রাজধানীর গুলশান-১ নম্বরে এডব্লিউআর ১৮ তলা ভবনের ৯ তলায় এসির আউটডোরে আগুন লেগেছে। শনিবার (২৩ মার্চ) বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়র সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, এডব্লিউআর ১৮ তলা ভবনের ৯ তলায় এসির আউটডোর থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে প্রথমে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ছুটে যায়। দীর্ঘ চেষ্টার পর বেলা বেলা ৪টা ৫০ মিটিটে আগুন পুরোপুরি নির্বাপণে আসে।
মন্তব্য করুন