সিলেটের জৈন্তাপুরে বজ্রপাতে সবুজ মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার জৈন্তাপুর ইউনিয়নে কেন্দ্রী গ্রামের সগির মিয়ার ছেলে।
বুধবার (১৫ মে) বিকেল সাড়ে ৪টায় জৈন্তাপুরের গোয়াবাড়ি ফুটবল মাঠে খেলতে গিয়ে উপজেলার কেন্দ্রী গ্রামের ফুটবল টিমের ফুটবলার মারা যায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মাঠে অনুশীলনের সময় হঠাৎ বজ্রপাতের কবলে পড়ে মাটিতে লুটিয়ে পড়েন সবুজ মিয়া। খেলা দেখতে আসা দর্শকরা দ্রুত সবুজ মিয়াকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী গ্রামের বাসিন্ধা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান বজ্রপাতের আঘাতে খেলোয়াড়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
জৈন্তাপুর মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম কালবেলাকে বলেন, বজ্রপাতের আঘাতে খেলোয়াড়ের মৃত্যু হয়েছে। বিষয়টি জানার পরপর আমার টহল টিম স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে নিহতের লাশ সুরতহাল প্রস্তুত করেছে।
মন্তব্য করুন