ফেনীর বহুতল ভবনে আগুন
ফেনী শহরের ডাক্তারপাড়ায় জহিরিয়া মসজিদের বিপরীত এলাকায় নাথ ভবন নামে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ মে) দুপুরে বহুতল ভবনটিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়।   স্থানীয় সূত্রে জানা যায়, ভবনের চার তলায় একটি চিলেকোঠা থেকে আগুনের সূত্রপাত। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে আধাঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। এতে বেশকিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেনী মডেল থানার উপপরিদর্শক মো. মিজান বলেন, ভবনের সিঁড়ি অত্যন্ত সরু ছিল। সঙ্গে পানিরও কোনো উৎস নেই আশপাশে। ফলে আগুন নেভানোর কাজে বেগ পেতে হয়েছে। ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশের একটি টিম সহযোগিতা করেছে। ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবদুল মজিদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক মিটারের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সেখানে বেশকিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়-ক্ষতির চূড়ান্ত পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে বলে জানান তিনি।
০৭ মে, ২০২৪

মংলায় রূপালী ব্যাংকের ভবনে আগুন
বাগেরহাটে মোংলায় রূপালী ব্যাংক পিএলসির ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করে। রোববার (২৮ এপ্রিল) দুপুরে এ আগুন লাগে।   জানা যায়, মোংলা পৌর শহরের নিউ মেইন রোড়ে ফেন্সি কমপ্লেক্স নামক ভবনের দ্বিতীয় তলায় রূপালী ব্যাংকের একটি শাখা রয়েছে। তবে আগুনের ঘটনাটি ঘটে ভবনের তৃতীয় তলায়। সেখানে ভবন মালিকের কাপড়ের গোডাইন ও টেইলার্সের কারখানা রয়েছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সাভিসের একটি ইউডিনট এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে সাড়ে ৪টার পরও ভবনের তৃতীয়তলা থেকে ধোঁয়া বের হচ্ছিল।  ফায়ার সার্ভিসের সঙ্গে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে। তবে আগুন লাগার ঘটনায় ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি ব্যাংক কতৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের।
২৮ এপ্রিল, ২০২৪

বনশ্রীতে আবাসিক ভবনে আগুন
রাজধানীর বনশ্রীতে একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে জানানো হয়েছে। এ বিষয়ে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে আমাদের কাছে সংবাদ আসে বনশ্রী ‘সি’ ব্লকের একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আমাদের দুটি ইউনিটের চেষ্টায় দুপুর ১টা ১৫ মিনিটে ভবনটির আগুন নির্বাপণে আসে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে। এর আগে দুপুর সাড়ে ১২টায় ভবনটিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নির্বাপণ হয়।
১৮ এপ্রিল, ২০২৪

রাজধানীর গুলশানে বহুতল ভবনে আগুন
রাজধানীর গুলশান-১ নম্বরে এডব্লিউআর ১৮ তলা ভবনের ৯ তলায় এসির আউটডোরে আগুন লেগেছে। শনিবার (২৩ মার্চ) বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়র সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, এডব্লিউআর ১৮ তলা ভবনের ৯ তলায় এসির আউটডোর থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে প্রথমে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ছুটে যায়। দীর্ঘ চেষ্টার পর বেলা বেলা ৪টা ৫০ মিটিটে আগুন পুরোপুরি নির্বাপণে আসে।
২৩ মার্চ, ২০২৪

এবার এলিফ্যান্ট রোডের ১০ তলা ভবনে আগুন
রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের ১০ তলা আবাসিক ভবনের সাত তলায় আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২ ইউনিট। শনিবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে আগুনের এ ঘটনা ঘটে।  ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, বেলা সাড়ে ১১টার দিকে নিউ এলিফ্যান্ট রোডের ১০ তলা আবাসিক ভবনের সাত তলায় আগুন লাগে। শুরুতেই স্থানীয়রা আগুন নেভাতে কাজ করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।  ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শফিক বিষয়টি সংবাদমাধ্যমকে জানান। তিনি বলেন, আগুনের ভয়াবহতা অনেক কম। সম্ভবত ওয়েল্ডিং করার সময় আগুন লাগতে পারে। কয়েকদিন ধরে বেশ কয়েকটি যায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বেইলি রোডের ঘটনা।  বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়।
০৯ মার্চ, ২০২৪

মাভাবিপ্রবির একাডেমিক ভবনে আগুন
টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) দ্বিতীয় একাডেমিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুরে একাডেমিক ভবনের চতুর্থতলায় পরিসংখ্যান বিভাগের সেমিনার কক্ষে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মীর মো. মোজাম্মেল হক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর ১টার দিকে দ্বিতীয় একাডেমিক ভবনের চতুর্থতলায় পরিসংখ্যান বিভাগের সেমিনার কক্ষে আইপিএস থেকে আগুন লাগে। পরে কয়েকটি এসি ব্লাস্ট হয়ে আগুন ধরে যায়। এ ঘটনায় কোনো হতাহত না হলেও ওই কক্ষে থাকা কিছু এসি ও আসবাবপত্র পুড়ে গেছে বলে জানান প্রক্টর।
২৫ জানুয়ারি, ২০২৪

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বহুতল ভবনে আগুন
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) দ্বিতীয় একাডেমিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (২৪ জানুয়ারি) দুপুর ১টার দিকে একাডেমিক ভবনের চতুর্থ তলায় পরিসংখ্যান বিভাগের সেমিনার কক্ষে এ অগ্নিকাণ্ডের ঘটান ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মীর মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে কালবেলাকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মীর মো. মোজাম্মেল হক। মাভাবিপ্রবি প্রক্টর বলেন, দুপুর ১টার দিকে দ্বিতীয় একাডেমিক ভবনের চতুর্থ তলায় পরিসংখ্যান বিভাগের সেমিনার কক্ষে আইপিএস থেকে আগুন লাগে। পরে কয়েকটি এসি বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহত না হলেও ওই কক্ষে থাকা কিছু এসি ও আসবাবপত্র পুড়ে গেছে বলে জানান প্রক্টর।
২৪ জানুয়ারি, ২০২৪
X