ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়াসি মাসের অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ বিভাগ হিসেবে নির্বাচিত হয়েছে তেজগাঁও বিভাগ। এছাড়াও শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে একই বিভাগের মোহাম্মদপুর থানা। শনিবার (২৩ মার্চ) ডিএমপির সম্মেলন কক্ষে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মোহম্মদপুর থানার মাহফুজুল হক ভূঞা (পিপিএম), পুলিশ পরিদর্শক (তদন্ত) তোফাজ্জল হোসেন। এ ছাড়াও জানুয়ারি মাসে শ্রেষ্ঠ পরিদর্শক একই থানার (অপারেশন) সবুজ রহমান।   জানা গেছে, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মামলা তদন্ত ও নিষ্পত্তি, ভিকটিম উদ্ধার, অস্ত্র উদ্ধার, বিস্ফোরক দ্রব্য উদ্ধার, ছিনতাইকারী, চাঁদবাজ, জঙ্গি গ্রেপ্তারসহ বেশ কয়েকটি ক্যাটাগরির ভিত্তিতে এ শ্রেষ্ঠত্ব নির্বাচন করা হয়। এবার সবকটি ক্যাটাগরিতেই সেরা হয়ে ডিএমপির শ্রেষ্ঠত্বের এই তকমা পায় তেজগাঁও বিভাগ ও মোহাম্মদপুর থানা। তেজগাঁও বিভাগের পক্ষে উপ-পুলিশ কমিশনার এইচ. এম আজিমুল হক পুরস্কার গ্রহণ করেন। জানতে চাইলে মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) সবুজ রহমান বলেন, পুলিশ মানুষের জন্য। আমরা মানবিক পুলিশ হওয়ার জন্য কাজ করছি। অপরাধের ক্ষেত্রে মোহাম্মদপুর থানা পুলিশের জিরো টলারেন্সনীতি। মোহাম্মদপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পূর্বের যেকোন সময়ের চেয়ে ভালো এবং নিয়ন্ত্রণে। মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুল হক ভূঞা বলেন, মোহাম্মদপুর থানার প্রতিটি নাগরিকের জন্য সুন্দর ও নিরাপদ এলাকার জন্যই আমরা কাজ করে যাচ্ছি নিরলসভাবে। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এইচ. এম আজিমুল হক বলেন, মানুষের জান-মালের নিরাপত্তার জন্য তেজগাঁও বিভাগের সকল পুলিশ অফিসার ফোর্স সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে, যার ফলেই আমাদের বিভাগের এই ধারাবাহিক অর্জন। আমার বিশ্বাস কাজের মাধ্যমে পরবর্তীতেও তেজগাঁও বিভাগের এই ধারা অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, আসুন আমরা আমাদের কাজগুলোকে প্রার্থনায় রূপান্তরিত করি।  
২৩ মার্চ, ২০২৪

মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন : মানবিক সহায়তায় আনসার
রাজধানী মোহাম্মদপুর কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। অগ্নি নির্বাপণে ফায়ার সার্ভিসকে সহায়তা প্রদান, উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং উদ্ধার কাজে অংশগ্রহণকারীদের মাঝে বাহিনীর পক্ষ থেকে দুপুরের খাবার বিতরণ করা হয়।  বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোররাতে মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন লাগে। সাড়ে পাঁচ ঘণ্টা পর সকাল ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।  বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গণসংযোগ কর্মকর্তা (অতি. দায়িত্ব) মো. জাহিদুল ইসলাম জানিয়েছেন, আগুনের ঘটনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫ (পাঁচ) প্লাটুন অঙ্গীভূত আনসার এবং দুই প্লাটুন আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) সদস্য মোতায়েন করা হয়। এ ছাড়া এজিবির পরিচালক রাজীব হোসাইনসহ কর্মকর্তারা সেখানে দায়িত্ব পালন করেন। আনসার সদস্যরা মোতায়েনের পর থেকে ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে অগ্নি নির্বাপণের কাজে সহায়তা প্রদান করে। বিভিন্ন দোকান হতে মালামাল অপসারণ করে নিরাপদ স্থানে নিতে দোকান মালিক ও কর্মচারীদের সহায়তা করে। একই সঙ্গে বহিরাগত ব্যক্তি যাতে মার্কেটের ভিতরে প্রবেশ করতে না পারে সেটি নিয়ন্ত্রণ করে।  এ ছাড়া জেলা প্রশাসন কর্তৃক ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের নামীয় তালিকা তৈরিতে জেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করেছে এজিবি সদস্যরা। এরপর মার্কেটের ভিতরে মালামাল অপসারণের কাজে কর্মরত মালিক, কর্মচারী, ফায়ার সার্ভিস, পুলিশ, সাংবাদিক এবং অন্যান্য সদস্যদের মধ্যে বাংলাদেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে দুপুরের খাবার বিতরণ করা হয়।  
১৪ সেপ্টেম্বর, ২০২৩

মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৭ ইউনিট
রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৩টা ৪৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। ৩টা ৫২ মিনিটে প্রথম ইউনিট পৌঁছায়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ১৭টি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত কোনো হতাহত নেই। মোহাম্মদ থানার ডিউটি অফিসার এসআই দেবলাল সরকার রনি কালবেলাকে বলেন, রাত ৪টার দিকে মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন লাগার সংবাদ পাই। ঘটনার পর থেকে সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত আছেন।
১৪ সেপ্টেম্বর, ২০২৩
X