গাজীপুরে পঞ্চম ইন্ডাস্ট্রি ভিজিট সম্পন্ন করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) বিজনেস ক্লাব।
শনিবার (১১ মে) গাজীপুরে অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে ভিজিট করে ক্লাবের সদস্যরা।
এতে বিশ্ববিদ্যালয়ের ৪৫ থেকে ৪৮তম ব্যাচের ক্লাব সদস্যরা ইন্ডাস্ট্রি ভিজিটের সুযোগ পায়।
দেশের অর্থনীতির বড় অংশ আসে তৈরি পোশাকশিল্প থেকে। অর্থনৈতিক নিরাপত্তা, নির্ভরতা, ভবিষ্যৎ এবং অগ্রগতি এই খাতকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে। সামগ্রিক এই বিষয়গুলোর বেশিরভাগ অংশেই বস্ত্র প্রকৌশলীদের অবদান থাকে।
বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি যাদের বাস্তবভিত্তিক অভিজ্ঞতা বেশি থাকে তারা পরবর্তীতে ইন্ডাস্ট্রি পর্যায়ে প্রাধান্য পেয়ে থাকে। তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠালগ্নের শুরু থেকে বুটেক্স বিজনেস ক্লাব বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের জন্য নানা ধরনের দক্ষতা উন্নয়নবিষয়ক কার্যক্রম পরিচালনা করে থাকে। তন্মধ্যে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি ভিজিট একটি মুখ্য পদক্ষেপ।
এবারের ইন্ডাস্ট্রি ভিজিট আয়োজনের প্রধান উদ্দেশ্য ছিল টেক্সটাইল ম্যানুফ্যাকচারিংয়ের সবকটা ধাপ স্বচক্ষে দেখা। সেই সুবাদে শিক্ষার্থীরা বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে স্পিনিং, উইভিং, ডায়িং ও ডেনিমের মতো বিষয়গুলো সম্পর্কে জানতে পারে। তাছাড়া শিক্ষার্থীদের সাহায্যের জন্য ছিলেন সার্বক্ষণিক একজন গাইড। ভিজিট শেষে সবাই বেক্সিমকো মিনি চিড়িয়াখানায় কিছুক্ষণ সময়যাপন করে।
আয়োজন নিয়ে ক্লাবের সভাপতি আসিফ ইকবাল বলেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনার পাশাপাশি ইন্ডাস্ট্রিতে চলমান কার্যকলাপসমূহ সম্পর্কে ধারণা রাখা বেশ তাৎপর্যপূর্ণ। এতে করে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার প্রায়োগিক গুরুত্ব অনুধাবন করতে পারবে। এই চিন্তা থেকেই মূলত বুটেক্স বিজনেস ক্লাবের উদ্যোগে ইন্ডাস্ট্রি ভিজিটের আয়োজন করা হয়। এবারের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক ছিল আমাদের ৫ম মিল ভিজিট।
সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম আকাশ বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, ফ্যাক্টরির সঙ্গে কানেকটিভিটি বাড়াতে হবে। এই কারণেই মূলত ক্লাব থেকে ফ্যাক্টরি ভিজিটের আয়োজন করে থাকি আমরা। বিশ্ববিদ্যালয় থেকে যেসব ফ্যাক্টরি ভিজিটের আয়োজন করে থাকে সেগুলো অবশ্যই প্রশংসার দাবিদার। কিন্তু আমরা চেষ্টা করি আমাদের ক্লাব মেম্বারদের ফ্যাক্টরির সঙ্গে কানেকটিভিটি বাড়াতে এবং পুরো ম্যানেজমেন্ট সিস্টেম বুঝতে সাহায্য করতে। তা ছাড়া ফ্যাক্টরি এবং পড়ালেখার মধ্যে যে দূরত্ব সেটাও কমিয়ে আনার চেষ্টা করছি আমরা। ভবিষ্যতে আমরা ফ্যাক্টরি ভিজিটসহ মেশিন এবং ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে কতটুকু গভীরভাবে জানতে পারি সেটা নিয়েও কাজ করব।
প্রসঙ্গত, বুটেক্স বিজনেস ক্লাবের আগে স্কয়ার টেক্সটাইলস লিমিটেড, ডাইসিন-কেম লিমিটেড, ব্লুচিজ, ব্যুরো-৫৫৫ ইন্ডাস্ট্রিতে ভিজিট সম্পন্ন করে।
মন্তব্য করুন