শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
‘ববি শিক্ষার্থীরা একদিন সারা দেশের নেতৃত্ব দেবে’
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা একদিন সারা দেশের নেতৃত্বে দেবে। আমাদের শ্রম, মেধা ও প্রজ্ঞা যথেষ্ট আছে। শুধু বিকশিত করার দরকার। যে কোনো পেশায় থেকে তাদের নেতৃত্ব গুণাবলি তৈরি করতে হবে। বরিশাল বিশ্ববিদ্যালয় শক্ত অবস্থানে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ। বৃহস্পতিবারে ( ৯ মে) বৃহত্তর বরিশালের ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  বাংলাদেশ ইতিহাস সমিতি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের যৌথ আয়োজনে সম্মেলনটি বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।  মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ বলেন, আমাদের ইতিহাস জানতে হবে। ইতিহাস থেকে শিক্ষাগ্রহণ করতে হবে। জানতে হবে বাঙালির সঠিক ইতিহাস। কারণ ইতিহাসই একটি জাতিকে সমৃদ্ধ করে। যে জাতি যত সমৃদ্ধ তাদের ইতিহাসও তত সমৃদ্ধ। আমরা যদি বাঙালিদের সুদীর্ঘ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে পারি তাহলে জাতি হিসেবে আমরা দ্রুত এগিয়ে যেতে পারব। আমাদের ইতিহাসই হচ্ছে আমাদের অস্তিত্ব এবং এগিয়ে যাওয়ার প্রেরণা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। মুখ্য বক্তা হিসেবে বক্তব্য রাখেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের আশুতোষ অধ্যাপক ড. অমিত দে।  বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ইতিহাস সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুরমা জাকারিয়া চৌধুরী। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী।  দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনের বিভিন্ন সেশনে সর্বমোট ৫১টি প্রবন্ধ উপস্থাপিত হয়। আঞ্চলিক এ সম্মেলনে বরেণ্য ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মেসবাহ কামাল, অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজসহ দেশ-বিদেশের বরেণ্য ইতিহাসবিদরা অংশগ্রহণ করেন।  এ ছাড়াও সম্মেলনে বাংলাদেশ ইতিহাস সমিতির নেতারা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।  সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ববির উপাচার্যকে সঙ্গে নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ‘ছয় দফা বেদী-এনআরবিসি স্কয়ার’ এর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
৭ ঘণ্টা আগে

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসছেন শিক্ষামন্ত্রী
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আসছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বৃহত্তর বরিশালের ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক সম্মেলন ‘আঞ্চলিক ইতিহাস সম্মেলন-২০২৪’ এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থাকবেন। বৃহস্পতিবার (৯ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ‘জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ অনুষ্ঠান শুরু হবে। বাংলাদেশ ইতিহাস সমিতি ও বরিশাল বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের আয়োজনে অনুষ্ঠানে সম্মানিত অতিথি থাকবেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। বিশেষ অতিথি থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। এ ছাড়া মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের আশুতোষ অধ্যাপক ড. অমিত দে।  বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ ইতিহাস সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুরমা জাকারিয়া চৌধুরী। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী।
০৭ মে, ২০২৪

ববির সিন্ডিকেট সদস্য হলেন সহকারী অধ্যাপক মো. ফরহাদ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. ফরহাদ উদ্দীনকে সিন্ডিকেট সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন ২০১৩ এ বর্ণিত ১৭ (১) এর (ঞ) ধারা অনুযায়ী একাডেমিক কাউন্সিলের ৪৪তম সভার আলোচ্যবিষয়-৩ এর সিদ্ধান্ত মোতাবেক সিন্ডিকেটের সদস্য হিসেবে সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে মো. ফরহাদ উদ্দীনকে সিন্ডিকেট সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। সেখানে আরও বলা হয়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় তাকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের একজন সম্মানিত সদস্য হিসেবে আগামী দুই বছরের জন্য মনোনয়ন প্রদান করা হলো।  
৩০ এপ্রিল, ২০২৪

বিসিএস পরীক্ষায় অংশ নিতে বাস সহায়তা দেবে ববি কর্তৃপক্ষ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ৪৬তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে বাস সহায়তা দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যেসব শিক্ষার্থীরা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে বরিশাল শহরে বিভিন্ন কেন্দ্রে যাবেন, তাদের জন্য দুটি বাস দেওয়ার ঘোষণা দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া। বৃহস্পতিবারে (২৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন পরিবহন পুলের ম্যানেজার মো. মিজানুর রহমান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, শিক্ষার্থীদের জন্যই আমরা। শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু করতে। শিক্ষার্থীরা অনেক দূর এগিয়ে যাক এটাই প্রত্যাশা। এ সময় সবার জন্য শুভকামনা জানান তিনি। পরিবহন পুলের ম্যানেজার মো. মিজানুর রহমান জানান, শিক্ষার্থীদের কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) ৮টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয় থেকে দুটি বাস ছেড়ে যাবে। বরিশালের নতুল্লাবাদ ও সদর রোডের উদ্দেশ্যে দুটি বাস যাবে। পরীক্ষা শেষে অর্থাৎ সাড়ে ১২টায় শিক্ষার্থীদের ক্যাম্পাসে নিয়ে আসবে। লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী বোরহান উদ্দিন জানান, শিক্ষার্থীদের কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানাই। আশাকরি শিক্ষার্থীদের সব যৌক্তিক দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসন পূরণ করবে। প্রসঙ্গত, শুক্রবার ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পিএসসি এ বিষয়ে পরীক্ষার তারিখ জানিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করে যথাসময়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত দেন। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২৫ এপ্রিল, ২০২৪

ববিতে দৃষ্টিনন্দন ফোয়ারা ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) গ্রাউন্ডফ্লোরে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন ফোয়ারা। রোববার (২১ এপ্রিল) সকালে দৃষ্টিনন্দন এই ফোয়ারা ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।  বিশ্ববিদ্যালয়ের গণযোগাগযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মো. ফরহাদ উদ্দীনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, দপ্তর প্রধানসহ শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা। উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া বলেন, আমরা সুন্দর একটি ক্যাম্পাস নির্মাণ করতে যাচ্ছি। ইতোমধ্যে বেশকিছু উন্নয়নমূলক কাজ করেছি।স্মার্ট ক্যাম্পাস বিনির্মাণে আমরা বদ্ধপরিকর। পুকুর সংস্কার, হলের রাস্তা সংস্কার, এক নম্বর গেটের রাস্তা মেরামত, ফুলের বাগান করা, লাইটিং ব্যবস্থা করা সহ বেশকিছু কাজ আমরা করেছি। এমনকি দুই হলের মাঝের পুকুরটিও সংস্কার করে ঘাট নির্মাণের কথা ব্যক্ত করেন তিনি।এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল সংকট নিরসনের জন্য কাজ করে যাবেন বলে জানান উপাচার্য। সৌন্দর্যবর্ধন কাজটির তত্ত্বাবধায়ক মো. ফরহাদ উদ্দীন বলেন, প্রশাসনিক ভবন সংলগ্ন এই গুরুত্বপূর্ণ স্থানটি এতদিন পরিত্যক্ত অবস্থায় ছিল। এ কারণে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য ম্লান হতো। এই কাজের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক অন্য মাত্রা যুক্ত হলো। ফলে পরিত্যক্ত স্থানটি দৃষ্টিনন্দন স্থানে পরিণত হয়েছে। এ সময় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
২১ এপ্রিল, ২০২৪

বিডিজেএ'র সভাপতি মাসুম, সম্পাদক মাহবুব সৈকত
বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ) ঢাকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামী দু’বছরের জন্য সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন চ্যানেল আইয়ের জয়েন্ট এসাইনমেন্ট এডিটর তারিকুল ইসলাম মাসুম এবং সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত হয়েছেন মাইটিভির সিনিয়র রিপোর্টার মাহবুব সৈকত। রাজধানীর কারওয়ান বাজারের একটি রেস্টুরেন্টে দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৪-২৫ সেশনের জন্য বিডিজেএ'র কার্যনির্বাহী পর্ষদের নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি বাংলা টিভির এসাইনমেন্ট এডিটর এমএম বাদশাহ ও দীপ্ত টিভির সিনিয়র নিউজ রুম এডিটর ব্রডকাস্ট জার্নালিস্ট নাদিরা জাহান, যুগ্মসাধারণ সম্পাদক (অর্থ) সময় টিভির সিনিয়র রিপোর্টার সানবির রুপল ও নাগরিক টিভির সিনিয়র রিপোর্টার রাজু হামিদ, সাংগঠনিক সম্পাদক এশিয়ান টিভির নিউজ এডিটর মাহবুব জুয়েল, দপ্তর ও প্রচার সম্পাদক ফাহিম মোনায়েম, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক ঢাকা মেইলের সিনিয়র রিপোর্টার বুরহান উদ্দিন, কল্যাণ ও প্রযুক্তি সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিনিয়র রিপোর্টার হাসিব মাহমুদ শাহ, ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক সময় টিভির সিনিয়র ক্যামেরা জার্নালিস্ট মিজানুর রহমান মিন্টু। কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন- একুশে টেলিভিশনের চীফ ক্যামেরা জার্নালিস্ট ফারুক হোসেন তানভীর, দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার কামরুল ইসলাম, জাগো নিউজের সিনিয়র রিপোর্টার ইসমাইল রাসেল, দৈনিক সকালের সময়ের সিনিয়র রিপোর্টার ইউসুফ আলী বাচ্চু। নির্বাচনটি পরিচালনা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য, ডিইউজেএ'র সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম মিঠু, বিএফইউজে'র যুগ্মমহাসচিব শেখ মামুনুর রশীদ, ক্রাবের সাবেক সভাপতি আবু সালেহ আকন, ডিইউজেএ'র সাবেক সহসভাপতি মানিক লাল ঘোষ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যলয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আকতারুজ্জামান, এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান তমাল পারভেজ, বরিশাল মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট ও এফবিসিসিআইয়ের পরিচালক নিজাম উদ্দিন, শ্যামলীর ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের সহকারী পরিচালক আয়েশা আক্তার, রাজনীতিবিদ আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহসহ প্রমুখ।
২৯ মার্চ, ২০২৪

বাজার নিয়ন্ত্রণে বরিশালে প্রশাসনের অভিযান
বরিশালের গৌরনদীর বাটাজোর বন্দরে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে এ অভিযান হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু আবদুল্লাহ খান জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বাটাজোর বন্দরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মূল্য তালিকা না থাকা ও বেশি দামে পণ্য বিক্রির অপরাধে পাঁচ ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য সহায়তা করেন।
১৯ মার্চ, ২০২৪

বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।  রোববার (১৭ মার্চ) বিকেলে দেবশ্রীর স্বামীর কর্মস্থলের বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।ওই ছাত্রীর নাম দেবশ্রী রায়। তার স্বামী বরগুনার গার্লস স্কুলের সহকারী শিক্ষক কঙ্কন রায়।  দেবশ্রী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বরগুনা থানা সূত্রে জানা যায়, দেবশ্রী রায় তার স্বামীর সঙ্গে বরগুনার সদরে থাকতেন। সেখানে কক্ষে ঝুলে থাকা অবস্থায় পুলিশ দেবশ্রীকে উদ্ধার করে। তার মৃত্যুতে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।  মামলা তদন্তকারী কর্মকর্তা বরগুনা থানার এসআই আব্দুল বারেক জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ স্পষ্ট বোঝা যাবে। দেবশ্রীর গ্রামের বাড়ি সাতক্ষীরার তালা উপজেলায়। শ্বশুরবাড়ি খুলনায়। তার স্বামীর চাকরি সূত্রে তিনি বরগুনায় থাকতেন। নামপ্রকাশ না করার শর্তে তার এক সহপাঠী জানান, দেবশ্রী ছিল শান্তশিষ্ট। আসলে কী কারণে আত্মহত্যা করল তা জানা নেই।  ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন বলেন, তার বাবার সঙ্গে কথা হয়েছে। ময়নাতদন্তের পর তার লাশ গ্রামের বাড়ি সাতক্ষীরায় নিয়ে যাওয়া হয়েছে। আত্মহত্যার কারণ সম্পর্কে তার ক্লাস প্রতিনিধি আমাকে জানিয়েছে।
১৯ মার্চ, ২০২৪

মিলারের পারিশ্রমিক প্রসঙ্গে যা বলছে বরিশাল
বাংলাদেশ প্রিমিয়রি লিগের (বিপিএল) দশম আসরের শিরোপা জয়ী ফরচুন বরিশালের হয়ে খেলা ডেভিড মিলারকে নিয়ে বোমা ফাটান পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) উপলক্ষে টেলিভিশন শো-তে কিংবদন্তি এ পেসার বলেন তিন ম্যাচের জন্য দক্ষিণ আফ্রিকার ব্যাটার বরিশালের কাছ থেকে দেড় লাখ মার্কিন ডলার পেয়েছেন, বাংলাদেশ মুদ্রায় পরিমাণ প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা। তবে এই তথ্যকে অসত্য বলে দাবি করেছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। তিনি বলেছেন, ওয়াসিমের বক্তব্য সম্পূর্ণই মনগড়া। পাকিস্তানের টেলিভিশন চ্যানেল এ স্পোর্টস-এর অনুষ্ঠান দ্য প্যাভিলিয়নে পিএসএলের ম্যাচশেষে বিশ্লেষণে নিজে থেকে ওয়াসিম আকরাম বলেন, ‘শেষ তিন ম্যাচের জন্য ডেভিড মিলারকে বরিশালের মালিকপক্ষ থেকে দেড় লাখ মার্কিন ডলার পারিশ্রমিক দিয়েছে। এমনকি ফাইনাল ম্যাচ খেলার জন্য নিজের বিয়ের অনুষ্ঠানও পিছিয়েছেন মিলার।’ এই ভিডিও ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম থেকে যোগাযোগ করা হয় ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানের সঙ্গে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওয়াসিমের (ওয়াসিম আকরাম) এ বক্তব্য একেবারেই মনগড়া। এটি ফলস স্টেটমেন্ট (মিথ্যা বিবৃতি)। ওয়াসিম আকরাম সম্ভবত আবেগী হয়ে এ ধরনের বক্তব্য দিয়েছেন।’ এ সময় ফরচুন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমান আরও বলেন, ‘ওয়াসিম আকরাম কি ডেভিড মিলারের সঙ্গে কথা বলেছিলেন! বললে এ বক্তব্য দিতে পারতেন না।’ ডেভিড মিলারের সঙ্গে দুটি ম্যাচের চুক্তি করেছিল বরিশাল। কিন্তু বিপিএলের ফাইনালে ওঠায় প্রোটিয়া এই ব্যাটারকে আরও একটি ম্যাচ খেলার অনুরোধ জানানো হয়। মিজানুর রহমান বলেন, ‘ফরচুন বরিশালের সবাই এমনকি টিম বয় পর্যন্ত মিলারকে অনুরোধ করেছে। ফিরে যাওয়ার জন্য ব্যাগ গোছানো হয়ে গেলেও সবার অনুরোধ ফেলে যেতে পারেননি মিলার।’ এ সময় তিনি আরও বলেন, ‘আমি নিজে ওকে (ডেভিড মিলারকে) অনুরোধ করি ফাইনাল খেলে যাওয়ার জন্য। ও সেই অনুরোধ রাখেন। বিয়ের তারিখ পেছানোর তথ্যও অসত্য।’ কিলার-মিলারের পারিশ্রমিক প্রসঙ্গে জানতে চাওয়া হলে ফরচুর বরিশালের মালিক বলেন, ‘মিলারের সঙ্গে ১০ হাজার মার্কিন ডলার চুক্তি হয়েছিল। সেই অঙ্ক ওয়াসিমের কাছে কীভাবে দেড় লাখ মার্কিন ডলার হয়ে গেল তা বোধগম্য নয়। এ ধরনের পারিশ্রমিকের কথা চিন্তা করাও অবান্তর।’
১৪ মার্চ, ২০২৪

বরিশাল ভার্সিটির উপাচার্য হলেন ড. বদরুজ্জামান
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া। তাকে চার বছরের জন্য নিয়োগ দিয়ে গতকাল সোমবার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এর আগে তিনি ববির কোষাধ্যক্ষ ও উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করেন। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টির আচার্যের অনুমোদনক্রমে ড. বদরুজ্জামান ভূঁইয়াকে ট্রেজারার পদ থেকে অব্যাহতি দিয়ে চার বছরের জন্য উপাচার্য পদে একাধিক শর্তে নিয়োগ দেওয়া হয়। শর্তের মধ্যে আছে উপাচার্য পদে বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবেন; বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন; রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। জানা যায়, গত বছর ৫ নভেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদটি শূন্য হয়। বিদায়ী উপাচার্য ড. ছাদেকুল আরেফিন চার বছর এ দায়িত্ব পালন করেন। পরে ড. বদরুজ্জামানকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেয় শিক্ষা মন্ত্রণালয়। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
০৫ মার্চ, ২০২৪
X