ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সৌদিতে ক্যাম্প করবেন জামাল-মোরসালিনরা

বাংলাদেশ ফুটবল দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ফুটবল দল। ছবি : সংগৃহীত

দেশের বাইরে নিয়মিত ক্যাম্প করে থাকে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সবশেষ ২০২৩ সালের মার্চে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করেছিল জামাল-তপুরা। তিন সপ্তাহের নিবিড় সেই ক্যাম্পের ফলে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলে লাল-সবুজেরা। এমনটা দাবি ছিল দলের কোচ ও ফুটবলারদের।

চলতি বছর মার্চে বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে জামাল-মোরসালিনরা। তার আগে আবারও সৌদি আরবে ক্যাম্প করবে বাংলাদেশ দল। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।

তিনি বলেন, ‘২ মার্চ সৌদি আরব যাবে বাংলাদেশ দল। সেখানে আল তাঈফ শহরে ক্যাম্প করবে ও কিং ফাহাদ স্টেডিয়ামে অনুশীলন করবে। সেখান থেকে ১৭ মার্চ কুয়েত রওনা হবে। ২১ মার্চ ম্যাচ খেলে দেশে ফিরে হোম ম্যাচের প্রস্তুতি নেবে।’

এছাড়াও বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম লেগ ২৪ ফেব্রুয়ারি শেষ হবে। মার্চ উইন্ডোর দুই ম্যাচের জন্য পরের দিন জাতীয় দল ঘোষণা হতে পারে। ২ মার্চ সৌদি আরব রওনা হওয়ার আগে দেশে কোনো অনুশীলন হবে না বলে জানান কমিটির চেয়ারম্যান, ‘ফেব্রুয়ারি মাস এমনিতেই স্বল্প। লিগের পর খেলোয়াড়দের কয়েক দিন বিশ্রাম দেওয়া হবে। দেশে কোনো অনুশীলন হবে না। একেবারে সৌদি আরবে হবে।’

আগামী ২ মার্চ সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ। ১৭ মার্চ পর্যন্ত সেখানে অবস্থান করবে। আল তাইফ শহরের কিং ফাহাদ স্টেডিয়ামে হবে এই ক্যাম্প। আগামী ২৫ ফেব্রুয়ারি দল ঘোষণা করবেন প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে বাফুফে।

এদিকে বাংলাদেশের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা দল নিয়ে বলেন, “অনেক বিষয় নিয়েই আলোচনা হয়েছে। নভেম্বরের কার্যক্রমের পর্যালোচনা এবং আসন্ন ম্যাচের লক্ষ্য নিয়েও আমরা কথা বলেছি। গত বছর আমরা যা অর্জন করেছি, তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সৌদি আরবে পরিচালিত ক্যাম্পে। এ যাত্রায়ও আমাদের লক্ষ্য আছে। গোটা দল একসঙ্গে সেখানে দুই সপ্তাহ অনুশীলন করবে। যা আমাদের জন্য ইতিবাচক। স্থানীয় বেশকিছু খেলোয়াড় লিগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কেউ গোল করেছেন, কেউ অ্যাসিস্ট করেছেন। এটা আমাদের জন্য ইতিবাচক।”

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ দিন সাগরে ভেসে জীবিত ফিরলেন মোরশেদ

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছে নারী আম্পায়ার

মওলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা শুরু

বিএনপি কর্মীদের নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিলেন জয়

খাঁচায় বন্দি রেখে পাখি পালন করা কি জায়েজ আছে?

সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের কাণ্ড

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

নদীতে ভাসছিল নিখোঁজ চালকের মরদেহ, উধাও অটো

টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন মোবাইল থেকে যেভাবে করবেন

দুদকের দুই উপ-পরিচালক বরখাস্ত

১০

দলের স্বার্থে খেলে কপাল পুড়ল দুই ক্রিকেটারের, দাবি অশ্বিনের

১১

মহাখালীর সাত তলা বস্তিতে ভয়াবহ আগুন 

১২

আমি দায়িত্ব নেওয়ার পর ১২টা হাতি মরে গেছে : রিজওয়ানা

১৩

প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৪

ঢাবির ১৮ হল সংসদের প্রার্থী ঘোষণা ছাত্রদলের

১৫

স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

১৬

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

১৭

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক

১৮

টাকা ছাড়াই খাওয়া যায় যে ক্যাফেতে, দিতে হবে প্লাস্টিক বর্জ্য

১৯

বঞ্চিত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটির ২য় প্রতিবেদন পেশ

২০
X