রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৮১ পিস ইয়াবা ও ৬০ পিস মাদক জাতীয় ট্যাপেন্টাডলসহ সাদ্দাম হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পাংশা থানা পুলিশের ওসি স্বপন কুমার মজুমদার এ তথ্য জানান।
সাদ্দাম হোসেন পাংশা উপজেলার চর ঝিকড়ি গ্রামের আজগর আলী মণ্ডলের ছেলে।
তিনি বলেন, চর ঝিকড়ি গ্রামের সাদ্দাম হোসেনের বসতবাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর থেকে ৮১ পিস ইয়াবা ও ৬০ পিস মাদক জাতীয় ট্যাপেন্টাডলসহ আলোচিত মাদক ব্যবসায়ী সাদ্দাম হোসেন (৩৫)-কে আটক করে পুলিশ।
সাদ্দামের বিরুদ্ধে আরও একটি মাদক মামলা রয়েছে জানিয়ে ওসি বলেন, আসামির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন