কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৪, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

পাঁচ জেলায় বজ্রপাতে প্রাণ গেল সাতজনের

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

পাঁচ জেলায় বজ্রপাতে সাতজনের মৃত্যু হয়েছে। শনিবার (১১ মে) বজ্রপাতে এ মৃত্যুর ঘটনা ঘটে। চুয়াডাঙ্গায় দুজন, বাগেরহাটে দুজন, কুমিল্লার মুরাদনগরের একজন, পিরোজপুরে মঠবাড়িয়ায় একজন ও দিনাজপুরের পার্বতীপুরে একজন।

সারা দেশে প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার সদর ও দামুড়হুদা উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দামুড়হুদা উপজেলার পাটাচোরা গ্রামের মল্লিকপাড়ার খেদের মল্লিকের ছেলে আহম্মেদ মল্লিক (৭০) ও সদর উপজেলার ঝাঁঝরি গ্রামের আব্দুল মালেকের ছেলে রুবেল (৩০)।

সদর উপজেলার বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন জানান, সকালে রুবেল মাঠে কাজ করতে গিয়েছিল। বৃষ্টি ও বজ্রপাতের কারণে তিনি কাজ না করে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ঝাঁঝরি স্কুলের কাছে পৌঁছালে মাথায় বাজ পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান।

পাটাচোরা গ্রামের বাসিন্দা শাহিন জানান, সকালে গ্রামের ইশেরগাড়ি মাঠ থেকে কাজ শেষে আহম্মেদ মল্লিক বাড়ি ফিরছিলেন। ওই সময় বজ্রাঘাতে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা বলেন, বজ্রাঘাতপ্রাপ্ত আহম্মেদ মল্লিককে মৃত অবস্থায় এখানকার জরুরি বিভাগে আনা হয়েছিল।

বাগেরহাট : বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বালিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শরণখোলা থানার ওসি এ এইচ এম কামরুজ্জামান। নিহত দুজন হলেন মিলন ও মোস্তফা।

তিনি বলেন, বালিঘাট এলাকায় কার্গো থেকে বালু উঠাচ্ছিল শ্রমিকরা। বৃষ্টি শুরু হলে তার পাশের একটি টিনের চালার নিচে আশ্রয় নিচ্ছিলেন। এ সময় পরপর দুটি বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় দুজন ঘটনাস্থলে মারা যান। আহত হন ছয়জন।

আহতদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মুরাদনগর (কুমিল্লা) : কুমিল্লার মুরাদনগরে বাড়ির পাশের মাঠে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে সিয়াম (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার (১১ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোর উত্তর ত্রিশ গ্রামের মো. হুমায়ুন মিয়ার ছেলে।

জানা যায়, শনিবার সকালে বাড়ির পাশের মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায় সিয়াম। খেলা চলাকালে সাড়ে ৯টার দিকে আচমকা ঝড়বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে সিয়াম গুরুতর আহত হয়।

সহপাঠীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ সময় কুমিল্লা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মঠবাড়িয়া (পিরোজপুর) : পিরোজপুরের মঠবাড়িয়াতে মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে মো. জাহাঙ্গীর হোসেন (৫০) নামে এক চা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শ‌নিবার (১১ মে) দুপুরের ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত জাহাঙ্গীর হোসেন উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর সোনাখালি গ্রামের মৃত নাদের আলীর ছেলে।

মৃত জাহাঙ্গীর হোসেনের ভাইয়ের ছেলে নাসির হোসেন কালবেলাকে জানান, বাড়ির পাশে ধানের চাষাবাদ করেছিলেন সেগুলো পরিচর্যা করে বাসায় ফেরার পথে বিদ্যুৎ চমকানি দেখে ভয় পেয়ে যান। সঙ্গে সঙ্গে বাসায় আসার পরে হঠাৎ করে অসুস্থ হয়ে মারা যান। তবে তার শরীরে কোথাও পোড়ার চিহ্ন‌ নেই। প্রাথ‌মিকভাবে ধারণা করা হচ্ছে,বজ্রপাতের শব্দে তার মৃত্যু হয়েছে।

পার্বতীপুর (দিনাজপুর) : দিনাজপুরের পার্বতীপুরে ঘরের বারান্দায় চেয়ারে বসে বৃষ্টি উপভোগ করার সময় বজ্রপাতে বিউটি বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মোস্তফাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। মৃত বিউটি বেগম চক যামিনী কাজীপাড়া গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী।

জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে পার্বতীপুর উপজেলায় বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। এ সময় নিজ বাড়ির উঠানে কাজ করছিলেন বিউটি বেগম। পরিবারের লোকজনের কথায় বজ্রপাতের ভয়ে কাজ ছেড়ে উঠান থেকে বারান্দায় আসেন তিনি। পরে বারান্দায় চেয়ারে বসে বৃষ্টি উপভোগ করছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ বজ্রপাতের ঘটনায় তার দেহের বিভিন্ন অংশ পুড়ে গিয়ে গুরুতর আহত হন। পরিবারের লোকজন

আমবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) সাব ইন্সপেক্টর নুর আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভের মধ্যে বড় ঘোষণা ইরানের প্রেসিডেন্টের

ভারতে আম্পায়ারিংয়ে শরফদ্দৌলা, যা বলছে বিসিবি

হজ ফ্লাইট নিয়ে নতুন নির্দেশনা ধর্ম মন্ত্রণালয়ের

১৩ জেলার জন্য বড় দুঃসংবাদ

সৌরভ গাঙ্গুলিকে ছাড়িয়ে গেলেন কোহলি

প্রার্থিতা ফিরে পেলেন কাজী রফিকুল

২০০ টাকায় দেখা যাবে বিপিএলের ঢাকা পর্বের ম্যাচ

বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়া নিয়ে মুখ খুললেন শান্ত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে পাঠাও চালকের মৃত্যু

গণভোটের মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে : আলী রিয়াজ

১০

আমি এখনো সেদিনের কথা ভুলতে পারি না : ঐন্দ্রিলা

১১

গ্রিনল্যান্ড আক্রমণের পরিকল্পনা তৈরির নির্দেশ ট্রাম্পের

১২

ড. ইউনূস নির্বাচনের পর কী করবেন, জানাল প্রেস উইং

১৩

বিইউবিটিতে ‘হাল্ট প্রাইজ’ প্রতিযোগিতার উদ্বোধন

১৪

ঢাবি শিক্ষক গোলাম রাব্বানির চেয়ারম্যান পদ থেকে অব্যাহতির দাবিতে স্মারকলিপি 

১৫

ঢাকা ক্যাপিটালসের অভিযোগের জবাবে যে ব্যাখ্যা দিল বিসিবি

১৬

প্রাথমিক শিক্ষার উন্নয়নে কাজ করছে সরকার : গণশিক্ষা উপদেষ্টা

১৭

আন্তর্জাতিক স্ক্র্যাপের দাম বাড়ছে, দেশে এমএস রডের বাজারেও ঊর্ধ্বগতি

১৮

বাবা-ছেলেকে একাদশে রেখে অনন্য কীর্তি নোয়াখালীর

১৯

তদন্তে প্রশ্নফাঁসের প্রমাণ মিললে পরীক্ষা বাতিল : প্রাথমিকের ডিজি

২০
X