আইপিএল থেকে এখনো শিখছেন মুস্তাফিজ
‘আইপিএল খেলে তার (মুস্তাফিজের) শেখার কিছু নেই। মুস্তাফিজের শেখার সময় শেষ। বরং মুস্তাফিজের কাছ থেকে সেখানকার অনেক খেলোয়াড় শিখতে পারে’—কদিন আগেই কথাগুলো বলেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তার এমন বক্তব্যের পর বিসিবিকে এক হাত নিলেন ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। এবার সেই বিতর্কেই যেন ঘি ঢেলে দিলেন মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের সামাজিক যোগাযোগমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ২৮ বছর বয়সী বাঁহাতি এ পেসার বলেছেন, ‘অন্য যে কোনো টুর্নামেন্টের চেয়ে আইপিএলে সব তারকা থাকে; সব দেশের। এখানে সফল হলে অন্য জায়গায় (পারফর্ম করা) আমার জন্য সহজ হবে, আমার কাছে মনে হয়।’ গতকাল প্রকাশিত ভিডিওতে আইপিএলে খেলার উপকারিতা নিয়ে বাঁহাতি এ পেসার আরও বলেছেন, ‘বেশ ভালো লাগা কাজ করে, যখন আমি বড় দলের বিপক্ষে খেলি। আর বড় দলের বিপক্ষে আপনি যখন পারফর্ম করবেন, তখন সেটা হাইলাইটও হয় বেশি।’ ২০১৬ সাল থেকে প্রায় নিয়মিত আইপিএলে খেলছেন মুস্তাফিজ। সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটাল থেকে শুরু করে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন তিনি। তবে চেন্নাইয়ে খেলার স্বপ্ন নাকি শুরু থেকেই দেখতেন তিনি। তার মুখেই শুনুন সে গল্প, ‘এটা চেন্নাইয়ে আমার প্রথম মৌসুম। যখন আমি খেলা শুরু করেছি, বিশেষ করে আইপিএলে ২০১৬ সালে, তারপর থেকেই চেন্নাই দলে খেলা আমার স্বপ্ন ছিল। আমি যখন ডাক পাই, ওই রাতে আমার ঘুম আসছিল না।’ আইপিএলের চলতি আসরের নিলামে মুস্তাফিজকে ২ কোটি ভিত্তিমূল্যে কিনেছিল চেন্নাই। সেদিন রাতে নিউজিল্যান্ডে থাকায় খবরটি বন্ধুদের মেসেজের মাধ্যমেই জানতে পেরেছিলেন তিনি। আইপিএলে গিয়ে নতুন করে কী শিখছেন, সেটা জানিয়ে তিনি বলেছেন, ‘মাহি ভাই কিছু ফিল্ড সেটআপ দেখিয়েছেন, ব্রাভো ডেথ ওভারে কীভাবে বোলিং করতে হয়... (সেটা শিখিয়েছেন)। এসব ইনপুট খুব মূল্যবান।’ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের পরিচালক শেখার কিছু নেই বললেও মুস্তাফিজ বলছেন অনেক কিছুই শিখছেন তিনি। যদিও আগামী ১ মে চেন্নাইয়ের হয়ে শেষ ম্যাচ খেলার সুযোগ পাবেন তিনি।
২৬ এপ্রিল, ২০২৪

একদিনে শীর্ষস্থান হারালেন মুস্তাফিজ
এবারের আইপিএলে বলতে গেলে সবাইকে চমকেই দিয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম ৪ ম্যাচেই নিয়েছেন ৯ উইকেট। বুধবার রাতের রাজস্থানের ম্যাচের আগ পর্যন্ত তিনিই ছিলেন তখন পর্যন্ত আসরের সর্বোচ্চ উইকেট শিকারি। তবে গতকালকের ম্যাচেই ইয়ুজবেন্দ্র চাহালের কাছে সর্বোচ্চ উইকেট শিকারির শীর্ষস্থান হারিয়েছেন তিনি।   বুধবার (১০ এপ্রিল) গুজরাট টাইটানস ও রাজস্থান রয়েলসের ম্যাচে এই রহস্য স্পিনার ছাড়িয়ে গেছেন ফিজকে। ১০ উইকেট নিয়ে এখন পার্পল ক্যাপ রাজস্থানের এই খেলোয়াড়ের দখলে। আইপিএলে বুধবারের একমাত্র ম্যাচে যদিও গুজরাটের কাছে তিন উইকেটে হেরেছে রাজস্থান তবে ম্যাচ হারলেও ব্যক্তিগত সাফল্যে উজ্জ্বল ছিলেন চাহাল। খরুচে বোলিংয়ের পরেও ২ উইকেট পেয়েছেন এই লেগ স্পিনার। আর এই দুই উইকেটই তাকে মুস্তাফিজকে ছাড়িয়ে উঠিয়েছে শীর্ষস্থানে। রাজস্থানের দেয়া ১৯৭ রানের টার্গেট ডিফেন্ডে বোলিংয়ে নেমে গুজরাটের বিজয় সঙ্করকে আউট করে প্রথম উইকেট পান চাহাল। এরপর গুজরাটের অধিনায়ক শুভমান গিলকেও তুলে নেন এই লেগ স্পিনার। ৪ ওভার বোলিং করে ৪৩ রানে নিয়েছেন ২ উইকেট। চাহাল ৫ ম্যাচে নিয়েছেন এই ১০ উইকেট। তবে মুস্তাফিজ ৪ ম্যাচ খেলে ৯ উইকেট শিকার করেছেন। ভিসা সংক্রান্ত কাজের জন্য আইপিলের মাঝেই দেশে ফিরতে হয়েছিল মুস্তাফিজকে। যার ফলে একটি ম্যাচ মিস করেন তিনি। আগামী ১৪ তারিখ মুম্বাইয়ের বিপক্ষে পরের ম্যাচে মাঠে নামবে চেন্নাই। আশা করা যায় সেই ম্যাচে একাদশে সুযোগ পাবেন মুস্তাফিজ। 
১১ এপ্রিল, ২০২৪

মুস্তাফিজ ফিরল, চেন্নাইও জয় পেল   
এবারের আইপিএলে দারুণ শুরু করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। টানা দুই জয়ে তারা যে এবারও শিরোপার জন্য ভালো ভাবে লড়াই করবে তা ভালো ভাবেই জানান দিয়েছিল। তবে পরের দুই ম্যাচে হেরে হোঁচট খায় পাঁচ বারের চ্যাম্পিয়নরা। একই সঙ্গে তাদের বোলিং আক্রমণের দুই সেরা অস্ত্র মাথিশা পাথিরানা ও মুস্তাফিজুর রহমানের অভাবটা হাড়ে হাড়ে টের পাচ্ছিল তারা। কলকাতার সঙ্গে ম্যাচে পাথিরানা না ফিরলেও দলে ফিরেছেন কাটার মাস্টার মুস্তাফিজ। আর ফিজের ফেরায় চেন্নাইয়ও জয়ে ফিরল। সোমবার (৮ এপ্রিল) এম চিদাম্বরম স্টেডিয়ামে উড়তে থাকা কলকাতা নাইট রাইডার্সকে ৭ উইকেটে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করে কলকাতা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রানের সংগ্রহ পায়। জবাবে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের অর্ধশতকে ভর করে ১৪ বল ও ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় চেন্নাই। কলকাতার দেওয়া সল্প রানের লক্ষ্যে চেন্নাই রাচিন রবীন্দ্রর কল্যানে ভালো শুরু পায়। দলীয় রান ২৭ এর সময় ১৫ রান করা রাচিন প্যাভিলিয়নে ফেরেন। রাচিনের বিদায় নিলেও তৃতীয় উইকেট জুটিতে ৫৫ বলে ৭০ রান যোগ করে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান চেন্নাই অধিনায়ক ঋতুরাজ ও ড্যারিল মিচেল। ২৫ রান করা মিচেল ফিরলেও দলকে জিতিয়ে ফেরেন ঋতুরাজ। শেষ দিকে সঙ্গী হিসেবে তার সঙ্গে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। গায়কোয়াড় শেষ পর্যন্ত ৫৮ বলে ৯ চারে ৬৭ রানে অপরাজিত থাকেন। কলকাতার পক্ষে বৈভব অরোরা ৪ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। বাকি উইকেটটি পান সুনীল নারিন। এর আগে ব্যাটিংয়ে নেমে চিপকের স্লো উইকেটে রবীন্দ্র জাদেজার বোলিং তোপে চাপে পড়ে কলকাতা। তার ৮ বলে ৩ উইকেটে রানের গতি কমে আসে কলকাতার। সেই সঙ্গে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। মাঝে থিকসানা ও তুষার দেশপান্ডেও উইকেট নেওয়ার মিছিলে যোগ দেন। তবে তখনও উইকেটের দেখা পাচ্ছিলেন না মুস্তাফিজুর রহমান, ভালো বোলিং করেও। অবশেষে নিজের ও দলের শেষ ওভার করতে এসে সাফল্য পান মুস্তাফিজ। সেই  ওভারের প্রথম বলেই ফেরান কলকাতার অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে। ৩২ বলে ৩৪ রান করে জাদেজার ১০০তম ক্যাচে পরিণত হন তিনি। এরপর সেই ওভারের চতুর্থ বলে মিচেল স্টার্ককেও ফেরান মুস্তাফিজ। কলকাতার পক্ষে ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন জাদেজা। ৩৩ রান দিয়ে সমান উইকেট শিকার করেন দেশপান্ডেও। ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট শিকার করেন মুস্তাফিজ। বাকি উইকেটটি পান থিকসানা।   ম্যাচে নিজের অনবদ্য ফিল্ডিং ও বোলিংয়ের জন্য ম্যাচ সেরা হয়েছেন রবীন্দ্র জাদেজা। 
০৯ এপ্রিল, ২০২৪

শীর্ষস্থান ফিরে পেলেন মুস্তাফিজ
অনেকটা সবাইকে অবাক করে দিয়েই ফর্মহীন বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএলের উদ্বোধনী ম্যাচে খেলায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। সেই থেকে আর পিছে ফিরে দেখতে হয়নি টাইগারদের এই কাটার মাস্টারের। প্রথম তিন ম্যাচে ৭ উইকেট নিয়ে আইপিএলের সেরা উইকেট শিকারীও হয়েছিলেন তবে চতুর্থ ম্যাচ না খেলায় সেই খেতাব হারান। এবার পঞ্চম ম্যাচে ঠিকই উইকেট শিকারীর তালিকার শীর্ষস্থান নিজের করে নিলেন ফিজ।    চেন্নাইয়ের হয়ে আইপিএলের প্রথম তিন ম্যাচ খেলেই ভিসা সংক্রান্ত কাজে দেশে ফিরতে হয় মুস্তাফিজুর রহমানকে। ফিজের অনুপস্থিতে চেন্নাই হেরে যায় হায়দরাবাদের বিপক্ষে। এদিকে মুস্তাফিজও হারান সর্বোচ্চ উইকেট শিকারীর পার্পল ক্লাব। এরপর সোমবার (৮ মার্চ) কলকাতার বিপক্ষে চেন্নাইয়ের একাদশে ফিরলেন মুস্তাফিজ। এসেই নিজের সহজাত বোলিংয়ে ফিরে পেলেন হারানো পার্পল ক্যাপও। এম চিদাম্বরম স্টেডিয়ামে দিনের একমাত্র ম্যাচে কলকাতাকে ব্যাটিংয়ে পাঠিয়ে বাজিমাত করেন চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। কলকাতাকে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৭ রানের বেশি করতে দেয়নি মুস্তাফিজ-জাদেজারা। এক ম্যাচ পর দলে ফিরে দুর্দান্ত বোলিংও করেছেন মুস্তাফিজ। ৪ ওভারে বোলিংয় মাত্র ২২ রান দিয়ে শিকার করেছেন ২ উইকেট। এতে করে আবারো আসরের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকার চুঁড়োয় উঠলেন তিনি। এম চিদাম্বরমের পিচে খেলা দুই ম্যাচেই মস্তিাফিজ ছিলেন কার্যকরী। আইপিএলের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাত্র ২৯ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তিনি। দলকে জিতিয়ে পান ম্যাচসেরার খেতাবও।   পরের ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষেও ৩০ রান দিয়ে ২ উইকেট শিকার করেন মুস্তাফিজ। টানা উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারির পার্পল ক্যাপও দখলে রাখেন। তবে দিল্লির বিপক্ষে তৃতীয় ম্যাচটাতে ছন্নছাড়া ছিলেন মুস্তাফিজ। ফলে ৪ ওভারে ৪৭ রান দিয়ে শিকার করেন মাত্র ১ উইকেট। এরপর মঙ্গলবার (২ এপ্রিল) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা কার্যক্রম সারতে জরুরী ভিত্তিতে দেশে ফেরেন ফিজ। ফলে সানরাইজার্সের বিপক্ষে চেন্নাইয়ের ম্যাচে ছিলেন না তিনি। দল হারার সঙ্গে পার্পল ক্যাপও হাতছাড়া হয়ে যায় কাটার মাস্টারের। তবে কলকাতার সাথে হওয়া চেন্নাইয়ের পরবর্তী ম্যাচেই আবার পার্পল ক্যাপ পাওয়া নিশ্চিত করেন ফিজ। ম্যাচের শুরু থেকে দারুণ বোলিং করতে থাকা ফিজ প্রথম দুই ওভারে দেন ১২ রান। নিজের করা তৃতীয় ওভারে পেতে পারতেন উইকেট। তবে ধোনি ক্যাচ মিস করায় অল্পের জন্য আন্দ্রে রাসেলের উইকেটটি পাননি তিনি। তবে নিজের এবং দলের শেষ ওভারে বাজিমাত করেন মুস্তাফিজ। শেষ ওভারের প্রথম বলেই কলকাতার অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে রবীন্দ্র জাদেজার ক্যাচে পরিণত করেন। একই ওভারের চতুর্থ বলে মিচেল স্টার্কও রাচিন রবীন্দ্রর হাতে ধরা পড়েন। শেশ ওভারে দুই উইকেট নিয়ে তিনি দেন মাত্র ২ রান। এবারের আইপিএলে ৪ ম্যাচেই মুস্তাফিজের শিকার ৯ উইকেট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর ঝুলিতে আছে ৮ উইকেট।
০৯ এপ্রিল, ২০২৪

আইপিএল থেকে ঢাকায় ফিরলেন মুস্তাফিজ
চেন্নাই সুপার কিংস ছেড়ে হঠাৎ ঢাকায় এসেছেন মুস্তাফিজুর রহমান। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সামনে রেখে ফিঙার প্রিন্ট দিতে ঢাকায় এসে পৌঁছেছেন তিনি। মঙ্গলবার রাতেই মুস্তাফিজের ফেরার তথ্য নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। জানা গেছে, দলের সঙ্গে আগামী ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের ভিসার জন্য ফিঙার প্রিন্ট দেবেন তিনি। এরপর রাতেই ফ্লাইটেই চেন্নাই সুপার কিংসের সঙ্গে যোগ দিতে রওনা দেবেন বাঁ হাতি এই পেসার। আইপিএলে মুস্তাফিজদের পরের ম্যাচের প্রতিপক্ষ হায়দ্রাবাদ। তার আগেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। এই আসরে এখন পর্যন্ত ৩ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন বাংলাদেশ পেসার। তিন ম্যাচে দুটিতে জিতেছে তার দল চেন্নাই।
০৩ এপ্রিল, ২০২৪

ভিন্ন জার্সিতে অন্য মুস্তাফিজ
বল হাতে দুরন্ত ছিলেন কাটার মাস্টার। প্রথম দুই ওভারে ৪ উইকেট নেন তিনি। শুক্রবার মুস্তাফিজুর রহমানের এমন পারফরম্যান্সের পাশাপাশি নজর কেড়েছে তার জার্সিও। চেন্নাইয়ের হলুদ জার্সির বাম হাতে দুই স্টিকার থাকলেও, মুস্তাফিজের জার্সিতে ছিল একটি স্টিকার। আইপিএলের নিজস্ব লোগোর ওপরে মদ কোম্পানি SNJ গ্রুপের স্পন্সর স্টিকার না লাগিয়েই মাঠে নেমেছিলেন কাটার মাস্টার। SNJ গ্রুপের অ্যালকোহলিক পণ্য SNJ 10000 চেন্নাই সুপার কিংসের স্পন্সর। মুসলমান ক্রিকেটার হিসাবে মুস্তাফিজ সম্ভবত মদের স্টিকার লাগানো জার্সি পরতে চাননি। এর আগে চেন্নাইয়ের আরেক মুসলিম ক্রিকেটার মঈন আলীও মাঠে SNJ গ্রুপের লোগো ছাড়া জার্সি পরে খেলতে নেমেছিলেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম ম্যাচেই সেরার পুরস্কার জিতে নিয়েছেন মুস্তাফিজুর। চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম ওভারেই নেন দুটি উইকেট। পরে আরও দুটি উইকেট নেন তিনি। মুস্তাফিজের দাপটে ৭৮ রানে ৫ উইকেট হারায় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আগে ব্যাটিং করে ১৭৩ রান করে তারা। অনুজ রাওয়াত আর দিনেশ কার্তিকের ৯৫ রানের জুটির কারণেই লড়াইয়ের পুঁজি গড়তে পেরেছিল আরসিবি। ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে ৪ উইকেট নেন মুস্তাফিজ। সেগুলো আবার যেনতেন উইকেট ছিল না। নিজের প্রথম ওভারে আউট করেন ফাফ ডু প্লেসিস আর রজত পাতিদারকে। এরপর বিরাট কোহলি আর ক্যামেরন গ্রিনের উইকেট তুলে নেন। মুস্তাফিজের দুরন্ত বোলিংয়ের কারণেই যে আরসিবি হেরেছে, এটা দিনেশ কার্তিক স্বীকার করেছেন। তিনি বলেন, ‘এটা খুব ভালো পিচ ছিল। আমরা মনে মনে চিপকের যে মন্থর পিচের কথা ভাবি, এটা তেমনটা ছিল না। বল স্কিড করেছে, ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। সে (মুস্তাফিজ) সত্যিই দারুণ বোলিং করেছে। সে প্রতি ঘণ্টায় ১৩৮-১৩৯ কিলোমিটার গতিতে বল করতে পারে, আবার চাইলেই স্লোয়ার মারতে পারে, যা ব্যাটসম্যানদের বিভ্রান্ত করে এবং খেলা কঠিন হয়ে ওঠে। সে ১২০-১২৫ গতিতে কিছু বল করেছে, যেগুলো সামলানো সত্যিই কঠিন ছিল। এটাই ওর বিশেষত্ব। সে একজন বিশ্বমানের বোলার।’ নাম না করে মুস্তাফিজের প্রশংসা করেছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াডও, ‘আমরা ১০-১৫ রান বেশি খরচ করে ফেলেছি। তবে আরসিবি ইনিংসে ফাফ ডু প্লেসিস ও গ্লেন ম্যাক্সওয়েল ফেরার পরই কাজটা সহজ হয়ে গিয়েছিল। আমি মনে করি, ওই দুটি উইকেটের পতনই ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত। আমাদের দলের ব্যাটিং গভীরতা যেমন রয়েছে, তেমনই প্রত্যেকে নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন। সেটাও জয়ের বড় একটা কারণ।’ মুস্তাফিজের প্রশংসা করেছেন আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসিসও, ‘প্রথম ছয় ওভারের মধ্য দ্রুত উইকেট পড়ে যাওয়াই ম্যাচের গতিটা পাল্টে দিয়েছিল। আগে ব্যাটিং করার সিদ্ধান্তে কোনো ভুল ছিল না। কিন্তু মাঝের সারির ব্যাটসম্যানরা দাঁড়াতে পারেনি। হারলেও তৃপ্তি পেয়েছি দিনেশ কার্তিক ও অনুজ রাওয়াতের ব্যাটিং দেখে।’
২৪ মার্চ, ২০২৪

আইপিএল খেলতে চেন্নাইয়ে মুস্তাফিজ
লঙ্কানদের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে চোটে পড়া টাইগার পেসার মুস্তাফিজুর রহমান শঙ্কা কাটিয়ে বর্তমানে অবস্থান করছেন চেন্নাইয়ে। বিশ্বের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলের আসন্ন আসরে তিনি খেলবেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের হয়ে। মঙ্গলবার (১৯ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের স্বীকৃত পেজে সকাল ১১টার দিকে মুস্তাফিজ জানান, তিনি আসন্ন আইপিএলে অংশ নিতে চেন্নাইয়ে যাচ্ছেন। এরই মধ্যে টুর্নামেন্টটিতে অংশ নিতে ভারতে পৌঁছেও গেছেন বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজর রহমান। চেন্নাই সুপার কিংস শিবির টাইগার পেসারকে অভিনব কায়দায় স্বাগতও জানিয়েছে। মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রায় এটি পঞ্চম দল। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ দিয়ে শুরু। এরপর মুম্বাই, রাজস্থান ও দিল্লি হয়ে এবার কাটার মাস্টার থেমেছেন চেন্নাইয়ে। মঙ্গলবার (১৯ মার্চ) বিমানবন্দরের ছবি পোস্ট করে ভারত যাত্রার খবরটি জানিয়েছিলেন মুস্তাফিজ। লিখেছিলেন, ‘নিজের নতুন দায়িত্বের জন্য উত্তেজনা নিয়ে অপেক্ষা করছি। ২০২৪ সালের জন্য চেন্নাইয়ের পথে। প্রার্থনায় রাখবেন, যেন নিজের সেরাটাই দিতে পারি।’ কিছুক্ষণ আগে আরেকটি পোস্টে নিজের নিরাপদ গন্তব্যের বিষয়টিও জানিয়েছেন কাটার মাস্টার। অন্যদিকে, নিজেদের পেজে মুস্তাফিজের যোগদানের খবর জানিয়েছে চেন্নাই কর্তৃপক্ষ। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজ লিগে বাংলাদেশের এই বোলারকে নিয়ে খুব বেশি মাতামাতি না হলেও দল পেয়েছেন প্রতিবারই। এবারেও বেস প্রাইজ দুই কোটি টাকাতেই তাকে দলে টেনেছিল মহেন্দ্র সিং ধোনি আর স্টিফেন ফ্লেমিং-এর দল। মুস্তাফিজকে ছাড়াই প্রস্তুতি শুরু করে দিয়েছে চেন্নাই শিবির। আজ সেখানে যোগ দিতে পারেন তিনি। আগামী ২২ মার্চ শুরু হওয়া আইপিএলের ফাইনাল হতে পারে আগামী ২৬ মে। প্রথমদিনই ম্যাচ আছে মুস্তাফিজের চেন্নাইয়ের। 
১৯ মার্চ, ২০২৪

প্রথম কোয়ালিফায়ার মিস করছেন মুস্তাফিজ
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলনে মাথায় চোট পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। মাথায় সেলাই লাগার কারণে এখনও মাঠের বাইরে আছেন কাটার মাস্টার। পুরোপুরি ফিট না হয়ে ওঠায় বিপিএলের প্রথম কোয়ালিফায়ার মিস করছেন এই বাঁহাতি পেসার। সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী। রোববার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে মাথায় আঘাত পান মুস্তাফিজ। ওয়েস্ট ইন্ডিজের ম্যাথু ফোর্ডের শট উড়ে এসে বোলিং প্রান্তে থাকা কাটার মাস্টারকে আঘাত করে। মাথায় বল লাগার সঙ্গে সঙ্গে রক্তে লাল হয়ে যায় পুরো শরীর। অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে পাঠানো হয় মুস্তাফিজকে। দায়িত্বরত চিকিৎসকরা ফিজের মাথায় ৫টি সেলাই দেন। এরপর মুস্তাফিজের মাথায় সিটি স্ক্যানও করা হয়েছিল। সেই রিপোর্ট নিয়ে নিউরো সার্জনের সঙ্গে বিস্তর আলোচনায় বসে বিসিবি। চট্টগ্রাম থেকে ফিরে ২০ ফেব্রুয়ারি ঢাকায় কুমিল্লার টিম হোটেলে যোগ দেন মুস্তাফিজ। আগামী ২৬ ফেব্রুয়ারি প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে কুমিল্লা। সেই ম্যাচে মুস্তাফিজের খেলা নিয়ে ডা. দেবাশীষ চৌধুরী বলেন, ‘মুস্তাফিজের মাথায় ৫টা সেলাই দেওয়া হয়েছে। ৭/৮ দিন না ঘেলে সেলাই কাটা যায় না। সেই হিসাবে এখনও সময় হয়নি। কাজেই ২৬ তারিখে মাঠে নামতে পারবেন না। ফেরার সম্ভাবনা আছে তবে ২৬ তারিখের পরে।’ প্রথম কোয়ালিফায়ারে রংপুরের বিপক্ষে হারলেও ফাইনাল খেলার সুযোগ পাবে কুমিল্লা। সেক্ষেত্রে এলিমিনেটর পর্বের জয়ী দলের বিপক্ষে জয় পেতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের।   
২৪ ফেব্রুয়ারি, ২০২৪

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মুস্তাফিজ
বলের আঘাতে মাথায় চোট পাওয়া মুস্তাফিজুর রহমানকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। চোটের স্থানের পাঁচটি সেলাই লেগেছে বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা বাঁহাতি পেসারের। সিটি স্ক্যানের পর শঙ্কামুক্ত বলা হলেও সতর্কতার জন্য পর্যবেক্ষণে থাকবেন তিনি। ভিক্টোরিয়ান্সের ফিজিও জাহিদুল ইসলাম জানিয়েছেন, মাথার বাইরের অংশে আঘাত লেগেছে ফিজের। ভেতরের অংশে কোনো চোট পাননি তিনি। তবে জাতীয় দলের পেসারকে নিয়ে সতর্ক বিসিবির মেডিকেল বিভাগ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের সময় চোট পান মুস্তাফিজ। বিভিন্ন সংবাদমাধ্যমের ভিডিওতে দেখা যায়, নেটে অনুশীলন করছিলেন কুমিল্লার ব্যাটাররা। পাশেই বোলিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন মুস্তাফিজ। এ সময় ম্যাথু ফোর্ডের ব্যাট থেকে ধেয়ে আসা একটি বল সরাসরি গিয়ে আঘাত করে বাঁহাতি পেসারের মাথার বাঁ পাশে। সঙ্গে সঙ্গে মাটিতে বসে পড়েন তিনি। কুমিল্লার প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন দ্রুততার সঙ্গে গিয়ে আঘাতের স্থান চেপে ধরেন। তখনই আঘাতের স্থান দিয়ে রক্ত পড়তে দেখা যায়। মাঠে প্রাথমিক চিকিৎসার পর দ্রুততম সময়ের মধ্যে নেওয়া হয় হাসপাতালে। সেখানে সেলাই ও স্ক্যান করা হয়। দলের সঙ্গে থাকা ফিজিও জাহিদুল ইসলাম জানান, ‘স্ক্যান করানোর পর আমরা জানতে পেরেছি যে চোট শুধুই বাইরের অংশে। অভ্যন্তরীণ কোনো রক্তক্ষরণ নেই। সার্জিক্যাল টিম ক্ষতস্থানে সেলাই করে দিয়েছে।’ দলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আঘাতপ্রাপ্ত ফিজকে আগামী ২৪ ঘণ্টা হাসপাতালের নিউরোসার্জন বিভাগের অধীনে রাখা হবে। তবে রিপোর্টে তার জিসিআই ১৫/১৫; অর্থাৎ স্বাভাবিক এসেছে। ২৪ ঘণ্টা পর ফিজকে টিম হোটেলে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেছে টিম ম্যানেজমেন্ট। মুস্তাফিজের মাথায় আঘাতের পরপরই খবর নিয়েছে বিসিবির মেডিকেল বিভাগ। সার্বক্ষণিক বাঁহাতি পেসারের আপডেট নিচ্ছেন তারা। মেডিকেল বিভাগ বলছে, এ ধরনের চোটের পর চার-পাঁচ দিন বিশ্রামে থাকতে হতে পারে মুস্তাফিজের। এদিকে সতীর্থের চোটের খবরে বিচলিত মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজরা। নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে ফিজের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তারা।
১৯ ফেব্রুয়ারি, ২০২৪
X