ইয়াবাসহ মাদক কারবারি আটক
গাজীপুরের টঙ্গীর আরিচপুর এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও ফেনসিডিলসহ এক মাদককারবারিকে আটক করেছে র‌্যাব। শনিবার দুপুরে র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত মাদককারবারি মো. সাজু আহমেদ (২২) টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তির মো. শুকুর মিয়ার ছেলে। র‌্যাব কর্মকর্তা বলেন, গেল রাতে র‌্যাবের একটি দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, টঙ্গী পূর্ব থানার উত্তর আরিচপুরের টঙ্গী রেলস্টেশন এলাকায় মাদককারবারি অবস্থান করছে। সেখানে রেলস্টেশন সংলগ্ন ব্যাংক মাঠ বস্তি এলাকায় টিন শেডের বসতঘরের সামনে অভিযান পরিচালনা করে মাদককারবারি সাজু আহমেদকে আটক করা হয়। এ সময় আসামির কাছ থেকে  ৬ হাজার ৫০ পিস ইয়াবা এবং ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজু স্বীকার করে বলেন, দীর্ঘদিন ধরে অন্যান্য মাদককারবারির সঙ্গে যোগসাজশে বিভিন্ন সীমান্ত জেলা হতে ফেন্সিডিল এবং ইয়াবা সংগ্রহ করে তিনি দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে আসছেন। তারা বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদকদ্রব্য পরিবহন করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা/পাইকারি মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে।
১১ মে, ২০২৪

১৮৪ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক
পঞ্চগড়ের দেবীগঞ্জে ১৮৪ বোতল ফেনসিডিলসহ আফতাব হোসেন ওরফে পাপ্পু (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যায় উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়।   আটককৃত আফতাব হোসেন ওরফে পাপ্পু রংপুর কোতোয়ালি থানার আলমনগর এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আফতাব হোসেন ৫ বস্তা মরিচ ঢাকা পাঠানোর উদ্দেশ্যে শাপলা এন্টারপ্রাইজ নামে ঢাকাগামী একটি বাসে বুকিং দেওয়ার জন্য কাউন্টারে যায়। তার চলাফেরা সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা তাকে ইউনিয়ন পরিষদে নিয়ে আটক রেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরিচের বস্তা ও ফেনসিডিলসহ তাকে আটকে করে থানায় নেয়।  পুলিশ  জানায়, জব্দকৃত ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় চার লাখ টাকা। একই সময় ৫ বস্তা মরিচ জব্দ করা হয়। দেবীগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, ফেনসিডিলগুলো ভারত থেকে এনে ঢাকায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে  নিয়ে আসেন। আটকের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
০৩ মে, ২০২৪

পুলিশকে ধাক্কা দিয়ে পালাল মাদক কারবারি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকসহ গ্রেপ্তার হওয়া এক কারবারী পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযানে সহায়তা না করে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ইউনিয়ন পরিষদ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার খরিয়াটারী গ্রামে। বৃহস্পতিবার (২ মে) দুপুরে গ্রেপ্তারকৃত ইউপি সদস্য সাইফুল ইসলামকে (৪১) কুড়িগ্রাম কারাগারে পাঠিয়েছে পুলিশ। তিনি উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের ৬নং নাগদাহ ওয়ার্ড সদস্য। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এস আই শাহানুর আলমের নেতৃত্বে চার সদস্যের একদল পুলিশ উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার খড়িয়াটারী এলাকার মাদক কারবারী জাহাঙ্গীর আলমের (৩৮) বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় জাহাঙ্গীরের বাড়ি থেকে ২৩৫ পিস ইয়াবা উদ্ধার করে জাহাঙ্গীর ও তার বড় ভাই জামালকে হাতেনাতে আটক করে পুলিশ। মাদক কারবারি জাহাঙ্গীর ও জামাল ইয়াবাসহ আটক হওয়ার খবর পেয়ে ইউপি সদস্য সাইফুল ঘটনাস্থলে গিয়ে চিল্লাপাল্লা করে লোকজন জড়ো করেন। একপর্যায়ে আটক জাহাঙ্গীর ও জামালকে ছাড়িয়ে নেওয়ার জন্য ইউপি সদস্য লোকজন নিয়ে পুলিশের সঙ্গে টানাহেঁচড়া করে। এই সুযোগে পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় মাদক কারবারি জাহাঙ্গীর। এসময় মাদক কারবারির ধাক্কায় এসআই শাহানুর আহত হন। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে ইউপি সদস্য সাইফুল ইসলামকে আটক করে উদ্ধারকৃত ইয়াবা ও অন্য আসামি জামালকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ী থানার এসআই শাহানুর আলম বাদী হয়ে ইউপি সদস্যসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে মামলা দায়ের করে। ফুলবাড়ী থানার এসআই শাহানুর আলম জানান, ইউপি সদস্য সাইফুল লোকজন নিয়ে আসামি ছাড়িয়ে নেওয়ার জন্য টানাহেঁচড়া করে। এ সময় আসামি জাহাঙ্গীর আমাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে বাম হাতে আঘাত পেয়ে সামান্য আহত হয়েছি। ফুলবাড়ী থানার ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযানে সহযোগিতা না করে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং অবৈধ মাদকদ্রব্য মজুত রাখার অপরাধে মামলা দায়ের করে আটক আসামিদের কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।
০২ মে, ২০২৪

১১৫ বোতল ফেনসিডিলসহ আটক ৫ মাদক কারবারি
মেহেরপুরের গাংনী ১১৫ বোতল ফেনসিডিলসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, গাংনীর করমদি গ্রামের ছাদের আলীর ছেলে স্বপন(৩৮) ও আয়ুব আলীর ছেলে লিটন (৪০), পলাশী পাড়ার মৃত সুজা উদ্দীনের ছেলে টেফেন ওরফে খালিদ মাহমুদ (৩০), আলমডাঙ্গার নগর বোয়ালিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মামুনর রশীদ (৩০) ও ছাতিয়ান গ্রামের আলতাফ হোসেনের ছেলে স্বজল (২৭)। গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, মাদক পাচার রোধে গাংনী থানা পুলিশ অভিযান চালায়। এ সময় করমদি গ্রাম থেকে স্বপন ও লিটনের কাছ থেকে ১০৫ বোতল ফেনসিডিল, হিন্দা গ্রামের রাস্তায় টেফেনের কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি জনসেন মোটরসাইকেলসহ মাদক বিক্রির ১৫০০ টাকা জব্দ করা হয়। তিনি বলেন, এ ছাড়াও বাওট গ্রামের রাস্তা থেকে মামুনর রশীদ ও বামন্দী বাজারের রাস্তায় স্বজলের কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ওসি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা করে গ্রেপ্তার দেখিয়ে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
১৯ এপ্রিল, ২০২৪

১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
নড়াইলের লোহাগড়া থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের চরশালনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃতরা হলেন, মাগুরা জেলার মোহাম্মদপুর থানার কালিশংকরপুর গ্রামের দিলু মোল্যার ছেলে মোহাম্মদ সাবু মোল্যা (২৪) ও নড়াইলের লোহাগড়া থানার লাহুড়িয়া তালুকপাড়া গ্রামের কামরুল শেখের ছেলে মো. হাফিজুর রহমান (২৭)। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে লোহাগড়া থানাধীন লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই এম সজীব আহমেদ ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও ১টি প্রাইভেটকারসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। লোহাগড়া থানার ইন্সপেক্টর তদন্ত আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। তিনি বলেন, নড়াইল জেলার পুলিশ সুপার  মোহা. মেহেদী হাসানের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
১৯ এপ্রিল, ২০২৪

১০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক
শরীয়তপুরের ভেদরগঞ্জে ১০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। আটক ব্যক্তিরা হলেন, চাঁদপুরের বড় স্টেশন রোড গ্রামের সিদ্দিক ব্যাপারী এবং শরীয়তপুরের ভুংখাড়া গ্রামের সেন্টু হাওলাদার। খন্দকার মুনিফ তকি জানান, ভেদরগঞ্জ কন্টিনজেন্ট কমান্ডার এম মাসুমের নেতৃত্বে জয়বাংলা মাস্টারঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহভাজন ২ ব্যক্তির ব্যাগ তল্লাশি করে ১০ কেজি গাঁজা পাওয়া যায়। পরে তাদের আটক করা হয়।
১৪ মার্চ, ২০২৪

১০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক
শরীয়তপুরের ভেদরগঞ্জে ১০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। আটক ব্যক্তিরা হলেন, চাঁদপুরের বড় স্টেশন রোড গ্রামের সিদ্দিক ব্যাপারী এবং শরীয়তপুরের ভুংখাড়া গ্রামের সেন্টু হাওলাদার। খন্দকার মুনিফ তকি জানান, ভেদরগঞ্জ কন্টিনজেন্ট কমান্ডার এম মাসুমের নেতৃত্বে জয়বাংলা মাস্টারঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহভাজন ২ ব্যক্তির ব্যাগ তল্লাশি করে ১০ কেজি গাঁজা পাওয়া যায়। পরে তাদের আটক করা হয়।
১৪ মার্চ, ২০২৪

ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ মাদক কারবারি গ্রেপ্তার
ঢাকার সাভারে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত মো. মেহেদি হাসান মানিকগঞ্জ সদর থানার মধ্যকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।  তিনি বলেন, মাদক কারবারি মেহেদি হাসানকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে সাভার ও মানিকগঞ্জে একাধিক মামলা রয়েছে। তিনি আরও বলেন, আসামি মেহেদী হাসান অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।
১৩ মার্চ, ২০২৪

লুঙ্গি-গামছা পরে মাদক কারবারি ধরল পুলিশ
লুঙ্গি-গামছা পরে ছদ্মবেশ ধারণ করে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ। শুক্রবার (৮ মার্চ) রাত সাড়ে ৮টায় উপজেলার বিশ্বনাথপুর মাস্টার পাড়া থেকে একজন এবং তার স্বীকারোক্তি থেকে আরেকজনকে একই উপজেলার কষিগাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ঘোড়াঘাট উপজেলার চকবামুনিয়া বিশ্বনাথপুর মাস্টার পাড়ার মোখলেছার (৫০) ও একই উপজেলার কষিগাড়ি গ্রামের রাকিব হাসান রুবেল (৩০)। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত আসামিরা সিন্ডিকেটের মাধ্যমে মাদক ব্যবসা করে আসছিলেন। শুক্রবার সন্ধ্যার দিকে মোখলেছার তার বসতবাড়িতে গাঁজা কেনা-বেচা করছে এমন খবর পায় পুলিশ। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার বিষয়ে জানতে চাইলে সে জানায়, রাকিব হাসান রুবেল নামের একজনের কাছ থেকে গাঁজা কিনেছে এবং রুবেলের কাছে আরও অনেক গাঁজা বেচার জন্য আছে। পরে উপ-পরিদর্শক বনমালী রায়, আজিজার রহমান, মোজাফফর রহমানসহ সঙ্গীয় ফোর্স ছদ্মবেশ ধারণ করে উপজেলার কষিগাড়ি এলাকার পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এ সময় প্লাস্টিক ব্যাগের ভিতর পলিথিনের মধ্যে ১ কেজি গাঁজাসহ রুবেলকে গ্রেপ্তার করা হয়।  তিনি আরও জানান, ক্রয় বিক্রয়ের উদ্দেশে হেফাজতে রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। শনিবার (৯ মার্চ) তাদেরকে আদালতে পাঠানো হবে। 
০৯ মার্চ, ২০২৪

রাজবাড়ীতে আলোচিত মাদক কারবারি সাদ্দাম গ্রেপ্তার
রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৮১ পিস ইয়াবা ও ৬০ পিস মাদক জাতীয় ট্যাপেন্টাডলসহ সাদ্দাম হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পাংশা থানা পুলিশের ওসি স্বপন কুমার মজুমদার এ তথ্য জানান। সাদ্দাম হোসেন পাংশা উপজেলার চর ঝিকড়ি গ্রামের আজগর আলী মণ্ডলের ছেলে। তিনি বলেন, চর ঝিকড়ি গ্রামের সাদ্দাম হোসেনের বসতবাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর থেকে ৮১ পিস ইয়াবা ও ৬০ পিস মাদক জাতীয় ট্যাপেন্টাডলসহ আলোচিত মাদক ব্যবসায়ী সাদ্দাম হোসেন (৩৫)-কে আটক করে পুলিশ। সাদ্দামের বিরুদ্ধে আরও একটি মাদক মামলা রয়েছে জানিয়ে ওসি বলেন, আসামির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
১৬ ফেব্রুয়ারি, ২০২৪
X