ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের অনুরোধে বাংলাদেশের ম্যাচের সূচিতে পরিবর্তন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বেশ কিছুদিন বিরতির পর বাংলাদেশ জাতীয় দলের ব্যস্ততা আবার শুরু হচ্ছে। মার্চ মাসে বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নামবে জামাল-মোরসালিনরা। তবে মার্চের সেই ম্যাচগুলোর আগে বাংলাদেশের সামনের সূচিতে পরিবর্তন এসেছে। ফিফার মার্চ উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলার কথা বাংলাদেশের। তবে যাদের বিপক্ষে খেলা সেই ফিলিস্তিনের অনুরোধেই পরিবর্তিত হচ্ছে ম্যাচের সূচি।

পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে হোম এবং ২৬ মার্চ অ্যাওয়ে ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে যুদ্ধবিধ্বস্ত দেশটির অনুরোধে সূচিতে পরিবর্তন হয়ে বাংলাদেশ ফিলিস্তিনের বিপক্ষে আগে অ্যাওয়ে খেলে পরবর্তীতে হোম ম্যাচ খেলবে। রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।

জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘ফিলিস্তিনের অনুরোধে আমরা হোম ম্যাচের তারিখটা অদলবদল করেছি ফিফার সঙ্গে কথা বলে। এটা আমাদের জন্য ভালো হয়েছে। কারণ, সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করে আমরা সরাসরি কুয়েতে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচটি খেলে দেশে ফিরব। এরপর ২৬ তারিখ ওদের সঙ্গে কিংস অ্যারেনায় খেলা।’

সূচিতে ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে হোম ম্যাচটি খেলার কথা থাকলেও ফিলিস্তিনের অনুরোধে অ্যাওয়ে ম্যাচটি খেলবে বাংলাদেশ। তবে অ্যাওয়ে ম্যাচটি ফিলিস্তিনে নয়, হবে কুয়েতে। কারণ যুদ্ধবিধ্বস্ততার কারণে অন্য দেশে হোম ম্যাচগুলো খেলে থাকে ফিলিস্তিন।

এই ম্যাচের জন্য সৌদি আরবে দুই সপ্তাহের ক্যাম্প করবে বাংলাদেশ। ২ মার্চ সৌদির পথে রওনা দেওয়ার কথা জামাল ভূঁইয়াদের। এরপর ১৭ মার্চ বাংলাদেশ দল কুয়েতে যাবে ক্যাম্প শেষ করে। আর সৌদি থেকে কুয়েত নিকটবর্তী হওয়ায় বাংলাদেশ আগে হোমের পরবর্তী অ্যাওয়ে ম্যাচ খেলবে। কুয়েতের সঙ্গে সৌদি আরবের আবহাওয়ার মিল থাকায় ক্যাম্পটি খেলোয়াড়দের মানিয়ে নিতে সহায়তা করবে বলেও জানান কাজী নাবিল। ক্যাম্প চলাকালীন প্রীতি ম্যাচ খেলার বিষয়ে আলোচনা চলছে।

এদিকে সৌদিতে বাংলাদেশের অনুশীলন ক্যাম্পের খরচ দেশটির ফুটবল ফেডারেশনই বহন করবে। বাফুফেকে শুধু সৌদি আরবে যাওয়ার বিমানভাড়া গুনতে হবে। সৌদি আরবের আল-তায়িফ শহরের কিং ফাহাদ স্পোর্টস সিটিতে এ ক্যাম্প হবে। কাজী নাবিল জানান, ‘বিশ্বকাপ বাছাইপর্বের আগে দুটি প্রস্তুতি ম্যাচ নিয়েও কথা চলছে। সৌদি ফুটবল ফেডারেশনই এ প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করবে বলে আমরা আশা করছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপিসহ ৬টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির বৈঠক চলছে

নিউইয়র্কে ফ্ল্যাট, হীরাখচিত মুকুট ও ব্যক্তিগত বিমান, মিথিলা কি পাবেন সেই স্বপ্নের চাবি?

বিজয় দিবস উদযাপনে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুরে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

ডিআরইউ ক্রিকেটে কালবেলার বিশাল জয়, ম্যান অব দ্যা ম্যাচ শেখ হারুন

মেজর জলিল ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দি : রাশেদ প্রধান

মডেল-অভিনেত্রী জিনা লিমার রহস্যময় মৃত্যু

খাসোগি হত্যার বিষয়ে কিছুই জানতেন না সৌদি যুবরাজ : ট্রাম্প

তারেক রহমানকে নিয়ে ‘সংকট সংগ্রামে সাফল্য’ শীর্ষক তথ্যচিত্র মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার

তারেক রহমানের জন্মদিনে ছাত্রদলের দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণের নির্দেশ

১০

নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন : প্রধান উপদেষ্টা

১১

‘আশুলিয়ায় ছয়টি মরদেহ পেট্রোল ঢেলে পুড়িয়ে দেন ওসি সায়েদ ও এএসআই বিশ্বজিৎ’

১২

স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট আনতে গ্রামীণফোন ও বিএসসিএলের চুক্তি

১৩

গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

১৪

বিপিএল: বিশ্বকাপজয়ী মারকুটে ব্যাটারকে দলে ভেড়ানোর ইঙ্গিত ঢাকার

১৫

সাংবাদিক সোহেলকে তথ্য যাচাইয়ের জন্য আনা হয়েছিল : ডিএমপি

১৬

শরীয়তপুরের উন্নয়নে কাঁধে কাঁধ মিলে কাজ করব : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৭

যুবদল নেতা হত্যা : শীর্ষ সন্ত্রাসী ‘পাতা সোহেল’সহ গ্রেপ্তার ২

১৮

ফেসবুক মার্কেটপ্লেসে বড় পরিবর্তন

১৯

লটারির মাধ্যমে ডিসি-এসপি বদলির দাবি গোলাম পরওয়ারের

২০
X