স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ০৫:২২ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ইনজুরি আক্রান্ত মেসি এবার জড়ালেন বিতর্কে

গ্যালারি থেকে দলের হার দেখতে হয়েছে মেসির। ছবি : সংগৃহীত
গ্যালারি থেকে দলের হার দেখতে হয়েছে মেসির। ছবি : সংগৃহীত

বেশ কিছুদিন ধরেই ফুটবল মাঠের চেয়ে চোটের সঙ্গে লড়াই করেই সময় পার করতে হচ্ছে বিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির। চোটের কারণে কিছুদিন পরপরই মাঠের বাইরে থাকতে হচ্ছে আটবারের ব্যালন ডি’অর জয়ীর। নিজ ক্লাব মায়ামির হয়ে শেষ চার ম্যাচে মাঠের বাইরে থাকা এই ফুটবলার এবার জড়ালেন নতুন এক বিতর্কে। ম্যাচে না খেলেও এই তারকার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ উঠেছে।

সর্বশেষ কনকাফ চ্যাম্পিয়নস কাপে ম্যাচ খেলেছিল মেসির ক্লাব ইন্টার মায়ামি। মেসিকে ছাড়া মেক্সিকোর ক্লাব মন্টেরির বিপক্ষে মাঠে নেমে জয়ের মুখ দেখতে পারেনি ফ্লোরিডার ক্লাবটি। হেরে যাওয়া ম্যাচটিতে একাদশে না থাকলেও গ্যালারিতে উপস্থিত ছিলেন তিনি। আর এই ম্যাচের শেষে সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম ইএসপিএন দাবি করছে, মেসি ম্যাচের পর প্রতিপক্ষের ড্রেসিংরুমে গিয়ে চিৎকার করে এসেছেন!

শোনা যাচ্ছে, ম্যাচের আগে মন্টেরির কোচ ফার্নান্দো অর্টিজ মন্তব্য করেছিলেন যে মায়ামি মেসির কারণে রেফারির কাছ থেকে ম্যাচে বাড়তি সুবিধা পাবে। প্রতিপক্ষ কোচের করা এই মন্তব্যের সঙ্গে ম্যাচের রেফারির বাজে পারফরম্যান্স খেপিয়ে দেয় মেসিকে।

মেসির এই অখেলোয়াড়সুলভ আচরণের জন্য ইন্টার মায়ামির বিরুদ্ধে অভিযোগ মন্টেরি অভিযোগ দায়ের করবে বলেও জানিয়েছে কিছু মার্কিন সংবাদমাধ্যম। শুধু মেসি নয় তার সঙ্গে লুইস সুয়ারেজ ও জর্দি আলবার নামেও অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

এদিকে রোববার (৭ এপ্রিল) মেজর লিগ সকারে কলোরাডোর বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। এই ম্যাচে ১০ মিনিটের জন্য হলেও মেসিকে নামাতে চায় মায়ামি কোচ।

রোববারের এই ম্যাচের আগে দলটির সহকারী কোচ জাভি মোরালেস কথা বলেন এই বিতর্ক নিয়ে। তিনি বলেন, ‘বিশ্ব ফুটবলে ব্যাপারগুলো কেমন হয় আমরা জানি। এখানে সব ধরনের মত থাকে। যে যা বলে, সেটার দায় তারই।’

তিনি আরও বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটি মাঠেই ঘটেছে। যেটি হলো কাপ ম্যাচটি। এসব ম্যাচ কী ধরনের হয় আমরা জানি। এগুলো অনেক আগ্রাসী মনোভাব নিয়ে খেলা হয়। সত্যি কথা হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হয় মাঠেই।’

মন্টেরির বিপক্ষে কনকাফ চ্যাম্পিয়ন কাপ কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে নিজেদের মাঠে ২-১ গোলে হেরেছিল মায়ামি। সেদিন মেসির খেলার কথা থাকলেও মাঠে ফেরা হয়নি তার। গ্যালারি থেকে ম্যাচটি দেখেছেন আর্জেন্টাইন তারকা। চলতি মাসের ১১ তারিখ মন্টেরির মাঠে ফিরতি লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্র-বৃষ্টির শঙ্কা

বঙ্গবন্ধু শান্তি পদক চালু করতে যাচ্ছে বাংলাদেশ

মৌসুম শেষে প্রিমিয়ার লিগের দলগুলো কত টাকা করে পাচ্ছে?

নারায়ণগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪

গোরস্থান, মাদ্রাসার দান বাক্স ভেঙে চুরি

‘শরীফ থেকে শরীফার গল্প’ বাদ দেওয়ার সুপারিশে এইচআরএফবি’র প্রতিবাদ

পলাশ ও এন্ড্রু কিশোরের ফিরিয়ে দেওয়া গান গেয়েই আসিফের বাজিমাত

রাইসির মৃত্যুতে শি’র মাতম

কর অঞ্চল-১৭, ঢাকায় ১০১ জনের বড় নিয়োগ

শিক্ষাপ্রতিষ্ঠানকে মাউশির ৯ নির্দেশনা

১০

রাইসির মৃত্যুতে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের শোক

১১

গভর্নর, ডেপুটি গভর্নরদের সব প্রোগ্রাম বর্জন / প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

১২

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

১৩

সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত স্ত্রী, হাসপাতালে পুলিশ কর্মকর্তা

১৪

ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর নাম ঘোষণা

১৫

খেলাধুলা-সংস্কৃতিতে দক্ষরাই বিশেষ মেধাসম্পন্ন : জবি উপাচার্য 

১৬

চেয়ারম্যান প্রার্থী রিয়াজকে ইসিতে সশরীরে তলব, প্রার্থিতা বাতিলের শঙ্কা

১৭

বজ্রপাতে রানওয়ের ক্ষতি, নামতে পারেনি বিমানের ফ্লাইট

১৮

ভদ্রতা দেখাব সর্বোচ্চ, আইনের প্রয়োগ হবে শতভাগ : এসপি সাতক্ষীরা 

১৯

ভাতিজার হাতে চাচা খুন, মামলা দায়ের

২০
X