২ লাখ ২৫ হাজার টাকা বেতনে চুক্তিভিত্তিক চাকরি, আবেদন শেষ ৬ মে
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি প্রতিষ্ঠান ই-জোন এইচআরএম লিমিটেড। সংস্থাটি ‘সাপ্লাই অ্যাসেসমেন্ট কনসালট্যান্ট’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ৬ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম : ই-জোন এইচআরএম লিমিটেড পদের নাম : সাপ্লাই অ্যাসেসমেন্ট কনসালট্যান্ট পদসংখ্যা : ০১টি বয়স : নির্ধারিত নয় কর্মস্থল : ঢাকা বেতন : মাসিক বেতন ২,২৫,০০০ টাকা অভিজ্ঞতা : কমপক্ষে ৩ বছর বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল, ২০২৪ চাকরির ধরন : চুক্তিভিত্তিক কর্মঘণ্টা : ফুল টাইম প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) আবেদনের শেষ তারিখ : ৬ মে, ২০২৪ শিক্ষাগত যোগ্যতা : যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন/সামাজিক বিজ্ঞানে কমপক্ষে স্নাতক ডিগ্রি। অন্যান্য দক্ষতা ও অভিজ্ঞতা : সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ও লজিস্টিকসে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইনভেনটরি অ্যাসেসমেন্টে দক্ষ হতে হবে। হেলথ ও হাইজিনসংক্রান্ত ত্রাণ বিষয়ে ধারণা থাকতে হবে। রিপোর্টিং ও অ্যানালিটিক্যালে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। জাতিসংঘ বা আন্তর্জাতিক কোনো সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।  যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। ঠিকানা : প্ল্যানার্স টাওয়ার (১০ম তলা) ১৩/এ, বীর উত্তম সিআর দত্ত রোড (সোনারগাঁও রোড) ঢাকা- ১০০০
০৩ মে, ২০২৪

বেসরকারি সৌরবিদ্যুৎ কেন্দ্রে ঋণ দেবে এডিবি
পাবনায় ১০০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ ও পরিচালনায় ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ লক্ষ্যে ডায়নামিক সান এনার্জির সঙ্গে ১২ কোটি ১৫ লাখ ডলারের ঋণের চুক্তি করেছে সংস্থাটি। আন্তর্জাতিক কোনো সংস্থার কাছ থেকে সহায়তা পাওয়া দেশের বেসরকারি খাতের প্রথম সৌরবিদ্যুৎ কেন্দ্র এটি। গতকাল মঙ্গলবার এডিবির ঢাকা কার্যালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, এই সৌরবিদ্যুৎ কেন্দ্রে অর্থায়নে এডিবিরি সঙ্গে রয়েছে আরও কয়েকটি সংস্থা। এডিবি এই ঋণের আয়োজক। এডিবি দিচ্ছে ৪ কোটি ৬৭ লাখ ডলার। আর আমস্টারডামভিত্তিক আইএলএক্স ফান্ড ২ কোটি ২০ লাখ ডলার। এ ছাড়া জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) দেবে আরও ৪ কোটি ৬৭ লাখ ডলার। বিজ্ঞপ্তিতে সংস্থাটির বেসরকারি খাত পরিচালনা বিভাগের মহাপরিচালক সুজান গ্যাবৌরি বলেন, এশিয়ার জলবায়ু ব্যাংক হিসেবে এডিবি বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিতে সহায়তা করছে। এ ধরনের প্রকল্পের জন্য দীর্ঘমেয়াদি অর্থায়ন পাওয়া চ্যালেঞ্জিং বিষয়। এ অংশীদারত্বের মধ্য দিয়ে এটিই বোঝা যায়, পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনে অর্থায়ন জোগাড় এবং যেখানে এটি সবচেয়ে বেশি প্রয়োজন, সেখানে এ ধরনের আরও বিনিয়োগ উৎসাহিত করার ক্ষেত্রে এডিবির ভূমিকা নেতৃস্থানীয়। ডিএসই প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসির (পিটি) ব্যবস্থাপনা পরিচালক শাখাওয়াত হোসেন বলেন, এডিবির মতো আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব এসডিজির প্রতি পিটির নিবেদনকে নিশ্চিত করে এবং টেকসই প্রবৃদ্ধির দিকে আমাদের যাত্রায় একটি উল্লেখযোগ্য অগ্রগতিকে তুলে ধরে।
০১ মে, ২০২৪

‘সরকার ও বেসরকারি সংগঠনের প্রচেষ্টায় ক্ষুধা ও দরিদ্রমুক্ত দেশ গড়ে উঠবে’
‘জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করবে ভবিষ্যতের রূপান্তর’- এ চেতনাকে ধারণ করে ৩৫ বছরপূর্তি উদযাপন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)’। এ উপলক্ষে সোমবার (২৯ এপ্রিল) বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে দিনব্যাপী সংলাপ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আশা প্রকাশ করেছেন, সরকার ও বেসরকারি সংগঠনের সম্মিলিত প্রচেষ্টায় ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ে উঠবে। সকালে বেলুন ও পায়রা উড়িয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার। এরপর ভিডিওচিত্র প্রদর্শন ও ডিএসকের ৩৫ বছরের অর্জন নিয়ে আলোচনা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, একটি গৌরবান্বিত মুক্তিসংগ্রামের ভেতর দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, মানবিক মূল্যবোধ, সম্মান, সমৃদ্ধ ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশে অসমতা, কুসংস্কার, জনগোষ্ঠী ধর্ম, বর্ণ, জাতি ও লিঙ্গভেদ এবং ক্ষুধা থাকবে না বলে আশা প্রকাশ করেন তিনি।  স্বাগত বক্তব্যে ডিএসকের নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ বলেন, বিগত কয়েক দশক ধরেই বাংলাদেশের পরিবেশ বিপর্যস্ত হচ্ছে। পরিবেশ সংরক্ষণ ও সুরক্ষায় শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রকৃতিভিত্তিক, পদ্ধতি অনুসরণ করে জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করার চেষ্টা করতে হবে। নদ-নদী, খাল, বিল, হাওর-বাঁওড় সুরক্ষিত রাখার জন্য ব্যবসায়িক দৃষ্টিভঙ্গীর পরিবর্তে প্রকৃতিভিত্তিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। আলোচনায় আরও অংশ নেন, পিকেএসএফের চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন, সাবেক রাষ্ট্রদূত ও অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, এনজিওবিষয়ক ব্যুরোর পরিচালক (নিবন্ধন ও নিরীক্ষা) মো. আনোয়ার হোসেন, ওয়াটার এইড বাংলাদেশের পরিচালক হাসিন জাহান, দেশীয় পরিচালক, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবু আবদুল্লাহ মো. ওয়ালী উল্লাহ, ডিএসকে মহাসচিব অধ্যাপক ড. এ এস এম গোলাম মরতুজা ও ডিএসকে সদস্য মোছা. রেজিয়া বেগম প্রমুখ। বিকেলে দ্বিতীয় অধিবেশনে ‘কেমন বাংলাদেশ চাই’ শীর্ষক সংলাপে প্রধান অতিথি ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার। সংগঠনের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. এ বি এম আব্দুল্লাহর সভাপতিত্বে সংলাপে আলোচনায় অংশ নেন সংসদ সদস্য আরমা দত্ত, বিআইডিএস’র মহাপরিচালক অর্থনীতিবিদ বিনায়ক সেন, ডিএসকের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. নাজমুন নাহার, নারী নেত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মাহফুজা খানম, ঢাকা ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক প্রকৌশলী উত্তম কুমার রায়, অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ, সিপিডির ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, সাবেক ব্যাংকার মামুন রশীদ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের সহ-সভাপতি রাখী মং প্রমুখ। 
২৯ এপ্রিল, ২০২৪

বেসরকারি শিক্ষক বদলির নীতিমালা তৈরির নির্দেশ
সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলির নীতিমালা তিন মাসের মধ্যে প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৯ এপ্রিল) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। শিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের এ নীতিমালা প্রণয়ন করতে বলা হয়েছে। অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া আদালতে রিটের পক্ষে শুনানি করেন। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন। অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বদলির নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন আদালত। তিনি আরও জানান, ‘এ রায়ের মাধ্যমে শিক্ষকদের দীর্ঘদিনের আশা ও দাবি পূরণ হলো। আমরা আশাবাদী সংশ্লিষ্টরা আদালতের রায় অনুসরণ করে দ্রুত নীতিমালা প্রণয়ন করবেন।’ উল্লেখ্য, দেশের বিভিন্ন জেলার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক বদলি নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন।
২৯ এপ্রিল, ২০২৪

১৫৫ জনকে নিয়োগ দেবে সিভিল সার্জনের কার্যালয়
ঝিনাইদহ জেলার সিভিল সার্জনের কার্যালয় এবং এর অধীনে বিভিন্ন স্বাস্থ্যপ্রতিষ্ঠানসমূহে ০৫টি পদে ১৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম : সিভিল সার্জনের কার্যালয়, ঝিনাইদহ। পদের বিবরণ চাকরির ধরন : অস্থায়ী। প্রার্থীর ধরন : নারী-পুরুষ। কর্মস্থল : ঝিনাইদহ। বয়স : ০১ মার্চ ২০২৪ তারিখ ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর। আবেদনের নিয়ম : আগ্রহীরা সিভিল সার্জনের কার্যালয়, ঝিনাইদহ এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। আবেদন ফি : টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ২২৩ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে। আবেদন শুরু : ৩০ এপ্রিল ২০২৪ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় : ২০ মে ২০২৪ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।  
২৯ এপ্রিল, ২০২৪

চট্টগ্রামে বেসরকারি হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধ
বেসরকারি হাসপাতালে নতুন রোগী ভর্তি ও সেবা কার্যক্রম ২৪ ঘণ্টা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখা। চট্টগ্রামে দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদ ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ৬টা থেকে এ কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা। বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. মো. ফয়সাল ইকবাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডা. রক্তিম দাশ ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. রিয়াজ উদ্দিন শিবলুর ওপর হামলার ঘটনায় আসামিদের জামিন বাতিল ও অন্যান্য আসামিদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার (২৪ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস, ব্যক্তিগত চেম্বার, বেসরকারি হাসপাতালে নতুন রোগী ভর্তি, ডায়াগনস্টিক সেন্টারে নতুন রোগীর সেবা বন্ধ থাকবে। সরেজমিনে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিক ঘুরে দেখা গেছে, দূর-দূরান্ত থেকে রোগীরা এসে ভিড় করছেন বিভিন্ন বেসরকারি হাসপাতালে। রোগী দেখা ও পরীক্ষা বন্ধ এবং নতুন রোগীর ভর্তি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। দুশ্চিন্তায় পড়েছেন তারা। চিকিৎসা না পেয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে তাদের।  নগরীর পাঁচলাইশ এলাকার একটি বেসরকারি হাসপাতালে কথা হয় মিরসরাইয়ের বাসিন্দা মোহাম্মদ শাহীনুর রহমান মুন্নার সঙ্গে। কালবেলাকে তিনি বলেন, কয়েকদিন ধরে মা অসুস্থ। ওনাকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত দুদিন ধরে ভালোই চিকিৎসা চলছিল। কিন্তু আজ আমার মায়ের কোনো চিকিৎসা হচ্ছে না। শুনেছি চিকিৎসকরা নাকি কর্মবিরতি পালন করছেন। ল্যাবএইডে চিকিৎসা নিতে আসা চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা নজিবুল কবীর রাহগীর বলেন, কর্মসূচির কথা জানতাম না। ডাক্তার বলেছিলেন ১৫ দিন পর আসতে। আজ ১৬ দিনের মাথায় এসে দেখলাম ডাক্তার বসবে না। এই গরমে আবার বাসায় যেতে হবে। ম্যাক্স হাসাপাতালে চিকিৎসা নিতে আসা ৬০ বছর বয়সী শাহেদা বেগম বলেন, এত গরমে চিকিৎসা নিতে আসলাম। এখন দেখি হাসপাতাল বন্ধ। কখন খুলবে সেটাও বলছে না। আমাদের হয়রানির দায় কে নেবে। আমার চেয়ে যাদের অবস্থা খারাপ তারা কোথায় যাবে। ইমার্জেন্সি ট্রিটমেন্ট কোথায় করাবে। আমরা এর দ্রুত সমাধান চাই। সিএসসিআর হাসপাতালে কর্মরত এক নিরাপত্তাকর্মী বলেন, স্যারেরা বলে দিয়েছেন আজকে সব চিকিৎসাসেবা বন্ধ থাকবে। আমরা রোগীদের সেটা জানিয়ে দিচ্ছি। এ ছাড়া বন্ধের নোটিশও এখানে দেওয়া হয়েছে। এর আগে গত ১০ এপ্রিল পটিয়া জেনারেল হাসপাতালে ও ১৪ এপ্রিল নগরীর মেডিকেল সেন্টারে দুই চিকিৎসকের ওপর হামলা করে রোগীর স্বজনরা। এ ঘটনায় চিকিৎসকদের সংগঠন মানববন্ধন করে। সেই মানববন্ধন থেকে মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা চট্টগ্রামের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সেবা বন্ধের সিদ্ধান্ত নেন চিকিৎসকদের সংগঠনগুলো।
২৩ এপ্রিল, ২০২৪

অভিজ্ঞতা ছাড়া চাকরি দিচ্ছে ব্র্যাক ব্যাংক, আবেদন করুন দ্রুত
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের ‘অফিসার/অ্যাসোসিয়েট ম্যানেজার’ পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। প্রতিষ্ঠানের নাম : ব্র্যাক ব্যাংক পিএলসি. পদ ও বিভাগের নাম : অফিসার/অ্যাসোসিয়েট ম্যানেজার, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস, ট্রানজেকশন ব্যাংকিং আবেদনের বয়সসীমা : নির্ধারিত নয় পদসংখ্যা : নির্ধারিত নয় কর্মস্থল : বাংলাদেশের যে কোনো স্থানে বেতন : আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতা : প্রয়োজন নেই তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ২২ এপ্রিল, ২০২৪ আবেদনের শেষ তারিখ : ৩০ এপ্রিল, ২০২৪ কর্মঘণ্টা : ফুলটাইম প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) শিক্ষাগত যোগ্যতা :  ইউজিসি অনুমোদিত যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি। যেভাবে আবেদন করবেন : আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন। ঠিকানা : অনিক টাওয়ার (লেভেল-৯), ২২০/বি, তেজগাঁও গুলশান লিংক রোড, ঢাকা-১২০৮
২৩ এপ্রিল, ২০২৪

‘নাগরিকের তথ্য বেসরকারি খাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী’
নাগরিকদের তথ্যভান্ডার বেসরকারি খাতে তুলে দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন বিশিষ্টজন। তারা বলেছেন, নাগরিকদের তথ্য বেসরকারি খাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ কথা বলেন। এতে সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, বিটিআরসি এ ধরনের হঠকারী সিদ্ধান্ত নিতে পারে না। যেখানে নাগরিকদের তথ্য ও সুরক্ষার জন্য আলাদা বিধিবিধান আইনের প্রয়োজন, সেখানে নতুন করে তথ্য সুরক্ষার বদলে বেসরকারি খাতে নাগরিকদের তথ্য তুলে দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর জোহা বলেন, এর মাধ্যমে নাগরিকদের অর্থ, ভূমি এবং তার সম্পদের নিরাপত্তার ঝুঁকি তৈরি হবে। বিশ্বের কোথাও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেসরকারি খাতে দেওয়ার নজির নেই। সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুবক্কর সিদ্দিক, সহসভাপতি লায়ন সাব্বির আহমেদ হাজরা, সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিলা প্রমুখ।
২১ এপ্রিল, ২০২৪
X