ঢাকার সাভারে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত মো. মেহেদি হাসান মানিকগঞ্জ সদর থানার মধ্যকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।
তিনি বলেন, মাদক কারবারি মেহেদি হাসানকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে সাভার ও মানিকগঞ্জে একাধিক মামলা রয়েছে।
তিনি আরও বলেন, আসামি মেহেদী হাসান অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন