কাউকে স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেব না : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে চায় বাংলাদেশ, তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সবকিছু করা হবে। তিনি বলেন, কেউ আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করুক, আমরা সেটা চাই না। আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলতে চাই, কিন্তু আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যা যা করা দরকার আমরা তা করব। আমাদের এটি সর্বদা মনে রাখতে হবে। রোববার (২১ এপ্রিল) সকালে চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে নবনির্মিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স’ উদ্বোধন শেষে দরবারে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আমরা সবসময় শান্তি চাই। বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম। আমরা যুদ্ধের মাধ্যমে বিজয় অর্জন করেছি। যুদ্ধে জয়ী হয়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি তা আমাদের ধরে রাখতে হবে। তিনি বলেন, বর্তমানে ডিজিটাল মাধ্যমে যুদ্ধ করা হচ্ছে। সেজন্য দেশে আধুনিক, জ্ঞানভিত্তিক উচ্চ প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী গড়ে তোলা দরকার। শেখ হাসিনা বলেন, আমাদের সশস্ত্র বাহিনী আরও উন্নত, আরও দক্ষ এবং আরও প্রশিক্ষিত হবে এবং সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি আমরা। তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী যেহেতু প্রয়োজনে সবসময় জনগণের পাশে রয়েছে, তাই এখন তারা জাতির কাছে আস্থার প্রতীক। এর আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছলে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তাকে স্বাগত জানান। অনুষ্ঠানে মুজিব ব্যাটারির ওপর একটি অডিও-ভিজ্যুয়াল ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
২১ এপ্রিল, ২০২৪

মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  রোববার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর হালিশহরের আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে এ কমপ্লেক্সের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।  জাদুঘর ঘুরে দেখেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, মুক্তিযুদ্ধে মুজিব ব্যাটারির প্রথম গোলাবর্ষণকারী ঐতিহাসিক ৩ দশমিক ৭ ইঞ্চি হাউইটজার, আর্টিলারি রেজিমেন্টে ব্যবহৃত গোলাবারুদ ও সব কামানের প্রতিরূপ এবং মহান মুক্তিযুদ্ধে গোলন্দাজ বাহিনীর বিভিন্ন অপারেশনের গৌরবময় ইতিহাস।  ১৯৭১ সালের ২২ জুলাই গঠিত হয় বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট অব আর্টিলারি প্রথম ফিল্ড ব্যাটারি। যা পরিচিতি পায় ‘মুজিব ব্যাটারি’ নামে। দুপুর তিনটার পর প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে আসবেন। 
২১ এপ্রিল, ২০২৪

গাজীপুরে ব্যাটারি কারখানায় বিস্ফোরণে চীনা নাগরিক নিহত
গাজীপুরের কাশিমপুরে ব্যাটারি কারখানায় বিস্ফোরণে একজন চীনা প্রকৌশলী নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন আরও ৬ জন। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে কাশিমপুর থানার দক্ষিণ পানিশাইলের পলাশ হাউজিং এলাকায় টং রুই ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের ব্যাটারি কারখানায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন। নিহত চীনা নাগরিকের নাম পু সুকি (৫২)। তিনি ওই কারখানায় প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, স্থানীয় টং রুই ইন্ডাস্ট্রিজ নামের সেমিপাকা ব্যাটারি কারখানা ভবনে হঠাৎ বয়লার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে চীনা নাগরিকসহ কয়েকজন দগ্ধ হন ও পাশে থাকা লাকড়িতে আগুন লেগে যায়। সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই হতাহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কাশিমপুর থানার ওসি (অপারেশন) মহিউদ্দিন বলেন, কারখানাটি ঈদের ছুটির কারণে এক সপ্তাহ বন্ধ ছিল। মঙ্গলবার কারখানা চালু করা হয়। সন্ধ্যায় কারখানার বয়লার সমস্যা দেখা দিলে তা মেরামতের জন্য চীনা প্রকৌশলী চেষ্টা করেন। এক পর্যায়ে বয়লার বিস্ফোরিত হলে ঘটনাস্থলে ওই চীনা প্রকৌশলী নিহত ও অপর ৬ জন আহত হন। আহতদের উদ্ধার করে তেতুইবাড়ি এলাকার শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে অমল ঘোষ নামের একজনকে শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাষ্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।
১৬ এপ্রিল, ২০২৪

ব্যাটারি চেক করার দিন আজ
বছরে ৩৬৫ দিন। প্রায় সব দিনই রয়েছে কোনো না কোনো দিবস। পরিচিত কয়েকটা ছাড়া আমরা অনেকেই জানিনা এসব দিবসের নাম। তবে না জানলে কি হবে বিশ্বের কোথাও না কোথাও দিবসগুলো পালন করা হয়। অনেক দিবস রয়েছে যার কথা শুনলে হয়তো চমকে উঠবেন। প্রশ্ন আাসবে এমন দিবসও আবার হয় না কি? আজও এমনই একটি দিবস যা হয়তো আগে নাও ভেবে থাকতে পারেন। মার্চ মাসের দ্বিতীয় রোববার আজ। প্রত্যেক বছর এই দিনে পালন করা হয় ব্যাটারি চেক করার দিবস (চেক ইয়োর ব্যাটারি ডে)। দিবসটি মূলত আমাদের মনে করিয়ে দেয় নিয়মিত ব্যবহৃত ডিভাইসে ব্যাটারি চেক এবং পরিবর্তন করার কথা।  দিবসটি মূলত নিরাপত্তার জন্যও পালন করা হয়। দিনটি আমাদের স্মোক ডিটেক্টর, কার্বন মনোক্সাইড অ্যালার্ম এবং ফ্ল্যাশলাইটের মতো প্রয়োজনীয় ডিভাইসগুলোতে ব্যাটারি পরীক্ষা করতে উৎসাহিত করে। এই ব্যাটারিগুলো পরীক্ষা করে, আমরা নিশ্চিত করি যে আমাদের নিরাপত্তায় কাজে ব্যবহৃত ডিভাইসগুলো তাদের কাজ করার জন্য প্রস্তুত। দিবসটি একটি রুটিন চেক-আপের চেয়ে বেশি; এটি একটি জীবন রক্ষাকারী অভ্যাস। এটি ডেলাইট সেভিং টাইমের সাথেও মিলে যায়, যা মনে রাখা সহজ করে তোলে।
১০ মার্চ, ২০২৪

একবার চার্জেই ফোন চলবে ৫০ বছর!
বারবার ফোন চার্জ দেওয়ার দুশ্চিন্তার অবশান হতে চলেছে। চীনা টেক কোম্পানি ‘বেটাভোল্ট’ আনতে চলেছে এক নতুন ধরনের ব্যাটারি। কোনো চার্জ ছাড়াই এই ব্যাটারি ব্যবহার করা যাবে ৫০ বছর বলে দাবি করেছে কোম্পানিটি।  বেটাভোল্ট বলছে, তাদের উৎপাদিত এই পারমাণবিক ব্যাটারিটিতে মুদ্রার চেয়েও ছোট একটি মডিউলে ৬৩টি আইসোটোপ স্থাপিত। পরবর্তী প্রজন্মের ব্যাটারিটি বর্তমানে পরীক্ষামূলক ব্যবহার পর্যায়ে রয়েছে। দ্রুতই এটির বাণিজ্যিক ব্যবহার শুরু হবে।  স্মার্টফোন ছাড়াও পারমাণবিক শক্তির ব্যাটারি ব্যবহার করা যাবে মহাকাশ যন্ত্র, এআই সরঞ্জাম, চিকিৎসা সরঞ্জাম, মাইক্রোপ্রসেসর, উন্নত সেন্সর, ছোট ড্রোন এবং মাইক্রো-রোবটের মতো যন্ত্রে। নিরাপত্তার দিক দিয়েও প্রচলিত ব্যাটারির তুলনায় এই ব্যাটারি বেশ এগিয়ে। এটিতে ধরবে না আগুন। সাধারণ ব্যাটারিতে উচ্চ তাপমাত্রায় নিরাপত্তা ঝুঁকি থাকে। এতে পারমাণবিক শক্তি ব্যবহার হলেও নেই কোনো তেজস্ক্রিয়তার ঝুঁকি।  ২০২৫ সাল নাগাদ এই ব্যাটারি বাজারজাত করার পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।
১৫ জানুয়ারি, ২০২৪

ব্যাটারি ভালো আছে কি না, তা দেখার সুবিধা আসছে অ্যান্ড্রয়েডে
সারা দুনিয়া যেখানে স্মার্টফোনে বন্দি সেখানে এটা ছাড়া আমাদের দৈনন্দিন কাজগুলো সম্পন্ন করা একপ্রকার অসম্ভব। অফিসের কাজ থেকে শুরু করে পড়ালেখা, কেনাকাটা, যাতায়াতের জন্য ট্যাক্সি ডাকা, বিনোদনসহ জীবনের প্রতিটি কাজে স্মার্টফোন এক অবিচ্ছেদ্য ডিভাইসে পরিণত হয়েছে৷ অতএব এতসব কাজ সম্পন্ন করতে নিশ্চয়ই স্মার্টফোনটিকে চালু রাখতে হয়৷ আর স্মার্টফোনটিকে চালু রাখে ব্যাটারি। দীর্ঘ সময় ব্যবহারের জন্য অনেকেই শক্তিশালী ব্যাটারিযুক্ত স্মার্টফোন কেনেন। কিন্তু বিভিন্ন কারণে হঠাৎ করে ব্যাটারির ক্ষমতা কমে যায়। ফলে ফুল চার্জ দিলেও বেশিক্ষণ ফোন ব্যবহার করা সম্ভব হয় না। আর তাই ফোনের ব্যাটারি ভালো আছে কী না, তা জানাতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ‘ব্যাটারি হেলথ’ সুবিধা যুক্ত করতে যাচ্ছে গুগল। নতুন এ সুবিধা চালু হলে আইফোনের মতোই অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি কার্যকারিতার হালনাগাদ তথ্য জানা যাবে। বর্তমানে অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অপশন থেকে ব্যাটারির চার্জের তথ্যসহ বিভিন্ন তথ্য জানা যায়। ‘ব্যাটারি হেলথ’ সুবিধা যুক্ত হলে চার্জের তথ্য জানার পাশাপাশি ব্যাটারির কার্যকারিতা সম্পর্কে জানতে পারবেন ব্যবহারকারীরা। স্মার্টফোনে থাকা লিথিয়াম আয়ন ব্যাটারি সাধারণত দুই থেকে তিন বছর পর্যন্ত ভালো থাকে। এরপর ধীরে ধীরে ব্যাটারির ক্ষমতা কমতে থাকে। আর তাই ব্যাটারি কত দিন থেকে ব্যবহার করা হচ্ছে, সে তথ্যও ব্যবহারকারীদের জানাবে ব্যাটারি হেলথ সুবিধাটি। অ্যান্ড্রয়েড অথোরিটির এক প্রতিবেদনে জানানো হয়েছে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ১৪তে ব্যাটারি হেলথের প্রাথমিক সুবিধা চালু করার জন্য কাজ শুরু করেছে গুগল। এ সুবিধা পূর্ণাঙ্গভাবে চালু করা হবে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে। সম্প্রতি পিক্সেল ফোনের সেটিংসে ব্যাটারি ইনফরমেশন নামে একটি অপশন দেখা যাচ্ছে। অপশনটি কাজে লাগিয়ে ব্যাটারির উৎপাদন তারিখ এবং ব্যাটারি কত দিন থেকে ব্যবহার করা হচ্ছে সে তথ্য জানা যায়। বর্তমানে তৃতীয় পক্ষের বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি অ্যাপের মাধ্যমে ফোনের ব্যাটারির কার্যকারিতার তথ্য জানা যায়। কিন্তু অপরিচিত বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যাপ নামানোর ফলে ফোনে ম্যালওয়্যার আক্রমণের পাশাপাশি সাইবার হামলার আশঙ্কা থাকে। আর তাই নতুন এ সুবিধা চালু হলে নিরাপদে ফোনের ব্যাটারি ভালো আছে কী না, তা সহজেই জানা যাবে। সূত্র: ইন্ডিয়া টুডে
২৫ ডিসেম্বর, ২০২৩

পুলিশের চাহিদার টাকা দিতে অটোরিকশার ব্যাটারি বিক্রি
মুন্সীগঞ্জ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন- পিবিআই এর ৩ কর্মকর্তার চাহিদা মেটাতে বিক্রি করতে হয়েছে সংসারের আয়ের একমাত্র উৎস অটোরিকশার ব্যাটারি। আদালতে চালান দেওয়ার ভয় দেখিয়ে লিটন নামের ওই অটোরিকশা চালকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে তারা। ৩ পুলিশ সদস্যকে দিতে হয়েছে ৩৪ হাজার টাকা। এসব অভিযোগ উঠেছে- মুন্সীগঞ্জ পিবিআই সাব-ইন্সপেক্টর অপু সরকার ও মেহেদী হাসান এবং কনস্টেবল কামরুলের বিরুদ্ধে। এর আগে ৯ অক্টোবর টাকা না দেওয়ার কারণে পিবিআই অফিসের তৃতীয় তলার একটি কক্ষে প্রায় ১৭ ঘণ্টা আটকিয়ে রাখা হয় লিটন হাওলাদার ও ছোট ভাই নীরব হাওলাদার ও তার বন্ধু নূর ইসলামকে। মূলত ঘটনার সূত্রপাত অটোরিকশা চালক লিটনের ছোট ভাই নীরবকে কেন্দ্র করে। গত পহেলা অক্টোবর নীরব অন্য একজনের অটোরিকশার ব্যাটারি চুরি করে বিক্রি করে দেয়। অটোরিকশার মালিক মো. দুলাল হোসেন ভূইয়া ৪ অক্টোবর অভিযোগ করেন পিবিআইয়ে। পিবিআই ব্যাটারি উদ্ধার করতে ৯ অক্টোবর রাতে ধরে নিয়ে আসেন বড় ভাই লিটন, নীরব ও বন্ধু নূর ইসলামকে। এরপর দাবি করা হয় টাকা। উপায় না পেয়ে লিটনের স্ত্রী নিজেদের অটোরিকশার ব্যাটারি বিক্রি করে দেন ২৪ হাজার এবং নূর ইসলাম দেন ১০ হাজার টাকা। এ ছাড়া ব্যাটারি যে দোকান থেকে উদ্ধার করা হয়েছে সেই দোকান মালিকের ছেলে মেহেদীর কাছ থেকে দুই ধাপে নেওয়া হয়েছে আরও ১২ হাজার টাকা।  এদিকে টাকার নেওয়ার বিষয়টি অস্বীকার করেন সাব-ইন্সপেক্টর মেহেদী হাসান। দোষ চাপান তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর অপু সরকারের ওপর।   পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ারুল হকের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বাদী ও বিবাদী আপোষের কারণে অফিস এখানে জড়ায়নি। তবে টাকা নেওয়া বিষয়ে অভিযোগ পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে কিছু অসাধু কর্মকর্তার জন্য পুরো বাহিনীর সুনাম যেন নষ্ট না হয় সেদিকে দৃষ্টি রাখার আহ্বান সচেতন নাগরিকদের।
১৪ অক্টোবর, ২০২৩

এনবিআরকে চিঠি / টাকায় এলসি চান ব্যাটারি উৎপাদক-রপ্তানিকারকরা
ডলারের পরিবর্তে টাকায় এলসি খোলার দাবি জানিয়েছেন ব্যাটারি উৎপাদক ও রপ্তানিকারকরা। তারা বলছেন, ডলারের পরিবর্তে টাকায় স্থানীয় এলসি খুলে ইপিজেডের প্রতিষ্ঠান থেকে অভ্যন্তরীণ বাজারে বিক্রির অনুমতি প্রয়োজন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে এমন দাবি জানিয়েছে অ্যাকুমুলেটর ব্যাটারি ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এবিএমইএবি)। এতে ব্যাংকে ডলার সংকট ও ব্যাংকগুলোর এলসি দায় পরিশোধে ব্যর্থতা কমে আসবে। সেইসঙ্গে ব্যাংক খাতের ভাবমূর্তিও উজ্জ্বল হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এনবিআর সূত্রে জানা গেছে, দেশে ডলার সংকটের কারণে এলসি খোলা জটিলতা তৈরি হয়েছে। এরই মধ্যে বিলাসী পণ্য আমদানি নিরুৎসাহিত করার মাধ্যমে ডলার সাশ্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু কার্যকর সুফল মেলেনি। ব্যাংকগুলোতে এখনো ডলার সংকট রয়েছে। আর এই কারণে ডলারের পরিবর্তে টাকায় এলসি খোলার অনুমতি চেয়ে এনবিআরের কাছে চিঠি দিয়েছে এবিএমইএবি। আর এনবিআরে দেওয়া এক চিঠিতে বিষয়গুলো তুলে ধরেন এবিএমইএবি সভাপতি মুনাওয়ার মিসবাহ মঈন। তিনি লেখেন, সমিতির অধিভুক্ত ইপিজেডের ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদিত ব্যাটারি ও তার উপকরণ স্থানীয় বাজারে যথাযথ শুল্ক কর পরিশোধ করে এলসির মাধ্যমে রপ্তানি করা হয়। বাংলাদেশে বর্তমানে ডলার সংকটের কারণে ব্যাংকগুলো এলসি খুলতে অনীহা প্রকাশ করে। আর অন্যদিকে নির্ধারিত দরের চেয়ে বেশি দামে ডলার কিনতে হয়। এতে বৃদ্ধি পাচ্ছে উৎপাদন খরচ। তিনি আরও লেখেন, বর্তমানে দেশের কোনো ব্যাংকই চাহিদা অনুযায়ী ডলার পাচ্ছে না। সংকটের কারণে পরিশোধ করতে পারছে না এলসির দায়। এতে দেশি ব্যাংকগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বের অন্য দেশগুলো ডলারের বিকল্প মুদ্রায় আমদানি করছে। ডলার সংকটের কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যকার টাকা-রুপিতে দ্বিপক্ষীয় লেনদেনের বিষয়টিকে প্রশংসনীয় উদ্যোগ বলে উল্লেখ করেছেন তিনি। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকে সুপারিশ পাঠিয়েছে বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে।
০৭ সেপ্টেম্বর, ২০২৩
X