ইউরোপ ছেড়ে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর প্রায় এক বছর হতে চলল। বিখ্যাত সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ইন্টার মায়ামিতে যোগ দিয়েই দলটিকে নিজেদের ইতিহাসের প্রথম শিরোপাও এনে দিয়েছেন। তবে সেভাবে ব্যক্তিগত অর্জন ছিল না আট বারের ব্যালন ডি’অর জয়ী বিশ্বের সেরা এই ফুটবলারের, এবার সেটিরও দেখা পেলেন।
চলতি বছরে নিজের ক্লাবের হয়ে ইনজুরির কারণে সেভাবে ম্যাচ খেলতে পারেননি মেসি। মাঠের চেয়ে বেশি মাঠের বাইরেই থাকতে হয়েছে তার। ইনজুরিতে কিছু ম্যাচ মাঠের বাইরে থাকার পর অবশেষে এপ্রিল মাসে মাঠে ফিরেছিলেন বিশ্ব ফুটবলের সেরা এই ফুটবলার। আর মাঠে ফিরেই এপ্রিল মাসটা দারুণভাবে কেটেছে বিশ্ব ফুটবলের সেরা এই তারকার। আর দুর্দান্ত এই মাসে তার পারফরম্যান্সের জন্য মেজর লিগ সকারের (এমএলএস) এপ্রিল মাসের সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করা হয়েছে বিশ্বজয়ী এই আর্জেন্টাইনকে।
খারাপ এই ইনজুরি থেকে ফিরে এপ্রিল মাসে মায়ামির সবগুলো ম্যাচেই মেসি মায়ামির হয়ে মাঠে নেমেছিলেন। আর্জেন্টাইন মহাতারকার উপস্থিতিতে ফ্লোরিডার দলটি এপ্রিল মাসে লিগে ৪ ম্যাচ খেলে একটিতেও হারেনি। মায়ামির খেলা এই ৪ ম্যাচে প্রতিপক্ষকে ১২টি গোল দিয়েছে মায়ামি। তার ১০টিতেই অবদান রেখেছেন মেসি। নিজের করেছেন ৬টি গোল এবং ৪টি করিয়েছেন সতীর্থদের দিয়ে।
চলতি মৌসুমে অবশ্য লিগে দুর্দান্ত শুরুও করেছিলেন মেসি । তবে দুর্দান্ত শুরুর পর চোটের কারণে ছিটকে যেতে হয় তাকে। এপ্রিল মাসে লিওনেল মেসি মোট ১০টি গোল সরাসরি যুক্ত ছিলেন। যার মধ্যে ৬ গোল নিজে করেছেন এর আগেই অবশ্য এবারের এমএলএসে আরও ৩ গোল আছে মেসির।
ইনজুরিতে অনেকটা সময় মাঠের বাইরে থাকলেও এমএলএসের এবারের মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা মেসি। ৯ গোল করা এই তারকার পরে আছেন রিয়েল সল্ট লেকের কলম্বিয়ান ফরোয়ার্ড ক্রিস্তিয়ান আরাঙ্গো ও ডিসি ইউনাইটেডের বেলজিয়ান ফুটবলার ক্রিস্টিয়ান বেনটেকে। দুজনেরই গোল ৮টি করে।
এ নিয়ে টানা দুই মাস এমএলএসের মাসসেরার পুরস্কার গেল ইন্টার মায়ামিতে। এর আগে ইন্টার মায়ামির হয়ে পুরস্কারটি জিতেছেন সুয়ারেজ।
মন্তব্য করুন