বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) সাংবাদিক সমিতির প্রথম ম্যাগাজিনের ‘অন্বেষণ’ মোড়ক উন্মোচন করেছেন উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান।
রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্যের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বুটেক্স সাংবাদিক সমিতির (বুটেক্সসাস) উপদেষ্টা, সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাংবাদিক সমিতির প্রথম ম্যাগাজিনের মোড়ক উন্মোচনে প্রশংসা করেন এবং বুটেক্সসাসের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বুটেক্সসাসের প্রতিষ্ঠার সাত বছরে প্রথমবারের মতো ম্যাগাজিনটি প্রকাশিত হলো। এতে মন্ত্রী, উপাচার্য, প্রক্টরের বাণী স্থান পেয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের লেখা কবিতা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের লেখনী, বর্তমান ও প্রাক্তন কমিটির লেখনী, শিক্ষার্থীদের লেখা প্রবন্ধ, কবিতা এবং সমিতির কার্যক্রমের আলোকচিত্রীও জায়গা পেয়েছে।
মন্তব্য করুন