বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

কিট না থাকায় ডেঙ্গু পরীক্ষা বন্ধ বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন। ছবি : কালবেলা
বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন। ছবি : কালবেলা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিট না থাকায় এক মাস ধরে ডেঙ্গু পরীক্ষা বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়ছেন রোগীরা।

কবে নাগাদ স্বাস্থ্য কমপ্লেক্সটিতে কিট পৌঁছাবে তা-ও বলতে পারছেন না স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

এদিকে এ সুযোগে স্থানীয় বেসরকারি হাসপাতালগুলোতে সরকারি হাসপাতালের ফি’র চেয়ে বেশি টাকায় ডেঙ্গু পরীক্ষা করার অভিযোগ উঠেছে।

সম্প্রতি সারা দেশের মতো বরিশালে এডিস মশার প্রকোপ বৃদ্ধি পায়। বাড়ছে ডেঙ্গুজ্বরে আক্রান্তের রোগী।

এ জ্বরের লক্ষণ সবার ক্ষেত্রে সমান না হওয়ায় সতর্কতাবশত চিকিৎসকরা রোগীদের ডেঙ্গু পরীক্ষার পরামর্শ দিয়ে থাকেন। এ কারণেও ডেঙ্গু পরীক্ষার চাপ বাড়ছে।

বাকেরগঞ্জ উপজেলায় জুলাই মাসে সাধারণ জ্বর ও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও তারা সরকারি হাসপাতাল থেকে শতভাগ সেবাপ্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন।

কারণ, কিট না থাকায় বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাস ধরে ডেঙ্গু পরীক্ষা বন্ধ রয়েছে। তাই রোগীরা ডেঙ্গু পরীক্ষার জন্য স্থানীয় হাসপাতালগুলোতে ছুটছেন।

বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের বাসিন্দা বাদল বয়াতি বলেন, ‘তিন সপ্তাহ আগে বাকেরগঞ্জ হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার জন্য ভাতিজাকে নিয়ে গিয়ে ফিরে আসতে হয়েছে। হাসপাতাল থেকে জানানো হয়েছে কিট নেই। তাই বাধ্য হয়ে স্থানীয় ক্লিনিকে ৫০০ টাকায় পরীক্ষা করাতে হয়।’

তিনি আরও বলেন, ‘এখন আমিও জ্বরে আক্রান্ত। আবার হাসপাতালটিতে গেছি। কিন্তু ডেঙ্গু পরীক্ষা এখনও হচ্ছে না। সরকার আমাদের জন্য ৫০ টাকায় পরীক্ষার সুযোগ দিলেও সে সেবা পেলাম না।’

ডেঙ্গু আক্রান্ত হাসান নামের এক রোগীর আত্মীয় পরী বেগম বলেন, ‘হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট নেই। এটা মানতে পারছি না। একজন রোগীকে অজপাড়া গাঁ থেকে নিয়ে হাসপাতালে আসাটাই কষ্টের। সেখানে ডেঙ্গু পরীক্ষা করতে না পেরে ফের হাসপাতাল থেকে অন্য বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ায় রোগী ও স্বজনদের জন্য ভোগান্তির। তাই শতভাগ সেবা নিশ্চিতের জন্য শিগগিরই কিটের সরবরাহ নিশ্চিতের দাবি জানাই।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রশাদ অধিকারী শনিবার সকালে কালবেলাকে বলেন, ‘বরিশালের সিভিল সার্জন মারিয়া হাসানকে জানিয়েছি। তিনি বলেছেন, আমি ওপরে কথা বলে দেখি। এ ছাড়া ডেঙ্গু পরীক্ষার কিটের জন্য দুবার চাহিদাপত্র পাঠিয়েছি। কিট হাসপাতালে পৌঁছালে ডেঙ্গুর পরীক্ষা শুরু হবে। কবে নাগাদ এ কিট পৌঁছাবে তা নিশ্চিত করে বলতে পারছি না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য পরামর্শ / রান্নায় সরিষার তেলে ঝুঁকি ও অসংক্রামক রোগ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ৫৮% মার্কিনি : রয়েটার্স

স্পেনের বাইরে লা লিগার ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানাল ফুটবলাররা

দুবাইয়ে যাওয়ার ৪ মাস পরই ৩ কোটির লটারি জিতলেন প্রবাসী

এনজো ফার্নান্দেজের মুখে রিয়াল মাদ্রিদের নাম, বাড়ছে গুঞ্জন

কেশবপুরে নারী সমাবেশ/ / ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

১০

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

১১

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

১২

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

১৩

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

১৪

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

১৫

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

১৬

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১৭

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১৮

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১৯

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

২০
X