বড় হচ্ছে বাংলাদেশ ফুটবল আলট্রাস
চার ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের তলানিতে বাংলাদেশ। চার ম্যাচের দুটি ছিল অ্যাওয়ে, দুটিই দুঃস্বপ্ন হয়ে আছে—মেলবোর্নে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ এবং কুয়েতে ফিলিস্তিনের কাছে ৫-০ গোলে হারতে হয়েছে। ঘরের মাঠে অবশ্য বাংলাদেশ বেশ লড়াকু। লড়াকু ভাবটা ত্বরান্বিত করছে বাংলাদেশ ফুটবল আলট্রাস। সময়ের সঙ্গে বড় হচ্ছে ফুটবল সমর্থকদের এ জোট। ৬ জুন ঢাকায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ। এখনো অনেক সময় বাকি। তার পরও বসে নেই বাংলাদেশ ফুটবল আলট্রাস। অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে বাংলাদেশের হারানোর কিছু নেই। মাঠে ফুটবলাররা দাঁতে দাঁত চেপে লড়বেন, গ্যালারিতে তাদের উৎসাহ জোগাবেন বাংলাদেশ ফুটবল আলট্রাসের সদস্যরা। তাতে যদি ভালো একটা ম্যাচ উপহার দেওয়া যায়, ক্ষতি কি! কী থাকছে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ম্যাচে? প্রশ্নের জবাবে বাংলাদেশ ফুটবল আলট্রাসের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভি কালবেলাকে বলছিলেন, ‘সেদিন এমন কিছু থাকবে, যেটা বিগত দিনে দেখা যায়নি। ফুটবলাররা মাঠে খেলবেন, আমরা বাইরে থেকে তাদের শক্তি জোগাব। অতিথি দলের কাজটা যতটুকু সম্ভব কঠিন করে দেওয়ার চেষ্টা করব আমরা।’ বাংলাদেশ ফুটবল আলট্রাসের জন্ম ২০১৯ সালের ২৭ মে। ২০২০ সালের ১৭ নভেম্বর বাংলাদেশ-নেপাল ম্যাচে অস্তিত্বের জানান দেয় সংগঠনটি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৭০ সমর্থক নিয়ে হাজির ছিল বাংলাদেশ ফুটবল আলট্রাস। আত্মপ্রকাশের পর থেকে প্রতিটি হোম ম্যাচেই গ্যালারিতে সরব এ সংগঠন। সম্প্রতি গ্যালারিতে ‘স্মোক বোম’ জ্বালিয়ে শিরোনামে এসেছে বাংলাদেশ ফুটবল আলট্রাস। ‘স্মোক বোম’ ফিফার আইনে নিষিদ্ধ। যে কারণে অর্থদণ্ডের মুখে পড়তে হয়েছে বাংলাদেশকে। ৩০ হাজার ২৫০ সুইস ফ্রা জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। টাকায় রূপান্তর করলে অঙ্কটা দাঁড়ায় প্রায় ৩৯ লাখ। দেশকে জরিমানা গুনতে হয়—এমন বিষয় পরিহার করা এবং শৃঙ্খলার বিষয়ে প্রতিশ্রুতি দিলেও প্রতিপক্ষ দলকে ভড়কে দেওয়ার লক্ষ্য থেকে এক চুলও সরে আসবে না বলে জানালেন বাংলাদেশ ফুটবল আলট্রাসের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াসিন মোল্লা, ‘আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের শৃঙ্খলা মেনে চলার বিষয়ে আশ্বস্ত করেছি। কিন্তু আলট্রাসের ভয়ংকর রূপ ধারণের জায়গা থেকে সরে আসব না। প্রতিপক্ষ দল যাতে মাঠে অস্বস্তিতে থাকে—শৃঙ্খলার মধ্যে থেকে এ জন্য সম্ভাব্য সবকিছুই করব আমরা।’ বাংলাদেশ ফুটবল আলট্রাসের ৭০ শতাংশ সদস্যই ছাত্রছাত্রী। বিভিন্ন ম্যাচে উপস্থিত হওয়া এবং ইউনিফর্ম ও অন্যান্য খরচ নিজেরাই চাঁদা তুলে করে আসছে এ সংগঠন। বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচের টিকিট কেনা থেকে শুরু করে অন্যান্য খরচ এখন পর্যন্ত নিজেরাই মিটিয়ে আসছেন সংগঠনের সদস্যরা। বিভিন্ন প্ল্যাটফর্মে কার্যক্রম বেড়েছে, পাল্লা দিয়ে বাড়ছে অনুসারীর সংখ্যাও। গতকাল পর্যন্ত ফেসবুক পেজে বাংলাদেশ ফুটবল আলট্রাসের অনুসারীর সংখ্যা ছিল প্রায় ৭০ হাজার। বাস্তবে এ সংগঠনের সদস্য সংখ্যা প্রায় ৫ হাজার, যার ১ হাজার নিবন্ধিত। বাকি ৪ হাজারের মধ্য থেকে আগ্রহীদের নিবন্ধন প্রক্রিয়া চলছে।
২২ এপ্রিল, ২০২৪

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি
গত বছরের অক্টোবরে করা ফিফার হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে অনেক দিন পর উন্নতি হয়েছিল বাংলাদেশের। ছয় ধাপ এগিয়ে ১৮৩ নম্বর অবস্থানে উঠে এসেছিল লাল-সবুজরা। তবে মার্চের ফিফা উইনডোতে বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথম লেগে ৫-০ এবং ঘরের মাঠে ১-০ ব্যবধানে হেরেছিল জামাল-তপুরা। এই দুই হারের প্রভাবে ফিফা র‌্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে জামাল-তপুদের। ফিফার সবশেষ হালনাগাদে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে ১৮৩ থেকে ১৮৪ তে নেমে গেছে বাংলাদেশ। বাংলাদেশের মতো একই পরিণতি বরণ করতে হয়েছে ভারতেরও। আকাশি নীলরা ১১৭ থেকে ১২১ এ নেমে গেছেন । বিশ্বকাপ বাছাইয়ে প্রথম লেগে আফগানিস্তানের সঙ্গে ড্র করলেও ফিরতি লেগে ঘরের মাঠে ২-১ গোলে হেরে যায় ভারত। আগের মতোই ১৬১তম অবস্থানে আছে মালদ্বীপ। তিন ধাপ পিছিয়ে নেপাল আছে ১৭৮তম স্থানে। ১৮৫তম স্থানে আছে ভুটান। পাকিস্তানের অবস্থান ১৯৫-তে। বিশ্ব ফুটবলে র‌্যাঙ্কিংয়ে সবার ওপরেই আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মার্চ উইন্ডোতে এল সালভাদরকে ৩-০ এবং কোস্টারিকার বিপক্ষে ৩-১ গোলে জিতেছে আলবিসেলেস্তারা। অবস্থান পরিবর্তন হয়নি ফ্রান্সের, আছে দ্বিতীয় স্থানে। এক ধাপ এগিয়ে তিনে উঠে এসেছে বেলজিয়াম। অন্যদিকে ইংল্যান্ড তিন থেকে চারে নেমে গেছে। প্রীতি ম্যাচে ইংলিশরা ব্রাজিলের কাছে হেরেছে ১-০ ব্যবধানে। আগের মতোই পঞ্চম স্থানে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নেদারল্যান্ডসকে সাতে ঠেলে ষষ্ঠ স্থানে উঠে এসেছে পর্তুগাল। সেরা দশের বাকি তিন দেশ স্পেন, ইতালি ও ক্রোয়েশিয়া।
০৪ এপ্রিল, ২০২৪

পাঁচ গোল খাওয়ার কারণ খুঁজছেন কাবরেরা
হিউমিলিয়েশন- শব্দের অর্থে অপমান। আন্তর্জাতিক ফুটবলে ৫ গোল গোল খাওয়াকে সাধারণত হিউমিলিয়েশন বলা হয়। যা যেকোনো দলের জন্য অপমানজনকই। আর যে দলের কাছে আগে দুই গোলের বেশি খাওয়া হয়নি, তাদের কাছে ৫ গোল হজম করা অপমানের চেয়ে বেশি যন্ত্রণাদায়ক। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বর্তমানে অবস্থা এমনতাই। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের তৃতীয় ম্যাচে ফিলিস্তিনের কাছে ৫-০ গোলে রীতিমতো উড়ে গেছেন জামাল-তপুরা। অথচ ম্যাচের প্রথম ৪০ মিনিট প্রতিপক্ষের সঙ্গে সমান তালে লড়াই করে বাংলাদেশ। তৈরি করে গোলের সুযোগও। তবে প্রথমার্ধের শেষ ৫ মিনিট আর দ্বিতীয়ার্ধে প্রথম ৫ মিনিট-- এই ১০ মিনিটে ৫ গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হেড কোচ হ্যাভিয়ের কাবরেরা বলেন, প্রথম গোলটি ম্যাচের টার্নিং পয়েন্ট। তিনি বলেন, ‘প্রথম ৪০ মিনিট আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচই খেলেছি। ফিলিস্তিনের মতো একটা দলের সঙ্গে যা ছিল বেশ ভালো। কিন্তু প্রথমার্ধের শেষটা আমরা যেভাবে করেছি, তা আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। এটাই আসলে ম্যাচের টার্নিং পয়েন্ট।’ রক্ষণে ঝড় তুলবে ফিলিস্তিন, এটাই ভালো জানা ছিল বাংলাদেশ কোচের। তবে এভাবে ভেঙে পড়বে বাংলাদেশের রক্ষণ, তা ভাবেননি স্প্যানিশ এই কোচ, ‘আমরা জানতাম ম্যাচের একটা সময় এমন কিছু হতে পারে। কিন্তু সেটা যে এভাবে আমাদের ধসিয়ে দেবে, তা ভাবনার বাইরে ছিল। এরপর ম্যাচে ফেরা আমাদের জন্য কঠিন হয়ে যায়। দ্বিতীয়ার্ধে আমরা শক্তিশালী একটা দলের সামনে রীতিমতো উড়ে যাই।’ হতাশা সঙ্গী হলেও ভুল থেকে শিক্ষা নিতে চান কাবরেরা, ‘কোথায় ভুল হয়েছে সেটা এখন আমাদের বের করতে হবে। এটাও খুঁজে দেখতে হবে যে কেন আমরা লড়াই করতে পারলাম না। বিশেষ করে প্রথম ৪০ মিনিট এমন খেলার পর এভাবে হেরে যাওয়া কোনোভাবে মেনে যাওয়া যায় না। আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে, আত্মবিশ্লেষণ করতে হবে এবং অবশ্যই আরও উন্নতি করতে হবে। আপাতত এটিই এখন আমাদের মূল কাজ।’ আগামী ২৬ মার্চ ফিরতি লেগে ঢাকায় আবারও মুখোমুখি হবে দুদল। বাংলাদেশ কি পারবে, ফিলিস্তিনকে রুখে দিয়ে পাঁচ গোলের ক্ষততে প্রলেপ দিতে?
২২ মার্চ, ২০২৪

ভিনদেশের মোহ কেটেছে জামালের! 
অনেক আশা নিয়েই লিওনেল মেসির দেশ আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল ডি মায়োতে খেলতে গিয়েছিলেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। তবে বিদেশ বিভুঁইয়ের মোহভঙ্গ ঘটতে সময় লাগেনি তার। বাংলাদেশের শীর্ষ লিগ ছেড়ে আর্জেন্টিনার তৃতীয় বিভাগে নাম লেখালেও সেই চুক্তি ছিন্ন করে আবার দেশের ফুটবলে ফিরছেন ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার। ঢাকা আবাহনীর জার্সিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে দেখা যাবে তাকে। আবাহনী লিমিটেডের এক শীর্ষ কর্তা বাংলাদেশের একটি সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জামালের সঙ্গে সোল ডি মায়োর দেড় বছরের চুক্তি থাকলেও দলটির হয়ে তৃতীয় বিভাগ লিগে মাত্র চার ম্যাচ খেলেছেন জামাল। এর মধ্যে অবশ্য দুটি গোলও আছে তার। তিন মাস ধরে দলটি খেলার মধ্যে না থাকায় জামালেরও সময় কাটছে মাঠের বাইরে। যাতে নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে তার খেলায়। এই মানহীন তৃতীয় বিভাগ লিগে খেলে দীর্ঘ সময় খেলার বাইরে থাকা জামালের জাতীয় দলকে নেতৃত্ব দেওয়াও প্রশ্নবিদ্ধ। যদিও শোনা গেছে, জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য দুই ম্যাচের স্কোয়াডে রেখেছেন জামালকে। একজন খেলোয়াড় দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পরও কোন যুক্তিতে জাতীয় দলে সুযোগ পাবেন, এ নিয়ে প্রশ্ন উঠতেই পারে। যদিও কাবরেরার দাবি দলে জামালের প্রয়োজন ফুরোয়নি। প্রথমপর্বে রীতিমতো ধুঁকতে থাকা আবাহনীর কর্তারাও হয়তো মানছেন জামালের এখনো দেওয়ার অনেক কিছু আছে। তাই তার সঙ্গে সেরেছেন চুক্তির আনুষ্ঠানিকতা। বিষয়টি একটি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন আবাহনীর ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ। প্রথম পর্বে ৯ ম্যাচ থেকে আবাহনী খুঁইয়েছে ১২ পয়েন্ট। মাত্র ১৫ পয়েন্ট নিয়ে ছয়বারের শিরোপাধারীরা আছে তৃতীয় স্থানে। তাদের চেয়ে এগিয়ে আছে মোহামেডানও। আর যথারীতি শীর্ষে আছে বসুন্ধরা কিংস। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে জামালের মতো খেলার বাইরে থাকা খেলোয়াড় কতটা আবাহনীকে এগিয়ে নিতে পারে সেটিও বড় প্রশ্ন দেখা দিয়েছে।
২৭ ফেব্রুয়ারি, ২০২৪

ফিলিস্তিনের অনুরোধে বাংলাদেশের ম্যাচের সূচিতে পরিবর্তন
বেশ কিছুদিন বিরতির পর বাংলাদেশ জাতীয় দলের ব্যস্ততা আবার শুরু হচ্ছে। মার্চ মাসে বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নামবে জামাল-মোরসালিনরা। তবে মার্চের সেই ম্যাচগুলোর আগে বাংলাদেশের সামনের সূচিতে পরিবর্তন এসেছে। ফিফার মার্চ উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলার কথা বাংলাদেশের। তবে যাদের বিপক্ষে খেলা সেই ফিলিস্তিনের অনুরোধেই পরিবর্তিত হচ্ছে ম্যাচের সূচি।   পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে হোম এবং ২৬ মার্চ অ্যাওয়ে ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে যুদ্ধবিধ্বস্ত দেশটির অনুরোধে সূচিতে পরিবর্তন হয়ে বাংলাদেশ ফিলিস্তিনের বিপক্ষে আগে অ্যাওয়ে খেলে পরবর্তীতে হোম ম্যাচ খেলবে। রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘ফিলিস্তিনের অনুরোধে আমরা হোম ম্যাচের তারিখটা অদলবদল করেছি ফিফার সঙ্গে কথা বলে। এটা আমাদের জন্য ভালো হয়েছে। কারণ, সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করে আমরা সরাসরি কুয়েতে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচটি খেলে দেশে ফিরব। এরপর ২৬ তারিখ ওদের সঙ্গে কিংস অ্যারেনায় খেলা।’ সূচিতে ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে হোম ম্যাচটি খেলার কথা থাকলেও ফিলিস্তিনের অনুরোধে অ্যাওয়ে ম্যাচটি খেলবে বাংলাদেশ। তবে অ্যাওয়ে ম্যাচটি ফিলিস্তিনে নয়, হবে কুয়েতে। কারণ যুদ্ধবিধ্বস্ততার কারণে অন্য দেশে হোম ম্যাচগুলো খেলে থাকে ফিলিস্তিন। এই ম্যাচের জন্য সৌদি আরবে দুই সপ্তাহের ক্যাম্প করবে বাংলাদেশ। ২ মার্চ সৌদির পথে রওনা দেওয়ার কথা জামাল ভূঁইয়াদের। এরপর ১৭ মার্চ বাংলাদেশ দল কুয়েতে যাবে ক্যাম্প শেষ করে। আর সৌদি থেকে কুয়েত নিকটবর্তী হওয়ায় বাংলাদেশ আগে হোমের পরবর্তী অ্যাওয়ে ম্যাচ খেলবে। কুয়েতের সঙ্গে সৌদি আরবের আবহাওয়ার মিল থাকায় ক্যাম্পটি খেলোয়াড়দের মানিয়ে নিতে সহায়তা করবে বলেও জানান কাজী নাবিল। ক্যাম্প চলাকালীন প্রীতি ম্যাচ খেলার বিষয়ে আলোচনা চলছে। এদিকে সৌদিতে বাংলাদেশের অনুশীলন ক্যাম্পের খরচ দেশটির ফুটবল ফেডারেশনই বহন করবে। বাফুফেকে শুধু সৌদি আরবে যাওয়ার বিমানভাড়া গুনতে হবে। সৌদি আরবের আল-তায়িফ শহরের কিং ফাহাদ স্পোর্টস সিটিতে এ ক্যাম্প হবে। কাজী নাবিল জানান, ‘বিশ্বকাপ বাছাইপর্বের আগে দুটি প্রস্তুতি ম্যাচ নিয়েও কথা চলছে। সৌদি ফুটবল ফেডারেশনই এ প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করবে বলে আমরা আশা করছি।’
০৪ ফেব্রুয়ারি, ২০২৪

সৌদিতে ক্যাম্প করবেন জামাল-মোরসালিনরা
দেশের বাইরে নিয়মিত ক্যাম্প করে থাকে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সবশেষ ২০২৩ সালের মার্চে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করেছিল জামাল-তপুরা। তিন সপ্তাহের নিবিড় সেই ক্যাম্পের ফলে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলে লাল-সবুজেরা। এমনটা দাবি ছিল দলের কোচ ও ফুটবলারদের। চলতি বছর মার্চে বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে জামাল-মোরসালিনরা। তার আগে আবারও সৌদি আরবে ক্যাম্প করবে বাংলাদেশ দল। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।   তিনি বলেন, ‘২ মার্চ সৌদি আরব যাবে বাংলাদেশ দল। সেখানে আল তাঈফ শহরে ক্যাম্প করবে ও কিং ফাহাদ স্টেডিয়ামে অনুশীলন করবে। সেখান থেকে ১৭ মার্চ কুয়েত রওনা হবে। ২১ মার্চ ম্যাচ খেলে দেশে ফিরে হোম ম্যাচের প্রস্তুতি নেবে।’ এছাড়াও বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম লেগ ২৪ ফেব্রুয়ারি শেষ হবে। মার্চ উইন্ডোর দুই ম্যাচের জন্য পরের দিন জাতীয় দল ঘোষণা হতে পারে। ২ মার্চ সৌদি আরব রওনা হওয়ার আগে দেশে কোনো অনুশীলন হবে না বলে জানান কমিটির চেয়ারম্যান, ‘ফেব্রুয়ারি মাস এমনিতেই স্বল্প। লিগের পর খেলোয়াড়দের কয়েক দিন বিশ্রাম দেওয়া হবে। দেশে কোনো অনুশীলন হবে না। একেবারে সৌদি আরবে হবে।’ আগামী ২ মার্চ সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ। ১৭ মার্চ পর্যন্ত সেখানে অবস্থান করবে। আল তাইফ শহরের কিং ফাহাদ স্টেডিয়ামে হবে এই ক্যাম্প। আগামী ২৫ ফেব্রুয়ারি দল ঘোষণা করবেন প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে বাফুফে।   এদিকে বাংলাদেশের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা দল নিয়ে বলেন, “অনেক বিষয় নিয়েই আলোচনা হয়েছে। নভেম্বরের কার্যক্রমের পর্যালোচনা এবং আসন্ন ম্যাচের লক্ষ্য নিয়েও আমরা কথা বলেছি। গত বছর আমরা যা অর্জন করেছি, তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সৌদি আরবে পরিচালিত ক্যাম্পে। এ যাত্রায়ও আমাদের লক্ষ্য আছে। গোটা দল একসঙ্গে সেখানে দুই সপ্তাহ অনুশীলন করবে। যা আমাদের জন্য ইতিবাচক। স্থানীয় বেশকিছু খেলোয়াড় লিগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কেউ গোল করেছেন, কেউ অ্যাসিস্ট করেছেন। এটা আমাদের জন্য ইতিবাচক।”
০৪ ফেব্রুয়ারি, ২০২৪

বাফুফেতে অফিসার পদে নিয়োগ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রতিষ্ঠানটির প্রটোকল বিভাগ ‘অফিসার’ পদে জনবল নিয়োগ দেবে। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পদের নাম: অফিসার, প্রটোকল পদসংখ্যা: ১টি শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন  চাকরির ধরন: ফুলটাইম  প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন বেতন: আলোচনা সাপেক্ষে আবেদনের নিয়ম:  আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময়: ৩ ফেব্রুয়ারি ২০২৪
২৭ জানুয়ারি, ২০২৪

ফুটবলারদের নিয়ে দেশের বাইরে ক্যাম্পের পরিকল্পনা কাবরেরার
লম্বা ছুটি কাটিয়ে কিছুদিন আগেই ঢাকায় ফিরেছেন বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। ছুটি কাটানোর পর বাফুফে ভবনে আজ তিনি কথা বলেছেন সংবাদমাধ্যমের সঙ্গে। জানিয়েছেন লাল-সবুজদের নিয়ে তার সামনের পরিকল্পনা। কাবরেরা বলেন ফুটবলারদের নিয়ে দেশের বাইরে ক্যাম্প করার কথা। তিনি বলেন, ‘ক্যাম্পের পরিকল্পনা এখনও নিশ্চিত নয়। কিন্তু আমার পরিকল্পনা গত বছরের মতো এবারও দেশের বাইরে (ক্যাম্প) করা। কারণ সৌদিতে করা ক্যাম্প সব কিছু বদলে দিয়েছিল। আমি জানি, ফেডারেশন এ ব্যাপারে সেরাটা চেষ্টা করবে। আশা করি দেশের বাইরে ক্যাম্প করতে পারব।’ সামনের মাসে শেষ হবে প্রিমিয়ার লিগের প্রথম পর্ব। এরপরই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। ২১ ও ২৬ মার্চ ঘরে-বাইরে ফিলিস্তিনের সঙ্গে হবে ম্যাচ। ছুটিতে থাকা অবস্থায় নিয়মিত প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের খোঁজ রেখেছেন বলেও জানান কাবরেরা। নিষেধাজ্ঞা কাটিয়ে মোরসালিন, জিকো, তপুদের ফেরা ভালো লেগেছে বাংলাদেশ কোচের। বলেন, ‘তারা অনেকদিন ধরেই আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এখন আর সবার মতোই তাদের বিবেচনা করা হবে। জাতীয় দলে জায়গার জন্য প্রতিদ্বন্দ্বিতা বেড়ে গেছে, যা খুবই ভালো বিষয়।’ গত বছরের সাফল্য এ বছর বাংলাদেশের জন্য আরও চ্যালেঞ্জিং করবে বলে মনে করেন এই স্প্যানিশ কোচ। তিনি জানান, ‘গত বছর থেকে আমাদের প্রত্যাশা বেড়ে গেছে। এই দল নিয়ে সমর্থকরা গর্ব অনুভব করেছে। অবশ্যই এ বছর আরও চ্যালেঞ্জিং আমাদের জন্য। কারণ প্রতিপক্ষ আরও কঠিন। ফিলিস্তিন, লেবানন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে হবে। কিন্তু বিশ্বাস আছে, আমরা আগেই হাল ছাড়ব না। বড় কিছু করার ব্যাপারে আমরা আশাবাদী।’
২১ জানুয়ারি, ২০২৪

কর্মকর্তারা পেলেও বেতন পাচ্ছে না সাবিনারা
দেশের ফুটবলের সার্বিক দিক বিবেচনা করলে বাংলাদেশের নারী ফুটবল দলকে পুরুষ দলের চেয়ে কম বলা যাবে না। ২০২৩ সালে ফুটবলকে বেশ কিছু সুখ স্মৃতি উপহার দিয়েছিলেন তারা। তবে ২০২৩ পেরিয়ে ২০২৪ এলেও গত হওয়া বছরের শেষ দুই মাসের বেতন বকেয়া রয়ে গেছে সাবিনা খাতুনদের। ২০২৩ সালের ১৬ আগস্ট বাফুফে ৩১ নারী ফুটবলারের সঙ্গে চুক্তি করেছিল। সেই চুক্তি অনুযায়ী ১ সেপ্টেম্বর থেকে বর্ধিত হারে বেতন পাওয়ার কথা ছিল সাবিনা-মারিয়াদের। তবে ২০২৩ সালের শেষ চার মাসের মধ্যে এখনও দুই মাসের বেতন বাকি তাদের। এদিকে ডিসেম্বরের প্রথম সপ্তাহে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে সিরিজ জিতে বেতন ও ম্যাচ ফি ছাড়াই বাড়িতে গিয়েছিলেন নারী ফুটবলাররা। এরপর তারা অক্টোবর মাসের বেতন পেয়েছিলেন। পনেরো দিনের ছুটি কাটিয়ে সাবিনারা অনুশীলনে ফিরলেও এখনও নভেম্বর মাসের বেতন পাননি তারা। ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার নারীদের বেতন বকেয়া প্রসঙ্গে বলেন, ‘নভেম্বরের বেতন ও সিঙ্গাপুরের ম্যাচ ফি ফুটবলাররা খুব দ্রুত সময়ের মধ্যেই পাবে।’ জানা যায়, বাফুফের বেতনের চেকে স্বাক্ষর করার অধিকার রয়েছে সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সহসভাপতি কাজী নাবিল আহমেদের। তাদের মধ্যে সালাউদ্দিন সার্জারির পর হাসপাতালে চিকিৎসাধীন এবং অন্য দু’জন ব্যস্ত আসন্ন সংসদ নির্বাচন নিয়ে। তবে সাবিনাদের বেতনের জন্য সালাম ও নাবিলের নির্বাচনী এলাকায় ইতোমধ্যে কাগজপত্র পাঠিয়েছে বাফুফে। এদিকে সাবিনাদের বেতন না জুটলেও, ফেডারেশনের কর্তারা মাস শেষ হওয়ার আগেই ডিসেম্বর মাসের বেতন হাতে পেয়েছেন। ফেডারেশন অন্য স্টাফরা পেলেও সাবিনারা পাননি। এর পেছনের সঠিক কারণ প্রকাশ্যে না আনলেও সাধারণ সম্পাদকের কণ্ঠে প্রতিকারের আশ্বাস, ‘নারী ফুটবলাররা আমাদের চেয়ে এক মাস পিছিয়ে। জানুয়ারির মধ্যে এটা ঠিক হয়ে যাবে।’ নারী ফুটবলাররা বাফুফের কর্মকাণ্ডে বেশ হতাশ হয়েছেন। সাফের পর খেলা নেই, এ ছাড়া আরও অনেক বিষয়েও অভিমানে অনেক ফুটবলারই ক্যাম্প ছেড়েছিলেন। আনুষ্ঠানিক চুক্তির পর অন্য মেয়েরা খানিকটা আশা পেলেও বর্তমান কর্মকাণ্ডে আবার তাদের মাঝে হতাশা বিরাজ করছে।
০২ জানুয়ারি, ২০২৪

একাডেমি কাপে সোহাগ খানের হ্যাটট্রিক
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) একাডেমি চ্যাম্পিয়নশিপে সোহাগ খানের হ্যাটট্রিকে ঢাকা গোল্ডেন ফুটবল একাডেমি ১২-২ গোলের বড় ব্যবধানে ধানমন্ডি স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে। দিনের অন্যান্য ম্যাচে হামিদ স্পোর্টস একাডেমি ৭-০ গোলে উত্তরা ফ্রেন্ডস ক্লাব ফুটবল একাডেমিকে, সাভার স্পোর্টস একাডেমি ২-০ গোলে ভবানীপুর শতদল ফুটবল একাডেমিকে, রিংকু ফুটবল একাডেমি ৪-০ গোলে শফিক ফুটবল একাডেমিকে, ভূঁইয়া ইয়ুথ ফুটবল একাডেমি ২-০ গোলে সানরাইজার্স একাডেমিকে, নটআউট ফুটবল একাডেমি ১-০ গোলে গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমিকে, মরহুম ফরহাদ হোসেন তালুকদার ফুটবল একাডেমি ৩-১ গোলে কাচারিপাড়া ফুটবল একাডেমিকে, আমিন রানা ফুটবল একাডেমি ৩-১ গোলে মানিক ফুটবল একাডেমিকে, প্রভাতী ফুটবল একাডেমি ৪-০ গোলে একরাম ফুটবল একাডেমিকে, চৌফলদণ্ডী ফুটবল একাডেমি ৩-২ গোলে রামু ফুটবল ট্রেনিং সেন্টারকে, কক্সবাজার জেলা ফুটবল একাডেমি ১-০ গোলে পেকুয়া উপজেলা ফুটবল একাডেমিকে, হারিয়ান ফুটবল একাডেমি ৮-১ গোলে বগুড়া জেলা জুনিয়র ফুটবল একাডেমিকে, বড়বিল ফুটবল একাডেমি ২-১ গোলে গাইবান্ধা ফুটবল একাডেমিকে, স্যান্টোস ফুটবল একাডেমি ২-০ গোলে ফুলবাড়ী ফুটবল একাডেমিকে, হাজিরহাট ফুটবল একাডেমি ৬-১ গোলে হিমালয় ফুটবল একাডেমিকে, মুন্সিবাজার ফুটবল একাডেমি ১-০ গোলে শমসেরনগর ফুটবল একাডেমিকে, ফুটবল একাডেমি শ্রীমঙ্গল ২-০ গোলে ভৈরবগঞ্জ ফুটবল একাডেমিকে, সায়েবুল স্পোর্টস একাডেমি ২-০ গোলে মিরপুর স্পোর্টস একাডেমিকে এবং জাবেদ ফুটবল একাডেমি ২-১ গোলে সাঞ্জানা ফুটবল একাডেমিকে পরাজিত করেছে। টুকু ফুটবল একাডেমি গোলশূন্য ড্র করেছে মিরগর ফুটবল একাডেমির সঙ্গে। সেভেন স্টার ফুটবল একাডেমি ২-২ গোলে সাতকানিয়া ফুটবল একাডেমির সঙ্গে ড্র করেছে।
২০ ডিসেম্বর, ২০২৩
X