তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৪, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির ৩ নেতাকে শোকজ

উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় শোকজপ্রাপ্ত বিএনপির ৩ নেতা। ছবি : সংগৃহীত
উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় শোকজপ্রাপ্ত বিএনপির ৩ নেতা। ছবি : সংগৃহীত

দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় রংপুরের তারাগঞ্জে বিএনপির ৩ নেতাকে শোকজ করা হয়েছে। সোমবার (২০ মে) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশ তাদের কাছে প্রেরণ করা হয়।

নোটিশপ্রাপ্ত বিএনপি নেতারা হলেন- উপজেলার যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম, ৩নং ইকরচালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, তারাগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম।

তারাগঞ্জ উপজেলা বিএনপির অফিস সূত্রে জানা গেছে, সোমবার উপজেলার খায়রুল ইসলাম, কবিরুল ইসলাম ও আশরাফুল আলমকে চলতি উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় কারণ দর্শানোর এ নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, ‘গত ১৫ এপ্রিল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিএনপির নেতা হিসেবে আপনি দলীয় সিদ্ধান্তকে অমান্য করে উপজেলা নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা দলীয় শৃঙ্খলা পরিপন্থি এবং দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতা। দলের এ সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নেওয়ায় আপনার বিরুদ্ধে কেন দলের গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো’।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশগ্রহণকারীগণের মধ্যে কবিরুল ইসলাম বলেন, তিনি কেন্দ্র থেকে নোটিশ পাননি। তাছাড়া ২০১৮ সালে তিনি দল থেকে পদত্যাগ করেছেন।

আশরাফুল ইসলাম বলেন, তার জানা মতে, তিনি দলের কোনো পদে নাই, কোনো নোটিশও পাননি।

খায়রুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেও ফোন রিসিভ হয়নি। দলীয় অভিযুক্ত তিনজনই তারাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মাকদুম আলম জানান, দলীয় সিদ্ধান্ত মোতাবেক আমরা এই নির্বাচন বর্জন করেছি। এ ব্যাপারে আমরা একাধিকবার লিফলেটও বিতরণ করেছি। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ যদি নির্বাচনে অংশ নেয় বা নির্বাচনী প্রচারে অংশ নেয় তাহলে দলীয়ভাবে তাদের ব্যাপারে জেলা ও কেন্দ্র সিদ্ধান্ত নেবে। তারাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী ৩ ভাইস চেয়ারম্যান প্রার্থীকে শোকজ পত্র পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ মে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের দিন থাকলেও এ ৩ জনের কেউই প্রার্থিতা প্রত্যাহার করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভয়াবহ আগুনে তুলার মিল পুড়ে ছাই

২১ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২১ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

৪ দিনের সফরে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাড়ল বাস ভাড়া

পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় গড়ে তোলা হবে ক্লিন সিটি : চসিক মেয়র

জুলাই সনদে মিত্রদের ‘কাছাকাছি মতামত’ দেওয়ার পরামর্শ বিএনপির

১০

সন্তানকে বাঁচিয়ে প্রাণ দিলেন বাবা

১১

সৈকতে ফের ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

১২

ইঞ্জিন সংকটে ‘নাজুক’ রেল অপারেশন

১৩

স্পেনে রিয়ালের আর্জেন্টাইন তারকাকে নিয়ে অদ্ভুত বিতর্ক

১৪

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন আবু তাহের

১৫

মানবিক ড্রাইভার গড়তে নারায়ণগঞ্জে ডিসির যুগান্তকারী উদ্যোগ

১৬

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

১৭

পিএসসি সদস্য হলেন অধ্যাপক শাহীন চৌধুরী

১৮

রিয়ালের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ‘মাস্তান’

১৯

দাম্পত্য কলহ এড়ানোর সহজ ৫ উপায়

২০
X