বাজারে ‘হালাল’ পানীয় আনছেন মেসি
ফুটবলে সবচেয়ে বিখ্যাত খেলোয়াড়ের নাম বলতে বলা হলে প্রথমেই থাকবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসির নাম। ফুটবলে প্রায় ২০ বছর ধরে রাজত্ব করা এই আর্জেন্টাইন ফুটবলে যা যা পাওয়ার সবই পেয়েছেন। বিশ্বকাপ জয়ে ফুটবলকে পূর্ণতা দেওয়া মেসির হয়তো আর ফুটবল থেকে চাওয়ার কিছু নেই। তাই এবার ফুটবলের বাইরে ব্যবসার দিকে মনোযোগ দিচ্ছেন এই মহাতারকা।   ফুটবলের বাইরে ইতিমধ্যেই বেশকিছু ব্যবসার সঙ্গে সম্পৃক্ত আছেন আট বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। যার মধ্যে রয়েছে হাইড্রেশন পানীয় তৈরির ব্যবসাও। মেসির নিজের ভাষ্যমতেই তিনি যে পানীয়টি বাজারজাত করতে যাচ্ছেন তা পানীয়র বাজারকে পুরোপুরি বদলে দেবে। মেসি ভক্তরাও অধির আগ্রহে অপেক্ষা করছে পানীয়টির জন্য। তাদেরও জানার আগ্রহ কবে থেকে পানীয়টি তারা বাজারে পাবে? লিওনেল মেসি ও বিখ্যাত পানীয় প্রস্ততকারী প্রতিষ্ঠান মার্ক অ্যান্থনি ব্রান্ডস এই পানীয়টি বাজারে আনছে। এ বছরের মার্চে নিজের সামাজিক মাধ্যমে সর্বপ্রথম এই সম্পর্কিত ঘোষণা দেন মেসি। তিনি নিজেই জানান যে তিনি এই নিয়ে খুবই উৎসাহিত। মেসির এই পানীয়টি বাজারের অনান্য পানীয় থেকে আলাদা এবং সম্পূর্ণভাবে নন অ্যালকোহলিক হতে যাচ্ছে। বুধবার (২৯ এপ্রিল) মেসি নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে তার আসন্ন এই হাইড্রেশন ড্রিংকস সম্পর্কে আপডেট প্রকাশ করেন। তিনি জানান সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডাতে ড্রিংকসটি জুনের ১৪ তারিখ থেকে পাওয়া যাবে। ইন্সটাগ্রামে দেওয়া ভিডিওতে দেখা যায় মেসি ও তার স্ত্রী অ্যান্তোনেলা রোকুজ্জো ড্রিংকস প্রস্তুতকরা ফ্যাক্টরি ঘুরে দেখছেন।           View this post on Instagram                       A post shared by Leo Messi (@leomessi) মেসি ভিডিওর ক্যাপশনে লেখন, ‘আমরা নিজেদের হাইড্রেশন ড্রিংকটি বাজারে আনার জন্য কঠোর পরিশ্রমের সঙ্গে প্রস্তুতি নিচ্ছি। কারণ, হাইড্রেশন সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। সবকিছু ঠিকঠাকভাবে হওয়ার বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই। যেখানে আমাদের কাজটি এগিয়ে যাচ্ছে, সেখান থেকে মাত্রই ফিরলাম। আমাদের পরবর্তী প্রজন্মের হাইড্রেশন পানীয়টি কীভাবে তৈরি হচ্ছে, সেটি সম্পর্কে জেনেছি।’ তবে মার্ক অ্যান্থনি ব্রান্ডসের সঙ্গে তৈরি করা পানীয় বাদেও মেসির আরো অনেক ব্যবসা ও পার্টনারশিপ রয়েছে যেখান থেকে বিশ্বকাপজয়ী এই তারকা বছরে বড় ধরনের অর্থ আয় করেন। ফোর্বসের মতে মেসির বর্তমান আর্থিক ভ্যালু প্রায় ৬০০ মিলিয়ন ডলারের মতো। অ্যাডিডাস, পেপসিকো, বাডউইসার ইত্যাদি প্রতিষ্ঠান থেকেও মোটা অঙ্কের টাকা পান বিশ্বের সেরা এই ফুটবলার। অবশ্য জুনে মেসির নন অ্যালকোহলিক হাইড্রেশন ড্রিংক বাজারে আসলেও পানীয়টির নাম এখনো ঠিক করা হয়নি।    
০৪ মে, ২০২৪

এমএলএসে প্রথমবারের মতো মাসসেরা মেসি
ইউরোপ ছেড়ে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর প্রায় এক বছর হতে চলল। বিখ্যাত সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ইন্টার মায়ামিতে যোগ দিয়েই দলটিকে নিজেদের ইতিহাসের প্রথম শিরোপাও এনে দিয়েছেন। তবে সেভাবে ব্যক্তিগত অর্জন ছিল না আট বারের ব্যালন ডি’অর জয়ী বিশ্বের সেরা এই ফুটবলারের, এবার সেটিরও দেখা পেলেন।   চলতি বছরে নিজের ক্লাবের হয়ে ইনজুরির কারণে সেভাবে ম্যাচ খেলতে পারেননি মেসি। মাঠের চেয়ে বেশি মাঠের বাইরেই থাকতে হয়েছে তার। ইনজুরিতে কিছু ম্যাচ মাঠের বাইরে থাকার পর অবশেষে এপ্রিল মাসে মাঠে ফিরেছিলেন বিশ্ব ফুটবলের সেরা এই ফুটবলার। আর মাঠে ফিরেই এপ্রিল মাসটা দারুণভাবে কেটেছে বিশ্ব ফুটবলের সেরা এই তারকার। আর দুর্দান্ত এই মাসে তার পারফরম্যান্সের জন্য মেজর লিগ সকারের (এমএলএস) এপ্রিল মাসের সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করা হয়েছে বিশ্বজয়ী এই আর্জেন্টাইনকে।    খারাপ এই ইনজুরি থেকে ফিরে এপ্রিল মাসে মায়ামির সবগুলো ম্যাচেই মেসি মায়ামির হয়ে মাঠে নেমেছিলেন। আর্জেন্টাইন মহাতারকার উপস্থিতিতে ফ্লোরিডার দলটি এপ্রিল মাসে লিগে ৪ ম্যাচ খেলে একটিতেও হারেনি। মায়ামির খেলা এই ৪ ম্যাচে প্রতিপক্ষকে ১২টি গোল দিয়েছে মায়ামি। তার ১০টিতেই অবদান রেখেছেন মেসি। নিজের করেছেন ৬টি গোল এবং ৪টি করিয়েছেন সতীর্থদের দিয়ে। চলতি মৌসুমে অবশ্য লিগে দুর্দান্ত শুরুও করেছিলেন মেসি । তবে দুর্দান্ত শুরুর পর চোটের কারণে ছিটকে যেতে হয় তাকে। এপ্রিল মাসে লিওনেল মেসি মোট ১০টি গোল সরাসরি যুক্ত ছিলেন। যার মধ্যে ৬ গোল নিজে করেছেন এর আগেই অবশ্য এবারের এমএলএসে আরও ৩ গোল আছে মেসির। ইনজুরিতে অনেকটা সময় মাঠের বাইরে থাকলেও এমএলএসের এবারের মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা মেসি। ৯ গোল করা এই তারকার পরে আছেন রিয়েল সল্ট লেকের কলম্বিয়ান ফরোয়ার্ড ক্রিস্তিয়ান আরাঙ্গো ও ডিসি ইউনাইটেডের বেলজিয়ান ফুটবলার ক্রিস্টিয়ান বেনটেকে। দুজনেরই গোল ৮টি করে। এ নিয়ে টানা দুই মাস এমএলএসের মাসসেরার পুরস্কার গেল ইন্টার মায়ামিতে। এর আগে ইন্টার মায়ামির হয়ে পুরস্কারটি জিতেছেন সুয়ারেজ।
০৩ মে, ২০২৪

মেসি না থাকায় ভালো করছে পিএসজি!
ফুটবল বিশ্বের সর্বকালের সেরা তারকা হিসেবে যদি কেউ আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির নাম বলেন তাহলে তার সঙ্গে দ্বিমত করার মতো খুব বেশি লোক পাওয়া যাবে না। বিশ্বকাপজয়ী এই তারকা ফুটবলে নিজের অবস্থান এমন জায়গায় নিয়ে গেছেন যে তাকে পেলে যে কোনো দলই পাল্টে যায়। তবে এই আটবারের ব্যালন ডি’অর জয়ীর কারণেই না কি তার সাবেক ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) দল হিসেবে খেলতে পারছিল না। গতবছর যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার আগে মেসি ছিলেন ফরাসি ক্লাব পিএসজিতে। সেই ক্লাবে সতীর্থ হিসেবে পেয়েছিলেন সময়ের অন্যতম সেরা দুই তারকা কিলিয়ান এমবাপ্পে ও নেইমার জুনিয়রকে। তবে সময়ের তিন সেরা তারকা মিলেও পিএসজিকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারেনি। সময়ের পরিক্রমায় মেসি-নেইমার দুজনই ক্লাব ছেড়েছেন আর তাদের ক্লাব ছাড়ার পরেই এই মৌসুমে দুর্দান্ত ফর্মে পিএসজি। ফরাসি লিগ ইতোমধ্যেই জিতে নিয়েছে দলটি, সুযোগ রয়েছে আরও তিনটি ট্রফি জয়ের। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই উচ্ছসিত পিএসজি সমর্থকরা। তবে এরমধ্যেই ফরাসি ফুটবলের বিশেষজ্ঞ জুলিয়েন লওরেন্স দাবি তুললেন মেসি নেইমার না থাকার কারণেই পিএসজির এরকম উন্নতি। বুধবার (০১ মে) রাতে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে তাদের মাঠে সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ খেলবে লা প্যারিসিয়ানরা। ওই ম্যাচের আগে টিএনটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে এ দাবি তুলেন তিনি। তিনি বলেন, ‘দেখেন পিএসজিতে মেসির আগ্রহ ছিল না। তাই কোনোভাবেই দলের সঙ্গে তিনি খাপ খাওয়াতে পারেনি। এ ছাড়াও পিএসজির ড্রেসিংরুমে এখন ইগো কম। মেসি-নেইমার ও ভেরাত্তি নেই। তারা গত মৌসুমে ছিল। মাঠে না হলেও মাঠের বাইরে দলের ডন ছিল তারা। যার প্রভাব ড্রেসিংরুমে পড়ত। সাত মৌসুম পর এমবাপ্পে প্যারিস ছাড়ার আগে অবশ্যই এটা পিএসজির জন্য ইউরোপের সবচেয়ে বড় ট্রফি জয়ের সেরা সুযোগ।’ এ ছাড়াও এই মৌসুম শেষে এমবাপ্পেরও পিএসজি ছাড়ার কথা। গত মৌসুমের তুলনায় চলতি মৌসুমে এমবাপ্পের মধ্যে তাই ইগো কম দেখা গেছে বলেও মন্তব্য করেছেন লওরেন্স। কারণ এমবাপ্পে ঘোষণা দিয়েছেন পিএসজির জার্সিতে এটিই তার শেষ মৌসুম। যে কারণে ফ্রান্সে নিজের শেষ মৌসুম উপভোগ করতে চাচ্ছেন তিনি। তাই সব কিছু মিলিয়েই পিএসজি এবার একটা দল হয়ে মাঠে পারফরম্যান্স করছে বলে দাবি করেছেন এই ফ্রান্স ফুটবলের এক্সপার্ট। তবে এমবাপ্পের দলকে সফল তখনই বলা যাবে তখন তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতবে। সেজন্য অবশ্য আজকের রাতের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে জয় দরকার তাদের। ম্যাচটি রাত একটায় সিগনাল ইদুনা পার্কে শুরু হবে।
০১ মে, ২০২৪

মেসি ম্যাজিকে উড়ছে মায়ামি
কথায় আছে রাজা যেখানেই যাক না কেন সে সবখানেই রাজা। এই কথাটি অন্য কারো জন্য না হলেও আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির জন্য খুব বেশি প্রযোজ্য। প্রবল প্রতাপের সঙ্গে দুই দশক ইউরোপের ফুটবলে রাজত্ব করার পর তিনি পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবলাঙ্গনে। ইউরোপের মতো সেখানেও ঠিকই রাজার মতোই খেলছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী। আর তার আগমনে যেন বদলে গেছে তার ক্লাব ইন্টার মায়ামিও। মেসি মেজর লিগ সকারে তার জাদু দেখিয়ে চলছেন আর তার এই জাদুতে ইন্টার মায়ামিও রীতিমতো উড়ছে।       মাঠের ফুটবলে লিওনেল মেসির কল্যাণে দারুণ সময় পার করছে ইন্টার মায়ামি। মেসি না খেলায় যে দল জিততে ভুলে গিয়েছিল সেই দলই এখন মেসির ফেরায় কোনো প্রতিপক্ষকে পাত্তাই দিচ্ছে না। ন্যাশভিলে এফসির পর মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে মায়ামির শিকার নিউ ইংল্যান্ড রেভল্যুশন ক্লাব। আগের ম্যাচের মতো এই ম্যাচেও মেসি-সুয়ারেজদের সামনে দাঁড়াতেই পারেনি প্রতিপক্ষ। রোববার (২৮ এপ্রিল) বাংলাদেশ সময় ভোরে জিলেট স্টেডিয়ামে প্রায় ৬০ হাজার দর্শকের সামনে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে ৪-১ গোলে হারিয়েছে মায়ামি। ম্যাচটিতে মেসি দুই ও সুয়ারেজ করেন একটি গোল। অবশ্য ম্যাচ শুরুর আগে এই ম্যাচে মেসি-সুয়ারেজ খেলবেন কি না এই নিয়ে সন্দেহ ছিল। কারণ কৃত্রিম টার্ফে ম্যাচটি আয়োজন করা হয়েছিল।   অবশ্য ম্যাচটিতে মায়ামির জালে প্রথম মিনিটেই গোল করেন বসেন নিউ ইংল্যান্ডের ফরোয়ার্ড টমাস কানচেলে। তবে শুরুতেই পিছিয়ে পড়ে দমে যায়নি মায়ামি। টানা আক্রমণে ম্যাচের ৩২তম মিনিটে মেসির দুর্দান্ত গোলে সমতায় ফিরে দলটি। ডানপ্রান্ত থেকে রবার্ট টেলরের বাড়ানো বলে ডি-বক্সের ভেতর ঢুকে দারুণ ফিনিশিংয়ে দলকে সমতা এনে দেন মেসি। প্রথমার্ধে দুই দলই আর গোল করতে পারেনি।   দ্বিতীয়ার্ধেও প্রথমার্ধের মতো আক্রমণ বজায় রাখে মায়ামি। আবারও মায়ামির তালিসমান মেসি তার দলকে এগিয়ে দেন। ম্যাচের ৬৭তম মিনিটে সার্জিও বুসকেটসের পাস থেকে গোল করেন মেসি। এই গোলের মাধ্যমে নতুন একটি রেকর্ড গড়েন বিশ্ব ফুটবলের সেরা ফুটবলার। মেজর সকার লিগে এখন পর্যন্ত মেসিই প্রথম ফুটবলার যিনি এক মৌসুমে পাঁচটি পৃথক ম্যাচে একাধিক গোলের দেখা পেয়েছেন। ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পরও দমে যায়নি মায়ামি। ম্যাচের ৮৩ ও ৮৮ মিনিটে যথাক্রমে ক্রেমাশি ও সুয়ারেজের গোলেও ছিল মেসির ভূমিকা। দুটি গোলেই অ্যাসিস্ট করেন তিনি। এই জয়ে ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করল মায়ামি। অন্যদিকে, ৯ ম্যাচে মাত্র ১ জয়ে তলানীতে অবস্থান নিউ ইংল্যান্ডের।
২৮ এপ্রিল, ২০২৪

মেসি ফ্যানদের স্কোয়াডে রাখবেন না কোচ  
বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবল লিগ মেজর লিগ সকারে পা রাখার পরেই ফুটবল নিয়ে মার্কিন মুল্লকের দর্শকদের আগ্রহও বাড়ে। এর আগে যে দেশে ফুটবল নিয়ে মানুষের আগ্রহই ছিল না সে দেশের মানুষই এখন মেসির ম্যাচ দেখতে লাইনে দাড়াচ্ছে। এমনকি এক ইতিহাসের সঙ্গী হতে যাচ্ছে এমএলএসের ক্লাব নিউ ইংল্যান্ড রেভ্যুলেশন।       রোববার (২৮ এপ্রিল) ভোরে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে লিওনেল মেসির ইন্টার মায়ামির মুখোমুখি হবে নিউ ইংল্যান্ড রেভল্যুশন ক্লাব। জিলেট স্টেডিয়ামে হতে যাওয়া এই ম্যাচে প্রায় ৬০ হাজার দর্শক উপস্থিত হওয়ার কথা। যেখানে মেসিকে দেখতে বিভিন্ন অঙ্গনের তারকাদেরও উপস্থিতি থাকবে তবে মেসিকে ঘিরে এত আয়োজনের পরেও একটি ব্যাপারে সতর্ক নিউ ইংল্যান্ড কোচ। তিনি চান না মেসির কোন ভক্ত আগামীকালের ম্যাচে তার দলে থাকুক। তবে নিউ ইংল্যান্ডের কোচের অবশ্য চিন্তা করতে হতো না মেসিকে নিয়ে যদি এই ম্যাচটিতে মেসি না খেলতেন। মূলত কৃত্রিম টার্ফে ম্যাচটি আয়োজিত হওয়ার কারণে শঙ্কা ছিল মেসি ও সুয়ারেজের এই ম্যাচে খেলা নিয়ে। ইন্টার মায়ামির কোচ টাটা মার্তিনো অবশ্য জানিয়েছেন সব খেলোয়াড় খেলার জন্য প্রস্তুত আছে। মেসির মতো তারকা খেলবে দেখে স্বাভাবিক ভাবেই ম্যাচ নিয়ে রোমাঞ্চিত নিউ ইংল্যান্ড কোচ ক্যালেব পর্টার। এই কারণে মেসিদের বিপক্ষের ম্যাচে খেলোয়াড়দের সর্বোচ্চটা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘ছেলেরা খুবই রোমাঞ্চিত। স্টেডিয়াম একেবারে দর্শকপূর্ণ থাকবে। আমার মনে হয় এটা বোস্টনের খেলার ইতিহাসে সর্বোচ্চ (দ্বিতীয় সর্বোচ্চ) উপস্থিতির ফুটবল ম্যাচ হতে যাচ্ছে। আর এমন ম্যাচের জন্য আপনি যদি উজ্জীবিত হতে না পারেন, রোমাঞ্চিত হতে না পারেন এবং পারফর্ম করতে না পারেন, তবে আপনার ম্যাচটি খেলতে যাওয়ার দরকার নেই। তবে পর্টার হুমকি দিয়ে রেখেছেন নিউ ইংল্যান্ডের যেসব খেলোয়াড় মেসি ভক্ত তাদের তিনি একাদশের বাইরে রাখবেন। তিনি বলেন, ‘দেখুন আমরা সবাই মেসি ভক্ত তবে তারা যদি মুগ্ধতায় আচ্ছন্ন থাকে, তবে তাদের সেখানে থাকার দরকার নেই। আমি চেষ্টা করব যাদের মুগ্ধ হওয়ার সম্ভাবনা আছে, তেমন কাউকে একাদশে না রাখার।’
২৭ এপ্রিল, ২০২৪

মেসি জাদুতে এমএলএসের শীর্ষস্থানে মায়ামি
মাত্র কয়েক ম্যাচ আগেই করুণ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিল বিশ্বের সেরা ফুটবল তারকা লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে তূলনামূলক নতুন এই ক্লাবটি তাদের প্রাণভোমরা মেসিকে ছাড়া বেশ নড়বড়ে অবস্থাতেই ছিল। আটবারের ব্যালন ডি’অর জয়ী না থাকায় উত্তর আমেরিকার ক্লাবগুলোর শ্রেষ্ঠত্ব প্রমাণের আসর চ্যাম্পিয়ন্স কাপ থেকেও ছিটকে যেতে হয়েছে দ্যে হেরন ডাকনাম খ্যাত ইন্টার মায়ামি দলের। তবে অবশেষে ইনজুরিতে থেকে মেসি ফিরেছেন আর এই তালিসমানের ফেরত আসায় মায়ামিও জয়রথে ফিরেছে। রোববার (২১ এপ্রিল) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হওয়া মেজর লিগ সকারের ম্যাচে ন্যাশভিলকে ৩-১ গোলে হারিয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। ম্যাচটিতে জোড়া গোল করেছেন লিওনেল মেসি, বাকি গোলটি এসেছে সার্জিও বুসকেটসের কাছ থেকে।     তবে ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে ভালো শুরু করতে পারেনি ডেভিড বেকহ্যামের মালিকাধীন দলটি। ম্যাচের মাত্র দুই মিনিটে আত্মঘাতী গোল করে বসে মায়ামির ফুলবাক ফ্রাঞ্চো নেগ্রি।  তবে শুরুতে গোল খেলেও ঘাবড়ে যায়নি লিওনেল মেসি-লুইস সুয়ারেজরা। গোল খাওয়ার ৯ মিনিটের মাথায় লুইস সুয়ারেজের দুর্দান্ত পাস থেকে ম্যাচে সমতা আনেন ইন্টার মায়ামির মূল তারকা লিওনেল মেসি। গোল দেওয়ার পর চাপিয়ে খেলা শুরু করে মেসি-সুয়ারেজরা। যার ফলও পেয়ে যায় তারা। ম্যাচের ৩৯ মিনিটে মেসির নেওয়া এক কর্নার কিক থেকে হেডের মাধ্যমে মায়ামির দ্বিতীয় গোলটি করেন বুসকেটস। এরপরে লিড নিয়েই বিরতিতে যায় মেসি বাহিনী। বিরতির পরেও নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে থাকে মায়ামি। তবে দ্য হেরনসদের ম্যাচের তৃতীয় ও শেষ গোল করতে অপেক্ষা করতে হয় ম্যাচের শেষ দশ মিনিট পর্যন্ত। ৮১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা মেসি। তাতে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মায়ামি। এই জয়ে মেজর লিগ সকারে ১০ ম্যাচ শেষে শীর্ষে উঠেছে মায়ামি। শনিবার (২৮ এপ্রিল) নিউ ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবে মেসির দল। তবে সহজ জয় পেলেও মেসির দলের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে দিয়েগো গোমেজের ইনজুরি।
২১ এপ্রিল, ২০২৪

যেমন বাবা, তেমন ছেলে!
আর্জেন্টিনার তরুণ ফুটবলারদের কেউ আলো ছড়ালে তাদের নামের পাশে তকমা লেগে যায় ‘নতুন মেসি’। এমনকি ব্রাজিলের এক উঠতি তারকা বলা হয় ‘ছোট মেসি’। মূলত খেলার ধরনে লিওনেল মেসির সঙ্গে মিল থাকায় ১৬ বছর বয়সী এস্তেভাও উইলিয়ানকে ডাকা হয় ছোট মেসি নামে। এবার বিশ্ব দেখল ‘আসল ছোট মেসি’। সে আর কেউ নন, মেসির মেজ ছেলে মাতেও। ইন্টার মায়ামিতে মেসি যোগ দেওয়ার পর ক্লাবটির একাডেমিতে নাম লিখিয়েছেন তার তিন ছেলে থিয়াগো, মাতেও আর চিরোও। এ তিনজনই খেলছে যুক্তরাষ্ট্রের ক্লাবটির বয়সভিত্তিক দলে। তেমনই এক ম্যাচে নিজের দিকে সব আলো কেড়ে নেন মাতেও। পুরো ফুটবল বিশ্বের নজর পড়েছে সেই ভিডিওতে। মায়ামির অনূর্ধ্ব-৯ দলের হয়ে সেই ম্যাচে একাই ৫ গোল করেছে মেসির মেজো ছেলে মাতেও। ভিডিও দেখে অনেকেই বলছেন, খেলার ধরন একেবারে মেসির মতো। মেসির ট্রেডমার্ক ফ্রি-কিকের মতো একটি গোলও করেছে মাতেও। প্রতিপক্ষের ডি বক্সের বাইরে থেকে বাঁকানো সেই ফ্রি-কিক মুগ্ধ করেছে অনেককেই। গোল করার পর বেশ খানিকটা দৌড়ে গ্যালারির দিকে উড়ন্ত চুমো ছুড়ে দেওয়া মেসির ট্রেডমার্ক উদযাপন। ঠিক একইভাবে গোল উদযাপন করেছে মাতেও। তবে আর্জেন্টাইন তারকার সঙ্গে একটি জায়গা অমিল রয়েছে মাতেওর। মেসি বাঁ পায়ের ফুটবলার হলেও মাতেও ডা পায়ের। ফ্রিক-কিকসহ দুর্দান্ত ৫টি গোলই ডান পায়ে করেছে মাতেও। Mateo Messi scores 5️ goals for Inter Miami U9 ‍ @veotechnologies pic.twitter.com/p8D5H5GUVw — 433 (@433) April 13, 2024 যদিও মেসির সন্তানদের ফুটবলীয় প্রতিভার ভাইরাল হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ফুটবল দক্ষতা দেখিয়ে ভাইরাল হয় মেসির বড় ছেলে থিয়াগো। চলতি মাসের শুরু দিকে ইস্টার ইন্টারন্যাশনাল কাপে তার দুর্দান্ত গোলে শিরোপা জেতে মায়ামির অনূর্ধ্ব-১২ দল।
১৫ এপ্রিল, ২০২৪

দুর্দান্ত গোলে মায়ামিকে জয়ে ফেরালেন মেসি
বার্সেলোনার মতোই অবস্থা ইন্টার মায়ামির। একসময় লিওনেল মেসিকে ছাড়া মাঠের পারফরম্যান্সে বেশ নড়বরে ছিল বার্সা। বর্তমানে একই অবস্থা যুক্তরাষ্ট্রের ক্লাবটির। টানা ৫ ম্যাচে জয়হীন ছিল ফ্লোরিডার ক্লাবটি। এমনকি আগের ম্যাচে একাদশে ফিরেও বদলাতে পারেননি মায়ামির ভাগ্য। তবে রোববার (১৪ এপ্রিল) কানসাস সিটির বিপক্ষে দলকে উদ্ধার করেন আর্জেন্টাইন কিংবদন্তি। দুর্দান্ত পারফরম্যান্স আর দৃষ্টিনন্দন করে ইন্টার মায়ামিকে দারুণ এক জয় উপহার দেন মেসি। বিশ্বকাপজয়ী তারকার জ্বলে ওঠার দিনে মেজর লিগ সকারে (এমএলএস) কানসাস সিটির বিপক্ষে ৩-২ গোলের জয় পায় মায়ামি। ইনজুরির কারণে টানা পাঁচ ম্যাচে খেলা হয়নি মেসির। কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপে মন্তেরির বিপক্ষের ফেরেন একাদশে। কিন্তু সেদিন পুরোপুরি ছন্দহীন ছিলেন সাবেক বার্সা তারকা। কানসাস সিটির মাঠে ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ে মায়ামি। ঘরের মাঠে প্রায় ৭৩ হাজার দর্শকে সামনে মায়ারির জালে বল জড়ান এরিক টমি। যদিও সমতায ফিরতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি মেসিদের। প্রতিপক্ষের ডি বক্সের বেশ বাইরে থেকে দিয়েগো গোমেজকে দুর্দান্ত এক পাস দেন মেসি। সেখান থেকে গোল করে দলকে সমতায় ফেরান গোমেজ।   দ্বিতীয়ার্ধের শুরুতে মায়ামিকে এগিয়ে নেন মেসি। ডেভিড রুইজের কাছ থেকে বক্সের বাইরে বল পান মেসি। দুর্দান্ত এক শটে স্কোর শিটে নাম তোলেন বিশ্বকাপজয়ী এই তারকা। চলতি মৌসুমে লিগে এটি মেসির পঞ্চম গোল। যদিও এগিয়ে যাওয়ার আনন্দ খুব বেশি সময় স্থায়ী হয়নি তাদেল। ৫৮ মিনিটে নিজের জোড়া গোলে দলকে সমতায় ফেরান টমি (২-২)। ৭১ মিনিটে অবশ্য মায়ামিকে আবার এগিয়ে নেন লুইস সুয়ারেজ (৩-২)। এ জয়ে আবারও ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে মায়ামি। ৯ ম্যাচে পয়েন্ট ১৫ মায়ামির। আগামী ২১ এপ্রিল ভোরে ঘরের মাঠে ন্যাশভিলকে আতিথ্য দেবে ইন্টার মায়ামি।
১৪ এপ্রিল, ২০২৪

ইনজুরি আক্রান্ত মেসি এবার জড়ালেন বিতর্কে
বেশ কিছুদিন ধরেই ফুটবল মাঠের চেয়ে চোটের সঙ্গে লড়াই করেই সময় পার করতে হচ্ছে বিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির। চোটের কারণে কিছুদিন পরপরই মাঠের বাইরে থাকতে হচ্ছে আটবারের ব্যালন ডি’অর জয়ীর। নিজ ক্লাব মায়ামির হয়ে শেষ চার ম্যাচে মাঠের বাইরে থাকা এই ফুটবলার এবার জড়ালেন নতুন এক বিতর্কে। ম্যাচে না খেলেও এই তারকার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ উঠেছে। সর্বশেষ কনকাফ চ্যাম্পিয়নস কাপে ম্যাচ খেলেছিল মেসির ক্লাব ইন্টার মায়ামি। মেসিকে ছাড়া মেক্সিকোর ক্লাব মন্টেরির বিপক্ষে মাঠে নেমে জয়ের মুখ দেখতে পারেনি ফ্লোরিডার ক্লাবটি। হেরে যাওয়া ম্যাচটিতে একাদশে না থাকলেও গ্যালারিতে উপস্থিত ছিলেন তিনি। আর এই ম্যাচের শেষে সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম ইএসপিএন দাবি করছে, মেসি ম্যাচের পর প্রতিপক্ষের ড্রেসিংরুমে গিয়ে চিৎকার করে এসেছেন!    শোনা যাচ্ছে, ম্যাচের আগে মন্টেরির কোচ ফার্নান্দো অর্টিজ মন্তব্য করেছিলেন যে মায়ামি মেসির কারণে রেফারির কাছ থেকে ম্যাচে বাড়তি সুবিধা পাবে। প্রতিপক্ষ কোচের করা এই মন্তব্যের সঙ্গে ম্যাচের রেফারির বাজে পারফরম্যান্স খেপিয়ে দেয় মেসিকে। মেসির এই অখেলোয়াড়সুলভ আচরণের জন্য ইন্টার মায়ামির বিরুদ্ধে অভিযোগ মন্টেরি অভিযোগ দায়ের করবে বলেও জানিয়েছে কিছু মার্কিন সংবাদমাধ্যম। শুধু মেসি নয় তার সঙ্গে লুইস সুয়ারেজ ও জর্দি আলবার নামেও অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।    এদিকে রোববার (৭ এপ্রিল) মেজর লিগ সকারে কলোরাডোর বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। এই ম্যাচে ১০ মিনিটের জন্য হলেও মেসিকে নামাতে চায় মায়ামি কোচ। রোববারের এই ম্যাচের আগে দলটির সহকারী কোচ জাভি মোরালেস কথা বলেন এই বিতর্ক নিয়ে। তিনি বলেন, ‘বিশ্ব ফুটবলে ব্যাপারগুলো কেমন হয় আমরা জানি। এখানে সব ধরনের মত থাকে। যে যা বলে, সেটার দায় তারই।’ তিনি আরও বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটি মাঠেই ঘটেছে। যেটি হলো কাপ ম্যাচটি। এসব ম্যাচ কী ধরনের হয় আমরা জানি। এগুলো অনেক আগ্রাসী মনোভাব নিয়ে খেলা হয়। সত্যি কথা হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হয় মাঠেই।’ মন্টেরির বিপক্ষে কনকাফ চ্যাম্পিয়ন কাপ কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে নিজেদের মাঠে ২-১ গোলে হেরেছিল মায়ামি। সেদিন মেসির খেলার কথা থাকলেও মাঠে ফেরা হয়নি তার। গ্যালারি থেকে ম্যাচটি দেখেছেন আর্জেন্টাইন তারকা। চলতি মাসের ১১ তারিখ মন্টেরির মাঠে ফিরতি লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে।
০৬ এপ্রিল, ২০২৪

ব্যালন ডি’অরের দৌড়ে যাদেরকে এগিয়ে রাখলেন মেসি
ক্যারিয়ারের অধিকাংশ সময় ইউরোপে ছড়ি ঘুরিয়ে এখন ক্যারিয়ারের শেষ বেলা পার করছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি। শেষলগ্নে ইউরোপ ছেড়ে নিজের ক্লাব হিসেবে বেছে নিয়েছেন এমএলএসের ক্লাব ইন্টার মায়ামিকে। মার্কিন মুলুকে এসেও নিজের স্কিল দিয়ে মুগ্ধ করছেন সবাইকে। অবশ্য এখনও যে গতিতে খেলছেন মেসিকে বিশ্বসেরার কাতারে চোখ বন্ধ করে রাখা যায়। তবে ক্যারিয়ারে সর্বোচ্চ আট বার ব্যালন ডি’অর জেতা মেসি নিজেকে বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে আর দেখছেন না। সম্প্রতি এ বিষয়ে কথা বলেছেন মেসি। ভবিষ্যতে কারা ব্যালন ডি’অর জিততে পারে এমন চার ফুটবলারের নাম জানিয়েছেন তিনি। মেসির মতে আগামী দিনগুলোতে ফুটবলে তারাই দেখাবে দাপট। ২০২২ সালে কাতার বিশ্বকাপজয়ের মধ্য দিয়ে ক্যারিয়ারে পূর্ণতা পান মেসি। জিতেছেন ইতিহাসের সবচেয়ে বেশি ব্যালন ডি’অরও। টানা চার মৌসুম ব্যালন ডি'অর জয়ী একমাত্র ফুটবলার তিনি। ২০০৯ থেকে ১২ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে এই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড নিজের করে নেন মেসি। আগামী দিনগুলোত ব্যালন ডি’অর জয়ের পাশাপাশি আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র এবং লামিন ইয়ামাল ফুটবলের বড় তারকা হবে বলেও মন্তব্য করেন মেসি। এক্ষেত্রে সতেরো বছরের লামিন ইয়ামালকে আলাদাভাবেই রেট করেন মেসি। বর্তমানের অন্যতম সেরা তরুণ ফুটবলার বেলিংহামকে সম্ভাব্য ব্যালন ডি’অর জয়ীর তালিকায় রাখেননি মেসি। বেলিংহ্যাম রিয়ালের সাবেক তারকা রোনালদোকে নিজের আইডল মানায় মেসি তাকে রাখেননি বলে মনে করছেন ফুটবলপ্রেমীরা।
০৩ এপ্রিল, ২০২৪
X