জনবল সংকটে বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স
বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবল সংকট থাকায় কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা। হাসপাতালে সরকারি ৩টি অ্যাম্বুলেন্সের মধ্যে দুটি অকেজো অবস্থায় পড়ে আছে। অপর অ্যাম্বুলেন্সটি প্রায় সময়ই রোগী নিয়ে বরিশাল টু বাকেরগঞ্জ আসা যাওয়ার মধ্যে থাকলে জরুরি প্রয়োজনের সময় সংকট দেখা দেয় বলে অভিযোগ রোগীদের। গত ৩১ মার্চ রাতে উপজেলার কলসকাঠি ইউনিয়নের বেবাজ গ্রামের বাবুল হাওলাদার নামে এক ব্যক্তি পারিবারিক কলহের কারণে বিষ পান করেন। এ সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগে জনবল না থাকায় চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। তাৎক্ষণিক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিষ পান করা রোগীকে ওয়াশ না করিয়ে বরিশাল পাঠানোর বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাওন খান বলেন, আমাদের জনবল না থাকাতে ওয়াশ করা সম্ভব হয়নি। এ ছাড়াও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত এক বছর অ্যানেস্থেসিয়া কনসালট্যান্ট পদটি খালি রয়েছে। অপারেশন সেবা চালু হলেও আয়া, ওয়ার্ড বয়, ক্লিনার ও দারোয়ানসহ পরিচ্ছন্নতাকর্মীর পদশূন্য থাকায় সেবা নিতে রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। মাত্র দুজন পরিচ্ছন্নতাকর্মীকে আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ করানো হচ্ছে, যা দিয়ে পুরো হাসপাতালটি পরিচ্ছন্ন রাখা সম্ভব হচ্ছে না। সূত্র আরও জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন স্থানীয় সংসদ সদস্য। তবে বাস্তবে ৫০ শয্যার কোনো কার্যক্রম শুরু না হওয়ায় ৩০ শয্যায় চলছে চিকিৎসাসেবা। ইউনুছ হালদার নামে এক রোগী অভিযোগ করে বলেন, বেশির ভাগ সময় হাসপাতালে চিকিৎসক পাওয়া যায় না। দিনের বেলায় চিকিৎসক থাকলেও রাতের বেলায় তেমন একটা পাওয়া যায় না। এদিকে নোংরা পরিবেশের কারণে হাসপাতাল ভবনের দেয়াল ও ছাদেও নানা জাতের আগাছা গজিয়েছে। এতে দেয়াল ফেটে যাওয়ার উপক্রম। দেয়াল বেয়ে পানি পড়ে। হাসপাতালের চিকিৎসক, নার্সসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের কোয়ার্টারগুলোও পরিত্যক্ত অবস্থায়, যা বসবাসের অনুপযোগী। স্থানীয় বাসিন্দা হাসান মোল্লা জানান, হাসপাতালের ভেতর ও বাইরের পরিবেশ খুবই খারাপ। টয়লেটগুলোর অবস্থা আরও ভয়াবহ। দীর্ঘদিন পরিষ্কার না করায় এগুলোর অবস্থা এতই খারাপ যে টয়লেট ব্যবহার করলে রোগীরা আরও অসুস্থ হয়ে পড়বে। এ বিষয়ে জানতে চেয়ে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রশাধ অধিকারীর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ সম্ভব হয়নি।
০৭ মে, ২০২৪

৭ ডিসেম্বর : বাকেরগঞ্জ হানাদারমুক্ত দিবস আজ
বরিশালের বাকেরগঞ্জে পাক হানাদারমুক্ত দিবস আজ। ১৯৭১ সালের ৭ ডিসেম্বর পাক হানাদারমুক্ত করে আকাশে উত্তোলন করা হয় স্বাধীনতার লাল সবুজ পতাকা। ওই দিন মুক্তিযোদ্ধাদের জয় বাংলা স্লোগানে প্রকম্পিত হয় বাকেরগঞ্জের মাটি। সমবেত আক্রমণে রাজাকার, আলবদর, আলশামস, পুলিশ, ইপিআরসহ মোট ১৭ জন নিহত হয় এবং বহু কুখ্যাত লোক মুক্তিযোদ্ধাদের হাতে বন্দি হয়।  মহান মুক্তিযুদ্ধে বাকেরগঞ্জে প্রায় চার শতাধিক মানুষকে নির্মমভাবে হত্যা করা হয় এবং বহু ঘরবাড়ি পুড়িয়ে অনেক নারীর সম্ভ্রম হরণ করা হয়। তার মধ্যে কলসকাঠী, শ্যামপুর, গারুড়িয়া, দূর্গাপাশায় নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়। মুক্তিযুদ্ধের নীরব সাক্ষী ঐতিহাসিক কলসকাঠীসহ বিভিন্ন স্থানসমূহের মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ আগামী প্রজন্মের জন্য সংস্করণ করার দাবি জানিয়েছে বাকেরগঞ্জবাসী। এ ছাড়াও পাক হানাদারমুক্ত দিবস উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাদের হাওলাদার জানান, ৭ ডিসেম্বর বৃহস্পতিবার দিবসটি যথাযথ মর্যাদায় পালনের জন্য উপজেলা মুক্তিযোদ্ধাদের কর্মসূচির মধ্যে রয়েছে। সকাল সাড়ে ৮টায় মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন, সকাল ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকাল সাড়ে ৯টায় বাকেরগঞ্জ মুক্তিযোদ্ধা ভবনে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
০৭ ডিসেম্বর, ২০২৩

পদত্যাগ করলেন বাকেরগঞ্জ উপজেলা চেয়ারম্যান চুন্নু
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন বাকেরগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামসুল আলম চুন্নু।  মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। বিষয়টি শামসুল আলম নিজেই নিশ্চিত করেছেন। শামসুল আলম বরিশালের বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি বলেন, ‘আমি মনে করি উপজেলা পর্যায়ে আমার জনপ্রিয়তা রয়েছে। তাই জাতীয় সংসদ নির্বাচনে আমার বিজয়ের বিষয়েও আমি আশাবাদী। আর তাই সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছি। আমি নিজেই ঢাকায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছি। বুধবার (২৯ নভেম্বর) সকালে সংসদ নির্বাচনের মনোনয়নপত্র ক্রয় করব।’ এ ছাড়া বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র দাখিল করবেন বলেও জানান তিনি। প্রসঙ্গত, বাকেরগঞ্জ উপজেলার টানা তিনবারের উপজেলা চেয়ারম্যান শামসুল আলম চুন্নু। ইতোপূর্বে নিজ উপজেলায় শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বরিশাল বিভাগে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে সম্মাননাও পেয়েছেন তিনি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন শামসুল আলম চুন্নু। তবে এ আসনে দল থেকে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মেজর (অব.) হাফিজ মল্লিক।
২৮ নভেম্বর, ২০২৩
X