বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) একাডেমি চ্যাম্পিয়নশিপে সোহাগ খানের হ্যাটট্রিকে ঢাকা গোল্ডেন ফুটবল একাডেমি ১২-২ গোলের বড় ব্যবধানে ধানমন্ডি স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে।
দিনের অন্যান্য ম্যাচে হামিদ স্পোর্টস একাডেমি ৭-০ গোলে উত্তরা ফ্রেন্ডস ক্লাব ফুটবল একাডেমিকে, সাভার স্পোর্টস একাডেমি ২-০ গোলে ভবানীপুর শতদল ফুটবল একাডেমিকে, রিংকু ফুটবল একাডেমি ৪-০ গোলে শফিক ফুটবল একাডেমিকে, ভূঁইয়া ইয়ুথ ফুটবল একাডেমি ২-০ গোলে সানরাইজার্স একাডেমিকে, নটআউট ফুটবল একাডেমি ১-০ গোলে গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমিকে, মরহুম ফরহাদ হোসেন তালুকদার ফুটবল একাডেমি ৩-১ গোলে কাচারিপাড়া ফুটবল একাডেমিকে, আমিন রানা ফুটবল একাডেমি ৩-১ গোলে মানিক ফুটবল একাডেমিকে, প্রভাতী ফুটবল একাডেমি ৪-০ গোলে একরাম ফুটবল একাডেমিকে, চৌফলদণ্ডী ফুটবল একাডেমি ৩-২ গোলে রামু ফুটবল ট্রেনিং সেন্টারকে, কক্সবাজার জেলা ফুটবল একাডেমি ১-০ গোলে পেকুয়া উপজেলা ফুটবল একাডেমিকে, হারিয়ান ফুটবল একাডেমি ৮-১ গোলে বগুড়া জেলা জুনিয়র ফুটবল একাডেমিকে, বড়বিল ফুটবল একাডেমি ২-১ গোলে গাইবান্ধা ফুটবল একাডেমিকে, স্যান্টোস ফুটবল একাডেমি ২-০ গোলে ফুলবাড়ী ফুটবল একাডেমিকে, হাজিরহাট ফুটবল একাডেমি ৬-১ গোলে হিমালয় ফুটবল একাডেমিকে, মুন্সিবাজার ফুটবল একাডেমি ১-০ গোলে শমসেরনগর ফুটবল একাডেমিকে, ফুটবল একাডেমি শ্রীমঙ্গল ২-০ গোলে ভৈরবগঞ্জ ফুটবল একাডেমিকে, সায়েবুল স্পোর্টস একাডেমি ২-০ গোলে মিরপুর স্পোর্টস একাডেমিকে এবং জাবেদ ফুটবল একাডেমি ২-১ গোলে সাঞ্জানা ফুটবল একাডেমিকে পরাজিত করেছে।
টুকু ফুটবল একাডেমি গোলশূন্য ড্র করেছে মিরগর ফুটবল একাডেমির সঙ্গে। সেভেন স্টার ফুটবল একাডেমি ২-২ গোলে সাতকানিয়া ফুটবল একাডেমির সঙ্গে ড্র করেছে।
মন্তব্য করুন