পশ্চিমবঙ্গে বজ্রপাতে ১১ জনের মৃত্যু
ভারতের পশ্চিমবঙ্গের মালদহে বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে মালদহে বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটেছে। জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে মালদহে বজ্রসহ বৃষ্টি নামে। পুরাতন মালদহের সাহাপুরে একসঙ্গে তিনজনের মৃত্যু হয়। আম বাগানে আম কুড়ানো ও পাহাড়ার কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হয় ওই তিনজনের। মারা যাওয়া ওই তিন ব্যক্তি হলেন, চন্দন সাহানি (৪০), রাজ মৃধা (১৬) ও মনোজিৎ মণ্ডল (২১)। অন্যদিকে গাজোলের আদিনাতে আম বাগানে বজ্রপাতে মারা যান একাদশ শ্রেণির ছাত্র অসিত সাহা (১৯)। ঝড়ের সময় আম বাগানে আম কুড়াতে গিয়ে তিনি মারা যান। এ ছাড়া হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের কুরশাডাঙা গ্ৰামে কৃষিকাজ করতে গিয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। তারা হলেন, নয়ন রায় (২৩) ও প্রিয়াঙ্কা রায় (২০)। মালদহজুড়ে পুরাতন মালদহে তিনজন, হরিশ্চন্দ্রপুরে দুই জন, মানিকচকে দুজন এবং রতুয়া, গাজোল ও ইংরেজবাজারে অন্তত একজন করে বজ্রপাতে মৃত্যু হয়। এ ছাড়া বজ্রপাতে এক গৃহবধূসহ আরও দুজন আহত হয়েছেন। আহতদের মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
৯ ঘণ্টা আগে

আম কুড়াতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে রাহাত (১১) নামে এক‌ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। মৃত রাহাত সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউপির দুর্গাপুর গ্রামের মো. কোরবান আলীর ছেলে। ইউপি চেয়ারম্যান আবু হেনা মো. আতাউল হক কমল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সদরের বালিয়াডাঙ্গা ইউপির দুর্গাপুর গ্রামে বাড়ির পাশের বাগানে আম কুড়াতে গিয়েছিল রাহাত। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মাকসুদুর রহমান বজ্রপাতে শিশু রাফাতের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেন।
১০ ঘণ্টা আগে

বজ্রপাতে খেলোয়াড়ের মৃত্যু
সিলেটের জৈন্তাপুরে বজ্রপাতে সবুজ মিয়া (২২) নামে এক ‍যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার জৈন্তাপুর ইউনিয়নে কেন্দ্রী গ্রামের সগির মিয়ার ছেলে। বুধবার (১৫ মে) বিকেল সাড়ে ৪টায় জৈন্তাপুরের গোয়াবাড়ি ফুটবল মাঠে খেলতে গিয়ে উপজেলার কেন্দ্রী গ্রামের ফুটবল টিমের ফুটবলার মারা যায়। এলাকাবাসী সূত্রে জানা যায়, মাঠে অনুশীলনের সময় হঠাৎ বজ্রপাতের কবলে পড়ে মাটিতে লুটিয়ে পড়েন সবুজ মিয়া। খেলা দেখতে আসা দর্শকরা দ্রুত সবুজ মিয়াকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী গ্রামের বাসিন্ধা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান বজ্রপাতের আঘাতে খেলোয়াড়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। জৈন্তাপুর মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম কালবেলাকে বলেন, বজ্রপাতের আঘাতে খেলোয়াড়ের মৃত্যু হয়েছে। বিষয়টি জানার পরপর আমার টহল টিম স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে নিহতের লাশ সুরতহাল প্রস্তুত করেছে।
১৫ মে, ২০২৪

বজ্রপাতে ৩ জনের প্রাণহানি আজও হতে পারে ঝড়-বৃষ্টি
দেশজুড়ে বৃষ্টির সঙ্গে বয়ে গেছে কালবৈশাখী ঝড়। গতকাল রোববার বজ্রপাতে দেশের বিভিন্ন স্থানে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজও সারা দেশে বজ্রপাত, কালবৈশাখী ও বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। ঝড় ও বজ্রপাতের কারণে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হলেও কোনো কোনো ক্ষেত্রে বৃষ্টি বেশ উপকারী হয়েছে ফসলের জন্য। আবহাওয়া ঠান্ডা হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে মানুষ। কয়েক দিনে প্রায় বৃষ্টিতে সেই রুক্ষতা দূর হয়েছে, প্রকৃতি সবুজ-শ্যামল হয়ে উঠেছে। গাছে গাছে সবুজ পাতার সমারোহ দেখা গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যার মধ্যে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগগুলোর কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগগুলোর দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিন এবং রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। এ সময়ের শেষের দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সিনপটিক অবস্থা সম্পর্কে আবহাওয়া অফিস জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। গতকাল চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বোচ্চ ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ ছাড়া মাদারীপুর, গোপালগঞ্জ, বগুড়া, নীলফামারী, চাঁদপুর, নোয়াখালী, খুলনা, বাগেরহাট, যশোর, বরিশাল, পটুয়াখালী ও ভোলায় বৃষ্টি হয়েছে। আওহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, বজ্র-ঝড়ের তীব্রতা কমে গেলেই তাপমাত্রা বাড়তে শুরু করবে। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ তাপপ্রবাহ মৃদু তাপপ্রবাহই হবে। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৭ ডিগ্রি পর্যন্ত। বজ্রপাতে ৩ জনের প্রাণহানি: ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার মোলানীপাড়া গ্রামে সবজিক্ষেতে কাজের সময় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম নিখিল বর্মন। লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী গ্রামে ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। ওই কৃষকের নাম সুজন মিয়া (৬০)। পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার বিকেলে কৃষক সুজন মিয়া সয়াবিন তুলতে ক্ষেতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এ জমিতে পৌঁছানোর একপর্যায়ে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। পরে ক্ষেতেই বজ্রাঘাতে মৃত্যু হয় তার। নড়াইলের লোহাগড়ার সরুশুনা গ্রামে বজ্রপাতে মিরাজ মুন্সি (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ওই গ্রামের সালাউদ্দিন শেখ জানান, বিকেলে বিপুল মুন্সির ছেলে মিরাজ বাড়ির পাশের ইছামতি বিলে কৃষি কাজের সময় বজ্রপাতে আহত হয়। স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন জানান, আহত মিরাজ মুন্সিকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
১৩ মে, ২০২৪

পাঁচ জেলায় বজ্রপাতে প্রাণ গেল সাতজনের
পাঁচ জেলায় বজ্রপাতে সাতজনের মৃত্যু হয়েছে। শনিবার (১১ মে) বজ্রপাতে এ মৃত্যুর ঘটনা ঘটে। চুয়াডাঙ্গায় দুজন, বাগেরহাটে দুজন, কুমিল্লার মুরাদনগরের একজন, পিরোজপুরে মঠবাড়িয়ায় একজন ও দিনাজপুরের পার্বতীপুরে একজন। সারা দেশে প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার সদর ও দামুড়হুদা উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, দামুড়হুদা উপজেলার পাটাচোরা গ্রামের মল্লিকপাড়ার খেদের মল্লিকের ছেলে আহম্মেদ মল্লিক (৭০) ও সদর উপজেলার ঝাঁঝরি গ্রামের আব্দুল মালেকের ছেলে রুবেল (৩০)। সদর উপজেলার বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন জানান, সকালে রুবেল মাঠে কাজ করতে গিয়েছিল। বৃষ্টি ও বজ্রপাতের কারণে তিনি কাজ না করে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ঝাঁঝরি স্কুলের কাছে পৌঁছালে মাথায় বাজ পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান। পাটাচোরা গ্রামের বাসিন্দা শাহিন জানান, সকালে গ্রামের ইশেরগাড়ি মাঠ থেকে কাজ শেষে আহম্মেদ মল্লিক বাড়ি ফিরছিলেন। ওই সময় বজ্রাঘাতে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা বলেন, বজ্রাঘাতপ্রাপ্ত আহম্মেদ মল্লিককে মৃত অবস্থায় এখানকার জরুরি বিভাগে আনা হয়েছিল। বাগেরহাট : বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বালিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শরণখোলা থানার ওসি এ এইচ এম কামরুজ্জামান। নিহত দুজন হলেন মিলন ও মোস্তফা। তিনি বলেন, বালিঘাট এলাকায় কার্গো থেকে বালু উঠাচ্ছিল শ্রমিকরা। বৃষ্টি শুরু হলে তার পাশের একটি টিনের চালার নিচে আশ্রয় নিচ্ছিলেন। এ সময় পরপর দুটি বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় দুজন ঘটনাস্থলে মারা যান। আহত হন ছয়জন। আহতদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মুরাদনগর (কুমিল্লা) : কুমিল্লার মুরাদনগরে বাড়ির পাশের মাঠে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে সিয়াম (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার (১১ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোর উত্তর ত্রিশ গ্রামের মো. হুমায়ুন মিয়ার ছেলে। জানা যায়, শনিবার সকালে বাড়ির পাশের মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায় সিয়াম। খেলা চলাকালে সাড়ে ৯টার দিকে আচমকা ঝড়বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে সিয়াম গুরুতর আহত হয়। সহপাঠীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ সময় কুমিল্লা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মঠবাড়িয়া (পিরোজপুর) : পিরোজপুরের মঠবাড়িয়াতে মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে মো. জাহাঙ্গীর হোসেন (৫০) নামে এক চা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শ‌নিবার (১১ মে) দুপুরের ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত জাহাঙ্গীর হোসেন উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর সোনাখালি গ্রামের মৃত নাদের আলীর ছেলে। মৃত জাহাঙ্গীর হোসেনের ভাইয়ের ছেলে নাসির হোসেন কালবেলাকে জানান, বাড়ির পাশে ধানের চাষাবাদ করেছিলেন সেগুলো পরিচর্যা করে বাসায় ফেরার পথে বিদ্যুৎ চমকানি দেখে ভয় পেয়ে যান। সঙ্গে সঙ্গে বাসায় আসার পরে হঠাৎ করে অসুস্থ হয়ে মারা যান। তবে তার শরীরে কোথাও পোড়ার চিহ্ন‌ নেই। প্রাথ‌মিকভাবে ধারণা করা হচ্ছে,বজ্রপাতের শব্দে তার মৃত্যু হয়েছে। পার্বতীপুর (দিনাজপুর) : দিনাজপুরের পার্বতীপুরে ঘরের বারান্দায় চেয়ারে বসে বৃষ্টি উপভোগ করার সময় বজ্রপাতে বিউটি বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মোস্তফাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। মৃত বিউটি বেগম চক যামিনী কাজীপাড়া গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী। জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে পার্বতীপুর উপজেলায় বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। এ সময় নিজ বাড়ির উঠানে কাজ করছিলেন বিউটি বেগম। পরিবারের লোকজনের কথায় বজ্রপাতের ভয়ে কাজ ছেড়ে উঠান থেকে বারান্দায় আসেন তিনি। পরে বারান্দায় চেয়ারে বসে বৃষ্টি উপভোগ করছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ বজ্রপাতের ঘটনায় তার দেহের বিভিন্ন অংশ পুড়ে গিয়ে গুরুতর আহত হন। পরিবারের লোকজন আমবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) সাব ইন্সপেক্টর নুর আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
১১ মে, ২০২৪

চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে আহাম্মদ ম‌ল্লিক (৬৫) নামে এক কৃষক মারা গেছেন। অপর ঘটনায় টুনু খাতুন (৩০) নামে এক গৃহবধূ আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।  শ‌নিবার (১১ মে) সকাল সাড়ে ৮টার দিকে পাটাচোরা মাঠে ও গো‌বিন্দহুদা গ্রামের বাড়িতে পৃথক এ দুর্ঘটনা ঘটে। মৃত আহাম্মদ ম‌ল্লিক উপজেলার পাটাচোরা গ্রামের মৃত খেদের ম‌ল্লিকের ছেলে ও আহত টুনু খাতুন একই উপজেলার গো‌বিন্দহুদা গ্রামের মিলনের স্ত্রী। দামুড়হুদা সদর ইউ‌নিয়নের সাবেক মেম্বার পাটাচোরা গ্রামের কুতুব উদ্দীন বলেন, সকালে সাড়ে ৮টার দিকে বজ্রসহ বৃ‌ষ্টি শুরু হয়। এ সময় মাঠে কাজ কর‌ছিলেন আহাম্মদ ম‌ল্লিক। পরে তিনি মাঠ থেকে বা‌ড়ি ফেরার জন্য রওনা দিলে রাস্তায় বজ্রপাতের আঘাতে মারাত্মকভাবে আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌লে জরুরি বিভা‌গের চি‌কিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গো‌বিন্দহুদা গ্রামে বজ্রপা‌তে আহত গৃহবধূর স্বামী মিলন মিয়া জানান, বজ্রবৃ‌ষ্টির সময় বাড়িতে ঘরের দরজায় বসে ছিলেন টুনু। এমন সময় উঠানে বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। প‌রিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নিয়ে গেলে চি‌কিৎসক তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করেন। দামুড়হুদা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের ইনচার্জ (স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা) ডা. হেলেনা আক্তার নিপা জরুরি বিভা‌গের চি‌কিৎসক না‌জিয়া নওরিনের বরাত দিয়ে বলেন, হাসপাতালে আসার আগেই বজ্রপাতে আহত আহাম্মদ ম‌ল্লিক মারা যান।  চুয়াডাঙ্গা সদর হাসপাতা‌লের জরুরি বিভা‌গের চি‌কিৎসক ডা. ওয়া‌হিদ আশরাফ র‌বিন জানান, বজ্রপা‌তে আহত গৃহবধূ টুনু খাতুন‌কে ম‌হিলা মে‌ডিসিন ওয়ার্ডে ভ‌র্তি করা হয়েছে। কয়েক ঘণ্টা না গেলে কিছু বলা যাবে না। তবে তার শরীরে কোথাও পোড়ার চিহ্ন‌ নেই। প্রাথ‌মিকভাবে ধারণা করা হচ্ছে, বজ্রপাতের শব্দে তার কানের সমস্যা হয়েছে।
১১ মে, ২০২৪

বাগেরহাটে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু
বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। শনিবার (১১ মে) সকাল সাড়ে দশটায় উপজেলার বালিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।  বিষয়টি নিশ্চিত করেছেন শরণখোলা থানার ওসি এ এইচ এম কামরুজ্জামান। নিহত দুজন হলেন, মিলন এবং মোস্তফা। তিনি বলেন, বালিঘাট এলাকায় কার্গো থেকে বালু উঠাচ্ছিল শ্রমিকরা। বৃষ্টি শুরু হলে তার পাশের একটি টিনের চালার নিচে আশ্রয় নিচ্ছিলেন। এ সময় পরপর দুটি বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় দুজন ঘটনাস্থলে মারা যান। আহত হন ছয়জন। আহতদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর আগে শনিবার (১১ মে) সকালে কুমিল্লার মুরাদনগরে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়।
১১ মে, ২০২৪

বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে নিহত কিশোর
কুমিল্লার মুরাদনগরে বাড়ির পাশের মাঠে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে সিয়াম (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে।  শনিবার (১১ মে) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোর উত্তর ত্রিশ গ্রামের মো. হুমায়ুন মিয়ার ছেলে।  জানা যায়, শনিবার সকালে বাড়ির পাশের মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায় সিয়াম। খেলা চলাকালে সাড়ে নয়টার দিকে আচমকা ঝড়বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে সিয়াম গুরুতর আহত হয়।  সহপাঠীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ সময় কুমিল্লা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
১১ মে, ২০২৪

বৃষ্টি উপভোগ করতে গিয়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
দিনাজপুরের পার্বতীপুরে ঘরের বারান্দায় চেয়ারে বসে বৃষ্টি উপভোগ করার সময় বজ্রপাতে বিউটি বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মোস্তফাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। মৃত বিউটি বেগম চক যামিনী কাজীপাড়া গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী। জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে পার্বতীপুর উপজেলায় বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। এ সময় নিজ বাড়ির উঠানে কাজ করছিলেন বিউটি বেগম। পরিবারের লোকজনের কথায় বজ্রপাতের ভয়ে কাজ ছেড়ে উঠান থেকে বারান্দায় আসেন তিনি। পরে বারান্দায় চেয়ারে বসে বৃষ্টি উপভোগ করছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ বজ্রপাতের ঘটনায় তার দেহের বিভিন্ন অংশ পুড়ে গিয়ে গুরুতর আহত হন। পরিবারের লোকজন  উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) সাব ইন্সপেক্টর নুর আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
১০ মে, ২০২৪

মের ৮ দিনেই এপ্রিলের চেয়ে বেশি প্রাণহানি বজ্রপাতে
দেশে বজ্রপাতে গত মাসে যত মানুষের মৃত্যু হয়েছে, তার চেয়ে বেশি প্রাণহানি ঘটেছে চলতি মাসের শুরুর আট দিনে। এপ্রিলজুড়ে বজ্রপাতে নিহতের সংখ্যা ৩১। চলতি মে মাসের আট দিনে নিহত হয়েছে ৪৩ জন। সে হিসাবে ১ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত ৩৮ দিনে ৭৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২০ পুরুষ ও ১১ জন নারী। নিহতদের মধ্যে ৩৫ জনই কৃষক। স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টোর্ম অ্যাওয়ারনেস ফোরামের (এসএসটিএএফ) গবেষণা সেলের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। গতকাল বৃহস্পতিবার ধান কাটায় ব্যস্ত কৃষকদের মধ্যে সচেতনতামূলক কর্মসূচি পালনকালে সংগঠনটি এ প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়েছে, চলতি মাসে এক দিনে বজ্রপাতে ১১ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। পাশাপাশি বজ্রপাতের ক্ষেত্রে কৃষকরা কীভাবে নিজেদের নিরাপদ রাখতে পারেন, সে বিষয়ে প্রতিবেদনে আলোকপাত করা হয়েছে। সংগঠনের সদস্যরা সম্প্রতি মানিকগঞ্জের সিংগাইর, মুন্সীগঞ্জের সিরাজদীখান, ঢাকার নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ উপজেলা পরিদর্শন করেন। এ সময় ৫০০ জন করে কৃষক নিয়ে দল তৈরি করে বজ্রপাত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। সংগঠনের সাধারণ সম্পাদক রাশিম মোল্লা বজ্রপাত থেকে কৃষকদের বাঁচাতে মাঠে আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের প্রতি অনুরোধ জানান। এ ছাড়াও মার্চ থেকে জুন পর্যন্ত চার মাস বজ্রপাত সচেতনতামূলক কর্মসূচি পরিচালনারও আহ্বান জানিয়েছে এসএসটিএফ। কৃষকদের কিছু পরামর্শও দিয়েছে সংগঠনটি। বজ্রপাত বাড়ার পেছনে দুটি কারণ চিহ্নিত করা হয়েছে বলে জানান ফোরামের সভাপতি ড. কবিরুল বাশার। তিনি বলেন, বৈশ্বিক উষ্ণায়নের ক্রমবর্ধমান প্রভাব এবং বাংলাদেশের গ্রামাঞ্চলে গাছ কাটা, বিশেষ করে মাঠে উঁচু গাছ কাটা। গাছপালা না থাকলে মাঠে বা খোলা জায়গায় বজ্রপাত মানুষের ওপর আঘাত হানে। অধিকাংশ মানুষ মনে করেন ঝড়ের সময় গাছের নিচে আশ্রয় নেওয়াই ভালো; কিন্তু এটা ভুল। মানুষকে ঘরবাড়ি বা স্থাপনায় আশ্রয় নিতে হয়। সরকার হাওর অঞ্চল ও উন্মুক্ত এলাকায় বজ্রনিরোধ যন্ত্র স্থাপনের উদ্যোগ নিতে পারে বলে পরামর্শ দেন কবিরুল বাশার। এক দিনে আরও ৭ জন নিহত: সাতক্ষীরা, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নড়াইল, নরসিংদী ও চট্টগ্রামে বৃহস্পতিবার বজ্রপাতে ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার রামনগর গ্রামে ঘেরে মাছ ধরতে যাওয়ার সময় শিমুল হোসেন (১৩) নামে এক কিশোর; নওগাঁর মান্দা উপজেলার চকনারায়ণ গ্রামে ধান কাটার সময় বাবুল হোসেন (৩৫) নামে শ্রমিক; চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মোহাম্মদপুর জালমাছকুড়ি এলাকায় কোমল (২৮) নামে এক কৃষক; নড়াইলের লোহাগড়া উপজেলার উলা গ্রামের মাঠে কাটা ধান গুছিয়ে রেখে বাড়ি ফেরার পথে মোহাম্মদ মজিবর চৌধুরী (৫৫) নামে এক কৃষক; নরসিংদী সদর উপজেলার ভাটপাড়া এলাকায় ধান কাটার সময় কবির মিয়া নামে এক কৃষক এবং ফুটবল খেলতে গিয়ে বিজয় (১২) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামের বোয়ালখালীতে বজ্রপাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন উত্তম চৌধুরী (৫৫) নামে এক কৃষক। টানা ৩ দিন ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস: আগামী তিন দিন সারা দেশে বিভিন্ন বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যার মধ্যে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যার মধ্যে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে, ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বোচ্চ ২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
১০ মে, ২০২৪
X