নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার (১০ জুলাই) ব্যাংকক যাচ্ছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। রোববার (৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটে টিজি৩২২ বিমানযোগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। তিনি ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন।
বিরোধীদলীয় নেতার সঙ্গে সফর সঙ্গী হবেন তার ছেলে সংসদ সদস্য রাহ্গির আলমাহি এরশাদ ও পুত্রবধূ মাহিমা এরশাদ।
বিরোধীদলীয় নেতা তার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
মন্তব্য করুন