বনশ্রী এলাকায় ছাত্রদলের মিছিল 
বিএনপির ডাকা টানা ৪৮ ঘণ্টার দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে রাজধানীর বনশ্রী এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।  রোববার (৫ নভেম্বর) সকালে বনশ্রী এলাকায় মিছিলে কেন্দ্রীয় ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলার প্রতিবাদে দ্বিতীয় দফায় ডাকা ২ দিনের অবরোধের প্রথম দিন চলছে আজ।   বনশ্রী এলাকায় বিক্ষোভ মিছিল অন্যদের মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি নাছির উদ্দীন নাছির, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার পিয়াস ও রেহেনা আক্তার শিরিন, সহসাধারণ সম্পাদক অহি আহমেদ জুবায়ের, সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. মাহবুব শেখ, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক  হুমায়ুন কবির, ১ম যুগ্ম আহ্বায়ক  সোহাগ ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক ইফতেখার ফয়সাল, আরমান হোসেন বাপ্পি ও সদস্য মনিরুজ্জামান টিটু, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাহাত হোসেন ও ছাত্রদল নেতা ওবায়দুল হকসহ খিলগাঁও, সবুজবাগ, মুগদা ও খিলগাঁও মডেল কলেজ ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।
০৫ নভেম্বর, ২০২৩

বনশ্রী থেকে অপহরণের দেড় মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী
অপহরণের দেড় মাস পরও উদ্ধার হয়নি বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের ছাত্রী ফাতেমা বিনতে ছালাম ছিফা (১৭)। তার অবস্থানও শনাক্ত করতে পারেনি পুলিশ। থানার কর্মকর্তারা বলছেন, আমরা আপ্রাণ চেষ্টা করছি। আশা করছি, শিগগির ভিক্টিমকে উদ্ধার এবং মূল আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হবে। ছিফার বাবা আবদুস ছালাম গতকাল সোমবার বলেন, ‘আমার মেয়ে বনশ্রী আইডিয়াল থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। কুমিল্লার ভাঙ্গরা বাজার থানাধীন ঘোড়াশাল গ্রামের মোবারক হোসেনের ছেলে মো. শাহীন (২৩) আমাদের পরিচিত। সে আমাদের গ্রামে মাঝেমধ্যে এসে মেয়েকে উত্ত্যক্ত করত। ছিফা বিষয়টি আমাদের জানালে শাহীনের মাকে জানাই। শাহীন আর কখনো ছিফাকে উত্ত্যক্ত করবে না বলে আশ্বাস দেন তিনি। ফলে আর আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আরও বলেন, গত ২৪ জুলাই বিকেল ৪টা নাগাদ ছিফা বনশ্রীর বাসার পাশের মুদি দোকানে কিছু সদাইপাতি আনতে যায়। ঘণ্টাখানেক পরও সে না ফেরায় আমরা মেয়েকে খোঁজাখুঁজি করতে থাকি। এ সময় আমি আশপাশের লোকজনের কাছ থেকে জানতে পারি, বিকেল ৪টা ২০ মিনিটের দিকে বনশ্রী এইচ ব্লকের ৪ নম্বর সড়ক থেকে ছিফাকে দুর্বৃত্তরা মাইক্রোবাসে অপহরণ করে নিয়ে গেছে। আবদুস ছালাম আরও জানান, অপহরণের ঘটনায় গত ২৭ জুলাই খিলগাঁও থানায় শাহীন, তার মা মরিয়ম, তাদের সহযোগী নূর নবী, আশরাফুল আলম ও কাজী মাসুমকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। পরে কাজী মাসুমকে গ্রেপ্তার করে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কিন্তু তার কাছ থেকে ভিক্টিম ও আসামির প্রকৃত অবস্থান জানা যায়নি। কাজী মাসুম কারাগারে যাওয়ার ৮ দিনের মাথায় জামিনে বেরিয়ে গেছে। তিনি বলেন, গত ১১ আগস্ট সন্ধ্যায় একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে ছিফা। সে কান্নাকাটি করতে থাকে। এর মধ্যেই ফোনলাইনটি কেটে দেওয়া হয়। পরে ওই নম্বরে কল করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। পুলিশকেও বিষয়টি জানানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার ওসি মনির হোসেন মোল্লা বলেন, আসামি ও ভিক্টিম পূর্বপরিচিত। ঘটনার দিন তারা আফতাব নগরের ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির সামনে থেকে একসঙ্গে চলে গেছে। গ্রামের বাড়িসহ কয়েকটি স্থানে অভিযান চালিয়েও তাদের খোঁজ মেলেনি। তারা মোবাইল ফোনও ব্যবহার করছে না। তার বাবা যে নম্বরটি থেকে কল করার কথা বলেছে সেটির অবস্থান ছিল কুমিল্লার চৌদ্দগ্রাম থানার চিওড়া এলাকায়। এখন নম্বরটি বন্ধ।
০৫ সেপ্টেম্বর, ২০২৩

দেড় মাসেও উদ্ধার হয়নি বনশ্রী থেকে অপহৃত স্কুলছাত্রী
অপহরণের দেড়মাসেও উদ্ধার হয়নি বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের ছাত্রী ফাতেমা বিনতে ছালাম ছিফা (১৭)। এখন পর্যন্ত অবস্থানও শনাক্ত করতে পারেনি পুলিশ।  থানার দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, আমরা চেষ্টা করছি। আশা করছি শিগগিরই ভুক্তভোগীকে উদ্ধার এবং মূল আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হবে।  সোমবার (৪ সেপ্টেম্বর) ছিফার বাবা আবদুস ছালাম বলেন, ‘আমার মেয়ে বনশ্রী আইডিয়াল স্কুল থেকে এই বছর বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। কুমিল্লা জেলার ভাঙ্গরা বাজার থানাধীন গোড়াশাল গ্রামের মোবারক হোসেনের ছেলে মো. শাহীন (২৩) আমাদের পূর্ব পরিচিতি। সে আমাদের গ্রামে মাঝে মাঝে আসতো এবং মেয়েকে উত্যক্ত করতো। ছিফা বিষয়টি আমাকে ও আমার স্ত্রী শাহীনা বেগমকে জানালে শাহীনের মা মরিয়ম বেগমকে বিষয়টি জানাই। তিনি আশ্বাস দেন যে তার ছেলে শাহীন আর কখনো আমার মেয়েকে উত্যক্ত করবে না। যার ফলে আমি তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেইনি।’  তিনি বলেন, ‘গত ২৪ ‍জুলাই বিকাল ৪টার দিকে আমার মেয়ে আমার বনশ্রীর বাসা থেকে পাশের মুদি দোকানে কিছু সদাইপাতি আনতে যায়। প্রায় এক ঘণ্টায়ও ফিরে না আসায় আমার স্ত্রী মেয়েকে খোঁজাখুঁজি করতে থাকে। এ সময় আমি আশপাশের লোকজনের কাছ থেকে জানতে পারি; ওই দিন বিকাল আনুমানিক ৪টা ২০ মিনিটের দিকে বনশ্রী এইচ ব্লকের ৪ নম্বর সড়ক থেকে আমার মেয়েকে আগে থেকে ওঁৎপেতে থাকা দুর্বৃত্তরা মাইক্রোবাসযোগে অপহরণ করে নিয়ে যায়।’  আবদুস ছালাম আরও জানান, আমার মেয়েকে অপহরণের ঘটনায় আমি খিলগাঁও থানায় শাহীন, তার মা মরিয়ম, তাদের সহযোগী (বন্ধু) নূর নবী, আশরাফুল আলম ও কাজী মাসুমকে আসামি করে গত ২৭ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করি। মামলার পর পুলিশ কাজী মাসুমকে গ্রেপ্তার করে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু তার কাছ থেকেও আসামির প্রকৃত অবস্থান জানা যায়নি। কাজী মাসুম ৮ দিনের মাথায় জামিনে বের হয়ে গেছে।’  আবদুস ছালাম বলেন, ‘গত ১১ আগস্ট সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে একটি ফোন নম্বর থেকে আমার মেয়ে আমাকে ফোন করে আব্বু বলে কান্নাকাটি শুরু করে। এরমধ্যেই ফোনলাইনটি কেটে দেওয়া হয়। আমি ফোন করলে সঙ্গে সঙ্গেই নম্বরটি বন্ধ পাই। থানা পুলিশকেও বিষয়টি জানানো হয়েছে।’   এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা খিলগাঁও থানার ওসি মনির হোসেন মোল্লা বলেন, আসামি ও ভুক্তভোগী পূর্ব পরিচিত। ঘটনার দিন তারা আফতাব নগরের ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির সামনে থেকে একসঙ্গে চলে গেছে। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার বাঙ্গরাসহ কয়েকস্থানে অভিযান চালিয়েও তাদেরকে পাওয়া যায়নি। তারা কোনো মোবাইল ব্যবহার করছে না। তার বাবা যে নম্বরটি থেকে কল করার কথা বলেছে ওই নম্বরটির অবস্থান ছিল কুমিল্লার চৌদ্দগ্রাম থানার চিওড়া এলাকায়। কল করার পর থেকে নম্বরটি বন্ধ।  ওসি আরও বলেন, আমরা চেষ্টা করছি। তাদের সর্বশেষ অবস্থান শনাক্ত করা গেছে। আমাদের টিম কাজ করছে। আশা করছি শিগগিরই আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হবে।
০৫ সেপ্টেম্বর, ২০২৩
X