বুটেক্স প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৪, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ

২৩ মাসেও হয়নি বুটেক্স ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ছাত্রলীগের কমিটির মেয়াদ ২৩ মাস হলেও এখনো পূর্ণাঙ্গ কমিটি হয়নি। এতে বুটেক্স ছাত্রলীগ নেতাকর্মী ও পদপ্রত্যাশীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দীর্ঘদিন রাজনীতি করে পদহীন থাকায় ক্ষোভ দেখিয়েছে অনেকে। কমিটি পূর্ণাঙ্গ করার পেছনে উদাসীনতাকে দায়ী করছেন কেউ কেউ। তবে বুটেক্স শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অতি দ্রুত কমিটি পূর্ণাঙ্গ করার আশ্বাস দেন।

জানা যায়, ২০২২ সালের ১ জুন বুটেক্স শাখা ছাত্রলীগের কমিটি দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে তরিকুল ইসলাম টিপু এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. আব্দুল্লাহ জয় অনুমোদন পান। এক বছরের জন্য অনুমোদিত কমিটিতে ২৩ জন স্থান পান।

এদিকে চলতি বছরের ১৪ মার্চ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান বুটেক্স ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরান। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানা যায়। বিজ্ঞপ্তি অনুসারে, নিজ আবেদনের প্রেক্ষিতে সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ জয়কে তার স্বীয় পদ হতে অব্যাহতি প্রদান করে বুটেক্স ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরানকে সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

কমিটি নিয়ে অনেকে ক্ষোভ দেখিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ নেতা বলেন, সাংগঠনিকভাবে ব্যর্থ এ কমিটির মেয়াদের দুই বছরে সভাপতি-সাধারণ সম্পাদক কমিটির অন্যদের নিয়ে কোনো সাংগঠনিক মিটিং করেনি। শিক্ষার্থীদের ম্যান্ডেট কোনোভাবে এ কমিটি পূরণ করতে পারেনি। দুই বছর হতে চলল। পূর্ণাঙ্গ কমিটি করার কোনো ইচ্ছে তাদের নেই। এই কমিটি এখন পর্যন্ত কোনো হল কমিটি, পূর্ণাঙ্গ কমিটি কোনো কিছুর বিষয় নিয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা করেনি। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক কাছে আবেদন থাকবে বুটেক্সে পূর্ণাঙ্গ কমিটি করে এখানে নিয়মিত কমিটি যেন নিশ্চিতকরণ করা হয় যাতে ছাত্র রাজনীতির প্রতি শিক্ষার্থীরা আগ্রহী হয়।

আরেকজন বলেন, বুটেক্স ছাত্রলীগের কর্মীরা মনে করে যেহেতু পড়াশোনা শেষ হওয়ার পরে এ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় অবস্থান করার সুযোগ কম, তাই সময়মতো কমিটি পূর্ণাঙ্গ হলে সাংগঠনিক ধারা বজায় থাকবে এবং কর্মীদের যথার্থ মূল্যায়ন করা সম্ভব হবে। তাই বুটেক্স শাখা ছাত্রলীগের সব কর্মীর প্রাণের দাবি কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মেনে সাংগঠনিক গতিশীলতা অব্যাহত রাখতে গঠনতন্ত্র অনুযায়ী কমিটি পূর্ণাঙ্গ হোক এবং ইউনিটের সাংগঠনিক অবস্থান শক্তিশালী হোক।

পূর্ণাঙ্গ কমিটি নিয়ে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরান বলেন, বুটেক্স ছাত্রলীগ একটি গ্রহণযোগ্য, সৎ, মেধাবী, রাজপথের একনিষ্ঠ কর্মী, নিয়মিত ছাত্রদের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি এবং বিশ্ববিদ্যালয়ের ৪টি আবাসিক হলের কমিটি গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা অতি দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি এবং হল কমিটি বাস্তবায়নে লক্ষ্যে জীবনবৃত্তান্ত আহ্বান করব, তা যাচাইবাছাই করে মুজিব আদর্শের সৈনিকদের নিয়েই অত্যন্ত গ্রহণযোগ্য নেতৃত্ব উপহার দেব।

তিনি বলেন, কোনো হাইব্রিড, অনুপ্রবেশকারী এবং বিতর্কিত কেউ পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাবে না।

বুটেক্স শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম টিপু বলেন, বুটেক্স ছাত্রলীগ গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের রাজনৈতিক কার্যক্রম চালিয়ে থাকে। আমরা পূর্ণাঙ্গ কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি। নেতাকর্মীদের কার্যক্রম, সাংগঠনিক দক্ষতা পর্যবেক্ষণ করছি। অতি দ্রুতই তাদের কাছ থেকে জীবনবৃত্তান্ত নেওয়ার জন্য বিজ্ঞপ্তি দিব এবং তারপর তাদের ডাকা হবে। তাদের সঙ্গে আলোচনা করব এবং পারিবারিক ব্যাকগ্রাউন্ট সম্পর্কে খোঁজখবর নেব। তারপর সুন্দর ও সবার কাছে গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ কমিটি বুটেক্স ছাত্রলীগকে উপহার দেব। যারা ভবিষ্যতে এ ছাত্রলীগকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে এবং সুদক্ষ নেতৃত্বে মেধা ও মনন দিয়ে বুটেক্স ছাত্রলীগকে ঢাকা শহরের মধ্যে একটি শক্তিশালী ইউনিট হিসেবে পরিচিত করবে। নেতাকর্মীদের বলব তারা যেন তাদের সাংগঠনিক কার্যক্রম ও সাংগঠনিক দক্ষতার পরিচয় যেন আগের মতো ধারাবাহিকতা বজায় রাখে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

বিজয় থালাপতি এখন বিপাকে

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

সাংবাদিকদের ওপর হামলায় আরও এক আসামি গ্রেপ্তার 

সুর নরম আইসিসির

১০

অরিজিতের বড় ঘোষণা, হতবাক সংগীতপ্রেমীরা

১১

অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর হাতে

১২

পল্টনে শিশু নির্যাতনের বিষয়ে আদালতকে যা বললেন পবিত্র কুমার

১৩

নুরুদ্দিন অপুর ধানের শীষকে সমর্থন জানালেন ৩ শতাধিক আ.লীগের নেতাকর্মী

১৪

সিজিএস আয়োজিত নীতি সংলাপ / বৈদেশিক নীতির বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যে পৌঁছানোর তাগিদ

১৫

দুপক্ষের তুমুল সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৬

আর্জেন্টাইন ভক্তদের দুঃসংবাদ দিলেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার

১৭

বিশ্বকাপ ইস্যুতে এবার মুখ খুললেন সাকলায়েন মুশতাক

১৮

‎ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : সালাহউদ্দিন আহমদ

১৯

পিছু হটলেন ডোনাল্ড ট্রাম্প, সরিয়ে নিচ্ছেন গ্রেগরি বোভিনোকে

২০
X