বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০৩:১৫ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বেসরকারি হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধ

বেসরকারি হাসপাতালে নতুন রোগী ভর্তি ও সেবা কার্যক্রম বন্ধ রেখেছেন চিকিৎসকরা। ছবি : কালবেলা
বেসরকারি হাসপাতালে নতুন রোগী ভর্তি ও সেবা কার্যক্রম বন্ধ রেখেছেন চিকিৎসকরা। ছবি : কালবেলা

বেসরকারি হাসপাতালে নতুন রোগী ভর্তি ও সেবা কার্যক্রম ২৪ ঘণ্টা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখা।

চট্টগ্রামে দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদ ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ৬টা থেকে এ কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা।

বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. মো. ফয়সাল ইকবাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডা. রক্তিম দাশ ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. রিয়াজ উদ্দিন শিবলুর ওপর হামলার ঘটনায় আসামিদের জামিন বাতিল ও অন্যান্য আসামিদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার (২৪ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস, ব্যক্তিগত চেম্বার, বেসরকারি হাসপাতালে নতুন রোগী ভর্তি, ডায়াগনস্টিক সেন্টারে নতুন রোগীর সেবা বন্ধ থাকবে।

সরেজমিনে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিক ঘুরে দেখা গেছে, দূর-দূরান্ত থেকে রোগীরা এসে ভিড় করছেন বিভিন্ন বেসরকারি হাসপাতালে। রোগী দেখা ও পরীক্ষা বন্ধ এবং নতুন রোগীর ভর্তি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। দুশ্চিন্তায় পড়েছেন তারা। চিকিৎসা না পেয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে তাদের।

নগরীর পাঁচলাইশ এলাকার একটি বেসরকারি হাসপাতালে কথা হয় মিরসরাইয়ের বাসিন্দা মোহাম্মদ শাহীনুর রহমান মুন্নার সঙ্গে। কালবেলাকে তিনি বলেন, কয়েকদিন ধরে মা অসুস্থ। ওনাকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত দুদিন ধরে ভালোই চিকিৎসা চলছিল। কিন্তু আজ আমার মায়ের কোনো চিকিৎসা হচ্ছে না। শুনেছি চিকিৎসকরা নাকি কর্মবিরতি পালন করছেন।

ল্যাবএইডে চিকিৎসা নিতে আসা চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা নজিবুল কবীর রাহগীর বলেন, কর্মসূচির কথা জানতাম না। ডাক্তার বলেছিলেন ১৫ দিন পর আসতে। আজ ১৬ দিনের মাথায় এসে দেখলাম ডাক্তার বসবে না। এই গরমে আবার বাসায় যেতে হবে।

ম্যাক্স হাসাপাতালে চিকিৎসা নিতে আসা ৬০ বছর বয়সী শাহেদা বেগম বলেন, এত গরমে চিকিৎসা নিতে আসলাম। এখন দেখি হাসপাতাল বন্ধ। কখন খুলবে সেটাও বলছে না। আমাদের হয়রানির দায় কে নেবে। আমার চেয়ে যাদের অবস্থা খারাপ তারা কোথায় যাবে। ইমার্জেন্সি ট্রিটমেন্ট কোথায় করাবে। আমরা এর দ্রুত সমাধান চাই।

সিএসসিআর হাসপাতালে কর্মরত এক নিরাপত্তাকর্মী বলেন, স্যারেরা বলে দিয়েছেন আজকে সব চিকিৎসাসেবা বন্ধ থাকবে। আমরা রোগীদের সেটা জানিয়ে দিচ্ছি। এ ছাড়া বন্ধের নোটিশও এখানে দেওয়া হয়েছে।

এর আগে গত ১০ এপ্রিল পটিয়া জেনারেল হাসপাতালে ও ১৪ এপ্রিল নগরীর মেডিকেল সেন্টারে দুই চিকিৎসকের ওপর হামলা করে রোগীর স্বজনরা। এ ঘটনায় চিকিৎসকদের সংগঠন মানববন্ধন করে। সেই মানববন্ধন থেকে মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা চট্টগ্রামের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সেবা বন্ধের সিদ্ধান্ত নেন চিকিৎসকদের সংগঠনগুলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১০

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১১

বিজয় থালাপতি এখন বিপাকে

১২

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

১৩

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

১৪

সাংবাদিকদের ওপর হামলায় আরও এক আসামি গ্রেপ্তার 

১৫

সুর নরম আইসিসির

১৬

অরিজিতের বড় ঘোষণা, হতবাক সংগীতপ্রেমীরা

১৭

অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর হাতে

১৮

পল্টনে শিশু নির্যাতনের বিষয়ে আদালতকে যা বললেন পবিত্র কুমার

১৯

নুরুদ্দিন অপুর ধানের শীষকে সমর্থন জানালেন ৩ শতাধিক আ.লীগের নেতাকর্মী

২০
X