হেরোইনসহ মাদককারবারি আটক
বরগুনার আমতলী থেকে জেসমিন নামে এক নারী মাদক কারবারিকে হেরোইনসহ আটক করেছে ডিবি পুলিশ। আটকের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি বশিরুল আলম। সোমবার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে আমতলীর সদর ইউনিয়নের লোচা (দক্ষিণ আমতলী) এলাকায় তার স্বামীর বাড়ি থেকে তাকে আটক করে বলে জানিয়েছে ডিবি। জেসমিন লোচা এলাকার জনৈক রাসেলের স্ত্রী। বরগুনা ডিবি পুলিশ কার্যালয় সূত্রে জানা গেছে, আটক মাদক কারবারি জেসমিন ও তার স্বামী রাসেল দীর্ঘদিন ধরে মাদক কারবার করে আসছিলেন। এই দম্পতির বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলা। গোপনে জেসমিন ও রাসেলের মাদক কারবারের কথা জানতে পেরে ডিবি ওসি বশিরুল আলম, এসআই জ্ঞান কুমার ও এসআই বশিরের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল রাসেলের বাড়িতে অভিযান চালিয়ে স্ত্রী জেসমিনকে আটক করে ও স্বামী রাসেল পালিয়ে যায়। এ সময় জেসমিনের দখলে থাকা ২৫ পিন হেরোইন (ওজন সাত গ্রাম) উদ্ধার করে ডিবি। পরে জেসমিনকে আটক করে বরগুনা ডিবি কার্যালয়ে নিয়ে যান। বরগুনা ডিবি পুলিশের ওসি বশিরুল আলম কালবেলাকে বলেন, গোপনে জানতে পেরে অভিযান চালিয়ে জেসমিনকে আটক করি। এ সময় জেসমিনের কাছ থেকে ২৫ পিন হেরোইন উদ্ধার করা হয়। যার ওজন সাত গ্রাম। যার বাজার মূল্য আনুমানিক ৭০ হাজার টাকা।
১৪ মে, ২০২৪

গাঁজাসহ তিন মাদককারবারি আটক
ময়মনসিংহের গৌরীপুর রামগোপালপুরে অভিযান চালিয়ে পিকআপের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩০ কেজি গাঁজাসহ তিন মাদককারবারিকে আটক করেছে র‌্যাব। গতকাল রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা হলেন কুমিল্লা জেলার দক্ষিণ তেতাভূমি ব্রাহ্মণপাড়া এলাকার মো. আবদুল বারেক ওরফে মোহাম্মদ আলীর ছেলে মো. মুন্না ওরফে সুজন (২০), বুড়িচং রাজাপুর এলাকার প্রমুত কর্মকারের ছেলে অপু কর্মকার (২১) ও বুড়িচং উত্তর গ্রাম এলাকার মৃত আ. সামাদের ছেলে মো. সাগর (২১)। রোববার বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব-১৪ সদর দপ্তরের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা প্রতিনিয়ত অভিনব কৌশল অবলস্বন করে মাদকদব্য ক্রয় করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করত। তাদের গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
১৮ মার্চ, ২০২৪

ট্রেনে গাঁজার বস্তা রেখে পালাল মাদককারবারি
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রেনে অভিযান চালিয়ে বস্তাভর্তি গাঁজা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। তবে এ সময় মাদককারবারি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। গত শনিবার রাতে সান্তাহার জংশন স্টেশনে অপেক্ষমাণ করতোয়া এক্সপ্রেস ট্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি গাঁজা উদ্ধার করা হয়। সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নরেশ রায় বলেন, বুড়িমারী থেকে সান্তাহারে চলাচলকারী করতোয়া এক্সপ্রেস ট্রেন শনিবার মধ্যরাতে সান্তাহারে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে ওই ট্রেনের ‘ঙ’ নম্বর বগিতে অভিযান চালানো হয়। এ সময় একটি প্লাস্টিকের বস্তার ভেতরে পাঁচটি পলিথিনের ব্যাগ থেকে সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা। এ সময় কোনো মাদককারবারিকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদককারবারি পালিয়ে গেছে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
২০ নভেম্বর, ২০২৩
X