সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবি বুটেক্স শিক্ষকদের
অর্থ মন্ত্রণালয় কর্তৃক পেনশনসংক্রান্ত জারিকৃত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষকরা। বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে মঙ্গলবার (২৮ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধনের আয়োজন করে বুটেক্স শিক্ষক সমিতি। মানববন্ধনে বুটেক্স শিক্ষক সমিতির সভাপতি ও ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. রিয়াজুল ইসলাম বলেন, পেনশনসংক্রান্ত যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তাতে যথেষ্ট বৈষম্য পরিলক্ষিত হয়। সর্বজনীন এ পেনশন ব্যবস্থায় দেশ ও জাতিকে মেধাশূন্য করার চক্রান্ত। প্রধানমন্ত্রীর যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়, তা বাধাগ্রস্ত করার গভীর ষড়যন্ত্র। এ কারণে শিক্ষকদের প্রচলিত পেনশন ব্যবস্থা থেকে বের করে নতুন পেনশন স্কিম চালু করা হলো। এতে আমাদের দেশ ও জাতির ক্ষতি হবে, দেশ মেধাশূন্য হয়ে যাবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেশাটাকে কেউ প্রথম শ্রেণির পেশা হিসেবে নিবে না। আমরা গভীরভাবে বিশ্বাস করি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তা বাতিল হয়ে যাবে এবং শিক্ষকদের পুনরায় প্রচলিত পেনশন ব্যবস্থায় হস্তান্তর করা হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। বুটেক্স শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইদুজ্জামান বলেন, প্রজ্ঞাপনটি শিক্ষক সমাজের জন্য সম্পূর্ণ শিক্ষাবিরোধী ও শিক্ষা বিদ্বেষী। আমি মনে করি, এটি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে মেধাবীদের আসার যে সুযোগ তা বন্ধ করে দেওয়ার পাঁয়তারা মাত্র। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গড়ার যে প্রত্যয় ও আশা; প্রধানমন্ত্রী সে আশাকে সামনে রেখে একাত্মতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। যা শিক্ষা ও শিক্ষাবান্ধব পরিবেশ ছাড়া সম্ভব না। সর্বজনীন যে পেনশন স্কিম চালু হচ্ছে এতে কোনো মেধাবী শিক্ষকতা পেশায় আসবে না। আর মেধাবীরা না আসলে কখনো স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব না। আমি বুটেক্স শিক্ষক সমিতি থেকে এ সর্বজনীন পেনশন স্কিম বাতিল এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে স্কেল দাবি জানাচ্ছি। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী বলেন, আমরা প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ করছি যাতে এ সর্বজনীন পেনশন ব্যবস্থা বাতিল করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেন বৈষম্যের শিকার না হন। আমরা চাই দেশে একটা সুষ্ঠু ও উন্নত শিক্ষাব্যবস্থা চালু থাক। যদি মানসম্মত শিক্ষা দেওয়া সম্ভব না হয় তাহলে দেশের উন্নয়নে চ্যালেঞ্জের মুখে পড়বে। আমরা আশা করছি তা বাতিল করা হবে এবং দেশের একটা সুষ্ঠু ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। বুটেক্স শিক্ষক সমিতির সমাজকল্যাণ সম্পাদক এবং গণিত ও পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মারজিয়া ইয়াসমিন বলেন, সর্বজনীন এ পেনশন ব্যবস্থা শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য না পুরো দেশ ও জাতির জন্য ভবিষ্যতে ভয়ংকররূপ ধারণ করবে। মেধাবীরা শিক্ষকতা পেশায় আসার জন্য একেবারে অনাগ্রহ প্রকাশ করবে। এ পেনশন স্কিম ব্যবস্থার তীব্র প্রতিবাদ জানাই। যাতে করে এ ধরনের কোনো ষড়যন্ত্র সফল না হয়।
২৮ মে, ২০২৪

২৩ মাসেও হয়নি বুটেক্স ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ছাত্রলীগের কমিটির মেয়াদ ২৩ মাস হলেও এখনো পূর্ণাঙ্গ কমিটি হয়নি। এতে বুটেক্স ছাত্রলীগ নেতাকর্মী ও পদপ্রত্যাশীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দীর্ঘদিন রাজনীতি করে পদহীন থাকায় ক্ষোভ দেখিয়েছে অনেকে। কমিটি পূর্ণাঙ্গ করার পেছনে উদাসীনতাকে দায়ী করছেন কেউ কেউ। তবে বুটেক্স শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অতি দ্রুত কমিটি পূর্ণাঙ্গ করার আশ্বাস দেন। জানা যায়, ২০২২ সালের ১ জুন বুটেক্স শাখা ছাত্রলীগের কমিটি দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে তরিকুল ইসলাম টিপু এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. আব্দুল্লাহ জয় অনুমোদন পান। এক বছরের জন্য অনুমোদিত কমিটিতে ২৩ জন স্থান পান। এদিকে চলতি বছরের ১৪ মার্চ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান বুটেক্স ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরান। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানা যায়। বিজ্ঞপ্তি অনুসারে, নিজ আবেদনের প্রেক্ষিতে সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ জয়কে তার স্বীয় পদ হতে অব্যাহতি প্রদান করে বুটেক্স ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরানকে সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। কমিটি নিয়ে অনেকে ক্ষোভ দেখিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ নেতা বলেন, সাংগঠনিকভাবে ব্যর্থ এ কমিটির মেয়াদের দুই বছরে সভাপতি-সাধারণ সম্পাদক কমিটির অন্যদের নিয়ে কোনো সাংগঠনিক মিটিং করেনি। শিক্ষার্থীদের ম্যান্ডেট কোনোভাবে এ কমিটি পূরণ করতে পারেনি। দুই বছর হতে চলল। পূর্ণাঙ্গ কমিটি করার কোনো ইচ্ছে তাদের নেই। এই কমিটি এখন পর্যন্ত কোনো হল কমিটি, পূর্ণাঙ্গ কমিটি কোনো কিছুর বিষয় নিয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা করেনি। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক কাছে আবেদন থাকবে বুটেক্সে পূর্ণাঙ্গ কমিটি করে এখানে নিয়মিত কমিটি যেন নিশ্চিতকরণ করা হয় যাতে ছাত্র রাজনীতির প্রতি শিক্ষার্থীরা আগ্রহী হয়। আরেকজন বলেন, বুটেক্স ছাত্রলীগের কর্মীরা মনে করে যেহেতু পড়াশোনা শেষ হওয়ার পরে এ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় অবস্থান করার সুযোগ কম, তাই সময়মতো কমিটি পূর্ণাঙ্গ হলে সাংগঠনিক ধারা বজায় থাকবে এবং কর্মীদের যথার্থ মূল্যায়ন করা সম্ভব হবে। তাই বুটেক্স শাখা ছাত্রলীগের সব কর্মীর প্রাণের দাবি কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মেনে সাংগঠনিক গতিশীলতা অব্যাহত রাখতে গঠনতন্ত্র অনুযায়ী কমিটি পূর্ণাঙ্গ হোক এবং ইউনিটের সাংগঠনিক অবস্থান শক্তিশালী হোক। পূর্ণাঙ্গ কমিটি নিয়ে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরান বলেন, বুটেক্স ছাত্রলীগ একটি গ্রহণযোগ্য, সৎ, মেধাবী, রাজপথের একনিষ্ঠ কর্মী, নিয়মিত ছাত্রদের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি এবং বিশ্ববিদ্যালয়ের ৪টি আবাসিক হলের কমিটি গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা অতি দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি এবং হল কমিটি বাস্তবায়নে লক্ষ্যে জীবনবৃত্তান্ত আহ্বান করব, তা যাচাইবাছাই করে মুজিব আদর্শের সৈনিকদের নিয়েই অত্যন্ত গ্রহণযোগ্য নেতৃত্ব উপহার দেব। তিনি বলেন, কোনো হাইব্রিড, অনুপ্রবেশকারী এবং বিতর্কিত কেউ পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাবে না। বুটেক্স শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম টিপু বলেন, বুটেক্স ছাত্রলীগ গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের রাজনৈতিক কার্যক্রম চালিয়ে থাকে। আমরা পূর্ণাঙ্গ কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি। নেতাকর্মীদের কার্যক্রম, সাংগঠনিক দক্ষতা পর্যবেক্ষণ করছি। অতি দ্রুতই তাদের কাছ থেকে জীবনবৃত্তান্ত নেওয়ার জন্য বিজ্ঞপ্তি দিব এবং তারপর তাদের ডাকা হবে। তাদের সঙ্গে আলোচনা করব এবং পারিবারিক ব্যাকগ্রাউন্ট সম্পর্কে খোঁজখবর নেব। তারপর সুন্দর ও সবার কাছে গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ কমিটি বুটেক্স ছাত্রলীগকে উপহার দেব। যারা ভবিষ্যতে এ ছাত্রলীগকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে এবং সুদক্ষ নেতৃত্বে মেধা ও মনন দিয়ে বুটেক্স ছাত্রলীগকে ঢাকা শহরের মধ্যে একটি শক্তিশালী ইউনিট হিসেবে পরিচিত করবে। নেতাকর্মীদের বলব তারা যেন তাদের সাংগঠনিক কার্যক্রম ও সাংগঠনিক দক্ষতার পরিচয় যেন আগের মতো ধারাবাহিকতা বজায় রাখে।
১৪ মে, ২০২৪

পঞ্চম ইন্ডাস্ট্রিয়াল ভিজিট সম্পন্ন করল বুটেক্স বিজনেস ক্লাব
গাজীপুরে পঞ্চম ইন্ডাস্ট্রি ভিজিট সম্পন্ন করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) বিজনেস ক্লাব। শনিবার (১১ মে) গাজীপুরে অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে ভিজিট করে ক্লাবের সদস্যরা। এতে বিশ্ববিদ্যালয়ের ৪৫ থেকে ৪৮তম ব্যাচের ক্লাব সদস্যরা ইন্ডাস্ট্রি ভিজিটের সুযোগ পায়। দেশের অর্থনীতির বড় অংশ আসে তৈরি পোশাকশিল্প থেকে। অর্থনৈতিক নিরাপত্তা, নির্ভরতা, ভবিষ্যৎ এবং অগ্রগতি এই খাতকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে। সামগ্রিক এই বিষয়গুলোর বেশিরভাগ অংশেই বস্ত্র প্রকৌশলীদের অবদান থাকে। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি যাদের বাস্তবভিত্তিক অভিজ্ঞতা বেশি থাকে তারা পরবর্তীতে ইন্ডাস্ট্রি পর্যায়ে প্রাধান্য পেয়ে থাকে। তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠালগ্নের শুরু থেকে বুটেক্স বিজনেস ক্লাব বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের জন্য নানা ধরনের দক্ষতা উন্নয়নবিষয়ক কার্যক্রম পরিচালনা করে থাকে। তন্মধ্যে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি ভিজিট একটি মুখ্য পদক্ষেপ। এবারের ইন্ডাস্ট্রি ভিজিট আয়োজনের প্রধান উদ্দেশ্য ছিল টেক্সটাইল ম্যানুফ্যাকচারিংয়ের সবকটা ধাপ স্বচক্ষে দেখা। সেই সুবাদে শিক্ষার্থীরা বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে স্পিনিং, উইভিং, ডায়িং ও ডেনিমের মতো বিষয়গুলো সম্পর্কে জানতে পারে। তাছাড়া শিক্ষার্থীদের সাহায্যের জন্য ছিলেন সার্বক্ষণিক একজন গাইড। ভিজিট শেষে সবাই বেক্সিমকো মিনি চিড়িয়াখানায় কিছুক্ষণ সময়যাপন করে। আয়োজন নিয়ে ক্লাবের সভাপতি আসিফ ইকবাল বলেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনার পাশাপাশি ইন্ডাস্ট্রিতে চলমান কার্যকলাপসমূহ সম্পর্কে ধারণা রাখা বেশ তাৎপর্যপূর্ণ। এতে করে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার প্রায়োগিক গুরুত্ব অনুধাবন করতে পারবে। এই চিন্তা থেকেই মূলত বুটেক্স বিজনেস ক্লাবের উদ্যোগে ইন্ডাস্ট্রি ভিজিটের আয়োজন করা হয়। এবারের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক ছিল আমাদের ৫ম মিল ভিজিট। সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম আকাশ বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, ফ্যাক্টরির সঙ্গে কানেকটিভিটি বাড়াতে হবে। এই কারণেই মূলত ক্লাব থেকে ফ্যাক্টরি ভিজিটের আয়োজন করে থাকি আমরা। বিশ্ববিদ্যালয় থেকে যেসব ফ্যাক্টরি ভিজিটের আয়োজন করে থাকে সেগুলো অবশ্যই প্রশংসার দাবিদার। কিন্তু আমরা চেষ্টা করি আমাদের ক্লাব মেম্বারদের ফ্যাক্টরির সঙ্গে কানেকটিভিটি বাড়াতে এবং পুরো ম্যানেজমেন্ট সিস্টেম বুঝতে সাহায্য করতে। তা ছাড়া ফ্যাক্টরি এবং পড়ালেখার মধ্যে যে দূরত্ব সেটাও কমিয়ে আনার চেষ্টা করছি আমরা। ভবিষ্যতে আমরা ফ্যাক্টরি ভিজিটসহ মেশিন এবং ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে কতটুকু গভীরভাবে জানতে পারি সেটা নিয়েও কাজ করব। প্রসঙ্গত, বুটেক্স বিজনেস ক্লাবের আগে স্কয়ার টেক্সটাইলস লিমিটেড, ডাইসিন-কেম লিমিটেড, ব্লুচিজ, ব্যুরো-৫৫৫ ইন্ডাস্ট্রিতে ভিজিট সম্পন্ন করে। 
১২ মে, ২০২৪

বুটেক্স প্রতিনিধিদল জার্মানিতে
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) হায়ার এডুকেশন অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় হফ ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেসের সঙ্গে সমঝোতা স্বাক্ষর (এমওইউ), অ্যাডিডাস ক্যাম্পাস ও বিএএসএফ ফ্যাক্টরি ভ্রমণ এবং টেক-টেক্সটাইল ফেয়ারে অংশগ্রহণের উদ্দেশ্যে জার্মানিতে অবস্থান করছে বুটেক্সের সাত সদস্যের প্রতিনিধিদল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামানের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদলের মধ্যে রয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম, টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. উম্মুল খায়ের ফাতেমা, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন, একই বিভাগের অধ্যাপক ড. শরফুন নাহার আরজু, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শিল্পী আক্তার এবং ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্বাস উদদীন। জার্মানিতে ওই আয়োজনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ও বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রতিনিধিদলের অংশগ্রহণ করার কথা রয়েছে।
২১ এপ্রিল, ২০২৪

মেয়াদোত্তীর্ণ আইডি কার্ড নিয়ে বিপাকে বুটেক্স শিক্ষার্থীরা
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) অধ্যয়নরত চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের (৪৫তম ব্যাচ) বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া আইডি কার্ডের মেয়াদ শেষ হয়েছে ২০২৩ সালের ডিসেম্বর মাসে। মেয়াদোত্তীর্ণের ৩ মাস পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় এখনো নতুন আইডি কার্ড দেয়নি। নতুন আইডি কার্ড পেতে করতে হবে আবেদন। যেখানে সব শিক্ষার্থীর আইডি কার্ডের মেয়াদ শেষ হয়েছে সেখানে বিশ্ববিদ্যালয় নিজ থেকে আইডি কার্ড না দিয়ে কেন আলাদা করে সবাইকে আইডি কার্ডের জন্য আবেদন করতে হবে তা নিয়ে প্রশ্ন তুলছে অনেকে। বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের এখনো স্নাতক শেষ হয়নি। তাদের স্নাতক শেষ না হলেও মেয়াদ শেষ হয়েছে আইডি কার্ডের। মেয়াদোত্তীর্ণ আইডি কার্ডের জন্য ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলাসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে গেলে মেয়াদোত্তীর্ণ হওয়ায় স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারছেন না তারা। তাছাড়া ভিসার আবেদন, স্কলারশিপ আবেদন করতে গেলে বিশ্ববিদ্যালয় আইডি কার্ডের প্রয়োজন হলেও আইডি কার্ডের মেয়াদ শেষ হওয়ার কারণে এসব আবেদন করা যাচ্ছে না। আবার অনেকে অভিযোগ করেন, ঢাকা শহরে বাসের হাফ ভাড়া দিতে গেলে আইডি কার্ডের মেয়াদ শেষ হওয়াতে হাফ ভাড়া দিতে বিপাকে পড়তে হচ্ছে। ফলস্বরূপ মেয়াদোত্তীর্ণ আইডি কার্ড নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে এক প্রকার উদ্বেগ নিয়ে চলাফেরা করতে হচ্ছে।  নতুন আইডি কার্ডের বিষয়ে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার কাবেরী মজুমদারের সঙ্গে কথা বললে তিনি বলেন, নতুন আইডি কার্ডের জন্য শিক্ষার্থীদের আবেদন করতে হবে। আইডি কার্ডের যাবতীয় কাজ একাডেমিক অফিস পরিচালনা করে থাকেন। এ বিষয়ে খুঁটিনাটি একাডেমিক অফিসের সহকারী রেজিস্ট্রার এহসানুল করিম ভালো বলতে পারবেন।  তিনি আরও বলেন, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা কোভিডের কারণে চার বছরে বের হতে না পারায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। একাডেমিক অফিসের সহকারী রেজিস্ট্রার এহসানুল করিমের সঙ্গে কথা বললে তিনি বলেন, কিছু শিক্ষার্থী আইডি কার্ডের জন্য আমাদের কাছে আবেদন করেছে এবং আমরা তাদের নতুন আইডি কার্ডের ব্যবস্থা করে দিয়েছি। কেউ যদি আইডি কার্ড নিতে চায় আবেদন করলে আমরা দিয়ে দেব। আবেদনের জন্য ৮০ টাকা ফি দিয়ে ফর্ম কিনতে হবে এবং পূরণ করে জমা দিতে হবে। একাডেমিক অফিসের ডেপুটি রেজিস্ট্রার (এইচআর) মুহাম্মদ শরীফুর রহমানের কাছে শিক্ষার্থীদের আবেদন ফি দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, প্রথম আইডি কার্ডটি বিশ্ববিদ্যালয় হতে শিক্ষার্থীদের ফি ছাড়াই চার বছরের জন্য দেওয়া হয়। কিন্তু সেশনজটসহ নানা সমস্যার কারণে স্নাতক শেষ হতে অতিরিক্ত সময় লাগলে, নতুন আইডি কার্ডের খরচ বিশ্ববিদ্যালয় বহন করে না। সেক্ষেত্রে শিক্ষার্থীদের আবেদন ফি দিতে হবে। গত বছরও এ রকম হয়েছিল।
০৩ এপ্রিল, ২০২৪

বুটেক্স কেন্দ্রীয় উপাসনালয়ের উদ্বোধন
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) সনাতন ধর্মাবলম্বীদের জন্য কেন্দ্রীয় উপাসনালয় উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৫ মার্চ) সকালে ধর্মীয় উপাসনালয়টির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাবেরী মজুমদার। উদ্বোধন শেষে উপাসনালয়ে মাঙ্গলিক পূজা শুরু হয়। ঘট স্থাপন, চিত্রপটে প্রাণ প্রতিষ্ঠা, ভোগ আরতি, পুষ্পাঞ্জলি অর্পণ ও সবশেষে সনাতনীদের মাঝে প্রসাদ বিতরণের মাধ্যমে পূজা সম্পন্ন হয়। এ সময় অতিথি ছিলেন বুটেক্স ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম টিপু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরান ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। জানা যায়, উপাসনালয়ের জন্য রুম বরাদ্দ করলেও রুম সংস্করণ ও উপকরণের জন্য বিশ্ববিদ্যালয় হতে কোনো অনুদান দেওয়া হয়নি। যার কারণে সনাতনী শিক্ষার্থীরা নিজেদের অর্থায়নে সংস্করণের কাজ যেমন রুম রং করা, আসন বানানো, চিত্রপট, কার্পেটসহ আনুষঙ্গিক কাজ সম্পন্ন করতে হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানান, সনাতনী শিক্ষার্থীদের নিজেদের অর্থায়নে উপাসনালয়ের এই সংস্করণের কাজ‌ খুবই প্রশংসনীয়। তিনি উন্নয়ন কার্যক্রমে শিক্ষার্থীদের সহায়তা করার প্রতিশ্রুতি দেন। এছাড়াও জীবনে আধ্যাত্মিকতার প্রয়োজনীয়তা এবং পড়াশোনার পাশাপাশি ধর্মচর্চার প্রতি অনুরক্ত থাকার জন্য সব শিক্ষার্থীকে দিক-নির্দেশনা দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ৪৫তম ব্যাচের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জয় পাল জানান, দীর্ঘ সময় পর আমাদের উপাচার্যের সদিচ্ছার কারণে প্রার্থনা কক্ষটি পেয়েছি। রুমটি আয়তনে ছোট হওয়ায় কারণে আজকে পূজা-অর্চনা করতে সমস্যা হয়েছে। আমাদের সনাতনী শিক্ষার্থীদের দাবি হলো আমাদের উপাসনার জন্য একটি স্থায়ী মন্দির তৈরি করা। মন্দির প্রতিষ্ঠা না হলেও‌ যাতে একটি বড় আয়তনের প্রার্থনা কক্ষ দেওয়া হয় যেখানে কমপক্ষে একশ জন‌ ভালোভাবে প্রার্থনা করতে পারে।
২৫ মার্চ, ২০২৪

বুটেক্স শিক্ষার্থীদের বৃত্তি দেবে বেন টেক কেমিক্যাল
থাইল্যান্ডে অবস্থিত বেন টেক কেমিক্যাল কোম্পানি লিমিটেড বৃত্তি দেবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীদের। বৃহস্পতিবার (২১ মার্চ) বুটেক্সের সঙ্গে প্রতিষ্ঠানটির এ চুক্তি হয়। শর্ত অনুযায়ী, ২০২৬ সাল পর্যন্ত দেওয়া হবে বেন টেকের এ মেধা বৃত্তি। বিশ্ববিদ্যালয়ের প্রতি বিভাগ থেকে লেভেল-৩ টার্ম-২ পর্যন্ত সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী একজন করে মোট ১০ জন শিক্ষার্থী এ বৃত্তি পাবেন। বৃত্তিপ্রাপ্তরা বছরে বিশ হাজার টাকা করে পাবেন। এ কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের ৪৬তম ব্যাচ হতে শুরু হবে। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির টেকনিক্যাল ডিরেক্টর সাকসিট ট্রাকোনখাছুনসাক, এক্সেকিউটিব ডিরেক্টর সুচেত সিংগাভাড়া, টেকনিক্যাল ও মার্কেটিংয়ের জেনারেল ম্যানেজার মো. তাজুল ইসলাম মোল্লাহ। বুটেক্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান, রেজিস্ট্রার কাবেরী মজুমদার, ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ হোসেইন, একই বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্বাস উদ্দীন, ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. রিয়াজুল ইসলাম এবং ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. এটিএম ফায়েজ আহমেদ।
২২ মার্চ, ২০২৪

বুটেক্স সাংবাদিক সমিতির নেতৃত্বে রিয়াজ ও রফিক
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) সাংবাদিক সমিতির ২০২৪-২৫ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার বুটেক্স প্রতিনিধি মাহবুব আলম রিয়াজ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক মানবকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. রফিকুল ইসলাম। এ ছাড়া সহসভাপতি হয়েছেন আব্দুল্লাহিল কাফী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাবী সিদ্দিকী জুবায়ের, দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল্লাহ আল জাবের রাফি, অর্থ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম শাহেদ ও কার্যকরী সদস্য মোহাম্মদ সাজ্জাদুর রহমান। রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট প্রদান কার্যক্রম শেষে দুপুর ২টায় নির্বাচনের ফল ঘোষণা করেন ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. রুবেল খান। বিকেলে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. উম্মুল খায়ের ফাতেমা, সহকারী অধ্যাপক মো. রুবেল খান, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. মোরশেদুল হক প্রমুখ।
১৮ ফেব্রুয়ারি, ২০২৪

বুটেক্স সাংবাদিক সমিতির কমিটি গঠন
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন হয়েছে। ২০২৪-২৫ কার্যনির্বাহী পরিষদের এ কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মাহবুব আলম রিয়াজ। তিনি দৈনিক কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। অপরদিকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি মো. রফিকুল ইসলাম। এ ছাড়া সহসভাপতি পদে আব্দুল্লাহিল কাফী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাবী সিদ্দিকী জুবায়ের, দপ্তর-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল্লাহ আল জাবের রাফি, অর্থ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম শাহেদ ও কার্যকরী সদস্য মোহাম্মদ সাজ্জাদুর রহমান নির্বাচিত হয়েছেন । রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। পরে দুপুর দুইটার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সহকারী নির্বাচন কমিশনার ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. রুবেল খান। একই দিন বিকেলে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. উম্মুল খায়ের ফাতেমা, সহকারী নির্বাচন কমিশনার ইয়ার্ন  ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. রুবেল খান, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. মোরশেদুল হক প্রমুখ।
১২ ফেব্রুয়ারি, ২০২৪

বুটেক্স সাংবাদিক সমিতির প্রথম ম্যাগাজিন প্রকাশ
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) সাংবাদিক সমিতির প্রথম ম্যাগাজিনের ‘অন্বেষণ’ মোড়ক উন্মোচন করেছেন উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান।  রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্যের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বুটেক্স সাংবাদিক সমিতির (বুটেক্সসাস) উপদেষ্টা, সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাংবাদিক সমিতির প্রথম ম্যাগাজিনের মোড়ক উন্মোচনে  প্রশংসা করেন এবং বুটেক্সসাসের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। বুটেক্সসাসের প্রতিষ্ঠার সাত বছরে প্রথমবারের মতো ম্যাগাজিনটি প্রকাশিত হলো। এতে মন্ত্রী, উপাচার্য, প্রক্টরের বাণী স্থান পেয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের লেখা কবিতা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের লেখনী, বর্তমান ও প্রাক্তন কমিটির লেখনী, শিক্ষার্থীদের লেখা প্রবন্ধ, কবিতা এবং সমিতির কার্যক্রমের আলোকচিত্রীও জায়গা পেয়েছে।
০৪ ফেব্রুয়ারি, ২০২৪
X