ব্যাংকক থেকে আজ দেশে ফিরবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডে ছয় দিনের সরকারি সফর শেষে সোমবার (২৯ এপ্রিল) ব্যাংকক থেকে দেশে ফিরবেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র জানিয়েছে, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সকালে (স্থানীয় সময়) ব্যাংকক ত্যাগের কথা রয়েছে। সকাল সাড়ে ১১টায় তিনি ঢাকায় পৌঁছাবেন।’ প্রেস উইং থেকে আরও বলা হয়েছে, শেখ হাসিনা থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উভয় সফরে ২৪ এপ্রিল বিকেলে ব্যাংককে আসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লালগালিচা উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সেখানে তাকে গার্ড অব অনার ও গান স্যালুট জানানো হয়। শেখ হাসিনা এই সফরকে ‘প্রতিবেশী’ নীতির ওপর বৃহত্তর ফোকাসের অংশ বলে বর্ণনা করেছেন, কারণ এটি দুদেশের জন্য দ্বিপাক্ষিক সম্পর্কের গতিকে আরও নবায়নের চমৎকার সুযোগ দিয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, এ সফর দুদেশের সম্পর্ককে আরও গভীর করার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাবে। থাই প্রধানমন্ত্রী আয়োজিত মধ্যাহ্নভোজ বৈঠকে শেখ হাসিনা বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, এ সফর দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্ণ সম্ভাবনার বিকাশে অত্যন্ত প্রয়োজনীয় প্রেরণা জোগাবে। তিনি আরও বলেন, ‘সরকারি এ সফর আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে। এটি আমাদের দুদেশের মধ্যে ফলপ্রসূ অংশীদারত্বের একটি নতুন যুগের সূচনা করেছে। আমাদের জনগণ ও দেশের পারস্পরিক সুবিধার জন্য আগামীতেও সম্পর্কের নবায়নের এ গতিকে আমাদের ধরে রাখতে হবে।’ সফর চলাকালীন (২৬ এপ্রিল) বাংলাদেশের প্রধানমন্ত্রী থাই প্রধানমন্ত্রী থাভিসিনের সঙ্গে গভর্নমেন্ট হাউসে (প্রধানমন্ত্রীর কার্যালয়) দ্বিপাক্ষিক আলোচনা করেন, যেখানে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে পাঁচটি দ্বিপাক্ষিক নথি স্বাক্ষরিত হয়। নথিগুলো হচ্ছে- একটি চুক্তি, তিনটি সমঝোতা স্মারক (এমওইউ), একটি লেটার অব ইনটেন্ট (এলওআই), যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের উপস্থিতিতে স্বাক্ষর হয়। নথির মধ্যে অফিসিয়াল পাসপোর্ট হোল্ডারদের জন্য ভিসা ছাড়সংক্রান্ত চুক্তি, জ্বালানি সহযোগিতা, শুল্ক বিষয়ে সহযোগিতা ও পারস্পরিক সহায়তা এবং পর্যটন ক্ষেত্রে সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক এবং ২০২৪ সালের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা সংক্রান্ত লেটার অব ইনটেন্ট (এলওআই) রয়েছে। শেখ হাসিনা গভর্নমেন্ট হাউসে থাই প্রধানমন্ত্রীর দেওয়া একটি আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজেও যোগ দেন। গভর্নমেন্ট হাউসে পৌঁছালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে থাই কুহ ফাহ ভবনের সামনের উন্মুক্ত স্থানে লালগালিচা উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ এপ্রিল জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনএসক্যাপ) ৮০ তম অধিবেশনে যোগ দেন। এ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি সব বিশ্বনেতাকে যুদ্ধ, আক্রমণ এবং আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়ে যুদ্ধকে ‘না’ বলার আহ্বান জানান।  জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও এসক্যাপের নির্বাহী সচিব আরমিদা সালসিয়াহ আলিসজাবানা এবং ইউএনএসক্যাপ সম্মেলনস্থলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। একই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুসিত প্রাসাদের অ্যামফোর্ন সাথার্ন থ্রোন হলে থাইল্যান্ডের রাজা ও রানি মহা ভাজিরালংকর্ন ফ্রা ভাজিরা-ক্লাওচা-উয়ুয়া এবং রানি সুথিদা বজ্রসুধা-বিমলা-লক্ষণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
২৯ এপ্রিল, ২০২৪

আবদুল আউয়াল মিন্টুকে ব্যাংকক নেওয়া হয়েছে
বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে তাকে নিয়ে থাই এয়ারওয়েজের একটি বিমান থাইল্যান্ডের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। তার সঙ্গে স্ত্রী নাসরিন আউয়াল ও ছোট ছেলে তাজওয়ার এম আউয়াল আছেন। তিনি ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নেবেন। গত শুক্রবার রাতে মিন্টু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকেই ব্যাংককে নেওয়া হয়েছে। মিন্টুর বড় ছেলে বিএনপি নেতা তাবিথ আউয়াল বলেন, ইউনাইটেড হাসপাতালে ল্যাবরেটরি রিপোর্ট অনুযায়ী, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এ ধরনের ক্ষেত্রে খুব কম সময়ের মধ্যে আবার আক্রান্ত হওয়ার একটা ঝুঁকি থাকে। সেজন্য তাকে বামরুনগ্রাদে নেওয়া হয়েছে।
২৪ এপ্রিল, ২০২৪

চেকআপের জন্য ব্যাংকক যাচ্ছেন সুমন
দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন অর্থহীন ব্যান্ডের দলনেতা সাইদুস সালেহীন সুমন। যাকে সবাই ‘বেজবাবা সুমন’ নামে চেনে। নিয়মিত চেকআপের জন্য আবারও তিনি ব্যাংকক যাচ্ছেন। বিষয়টি নিজেই ভক্তদের নিশ্চিত করেছেন। সুমন এপ্রিলের প্রথম দিকে যুক্তরাষ্ট্র থেকে দেশে আসেন। এরপর ১৫ এপ্রিল তিনি আবারও দেশ ছাড়েন। তবে সরাসরি ব্যাংকক যাবেন না তিনি। ব্যান্ডের ঘনিষ্ঠ সূত্র থেকে কালবেলাকে জানানো হয়, ব্যবসায়িক কারণে তিনি প্রথমে আরেকটি দেশে যাবেন। এরপর নিয়মিত চেকআপের জন্য সেখান থেকে ব্যাংককে পৌঁছাবেন। তার শরীরের ওজন এখন অনেকটাই কমে গেছে। তবে অর্থহীন ভক্তদের জন্য হতাশ হওয়ার কিছু নেই। আগে থেকে অনেকটাই সুস্থ আছেন তিনি। বেশ কয়েক বছর আগে বেজবাবা সুমনের শরীরে চিকিৎসকরা দুটি টিউমারের অস্তিত্ব পান। পরে জানা যায়, সুমন ক্যান্সারে আক্রান্ত। তখন ক্যান্সারটি প্রথম ধাপে থাকায় চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠছিলেন। ২০১৭ সালে চিকিৎসার পর ব্যাংককের একটি হাসপাতাল থেকে ফিরছিলেন তিনি। এমন সময় হঠাৎ তাকে একটি গাড়ি ধাক্কা দেয়। ব্যাংককের ওই দুর্ঘটনায় সুমনের স্পাইনাল কর্ডের ক্ষতি হয়। পরে তাকে আবার চিকিৎসা নিতে হয়। চিকিৎসার জন্য ব্যাংককে যাওয়া-আসার মধ্যে থাকতে হতো। ক্যান্সার ও স্পাইনাল কর্ডের দীর্ঘ চিকিৎসা শেষে ২০২১ সালে দেশে ফেরেন সুমন। এরপর নতুন দুটি গানও প্রকাশ পায় অর্থহীনের। করে কনসার্টও। অর্থহীন ব্যান্ডে বর্তমানে সদস্য সংখ্যা তিনজন। মার্ক ডন, মাহান ফাহিম ও বেজবাবা সুমন।
১৬ এপ্রিল, ২০২৪

ব্যাংকক সম্মেলনে বাংলাদেশি আহবাব দ্বিতীয় সেরা কূটনীতিক
বিশ্বের ৪০ দেশের ৭০ শিক্ষার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে দ্বিতীয় সেরা কূটনীতিকের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের আজওয়াদ আহবাব খান। সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে তিন দিনব্যাপী বেস্ট ডিপ্লোমেট কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি। গত ১০-১৩ নভেম্বর অনুষ্ঠিত কনফারেন্সের প্রতিপাদ্য ছিল—জাতিসংঘ নির্ধারিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ১১ ও ১৩ অনুসারে পর্যটনের কারণে সৃষ্ট ঝুঁকি হ্রাস এবং টেকসই শিল্পের অগ্রগতি। আজওয়াদ আহবাব খান থাইল্যান্ড সম্মেলনে সিমুলেশন কান্ট্রি ডেনমার্ক ও মাতৃভূমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করে কূটনীতিক পুরস্কার অর্জন করেন। আহবাব এফবিসিসিআই পরিচালক তোসাদ্দেক হোসেন খান টিটো ও আইনজীবী আফরোজা ফিরোজ মিতার একমাত্র সন্তান। তিনি সম্প্রতি ঢাকার একটি ইংরেজি মাধ্যম স্কুল থেকে ‘ও’ লেভেল শেষ করেছেন। নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক সংস্থা বেস্ট ডিপ্লোমেট এই কনফারেন্স আয়োজন করে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়নসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বিশেষজ্ঞদের পরিচালনায় নানা আয়োজনের মাধ্যমে বিশ্বের তরুণ প্রজন্মকে ভবিষ্যতের দক্ষ কূটনীতিক হিসেবে গড়ে তোলাই সংস্থাটির লক্ষ্য।
২৯ নভেম্বর, ২০২৩

ব্যাংকক সম্মেলনে দ্বিতীয় সেরা কূটনীতিক হলেন বাংলাদেশি শিক্ষার্থী আহবাব
বিশ্বের ৪০ দেশের ৭০ শিক্ষার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে দ্বিতীয় সেরা কূটনীতিকের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের আজওয়াদ আহবাব খান। সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত তিন দিনব্যাপী বেস্ট ডিপ্লোমেট কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন আহবাব। ব্যাংককে অনুষ্ঠিত কনফারেন্সের প্রতিপাদ্য ছিল ‘জাতিসংঘ নির্ধারিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ১১ ও ১৩ অনুসারে পর্যটনের কারণে সৃষ্ট ঝুঁকি হ্রাস এবং টেকসই শিল্পের অগ্রগতি। আজওয়াদ আহবাব খান থাইল্যান্ড সম্মেলনে সিমুলেশন কান্ট্রি ডেনমার্ক ও মাতৃভূমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করে অসাধারণ কূটনীতিক পুরস্কার অর্জন করেন। আহবাব এফবিসিসিআই পরিচালক তোসাদ্দেক হোসেন খান টিটো ও আইনজীবী আফরোজা ফিরোজ মিতার একমাত্র সন্তান। তিনি সম্প্রতি ঢাকার একটি ইংরেজি মাধ্যম স্কুল থেকে সফলভাবে ও লেভেল সম্পন্ন করেছেন। উল্লেখ্য, নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ‘বেস্ট ডিপ্লোমেট’ এই কনফারেন্স আয়োজন করে। সংস্থাটির লক্ষ্য জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়নসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বিশেষজ্ঞদের পরিচালনায় প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির নানা আয়োজনের মাধ্যমে বিশ্বজুড়ে তরুণ প্রজন্মকে ভবিষ্যতের দক্ষ কূটনৈতিক হিসেবে গড়ে তোলা।
২৮ নভেম্বর, ২০২৩

জাকার্তা ও ব্যাংকক যাবেন পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন পৃথক অনুষ্ঠানে যোগ দিতে ইন্দোনেশিয়ার জাকার্তা ও থাইল্যান্ডের ব্যাংকক যাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আব্দুল মোমেন মঙ্গলবার রাতে জাকার্তার উদ্দেশে রওনা হন। জানা গেছে, আজ পররাষ্ট্রমন্ত্রী জাকার্তায় আসিয়ান আঞ্চলিক ফোরামে যোগ দেবেন। এরপর ১৭ জুলাই ব্যাংককে আঞ্চলিক ইস্যুতে মতবিনিময়ের জন্য বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক) আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। ২৫ বছরের পুরোনো সংস্থাটিকে এগিয়ে নিয়ে যাওয়ার উপায় হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। চলতি বছরের শেষের দিকে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৮ জুলাই পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। 8কালবেলা প্রতিবেদক
১২ জুলাই, ২০২৩
X