হত্যার পর দুই ফিলিস্তিনিকে বুলডোজার দিয়ে বালুচাপা দিল ইসরায়েল
দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল। এরপর তাদের লাশ বুলডোজার দিয়ে বালু চাপা দিয়েছে ইসরায়েলের সেনারা। বৃহস্পতিবার (২৮ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, গুলি করে হত্যার এ ঘটনা ঘটেছে অবরুদ্ধ গাজা উপত্যাকার একটি সৈকতে। সেখানে ইসরায়েলের সামরিক বুলডোজার দিয়ে তাদের লাশ বালুচাপা দেওয়া হয়েছে। এ ঘটনার ভিডিও ফুটেজ পেয়েছে আলজাজিরা।  ভিডিও ফুটেজে দেখা যায়, ওই দুই নিরস্ত্র ফিলিস্তিনি সৈকতে হাঁটছিলেন। একপর্যায়ে তাদের একজনকে বারবার সাদা কাপড় নাড়তে দেখা যায়। কোনো হুমকি সৃষ্টি না করা সত্ত্বেও একপর্যায়ে তাদের দুজনকে গুলি করে ইসরায়েলি সেনারা। এরপর তাদের লাশ বুলডোজার দিয়ে বালুচাপা দেওয়া হয়।  WATCH: Israeli military forces have killed two unarmed Palestinian men in the northern Gaza Strip. Footage shows Israeli troops opening fire on the two men who were walking along al-Rashid Street and the al-Nablusi roundabout in Gaza City. pic.twitter.com/fnTfBa4NAN — Palestine Highlights (@PalHighlight) March 28, 2024 ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস দুই ফিলিস্তিনিকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলছে, এ ঘটনা ইসরায়েলি ফ্যাসিবাদ ও অপরাধের মাত্রার আবারও প্রমাণ দিয়েছে। এটাই তাদের ইহুদিবাদী আচরণকে প্রতিনিধিত্ব করছে।  যুক্তরাষ্ট্রভিত্তিক মুসলিম নাগরিক অধিকার গোষ্ঠী কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক বিলেশনস (সিএআইআর) এ ঘটনায় জাতিসংষের তদন্ত দাবি করেছে। তারা জানিয়েছে, গাজার সৈকতে নিরস্ত্র দুই ফিলিস্তিনিকে হত্যা ও তাদের লাশ বালুচাপার ঘটনায় জাতিসংঘের অবশ্যই তদন্ত করতে হবে।  গত অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। দেশটির সেনাদের এ হামলায় এখন পর্যন্ত ৩২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে হামাসের পাল্টা হামলায় ইসরায়েলের এক হাজার ২০০ লোক নিহত হয়েছেন। 
২৮ মার্চ, ২০২৪

পাবনায় বালুচাপা পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
পাবনার ঈশ্বরদীতে বালুচাপায় দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী সাঁড়া ঘাটে এ ঘটনা ঘটে। আরও পড়ুন : ‘পুলিশের গায়ে যদি হাত পড়ে, সেই হাত আস্ত থাকবে না’ নিহতরা হলো সাঁড়া ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাসান আলীর ছেলে জিহাদ হোসেন (১০) ও একই এলাকার আশরাফুল ইসলামের ছেলে হিমেল (৯)। তারা দুজনই সাঁড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। স্থানীয়রা জানান, বিকেলে স্কুল ছুটির পর সাঁড়া ঘাটের ব্লকপাড়ার পদ্মা নদীর তীরে বালু ব্যবসায়ী মারুফ হোসেনের বালুর স্তূপের নিচে খেলতেছিলেন জিহাদ ও হিমেল। হঠাৎ দুজনের ওপর বালুর স্তূপ ধসে পড়ে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিবারের সদস্যরা তাদের খুঁজতে গিয়ে বালুর স্তূপে পা বের হওয়া অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক রানা সরদার বলেন, দুই শিশুর মৃত্যুর খবরটি দুঃখজনক। বসত বাড়ির আশপাশে বালুর স্তূপ রাখা সম্পূর্ণ বেআইনি।  ওই বালুর স্তূপ ঈশ্বরদী পৌর কমিশনার জাহাঙ্গীর হোসেনের ভাই মারুফ হোসেনের বলে জানা গেছে।
০৭ আগস্ট, ২০২৩
X