ফেসবুকে ঘোষণা দিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার ওপর হামলা, বোমা বিস্ফোরণ
শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। হযরত রহমান মাদবরের ফেসবুক আইডি থেকে ‘বাপের জন্মের হইয়া থাকলে সামনে আইসা মারামারি কর, কাল সকালে শুরু খেলা’ এমন স্ট্যাটাস দিয়ে পূর্ব পরিকল্পনা করে সংঘর্ষে জড়িয়ে পড়েন চেয়ারম্যান কুদ্দুস বেপারীর সমর্থকরা বলে অভিযোগ উঠেছে।  বুধবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার বিলাসপুর ইউনিয়নের সারেংকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে কমপক্ষে ৪ জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিলাসপুর ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুর কুদ্দুস বেপারীর সঙ্গে তার প্রতিদ্বন্দ্বী স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল জলিল মাদবরের আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিনের। এ নিয়ে বেশ কয়েকবার দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এর আগে গত ২৭ মার্চ বুধবার দুপক্ষের সংঘর্ষে বোমার আঘাতে সজীব মুন্সী নামের এক যুবক গুরুতর আহত হয়। পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে ঘটনার সূত্র ধরে বুধবার সকালে আবারও দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এ সময় তারা ফসলি জমিতে নেমে একে অপরপকে লক্ষ্য করে হামবোমা ছুড়তে থাকে। বোমার শব্দে ভারী হয়ে উঠে আশপাশ। এই ঘটনায় ৪ জন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আব্দুল জলিল মাদবর অভিযোগ করেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কুদ্দুস বেপারীর সমর্থকরা আমাদের ওপর হামলার প্রস্তুতি নেয়। তারা আজ সকালে শাহাবুদ্দিন সারেং নামে আমার এক সমর্থকের হাত-পা ভেঙে দেয়। পরে আমাদের লোকজন খবর পেয়ে তাদের প্রতিরোধ করে। তারা এক ব্যক্তির মৃত্যুর মিথ্যা গুজব রটিয়ে আমাদের লোকজনের বাড়িঘরে হামলা ভাঙচুর চালিয়ে লুটপাট করে। আমি এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি। অভিযোগ অস্বীকার করে বিলাসপুর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বেপারী বলেন, জলিল মাদবর আমাদের লোকজনকে মারার জন্য অন্য এলাকা থেকে লোক ভাড়া করে এনেছে। পরে আজ সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। আমার এক লোক গুরুতর আহত হয়েছে। সে হাসপাতালে চিকিৎসাধীন।  জাজিরা থানার ওসি হাফিজুর রহমান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। 
২৪ এপ্রিল, ২০২৪

ভারতে রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণ
ভারতের কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর কুন্ডলাহল্লিতে একটি জনপ্রিয় রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে ৯ জন আহত হয়েছেন। শুক্রবার (১ মার্চ) দুপুরের দিকে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। খবর এনডিটিভির। প্রথমদিকে ভারতীয় পুলিশ জানিয়েছিল, রামেশ্বরম রেস্তোরাঁয় বিস্ফোরণের কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন তারা। সন্ত্রাসবিরোধী জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ), বোম্ব স্কোয়াড ও ফরেনসিক বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গেলে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সাংবাদিকদের জানান, রেস্তোরাঁর হামলায় একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে একটি বিস্ফোরণের খবর আসে। সেখানে একটি ব্যাগ ছিল। আমি জানতে পেরেছি যে, এটি একটি আইইডি ছিল। তদন্ত চলছে। কর্ণাটকের পুলিশপ্রধান অলোক মোহন বলেছেন, এই ঘটনায় ৯ জন আহত হয়েছেন। তাদের ব্রুকফিল্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা আশঙ্কামুক্ত। বিজেপির বেঙ্গালুরু দক্ষিণের সংসদ সদস্য তেজস্বী সূর্য এক এক্সবার্তায় বিস্ফোরণের কারণ কী হতে পারে তা নিয়ে ক্যাফের মালিকের সঙ্গে কথা হয়েছে। তিনি বলেন, এই মাত্র রামেশ্বরম ক্যাফের প্রতিষ্ঠাতা শ্রী নাগরাজের সঙ্গে বিস্ফোরণের বিষয়ে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছিলেন যে, একজন গ্রাহকের রেখে যাওয়া একটি ব্যাগের কারণে বিস্ফোরণটি ঘটেছে। কোনো গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়নি। তাদের একজন কর্মচারী আহত হয়েছেন বলে মনে হচ্ছে। এটি বোমা বিস্ফোরণের সুস্পষ্ট ঘটনা। বেঙ্গালুরুর মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে জবাব দিতে হবে।
০১ মার্চ, ২০২৪
X