বয়সসীমা : নির্ধারিত নয় পদসংখ্যা : ১টি কর্মস্থল : বগুড়া বেতন : আলোচনা সাপেক্ষে  অভিজ্ঞতা : ৩ থেকে ৪ বছর কর্মঘণ্টা : ফুল টাইম প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ৬ এপ্রিল, ২০২৪ আবেদনের শেষ তারিখ : ১৬ এপ্রিল, ২০২৪ শিক্ষাগত যোগ্যতা : বিপণন বিষয়ে স্নাতক ডিগ্রি। যেভাবে আবেদন : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন। ঠিকানা : টাইগারস ডেন, প্লট ৪, এসডব্লিও(এইচ) গুলশান এভিনিউ, গুলশান, ঢাকা-১২১২
০৬ এপ্রিল, ২০২৪

বগুড়া জেলা মহিলা দলের সভানেত্রী লাভলি রহমানের মৃত্যু
কেন্দ্রীয় বিএনপির সদস্য ও বগুড়া জেলা মহিলা দলের সভানেত্রী লাভলি রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল সোমবার সকালে শহরের ইসলামিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লাভলি রহমানের বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি জেলা বিএনপির সহসভাপতিও ছিলেন। লাভলি রহমান শহরের ফুলবাড়ি এলাকার মোসাদ্দেক হোসেন বাবলুর স্ত্রী। এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। বিএনপি ও মরহুমের পরিবারের পক্ষ থেকে তার আত্মার মাগফেরাতের জন্য মানুষের কাছে দোয়া চেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা। শহরের ফুলবাড়ি জামে মসজিদে তারাবির নামাজে শেষে জানাজার পর তাকে স্থানীয় কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
০২ এপ্রিল, ২০২৪

বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র সামছুদ্দীন শেখ হেলালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জারি করেছেন আদালত। বুধবার (২০ মার্চ) বিকেলে বগুড়ার সিনিয়র স্পেশাল জজ এ কে এম মোজাম্মেল হক চৌধুরী এই আদেশ দেন। সামছুদ্দীন মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এবং বগুড়া শহরের চকসূত্রাপুর শহীদ বেলু রোডের বাসিন্দা। জ্ঞাত আয় বহির্ভূত ৯ কোটি ৭০ লাখ ৩১ হাজার ৫৯ টাকা ৫৯ পয়সার সম্পদ অর্জনের অভিযোগ দায়ের করা মামলায় এ আদেশ আসে। দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলটি দায়ের করে। জানা গেছে, আসামি সামছুদ্দীন শেখ আদালতে হাজির না হয়ে তার আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করলে সিনিয়র স্পেশাল জজ এ কে এম মোজাম্মেল হক চৌধুরী শুনানি শেষে তা নামঞ্জুর করেন। দুদকের স্পেশাল পিপি এস এম আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ের তৎকালীন উপপরিচালক মো. মনিরুজ্জামন বাদী হয়ে মামলাটি করেন। তদন্তে এর সত্যতা মিলেছে বলেও জানা গেছে।
২১ মার্চ, ২০২৪

বগুড়া শহরে ইজিবাইক চলাচলে পুলিশের নিষেধাজ্ঞা
ঈদকে সামনে রেখে বগুড়ার শহরের যানজট নিয়ন্ত্রণে ব্যাটারিচালিত ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। শনিবার (২৩ মার্চ) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে বলে জানিয়েছে বগুড়া জেলা পুলিশ।  বুধবার (২০ মার্চ) বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে শহরের যানজট নিয়ন্ত্রণে পৌরসভার কাউন্সিলর ও পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মতবিনিময় সভায় পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, ঈদকে সামনে রেখে বগুড়ার ১২ উপজেলার মানুষ ছাড়াও আশপাশের কয়েক জেলার মানুষ বগুড়ায় কেনাকাটা থেকে শুরু করে নানা প্রয়োজনে আসেন। এ কারণে শহরের সড়কে মাত্রাতিরিক্ত যানজটের সৃষ্টি হয়, যা নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় ট্রাফিক বিভাগকে। এ জন্য ২৩ মার্চ থেকে শহরের অভ্যন্তরে ইজিবাইক  ও মোটা চাকার অটোরিকশা প্রবেশ করতে পারবে না। শহরের দত্তবাড়ি মোড়, পিটিআই মোড়, সেউজগাড়ি ও জেলখানা মোড়ে চেকপোস্ট বসিয়ে অটোরিকশা ও ইজিবাইকের অবাধ চলাচল নিয়ন্ত্রণ করা হবে।  এ ছাড়াও সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত শহরে বড় বাস প্রবেশে নিষেধাজ্ঞা, শহরের স্টেশন রোডের ফলপট্টিকে অন্যত্র সরানো এবং সড়কের বিভিন্ন স্ট্যান্ডের সিএনজিচালিত অটোরিকশাগুলো এক লাইনে রাখার সিদ্ধান্তের কথা জানান পুলিশ সুপার। সভায় ঈদের আগে যানজট নিরসনে করণীয় বিষয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, বগুড়া জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি শাহ আখতারুজ্জামান ডিউক, কার্যকরী সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
২১ মার্চ, ২০২৪

শুরু হচ্ছে চতুর্থ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
বগুড়ায় আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে চতুর্থ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চার বছর ধরে পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদ বগুড়ার আয়োজনে অনুষ্ঠিত হয়ে আসছে এ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার উৎসব লোগো ও প্রকাশনার মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে শুরু হয়েছে আয়োজন। উৎসব পরিচালক সুপিন বর্মন জানান, এবারের উৎসবে ১৮ দেশের মোট ৪৫টি স্বল্পদৈর্ঘ্য, প্রামাণ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। চারটি ক্যাটাগরিতে দেওয়া হবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার। উৎসবে জুরি হিসেবে রয়েছেন ভারত থেকে ধার্মেন্দার ডাঙ্গী ও ড. আবিদ, নেপাল থেকে কেপি পাটক, শ্রীলঙ্কা থেকে রোদনি রাথিপানা, জার্মানি থেকে ইন্দো স্টারজ এবং বাংলাদেশ থেকে আশরাফ শিশির এবং সাদিয়া খালিদ রীতি।
১৫ ফেব্রুয়ারি, ২০২৪

বগুড়া বিএনপির ২ নেতার সন্ধান জানানোর নির্দেশ
বগুড়ার নিখোঁজ দুই বিএনপি নেতার অবস্থান জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ৪ জানুয়ারি আইজিপিকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। গতকাল বুধবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। কাহালু উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক আনোয়ার হোসেন হৃদয় এবং উপজেলার বীরকেদার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সন্ধান চেয়ে গত মঙ্গলবার রিট করে তাদের পরিবার। গতকাল রুলে তাদের আদালতে হাজির করতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করা হয়।
২৮ ডিসেম্বর, ২০২৩

বগুড়া জেলা জজের বিরুদ্ধে ভোটের কাজে বাধার অভিযোগ
বগুড়ার জেলা জজ এ এ কে এম মোজাম্মেল হক চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী কাজে বাধা ও অসহযোগিতার অভিযোগ উঠেছে। ওই জেলার জন্য গঠিত সাতটি নির্বাচনী অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারকরা এ অভিযোগ তুলেছেন। এ অবস্থায় ওই জেলা জজের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের এবং কর্মস্থল বগুড়া থেকে প্রত্যাহার করে আইন মন্ত্রণালয়ে সংযুক্তির সুপারিশ করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার এ ব্যাপারে ইসি সিদ্ধান্ত দেবে। কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী অপরাধ, নির্বাচনী আচরণবিধি, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি বা পরিচালনায় বাধাগ্রস্ত বা ব্যাহত করে—এমন ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ সংক্রান্ত বিষয়গুলো অনুসন্ধানপূর্বক কমিশনের কাছে প্রতিবেদন দাখিলের লক্ষ্যে গত ২২ নভেম্বর সারা দেশের ৩০০ আসনের জন্য নির্বাচনী অনুসন্ধান কমিটি গঠন করে ইসি। এসব অনুসন্ধান কমিটির চেয়ারম্যান করা হয় সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বিচারকদের। তাদের মধ্যে বগুড়া জেলার জন্য সাতটি নির্বাচনী অনুসন্ধান কমিটি গঠন করা হয়। এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, ‘দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তারা নির্বাচনী দায়িত্ব পালনের নিমিত্তে নির্বাচন কমিশনে ন্যস্ত থাকবেন এবং অত্র প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ওই কর্মকর্তারা নিজ দপ্তর থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবে।’ এতে আরও বলা হয়, ‘প্রজ্ঞাপন জারির তারিখ থেকে নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশের সময় পর্যন্ত নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তারা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় উপস্থিত থেকে সার্বক্ষণিক নির্বাচনী দায়িত্ব পালন করবেন মর্মে নির্বাচন কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’ কমিশন সূত্র জানায়, অনুসন্ধান কমিটির চেয়ারম্যানদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু বগুড়ার জেলা জজ দায়িত্বপ্রাপ্ত বিচারকদের প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিতে বাধা দেন। নির্বাচনী দায়িত্ব পালন না করে বিচারিক দায়িত্ব পালনে বাধ্য করেন। এ ছাড়া অনুসন্ধান কমিটির দায়িত্ব পালনের জন্য যে বাজেট ইসি থেকে দেওয়া হয়েছে, তা বণ্টন করেননি। এ অবস্থায় বগুড়ার সাতটি কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারকরা গতকাল ইসিকে অবহিত করেন। পাশাপাশি একযোগে পদত্যাগের হুমকি দেন। এরপর বিষয়টি ইসি থেকে গুরুত্বসহকারে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট শাখা থেকে এ-সংক্রান্ত একটি নোট প্রস্তুত করা হয়েছে। বুধবার নির্বাচন কমিশন থেকে তাকে বদলির ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হতে পারে বলেও কমিশন সূত্র জানায়। সূত্রও জানায়, নির্বাচনী দায়িত্ব পালনে বাধা বা অসহযোগিতা প্রদান নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১-এর ৪ ও ৫ ধারা অনুযায়ী অসদাচরণ। বিশেষ বিধানে বলা হয়েছে, ‘কোনো ব্যক্তি নির্বাচন-কর্মকর্তা নিযুক্ত হইলে তাহার নিয়োগকারী কর্তৃপক্ষ তাহাকে নির্বাচন-কর্মকর্তা হিসেবে কোনো দায়িত্ব পালনের ব্যাপারে বাধা দিতে পারিবেন না বা বিরত রাখিতে পারিবেন না।’ আইনের বিধান ও বিচারকদের নির্বাচনী অনুসন্ধান কমিটির দায়িত্ব পালনের শর্ত লঙ্ঘনের অভিযোগ উঠেছে বগুড়ার জেলা জজের বিরুদ্ধে। জানতে চাওয়া হলে বগুড়ার জেলা ও দায়রা জজ এ এ কে এম মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন, এটা একটা ভুল তথ্য। আমি বরং নির্বাচনী কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করছি। তিনি আরও বলেন, এ ঘটনা শোনার পর আমি তাদের সঙ্গে (অনুসন্ধান কমিটির বিচারকদের সঙ্গে) যোগাযোগ করেছি। তারা কোনো অভিযোগ করেননি বলে দাবি করেছেন। যারা নির্বাচনকে ভন্ডুল করতে চায়, তারা এ ধরনের অভিযোগ করেছে বলে আমি মনে করি।  
২৭ ডিসেম্বর, ২০২৩

বগুড়া জেলা জজের বিরুদ্ধে নির্বাচনী কাজে অসহযোগিতার অভিযোগ
বগুড়ার জেলা জজ এ একে এম মোজাম্মেল হক চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী কাজে বাধা প্রদান ও অসহযোগিতার অভিযোগ উঠেছে। ওই জেলার জন্য গঠিত ৭টি নির্বাচনী অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারকেরা এই অভিযোগ তুলেছেন। এ অবস্থায় ওই জেলা জজের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের এবং কর্মস্থল বগুড়া থেকে প্রত্যাহার করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার সুপারিশ করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৭ ডিসেম্বর) এ ব্যাপারে ইসি সিদ্ধান্ত দেবে। কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী অপরাধ, নির্বাচনী আচরণবিধি, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি বা পরিচালনায় বাধাগ্রস্ত বা ব্যাহত করে এমন ‘নির্বাচনপূর্ব অনিয়ম’ সংক্রান্ত বিষয়সমূহ অনুসন্ধানপূর্বক কমিশনের নিকট প্রতিবেদন দাখিলের লক্ষ্যে গত ২২ নভেম্বর সারা দেশের ৩০০ আসনের জন্য নির্বাচনী অনুসন্ধান কমিটি গঠন করে ইসি। এসব অনুসন্ধান কমিটির চেয়ারম্যান করা হয় সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বিচারকদের। এদের মধ্যে বগুড়া জেলার জন্য ৭টি নির্বাচনী অনুসন্ধান কমিটি গঠন করা হয়। এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, ‘দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তারা নির্বাচনী দায়িত্ব পালনের নিমিত্তে নির্বাচন কমিশনে ন্যস্ত থাকবেন এবং অত্র প্রজ্ঞাপন জারির তারিখ হতে উক্ত কর্মকর্তাগণ নিজ দপ্তর হতে তাৎক্ষণিকভাবে অনমুক্ত মর্মে গণ্য হবে।’ এতে আরও বলা হয়, ‘প্রজ্ঞাপন জারির তারিখ হতে নির্বাচনের ফল সরকারি গেজেটে প্রকাশের সময় পর্যন্ত নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তারা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় উপস্থিত থেকে সার্বক্ষণিক নির্বাচনী দায়িত্ব পালন করবেন মর্মে নির্বাচন কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’ কমিশন সূত্র জানায়, অনুসন্ধান কমিটির চেয়ারম্যানদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়; কিন্তু বগুড়ার জেলা জজ দায়িত্বপ্রাপ্ত বিচারকদের প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিতে বাধা দেন। নির্বাচনী দায়িত্ব পালন না করে বিচারিক দায়িত্ব পালনে বাধ্য করেন। এছাড়া অনুসন্ধান কমিটির দায়িত্ব পালনের জন্য যে বাজেট ইসি থেকে দেওয়া হয়েছে তা বণ্টন করেননি। এ অবস্থায় বগুড়ার ৭টি কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারকেরা ইসিকে অবহিত করেন। পাশাপাশি একযোগে পদত্যাগের হুমকি দেন। এরপর বিষয়টি ইসি থেকে গুরুত্বসহকারে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট শাখা থেকে এ সংক্রান্ত একটি নোট প্রস্তুত করা হয়েছে। বুধবার নির্বাচন কমিশন থেকে তাকে বদলির ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হতে পারে বলেও কমিশন সূত্র জানায়। সূত্র জানায়, নির্বাচনী দায়িত্ব পালনে বাধা বা অসহযোগিতা প্রদান নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ এর ৪ ও ৫ ধারা অনুযায়ী অসদাচরণ। বিশেষ বিধানে বলা হয়েছে, ‘কোনো ব্যক্তি নির্বাচন-কর্মকর্তা নিযুক্ত হইলে তাহার নিয়োগকারী কর্তৃপক্ষ তাহাকে নির্বাচন-কর্মকর্তা হিসেবে কোনো দায়িত্ব পালনের ব্যাপারে বাধা দিতে পারিবেন না বা বিরত রাখিতে পারিবেন না।’ জানতে চাওয়া হলে বগুড়া জেলা ও দায়রা জজ এ একে এম মোজাম্মেল হক চৌধুরী তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘এটা একটা ভুল তথ্য। আমি বরং নির্বাচনী কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করছি।’  তিনি আরও বলেন, ‘এ ঘটনা শোনার পর আমি তাদের (অনুসন্ধান কমিটির বিচারক) সাথে যোগাযোগ করেছি। তারা কোনো অভিযোগ করেননি বলে দাবি করেছেন। যারা নির্বাচনকে ভন্ডুল করতে চায়, তারা এ ধরনের অভিযোগ করেছে বলে আমি মনে করি।’  
২৬ ডিসেম্বর, ২০২৩
X