ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের অনুরোধে বাংলাদেশের ম্যাচের সূচিতে পরিবর্তন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বেশ কিছুদিন বিরতির পর বাংলাদেশ জাতীয় দলের ব্যস্ততা আবার শুরু হচ্ছে। মার্চ মাসে বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নামবে জামাল-মোরসালিনরা। তবে মার্চের সেই ম্যাচগুলোর আগে বাংলাদেশের সামনের সূচিতে পরিবর্তন এসেছে। ফিফার মার্চ উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলার কথা বাংলাদেশের। তবে যাদের বিপক্ষে খেলা সেই ফিলিস্তিনের অনুরোধেই পরিবর্তিত হচ্ছে ম্যাচের সূচি।

পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে হোম এবং ২৬ মার্চ অ্যাওয়ে ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে যুদ্ধবিধ্বস্ত দেশটির অনুরোধে সূচিতে পরিবর্তন হয়ে বাংলাদেশ ফিলিস্তিনের বিপক্ষে আগে অ্যাওয়ে খেলে পরবর্তীতে হোম ম্যাচ খেলবে। রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।

জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘ফিলিস্তিনের অনুরোধে আমরা হোম ম্যাচের তারিখটা অদলবদল করেছি ফিফার সঙ্গে কথা বলে। এটা আমাদের জন্য ভালো হয়েছে। কারণ, সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করে আমরা সরাসরি কুয়েতে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচটি খেলে দেশে ফিরব। এরপর ২৬ তারিখ ওদের সঙ্গে কিংস অ্যারেনায় খেলা।’

সূচিতে ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে হোম ম্যাচটি খেলার কথা থাকলেও ফিলিস্তিনের অনুরোধে অ্যাওয়ে ম্যাচটি খেলবে বাংলাদেশ। তবে অ্যাওয়ে ম্যাচটি ফিলিস্তিনে নয়, হবে কুয়েতে। কারণ যুদ্ধবিধ্বস্ততার কারণে অন্য দেশে হোম ম্যাচগুলো খেলে থাকে ফিলিস্তিন।

এই ম্যাচের জন্য সৌদি আরবে দুই সপ্তাহের ক্যাম্প করবে বাংলাদেশ। ২ মার্চ সৌদির পথে রওনা দেওয়ার কথা জামাল ভূঁইয়াদের। এরপর ১৭ মার্চ বাংলাদেশ দল কুয়েতে যাবে ক্যাম্প শেষ করে। আর সৌদি থেকে কুয়েত নিকটবর্তী হওয়ায় বাংলাদেশ আগে হোমের পরবর্তী অ্যাওয়ে ম্যাচ খেলবে। কুয়েতের সঙ্গে সৌদি আরবের আবহাওয়ার মিল থাকায় ক্যাম্পটি খেলোয়াড়দের মানিয়ে নিতে সহায়তা করবে বলেও জানান কাজী নাবিল। ক্যাম্প চলাকালীন প্রীতি ম্যাচ খেলার বিষয়ে আলোচনা চলছে।

এদিকে সৌদিতে বাংলাদেশের অনুশীলন ক্যাম্পের খরচ দেশটির ফুটবল ফেডারেশনই বহন করবে। বাফুফেকে শুধু সৌদি আরবে যাওয়ার বিমানভাড়া গুনতে হবে। সৌদি আরবের আল-তায়িফ শহরের কিং ফাহাদ স্পোর্টস সিটিতে এ ক্যাম্প হবে। কাজী নাবিল জানান, ‘বিশ্বকাপ বাছাইপর্বের আগে দুটি প্রস্তুতি ম্যাচ নিয়েও কথা চলছে। সৌদি ফুটবল ফেডারেশনই এ প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করবে বলে আমরা আশা করছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহ-৪ আসনে একের পর এক আচরণবিধি লঙ্ঘন, নির্বিকার প্রশাসন

জয়ার সাফল্যের আরেক অধ্যায়

হঠাৎ যশোর আইটি পার্ক রিসোর্ট বন্ধে দিশাহারা ৬৪ কর্মী

বুর্কিনা ফাসোর সব রাজনৈতিক দল বিলুপ্ত ঘোষণা

শুক্রবার ছড়ানো গুজবে স্বর্ণের দামে বড় পতন

সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে আটকা শত শত যানবাহন

বিমানবন্দরে তল্লাশির মুখে শাহরুখ খান

মিমির পাশে শুভশ্রী

৫০তম বিসিএসের প্রিলি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন

১০

বুয়েট ভর্তি পরীক্ষায় দেশসেরা গজারিয়ার আকিফ

১১

৭ ফেব্রুয়ারি জন্মভূমি সিলেটে যাবেন জামায়াত আমির

১২

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে অত্যাধুনিক থার্মাল ড্রোন ব্যবহার শুরু

১৩

শেষ সপ্তাহের হলিউড

১৪

আবু সাঈদের কবর জিয়ারত শেষে জনসভায় যোগ দেবেন তারেক রহমান

১৫

ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নতুন অনিশ্চয়তা

১৬

ইরান সংকট / ট্রাম্পের যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে মার্কিন বাহিনী প্রস্তুত

১৭

বিয়ের দুই মাসের মাথায় স্বামীর মৃত্যু, স্ত্রী কারাগারে, ঘটকও প্রাণ হারালেন

১৮

ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে বাংলাদেশ বিমানকে বরণ করে নিল পাকিস্তান

১৯

স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের বড় ব্যবধানে জয়

২০
X