বিআইডব্লিউটিএ অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচন / বিনা ভোটে জয় পেতে চলছে তুঘলকি কাণ্ড
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অধিকাংশ কর্মকর্তাই অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিওএ) আসন্ন নির্বাচন স্থগিত চান। তাদের অভিযোগ, বাস্তবতাবিবর্জিত তপশিল ঘোষণা ও লোক দেখানো নির্বাচনের মাধ্যমে বিশেষ কয়েক কর্মকর্তাকে জয়ী করার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। এছাড়া এ ধরনের তপশিল ও নির্বাচন আয়োজনকে ভেল্কিবাজির ভোট বলেও মন্তব্য করেছেন অনেকে। তবে বিআইডব্লিউটিএর অত্যন্ত প্রভাবশালী ঊর্ধ্বতন তিন কর্মকর্তার ভয়ে মুখ খুলতে পারছেন না তারা। এ তিন কর্মকর্তা হলেন- আসন্ন নির্বাচনে সম্ভাব‍্য সভাপতি প্রার্থী ও প্রধান প্রকৌশলী (ড্রেজিং) রকিবুল ইসলাম তালুকদার, সম্ভাব‍্য সাধারণ সম্পাদক প্রার্থী ও অতিরিক্ত পরিচালক (বন্দর) এ কে এম আরিফ উদ্দিন এবং সম্ভাব‍্য সহসভাপতি প্রার্থী ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ড্রেজিং) ছাইদুর রহমান। তাদের প্রথম দুজন বিএনপিপন্থি কর্মকর্তা এবং ছাত্রজীবনে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা ছিলেন। এর মধ্যে রকিবুল ইসলাম তালুকদার রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট) ও আরিফ উদ্দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল করতেন। আর তৃতীয়জন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাইদুর রহমান ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তিন কর্মকর্তার বিরুদ্ধেই দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) সেসব অভিযোগ অনুসন্ধান করছে। এছাড়া আরিফ উদ্দিনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপনে নৌকাবাইচ কেলেঙ্কারির গুরুতর অভিযোগ রয়েছে। সূত্রগুলোর অভিযোগের পরিপ্রেক্ষিতে অনুসন্ধানে জানা গেছে, রকিবুল ইসলাম ও আরিফ উদ্দিনের নেতৃত্বাধীন প্যানেলকে বিনাভোটে জয়ী করতে সম্পূর্ণ অবাস্তব তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বহু বছর পর আগামী শনিবার (৯ মার্চ) বিওএ অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচনের ভোটগ্রহণের কথা। তবে ঘোষিত তপশিল অনুযায়ী, ওইদিনই মনোনয়নপত্র বিক্রি, জমা, বাছাই, খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, প্রার্থীদের বিরুদ্ধে আপত্তি (যদি থাকে) দাখিল ও শুনানি, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ভোটগ্রহণ। এ যেন এক জাদুকরের ভেল্কিবাজি! সংশ্লিষ্ট একাধিক সূত্রের অভিযোগ, রকিব-আরিফ প্যানেলের বাইরে অন্য কোনো প্যানেল যাতে প্রতিদ্বন্দিতা করতে না পারে এবং এই প্যানেলের সবাই যেন বিনাভোটেই জয় পান, সে লক্ষ্যেই এসব তোঘলকি কাণ্ড চলছে। মূলত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বঙ্গবন্ধুর আদর্শে লালিত আওয়ামীপন্থি কর্মকর্তাদের নেতৃত্ব থেকে বঞ্চিত করার জন্যই এমন নীলনকশা প্রণয়ন করা হয়েছে বলে বিআইডব্লিউটিএর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের অভিযোগ। তাদের দাবি, প্রশ্নবিদ্ধ তপশিলে বর্ণিত ৯ মার্চ অনুষ্ঠেয় ভোট স্থগিত করে ১০ দিনের মধ্যে গ্রহণযোগ্য কর্মকর্তাদের সমন্বয় নির্বাচন কমিশন পুনর্গঠন এবং আওয়ামীপন্থি ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সম্ভাব‍্য দ্রুত সময়ের মধ্যে নতুন তপশিল ঘোষণা করতে হবে। এ ছাড়া রকিবুল ইসলাম, ছাইদুর রহমান ও আরিফ উদ্দিনের প্রভাবে কিংবা তাদের রোষাণলে পড়ে প্রতিদ্বন্দ্বী আওয়ামীপন্থি কর্মকর্তারা যেন কোনো ধরনের হয়রানি ও ভয়ভীতির শিকার না হন, কর্তৃপক্ষের কাছে সে নিশ্চয়তাও চান তারা। বিষয়ে আওয়ামীপন্থিসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কর্মকর্তারা বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের সদয় হস্তক্ষেপ কামনা করেন। প্রধান নির্বাচন কমিশনার ও সংস্থার পরিচালক (বন্দর ও পরিবহন) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি সম্প্রতি ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেন। বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, কমিটির মেয়াদ দুই বছর হলেও এবার নির্বাচন হচ্ছে দীর্ঘ আট বছর পর। সর্বশেষ নির্বাচিত কমিটি ছয় বছর দায়িত্ব পালনের পর এডহক কমিটি আরও প্রায় দুই বছর দায়িত্বে রয়েছে। এদিকে দীর্ঘদিন পর নির্বাচনের তারিখ নির্ধারণ হওয়ায় বিআইডব্লিউটিএর বিভিন্ন পর্যায়ের ৫৯৪ জন কর্মকর্তার (অ্যাসোসিয়েশনের ভোটার) মাঝে শুরুতে বেশ উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছিল। তবে এখন তা হাওয়ায় মিলিয়ে গেছে। কারণ সরাসরি ভোটের পরিবর্তে সাধারণ সভায় কণ্ঠভোটে একটি বিতর্কিত বা কর্তৃত্ববাদী কমিটি গঠনের নীলনকশা চূড়ান্ত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, বিআইডব্লিউটিএতে আওয়ামীপন্থি কর্মকর্তা ও কর্মচারীরা কোণঠাসা। এখানে বিএনপি ও জামায়াতপন্থিরা সবসময়ই শক্তিশালী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানা ১৬ বছরের শাসনেও এখানকার দৃশ্য বদলায়নি। ড্রেজিংয়ের প্রধান প্রকৌশলী রকিব তালুকদার কালবেলাকে বলেন, নিবাচন স্থগিত করার উদ্দেশ্য নিয়ে একটি মহল নানা রকমের অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এতে কাউকে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। 
০৬ মার্চ, ২০২৪

রজনীগন্ধা-৭ উদ্ধারে সংশ্লিষ্টদের সংবর্ধনা দিল বিআইডব্লিউটিএ
পাটুরিয়া ঘাটে দুর্ঘটনাকবলিত ইউটিলিটি ফেরি রজনীগন্ধা-৭ উদ্ধারে সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী এবং ব্যক্তিবর্গকে সংবর্ধনা দিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ- বিআইডব্লিউটিএ।  মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিআইডব্লিউটিএ মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তাফা কামাল। এ আয়োজনে নিমজ্জিত ফেরি উদ্ধারে সম্পৃক্ত আইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, মানিকগঞ্জ জেলা প্রশাসন, বাংলাদেশ নৌবাহিনীর বানৗজা শেখ মুজিব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে প্রাতিষ্ঠানিক সম্মাননাসহ ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ ছাড়াও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মাননাপত্র, প্রশংসা পত্রসহ ১১ জনকে আর্থিক প্রণোদনা দেওয়া হয়েছে।  প্রসঙ্গত, গত ১৭ জানুয়ারি সকালে কাভার্ডভ্যান, ট্রাকসহ ৯টি গাড়ি নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের কাছে পদ্মা নদীতে ডুবে যায় ফেরি রজনীগন্ধা। ডুবে যাওয়ার ৭ দিন পর উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ফেরিটিকে নদীতে ভাসাতে সক্ষম হয়। উদ্ধার করা হয় ৭টি ট্রাক। এ ঘটনায় একজনের মৃত্যু হয়।  
২৭ ফেব্রুয়ারি, ২০২৪

বিআইডব্লিউটিএ সিবিএর উপদেষ্টা হলেন সাংবাদিক আশীষ কুমার দে
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সিবিএর উপদেষ্টা মনোনীত হয়েছেন সিনিয়র সাংবাদিক এবং নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক আশীষ কুমার দে। বিআইডব্লিউটিএ শ্রমিক কর্মচারী ইউনিয়নের (নিবন্ধন নং-২১৭৬) কেন্দ্রীয় পরিষদ ও বিভিন্ন শাখা পরিষদের সমন্বয় সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। রাজধানীর মতিঝিলে বিআইডব্লিউটিএ ভবনে গতকাল রোববার (২১ জানুয়ারি) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিবিএ সভাপতি আবুল হোসেন। সংগঠনের সাংগঠনিক সম্পাদক পান্না বিশ্বাসের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন কার্যকরী সভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক ছরোয়ার হুসাইন, সহসভাপতি ফজলুর রহমান ও আলী হোসেনসহ বিআইডব্লিউটিএ শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) বিভিন্ন শাখার নেতারা। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আশীষ কুমার দে। সভায় সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপের পাশাপাশি বিএনপি-জামায়াতসহ স্বাধীনতাবিরোধীরা যাতে কোনো শাখায় অনুপ্রবেশ করে সংগঠন এবং বিআইডব্লিউটিএর কর্মকাণ্ডে বিঘ্ন সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। সভায় প্রতিটি শাখার সদস্যবৃন্দসহ বিআইডব্লিউটিএর সাধারণ শ্রমিক কর্মচারীরা যাতে কর্মক্ষেত্রে বৈষম্য ও হয়রানিমূলক বদলির শিকার না হন, সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। এছাড়া বিআইডব্লিউটিএর প্রবিধানমালা অনুসরণ করে সিবিএকে সকল প্রকার সুবিধা প্রদানেরও দাবি জানান নেতারা।
২২ জানুয়ারি, ২০২৪

মেঘনায় উচ্ছেদ অভিযান চালাবে বিআইডব্লিউটিএ
আগামী ২১ ও ২২ জানুয়ারি দুদিন মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। গতকাল রোববার প্রতিষ্ঠানের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ স্বাক্ষরিত চিঠিতে এ কথা জানানো হয়। উচ্ছেদ কার্যক্রম পরিচালনার জন্য পুলিশ মোতায়েন প্রসঙ্গে দেওয়া চিঠিতে বলা হয়েছে, ঢাকা মহানগরীর চারপাশের নদী বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, তুরাগ, মেঘনাসহ নদীর দূষণ ও বর্জ্য নিষ্কাশনরোধ, অবৈধ দখল, স্থাপনা উচ্ছেদ এবং অবৈধ ভরাট অপসারণের লক্ষ্যে প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। হাইকোর্টের নির্দেশনার ধারাবাহিকতায় মেঘনা নদীবন্দরের নিয়ন্ত্রণাধীন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার নতুন চরচাষী মৌজা থেকে চরজারিরা মৌজা পর্যন্ত মেঘনা নদীর তীরভূমিতে গড়ে ওঠা অবৈধ দখল, স্থাপনা উচ্ছেদ ও ভরাট অপসারণে ২১ ও ২২ জানুয়ারি সকাল ১০টা থেকে বিআইডব্লিউটিএ উচ্ছেদ কার্যক্রম ও মোবাইল কোর্ট পরিচালনা করবে।
১৫ জানুয়ারি, ২০২৪

বিআইডব্লিউটিএ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধানে দুদক
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বন্দর ও পরিবহন বিভাগের অতিরিক্ত পরিচালক এ কে এম আরিফ উদ্দিনের অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ জন্য দুই সদস্যের অনুসন্ধান টিম গঠন করেছে সংস্থাটি। দুদকের উপপরিচালক (অনুসন্ধান ও তদন্ত-২) হাফিজুল ইসলামকে প্রধান করে গঠিত টিমের অপর সদস্য হলেন সহকারী পরিচালক সুভাষ চন্দ্র মজুমদার। সম্প্রতি বিআইডব্লিউটিএর পরিচালক (প্রশাসন) বরাবর লেখা দুদকের এক চিঠিতে আরিফ উদ্দিনের বিভিন্ন তথ্য চাওয়া হয়েছে। চিঠিতে বিআইডব্লিউটিএর কাছে ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নারায়ণগঞ্জ নদীবন্দর এবং ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ঢাকা নদীবন্দরের বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে রাজস্ব আদায়ের খাতওয়ারি বিবরণ, রাজস্ব বাবদ আদায়কৃত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রামাণ্য রেকর্ড (ডিপোজিট স্লিপসহ) ও উল্লিখিত সময়ের ব্যাংকের হিসাববিবরণী। আরিফ উদ্দিন ওই সময় ঢাকা ও নারায়ণগঞ্জ নদীবন্দরের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। চিঠিতে আরিফ উদ্দিন বিআইডব্লিউটিএতে যোগদানের পর থেকে চলতি বছরের জুন পর্যন্ত উত্তোলিত বেতন-ভাতার বিবরণ এবং তার ওপর অর্পিত দায়দায়িত্ব সম্পর্কিত অফিস আদেশগুলো চাওয়া হয়েছে। এ ছাড়া আরিফ উদ্দিন এবং তার স্ত্রী, সন্তান ও ভাইদের নামে ব্যবসা অথবা শেয়ার পরিচালনার আবেদন এবং অনুমোদন সংক্রান্ত যাবতীয় রেকর্ড চাওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, অনুসন্ধানের স্বার্থে গত ৩ আগস্ট তথ্যগুলো চেয়ে চিঠি দেওয়া হয়েছিল। সে সময় বিআইডব্লিউটিএ এতে সাড়া দেয়নি। এরপর চলতি মাসের ৮ তারিখ সকাল ১০টার মধ্যে একই তথ্য-উপাত্ত চেয়ে পুনরায় চিঠি পাঠায় দুদক। তবে এখনো দুদককে কোনো তথ্য-উপাত্ত পাঠায়নি বিআইডব্লিউটিএ। এ বিষয়ে বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক আরিফ উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। বিআইডব্লিউটিএর পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) ওয়াকিল নেওয়াজ বলেন, ‘দুদকের চিঠি পেয়েছি। কিছু কাগজপত্র ও তথ্য চাওয়া হয়েছে, সেগুলো আমরা পাঠাব।’
২০ সেপ্টেম্বর, ২০২৩

করা কাজ আবার করতে চায় বিআইডব্লিউটিএ
সমীক্ষা করে দেশের নদনদীর সংখ্যা, দখল-দূষণ এবং দূষণকারীদের তথ্য প্রকাশ করে থাকে জাতীয় নদী রক্ষা কমিশন। চলতি বছরেও সংস্থাটি নদনদীর বিভিন্ন হালনাগাদ তথ্য সংগ্রহ করে তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। এর পরও একই কাজ করতে চাচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়ের আরেক সংস্থা বিআইডব্লিউটিএ। যদিও এই কাজ বিআইডব্লিউটিএর কার্যপরিধির মধ্যে পড়ে না। তবুও তারা পরিকল্পনা কমিশনে নদী সমীক্ষা করার জন্য একটি প্রকল্প প্রস্তাব করেছে। তবে হালনাগাদ তথ্য থাকার পরও নতুন প্রকল্পের আওতায় একই কাজ করার মাধ্যমে অর্থের অপচয় এবং আইনগত জটিলতা সৃষ্টি হবে উল্লেখ করে আপত্তি জানিয়েছে জাতীয় নদী রক্ষা কমিশন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি পরিকল্পনা কমিশনে ‘নদী সমীক্ষা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রকল্প’ শীর্ষক একটি প্রকল্প প্রস্তাব করেছে বিআইডব্লিউটিএ। এই প্রকল্পের আওতায় দেশের সব নদনদী ও নৌপথ সমীক্ষা, নদনদীর গতিপথ ও বিদ্যমান দখল, দূষণ, ভাঙন ও নাব্য মৌজাওয়ারি তথ্য সংগ্রহ, দূষণ ও দূষণের উৎস চিহ্নিতকরণ এবং পানির গুণাগুণ পরীক্ষা ও সেকেন্ডারি উৎস থেকে দূষণের তথ্য আহরণ, বাংলাদেশের নদী সিস্টেম ও নৌপথের একটি ডাটাবেজ তৈরি এবং উপজেলা ম্যাপ তৈরি করে দখল দূষণ দেখানো হবে। তিন বছর মেয়াদি প্রকল্প বাস্তবায়নে খরচ হবে প্রায় ৪৭ কোটি টাকা। তবে বেশিরভাগ কাজ এরই মধ্যে নদী রক্ষা কমিশন শেষ করেছে। জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী কালবেলাকে বলেন, বিআইডব্লিউটিএর চার্টার অব ডিউটি হচ্ছে তাদের যে নৌপথ আছে সেখানে নাব্য আছে কি না, বন্দরগুলো ঠিকঠাকমতো চলে কি না। প্রকল্পের আওতায় বিআইডব্লিউটিএ যে কাজগুলো করতে চাচ্ছে এগুলো তাদের কাজ নয়। এগুলো নদী রক্ষা কমিশন এরই মধ্যে সম্পন্ন করেছে। সব তথ্য নদী রক্ষা কমিশনের কাছে সংরক্ষিত আছে। সুতরাং এই কাজ করলে কাজের দ্বৈততা হবে, অর্থের অপচয় হবে একই সঙ্গে আইনগত জটিলতা সৃষ্টি হবে। তিনি বলেন, আমাদের কাছে প্রথমে যখন পাঠিয়েছে তখন ছয়টি আপত্তি দেওয়া হয়েছে। তার চারটির উত্তর দিয়েছে বিআইডব্লিউটিএ; কিন্তু সেগুলো গ্রহণযোগ্য হয়নি। বাকি দুটির কোনো উত্তর দেয়নি তারা। তারপরও তারা এগুলো করার জন্য পরিকল্পনা কমিশনে প্রস্তাব পাঠিয়েছে। সেখানেও আমরা আপত্তি জানিয়েছি। মনজুর আহমেদ বলেন, উচ্চ আদালতের রায়ে বলা আছে নদী সম্পর্কিত যে কোনো প্রকল্প নিতে হলে জাতীয় নদী রক্ষা কমিশনের কাছ থেকে অনাপত্তিপত্র নিতে হবে; কিন্তু তারা কোনো অনাপত্তিপত্র নেয়নি। দ্বৈততা হচ্ছে বলার পরও প্রকল্প প্রস্তাব করে তারা উচ্চ আদালতের রায়কে অবজ্ঞা করেছে। এটার কারণে বিআইডব্লিউটিএকে চিঠি দিয়ে জানানো হয়েছে, এটা করার ফলে আপনারা আদালত অবমাননা করছেন। খোঁজ নিয়ে জানা গেছে, গত ৬ আগস্ট আলোচ্য প্রকল্পের ওপর প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়। সভায় নদী রক্ষা কমিশন বিভিন্ন বিষয়ে আপত্তি তুলে মতামত দেয়। তবে কমিশনের মতামত যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। মতামতের গুরুত্ব না দেওয়ায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের কাছে প্রকল্পের বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পত্র দিয়েছে নদী রক্ষা কমিশন। কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদের সই করা চিঠিতে ‘নদী সমীক্ষা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রকল্প’ শিরোনামে অপ্রয়োজনীয় ও দ্বৈততামূলক প্রকল্পটি বাতিল করে সরকারি অর্থের অপচয় রোধ এবং বিভ্রান্তি ও আইনগত জটিলতা বন্ধ করার বিষয়ে মন্ত্রীর কাছে অনুরোধ জানানো হয়েছে।
১৩ সেপ্টেম্বর, ২০২৩
X