আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি ০৮ টি ক্যাটাগরিতে মোট ১২ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু ০২ এপ্রিল সকাল ১০:০০ টা থেকে ও শেষ হওয়ার তারিখ ২৫ এপ্রিল ২০২৪ বিকাল ৫:০০ টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। প্রতিষ্ঠানের নাম : আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। চাকরির ধরন : সরকারি প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৪  চাকরির সময় : স্থায়ী চাকরি মোট ক্যাটাগরি : ০৮টি মোট লোক : ১২ জন শিক্ষাগত যোগ্যতা : এসএসসি পাশ, এইচএসসি পাশ, স্নাতক পাশ হতে হবে। চাকরির স্থান : ১/ক সেগুন বাগিচা, ঢাকা-১০০০ লিঙ্গ : নারী ও পুরুষ উভয়ই (Male & Female) অভিজ্ঞতা নতুনরা, ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা উভয়রা চাকরির পদ অনুযায়ী চাকরিতে আবেদন করতে পারবে। বয়স : সাধারণ প্রার্থীর ক্ষেত্রে ১৮ থেকে ৩০ বছর, ও কোটা প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে মাসিক বেতন : ৯,৩০০/- টাকা থেকে ২৬,৫৯০/- টাকা আবেদন করার পদ্ধতি : অনলাইন আবেদন ফি : ২২৩/- টাকা (চার্জ সহ, ও অফেরত যোগ্য) ফি জমা দেওয়ার পদ্ধতি    টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার ব্যবহার করে SMS এর মাধ্যমে চাকরির আবেদন ফি দিতে হবে। আবেদন করার শুরুর তারিখ : ০২ এপ্রিল ২০২৪ সকাল ১০:০০ টা আবেদন করার শেষ তারিখ : ২৫ এপ্রিল ২০২৪  বিকাল ৫:০০ টা পর্যন্ত আবেদন করার ওয়েবসাইট : http://imli.teletalk.com.bd যোগাযোগের ঠিকানা : আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। ই-মেইল :  [email protected] ফোন : +৮৮-০২- ৮৩৯১০৫২ ঠিকানা : ১/ক সেগুন বাগিচা, ঢাকা-১০০০ ওয়েবসাইট : https://imli.gov.bd
২৯ মার্চ, ২০২৪

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়। বিভিন্ন শূন্য পদে একাদিক লোকবল নিয়োগ করা হবে প্রতিষ্ঠানটি। ২৭ মার্চ থেকে আবেদন শুরু হয়ে চলবে ১৬ এপ্রিল পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পদের সংখ্যা : ০৩টি লোকবল নিয়োগ : ০৯ জন পদের নাম : সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদসংখ্যা : ০৩টি বেতন : ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা : ০১টি বেতন : ৯,৩০০-২২,৪৯০  টাকা (গ্রেড-১৬) শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ পদের নাম : অফিস সহায়ক পদসংখ্যা : ০৫টি বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ চাকরির ধরন : অস্থায়ী প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) আবেদন ফি : ১ থেকে ২নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং ৩নং পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে। বিস্তারিত : https://mochta.gov.bd/  আবেদনের শেষ সময় : ১৬ এপ্রিল ২০২৪
২৬ মার্চ, ২০২৪

১৩৪২ পদে নন-ক্যাডারের বিজ্ঞপ্তি প্রকাশ
৪৩তম বিসিএসে নন-ক্যাডারে ১ হাজার ৩৪২ শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পদগুলোর মধ্যে নবম গ্রেডের ১৯৬, দশম গ্রেডের ৮৬১, ১১তম গ্রেডের ৬ এবং ১২তম গ্রেডের ২৭৯টি। এসব পদে প্রার্থীদের কাছ থেকে পছন্দক্রম চেয়েছে পিএসসি। গতকাল বৃহস্পতিবার রাতে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ১৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে প্রার্থীরা অনলাইনে পছন্দক্রম দিতে পারবেন। এ প্রক্রিয়া চলবে ১৯ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। পছন্দক্রম ফরম পূরণের নির্দেশাবলি পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে। পরবর্তী সময়ে নন-ক্যাডার পদের সংখ্যা আরও বাড়তে বা কমতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২২ সালের জুলাইয়ে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। গত ২০ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯ ও কাস্টমসে ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে।
১৫ ডিসেম্বর, ২০২৩

৪৩তম বিসিএসের নন-ক্যাডারের বিজ্ঞপ্তি প্রকাশ
৪৩তম বিসিএসে নন-ক্যাডারে ১ হাজার ৩৪২ শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পদগুলোর মধ্যে নবম গ্রেডের ১৯৬টি, দশম গ্রেডের ৮৬১টি, ১১তম গ্রেডের ৬টি এবং ১২তম গ্রেডের রয়েছে ২৭৯টি। এসব পদে প্রার্থীদের কাছ থেকে পছন্দক্রম চেয়েছে পিএসসি। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ১৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে প্রার্থীরা অনলাইনে পছন্দক্রম দিতে পারবেন। এ প্রক্রিয়া চলবে ১৯ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। পছন্দক্রম ফরম পূরণের নির্দেশাবলি পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে। পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৩তম বিসিএসে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য হতে যারা ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০২৩’ অনুযায়ী নবম থেকে ১২তম গ্রেডের নন-ক্যাডার পদে চাকরি পেতে আগ্রহী তাদের কাছ থেকে সংশ্লিষ্ট নিয়োগবিধি অনুযায়ী যোগ্যতা রয়েছে, এমন প্রার্থীদের মেধার ভিত্তিতে বাছাইপূর্বক সুপারিশের জন্য ১ হাজার ৩৪২টি পদে পছন্দক্রম দেওয়ার জন্য অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ অনুযায়ী ক্যাডার পদে সুপারিশের পর অবশিষ্ট প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার পদে সুপারিশের কার্যক্রম গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এদিকে, পরবর্তীতে নন-ক্যাডার পদের সংখ্যা আরও বাড়তে-কমতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে পিএসসি। এ বিষয়ে বলা হয়েছে, ‘সরকারের নিকট হতে প্রাপ্ত শূন্য পদের অধিযাচনের ভিত্তিতে কমিশন, সময়ে সময়ে, রাষ্ট্রীয় প্রয়োজনে সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিজ্ঞাপিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করতে পারবে। জানা গেছে, ২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২২ সালের জুলাইয়ে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। গত ২০ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন। ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী—বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে।  
১৪ ডিসেম্বর, ২০২৩

৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ
সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) যুগ্মসচিব আনন্দ কুমার বিশ্বাসের সই করা এ বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ৪৬তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পাবেন ৩ হাজার ১৪০ জন প্রার্থী। গত ১০টি বিসিএসের হিসেবে এবারই রেকর্ড সংখ্যক পদে বিজ্ঞপ্তি দেওয়া হলো। এর মধ্যে সবচেয়ে বেশি এক হাজার ৬৯৮টি পদ স্বাস্থ্য ক্যাডারে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে শূন্যপদসমূহ প্রতিযোগিতামূলক ৪৬তম বিসিএস পরীক্ষা-২০২৩ এর মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হলো। আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে। এ প্রক্রিয়া চলবে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত।  বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আবেদন সম্পন্ন হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে প্রার্থীদের ফি জমাদান সম্পন্ন করতে হবে। ফি জমাদানের পূর্বে আবেদনপত্র সংশোধনের সুযোগ থাকবে প্রার্থীদের। ফি জমাদানের পর আর কোনো সংশোধনের সুযোগ থাকবে না। এ ছাড়াও আবেদনের জন্য শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে পর্যাপ্ত সময় নিয়ে আবেদন করতে প্রার্থীদের পরামর্শ জানিয়েছে পিএসসি। ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।  
৩০ নভেম্বর, ২০২৩

প্রাইমারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
প্রাইমারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। প্রতিষ্ঠানটির উপর ন্যস্ত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আওতাধীন বিভিন্ন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৪ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  প্রতিষ্ঠানের নাম : বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পদসংখ্যা : ২টি, জনবল নিয়োগ ১১৩ জন  পদের নাম : সহকারী শিক্ষক  পদসংখ্যা:  ৬৮টি শিক্ষাগত যোগ্যতা : স্নাতক (সম্মান) বা সমমান ডিগ্রি। বেতন : ১১,০০০-২৬,৫৯০ বয়সসীমা : ২১-৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর। আবেদন ফি : সার্ভিস চার্জসহ ২২৫ টাকা। পদের নাম : সহকারী শিক্ষক (প্রাক প্রাথমিক শ্রেণির জন্য)  পদসংখ্যা : ৪১টি  শিক্ষাগত যোগ্যতা : স্নাতক (সম্মান) বা সমমান ডিগ্রি। বেতন : ১১,০০০-২৬,৫৯০ বয়সসীমা : ২১-৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর। আবেদন ফি : সার্ভিস চার্জসহ ২২৫ টাকা।  পদের নাম : অফিস সহায়ক পদসংখ্যা : ৪টি শিক্ষাগত যোগ্যতা : ৮ম শ্রেণি পাস বেতন : ৮,২৫০-৮,৬৭০ বয়সসীমা : ১৮-৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর। আবেদন ফি: সার্ভিস চার্জসহ ১১৫ টাকা। আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইটে ক্লিক করুন। আবেদনের শেষ সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৩  
১৩ সেপ্টেম্বর, ২০২৩

বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে নন-ক্যাডারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে একাধিক নন-ক্যাডার পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।  পদের সংখ্যা : বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে একাধিক নন-ক্যাডার আবেদন ফি : অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ৬০০ টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। পদের নাম : সিস্টেম ম্যানেজার পদসংখ্যা : ১টি মন্ত্রণালয় ও অধিদপ্তর : বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় বেতন : ৫৬,৫০০-৭৪,৪০০ শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক। বয়সসীমা : ৪৫ বছর পদের নাম : সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট পদসংখ্যা : ১টি মন্ত্রণালয় ও অধিদপ্তর : বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় বেতন : ৫০,০০০-৭১,২০০ শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক। বয়সসীমা : ৪৫ বছর পদের নাম : সিনিয়র প্রোগ্রামার পদসংখ্যা : ১টি মন্ত্রণালয় ও অধিদপ্তর : বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় বেতন : ৪৩,০০০-৬৯,৮৫০ শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক। বয়সসীমা : ৪০ বছর পদের নাম : রক্ষণাবেক্ষণ প্রকৌশলী পদসংখ্যা : ১টি মন্ত্রণালয় ও অধিদপ্তর : বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় বেতন : ৩৫,৫০০-৬৭,০১০ শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক। বয়সসীমা : ৩৫ বছর পদের নাম :  প্রোগ্রামর পদসংখ্যা :  ৩টি মন্ত্রণালয় ও অধিদপ্তর : বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় বেতন : ৩৫,৫০০-৬৭,০১০ শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক। বয়সসীমা : ৩৫ বছর পদের নাম : সিনিয়র কনসালট্যান্ট পদসংখ্যা : ২টি মন্ত্রণালয় ও অধিদপ্তর : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন পুলিশ হাসপাতাল বেতন : ৪৩,০০০-৬৯,৮৫০ শিক্ষাগত যোগ্যতা : এমবিবিএস বা সমমান ডিগ্রি। বিএমডিসি কর্তৃক হালনাগাদ রেজিস্ট্রেশনপ্রাপ্ত। বয়সসীমা : ৪৫ বছর পদের নাম : সিস্টেম অ্যানালিস্ট পদসংখ্যা : ১টি মন্ত্রণালয় ও অধিদপ্তর : রাষ্ট্রপতির কার্যালয় বেতন :  ৪৩,০০০-৬৯,৮৫০ শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক। বয়সসীমা : ৪০ বছর পদের নাম : সিস্টেম অ্যানালিস্ট  পদসংখ্যা : ১টি মন্ত্রণালয় ও অধিদপ্তর : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বেতন : ৪৩,০০০-৬৯,৮৫০ শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক। বয়সসীমা : ৪০ বছর আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীদের আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময় : ৩ অক্টোবর ২০২৩
০৬ সেপ্টেম্বর, ২০২৩

সিভিল সার্জন কার্যালয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সিলেট জেলার সিভিল সার্জন কার্যালয়। কার্যালয়টিতে মোট ১০টি পদে ২৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। রোববার (২৩ জুলাই) থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ১। পদের নাম: ফার্মাসিস্ট। পদ সংখ্যা: ৩টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত।  বেতন: গ্রেড-১১ (১২৫০০-৩২২৪০ টাকা) ২। পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব)। পদ সংখ্যা: ১৬টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেডিকেল টেকনোলজি (ল্যাব) ডিপ্লোমা ডিগ্রি। বেতন: গ্রেড-১১ (১২৫০০-৩২২৪০ টাকা) ৩। পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল)। পদ সংখ্যা: ৫টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেডিকেল টেকনোলজি (ডেন্টাল) ডিপ্লোমা ডিগ্রি। বেতন: গ্রেড-১১ (১২৫০০-৩২২৪০ টাকা) ৪। পরিসংখ্যানবিদ। পদ সংখ্যা: ৪টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালানোর দক্ষতা। বেতন: গ্রেড-১৪ (১০২০০-২৪৬৮০ টাকা) ৫। পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদ সংখ্যা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এমএস ওয়ার্ড, এক্সএল, পাওয়ারপয়েন্ট ও ডাটা এন্ট্রির কাজে অভিজ্ঞতা সনদ থাকতে হবে। টাইপিং গতি (সর্বনিম্ন) প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ। বেতন: গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০ টাকা) ৬। পদের নাম: স্টোরকিপার। পদ সংখ্যা: ৯টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। স্টোরকিপার নিয়োগের জন্য চূড়ান্তভাবে বিবেচিত হলে সরকারিবিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। বেতন: গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০ টাকা) ৭। পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর। পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার উত্তীর্ণ। বেতন: গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০ টাকা) ৮। পদের নাম: ওয়ার্ড মাস্টার। পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বেতন: গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০ টাকা) ৯। পদের নাম: গাড়ি চালক। পদ সংখ্যা: ৮টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার উত্তীর্ণ। বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্সসহ যানবাহন চালনার অভিজ্ঞতা। বেতন: গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০ টাকা) ১০। পদের নাম: স্বাস্থ্য সহকারী। পদ সংখ্যা: ১৬৯টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বেতন: গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০ টাকা) বয়সসীমা: ১ জুলাই তারিখে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/পুত্র-কন্যাদের পুত্র-কন্যা, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ছাড়া অন্যান্য সকল প্রার্থীর জন্য বয়স ১৮-৩০ বছর। অন্যদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের http://cssylhet.teletalk.com.bd/ এ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ: ১২ আগস্ট, ২০২৩।
২৩ জুলাই, ২০২৩
X